BCS Preliminary and NTRCA Teachers Recruitment and Bank Job Preparation General Knowledge Section – International Affairs (Part – 01).
১। ভিক্টোরিয়া ক্রস হল === ব্রিটেনের সামরিক সর্বোচ্চ খেতাব
২ । চ্যান্সেলর অব দ্য এক্সচেকার হলো=== ইংল্যান্ডের অর্থমন্ত্রীর উপাধি
৩। আজেন্টিনার সাথে ফকল্যান্ড দ্বীপ নিয়ে ১৮৮২ সালে যুদ্ধের সময় ক্ষমতায় ছিলেন > মার্গারেট থ্যাচার
৪। ট্রাফাগাল স্কয়ার > লন্ডনে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত স্কোয়ার ।
৫। ইউরোপীয়ান পার্লামেন্ট > ফ্রান্সের স্ট্রাসবার্গে
৬। Abu Sayyaf কোনদেশের গেরিলা সংগঠন = ফিলিপাইনের মিন্দানাও এর
৭ । পেরেজিল বা লায়লা দ্বীপ নিয়ে কোন দেশগুলোর বিরোধ চলছে? —- স্পেন ও মরক্কো
৮। জিন জিয়ান কী ? – চীনের পূর্বাঞ্চলের মুসলিম অধ্যুষিত প্রদেশ।
৯। তাকলানাকান মরুভূমি কোন দেশে অবস্থিত ? – চীন
১০। নীল বিপ্লব সংগঠিত হয় – কুয়েত (২০০৫)
১১। পারপেল বিপ্লব সংগঠিত হয় – ইরাক (২০০৫)
১২। ছিদ্রায়িত রাষ্ট্র : ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সানমারিনো রাষ্ট্র অবস্থিত)
১৩। জাতিসংঘ থেকে দ.আফ্রিকাকে কত সালে বহিষ্কার করা হয়েছিল? = ৬ নভেম্বর ১৯৬২ সালে।
১৪। নিউ ক্যালিডোনিয়া দ্বীপটির কাদের উপনিবেশন ? = ফ্রান্স
১৫। ইন্ডিপেন্ডেন্ট স্কয়ার কোথায় অবস্থিত ? = শ্রীলঙ্কায়
১৬। ১৯৬২ সালের কিউবা ক্ষেপনাস্ত্র সংকট। কোন তত্ত্বের বাস্তব উদাহরণ ? = চিকেন মডেল