ঔপনিবেশিক শাসন | 
|---|
| প্রশ্ন: বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসছিলো ?  উঃ পর্তুগীজরা।  | 
| প্রশ্ন: পতুগীজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আসেন কত সালে ?  উঃ ১৪৯৮ সালে।  | 
| প্রশ্ন: ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কত সালে ?  উঃ ১৪৮৭ সালে।  | 
| প্রশ্ন: পর্তুগীজরা কবে বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে ?  উঃ ১৫৮০ সালে।  | 
| প্রশ্ন: পর্তুগ্রীজদের পর কারা বানিজ্যের জন্য বাংলায় আসে?  উঃ ওলন্দাজরা।  | 
| প্রশ্ন: ‘ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানী’ কারা, কবে গঠন করেন?  উঃ ওলন্দাজগণ, ১৬০২ সালে।  | 
| প্রশ্ন: বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে কোন পর্তৃগ্রীজ নাবিক?  উঃ পেড্রো আলভারেজ কাব্রাল।  | 
| প্রশ্ন: ফরাসিরা কখন বাংলায় বানিজ্য করতে আগমন করে?  উঃ ১৬৬৮ সালে।  | 
| প্রশ্ন: কোন সালে ফরাসি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়?  উঃ ১৬৬৪ সালে।  | 
| প্রশ্ন: কোন সালে ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়?  উঃ ১৬০০ সালে।  | 
| প্রশ্ন: কোন যুদ্ধের ফলে ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙ্গে যায়?  উঃ ১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে।  | 
| প্রশ্ন: বন্দিবাসের যুদ্ধে কে, কার কাছে পরাজয় স্বীকার করে?  উঃ ইংরেজ সেনাপতি আয়ারকুটের নিকট ফরাসি গর্ভনর কাউন্ট লালী পরাজিত হন।  | 
| প্রশ্ন: উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা কোথায় বানিজ্য স্থাপন করে?  উঃ ইন্দোনেশিয়ায়।  | 
| প্রশ্ন: প্রথম কর্ণাট যুদ্ধ কবে, কার মধ্যে সংঘটিত হয়?  উঃ ফরসিদের সাথে ইংরেজদের মধ্যে ১৭৪৬ সালে।  | 
| প্রশ্ন: ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে?  উঃ সুরাটে।  | 
| প্রশ্ন: কে শান্তিপূর্ন বানিজ্য নীতি পরিত্যাগ করে বন্দর আক্রমন করে?  উঃ ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।  | 
| প্রশ্ন: বাংলায় ইংরেজদের কোন কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল?  উঃ ফোর্ট উইলিয়াম।  | 
| প্রশ্ন: মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় কোন সালে?  উঃ ১৬৬০ সালে।  | 
| প্রশ্ন: কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?  উঃ ইংরেজ কর্মচারী জন চার্নক।  | 
| প্রশ্ন: ইংরেজরা কোন সালে বাংলা আক্রমন করে?  উঃ ১৬৮৬ সালে।  | 
| প্রশ্ন: কত খ্রিষ্টাব্দে নবাব সিরাজু্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন?  উঃ ২০ জুন ১৭৫৬।  | 
| প্রশ্ন: কোন সালে নবাব আলীবর্দী খানের মৃত্যু হয়?  উঃ ১৭৫৬ সালে।  | 
| প্রশ্ন: ইংরেজরা কবে কলকাতা অধিকার করে?  উঃ ০২ জানুয়ারী ১৭৫৭।  | 
| প্রশ্ন: পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?  উঃ ২৩ শে জুন, ১৭৫৭ সালে।  | 
| প্রশ্ন: নবাব সিরাজুদ্দৌলা কোন খ্রিষ্টাব্দে জন্মগ্রহন করেন?  উঃ ১৭৩৩ খ্রিষ্টাব্দে।  | 
| প্রশ্ন: নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে কোন সালে যুদ্ধ বাধে?  উঃ ১৭৬৪ সালে।  | 
| প্রশ্ন: উপমহাদেশের প্রথম ব্রিটিশ গর্ভনর কে ছিল?  উঃ লর্ড ক্লাইভ।  | 
| প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থার প্রর্বতন কে করেন?  উঃ লর্ড ক্লাইভ।  | 
| প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালূ হয়?  উঃ ১৭৬৭ সালে।  | 
| প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব কার ওপর ন্যাস্ত হয়?  উঃ নবাবের।  | 
| প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যাস্ত হয়?  উঃ লর্ড ক্লাইভ।  | 
| প্রশ্ন: বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন?  উঃ ওয়ারেন হেষ্টিংস।  | 
| প্রশ্ন: নিলাম সুত্রে কে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন?  উঃ ওয়ারেন হেষ্টিংস।  | 
| প্রশ্ন: ওয়ারেন হেস্টিংস কবে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন?  উঃ ১৭৭২ সালে।  | 
| প্রশ্ন: চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন কে?  উঃ লর্ড কর্নওয়ালিস (১৭৯৩ সালে)।  | 
| প্রশ্ন: ছিয়াত্তরের মম্বন্তর কখন হয়েছিল?  উঃ ১১৭৬ বাং এবং ১৭৭০ ইং সালে।  | 
| প্রশ্ন: পঞ্চাশের মম্বন্তর কখন হয়েছিল?  উঃ ১৩৫০ বাং এবং ১৯৪৩ ইং সালে।  | 
| প্রশ্ন: ‘অন্ধ কূপ হত্যাকান্ড’ কখন সংগঠিত হয়েছিল?  উঃ ১৭৫৬ সালে।  | 
| প্রশ্ন: কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন?  উঃ ওয়ারেন হেস্টিংস।  | 
| প্রশ্ন: কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় কোন সালে?  উঃ ১৬৯০ সালে।  | 
| প্রশ্ন: বর্গী নামে কারা পরিচিতি ছিল?  উঃ মারাঠারা।  | 
| প্রশ্ন: কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করেন?  উঃ মীর কাসিম।  | 
| প্রশ্ন: ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল কোথায়?  উঃ বক্সারে।  | 
| প্রশ্ন: বক্সারের যুদ্ধ হয়েছিল কোন সালে?  উঃ ১৭৬৪ সালে।  | 
| প্রশ্ন: ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ বা ‘রেগুলেটিং এ্যাক্ট’ পাশ হয় কখন?  উঃ ১৭৭৩ সালে।  | 
| প্রশ্ন: উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন কোন ইংরেজ শাসক?  উঃ ওয়ারেন হেষ্টিংস।  | 
| প্রশ্ন: পাঁচশালা বন্দোবস্তের কে প্রর্বতক করেন?  উঃ ওয়ারেন হেস্টিংস।  | 
| প্রশ্ন: আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক?  উঃ লর্ড বেন্টিঙ্ক।  | 
| প্রশ্ন: সতীদাহ প্রথার বিলোপ সাধন কে কখন করেন?  উঃ লর্ড বেন্টিঙ্ক (১৮২৯ সালে)।  | 
| প্রশ্ন: উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসি পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন কে করেন?  উঃ লর্ড বেন্টিঙ্ক।  | 
| প্রশ্ন: বিধবা বিবাহ আইন প্রচলন কে, কখন করেন?  উঃ লর্ড ক্যানিং (১৮৫৬ সালে)।  | 
| প্রশ্ন: উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ কে, কোন সালে চালু করেন ?  উঃ লর্ড ডালহৌসী, ১৮৫৩ সালে।  | 
| প্রশ্ন: উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার কে প্রচলন করেন?  উঃ লর্ড ক্যানিং।  | 
| প্রশ্ন: উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ কোন সালে ও কোথায় সংঘটিত হয়?  উঃ ১৮৫৭ সালে ৯ মার্চ, বঙ্গদেশের ব্যারাকপুরে।  | 
| প্রশ্ন: সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট ২য় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেন?  উঃ মায়ানমারে।  | 
| প্রশ্ন: মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায় অবস্থিত?  উঃ মায়ানমারে।  | 
| প্রশ্ন: আহসান মঞ্জিল কে কত সালে প্রতিষ্ঠা করেন?  উঃ নবাব আবদুল গনি, ১৯৭২ সালে।  | 
| প্রশ্ন: কবে কে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন?  উঃ ১৯০৪ সালের ১৪ ফেব্রম্নয়ারী, লর্ড কার্জন।  | 
| প্রশ্ন: কবে ঢাকা পৌরসভা স্থাপিত হয়?  উঃ ১৮৬৪ সালে।  | 
| প্রশ্ন: পুরানো ঢাকার বাহাদুরশাহ পার্কের পূর্বনাম কি ছিল?  উঃ ভিক্টোরিয়া পার্ক।  | 
| প্রশ্ন: কোন দেশের লোকদের ওলন্দাজ বলা হয়?  উঃ হল্যান্ড।  | 
| প্রশ্ন: উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গর্ভনর ছিল?  উঃ লর্ড মাউন্ট ব্যাটন।  | 
ঔপনিবেশিক / ইংরেজ শাসন
 previous post
 