[ad id=’5486′]
(বৈষ্ণব পদাবলী ) |
---|
প্রশ্ন: বৈষ্ণব সাহিত্য কি? উঃ বৈঞ্চব মতকে কেন্দ্র করে রচিত সাহিত্যকে। |
প্রশ্ন: বৈষ্ণব পদাবলী সাহিত্যর সূচনা ঘটে কবে? উঃ চর্তুদশ শতকে। |
প্রশ্ন: বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিকাশ কাল কখন? উঃ ষোড়শ শতকে। |
প্রশ্ন: শাক্ত পদাবলী কোন শতকের সাহিত্য ছিল? উঃ আঠারো শতক। |
প্রশ্ন: বৈষ্ণব পদাবলী সাহিত্যের আদি কবি কে কে? উঃ বিদ্যাপতি ও চন্ডীদাশ। |
প্রশ্ন: বৈষ্ণব পদাবলী সাহিত্যের চতুষ্টয় কে কে? উঃ বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস। |
প্রশ্ন: বিদ্যাপতি ও চন্ডীদাশ কোন শতকের কবি? উঃ চর্তুদশ শতক। |
প্রশ্ন: জ্ঞানদাস ও গোবিন্দ দাস কোন শতকের কবি? উঃ ষোড়শ শতক। |
প্রশ্ন: বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেছেন? উঃ ব্রজবুলী ভাষায়। |
প্রশ্ন: বৈষ্ণব পদাবালী সাহিত্যের উল্লেখ্যযোগ্য কবি কে কে? উঃ বিদ্যাপতি, চন্ডী দাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, যশোরাজ খান, চাঁদকাজী, রামচন্দ বসু, বলরাম দাস, নরহরি দাস, বৃন্দাবন দাস, বংশীবদন, বাসুদেব, অনন্ত দাস, লোচন দাস, শেখ কবির, সৈয়দ সুলতান, আলাওল, দীন চন্ডীদাস, চন্দ্রশেখর, হরিদাস, শিবরাম, করম আলী, পীর মুহম্মদ, হীরামনি, ভবানন্দ প্রমুখ।হরহরি সরকার, ফতেহ পরমানন্দ, ঘনশ্যাম দাশ, গয়াস খান । |
প্রশ্ন: বৈষ্ণব পদাবলী সাহিত্যের উল্লেখযোগ্য মুসলিম কবি কে কে? উঃ আলাওল, সৈয়দ সুলতান, আকবর, ফয়জুল্লাহ, আফজল, সালেহ বেগ, নাসির মাহমুদ, সৈয়দ আইনুদ্দীন, গয়াস খান, ফাজিল, নাসির মহম্মদ, আলীরজা, করম আলী। [ad id=’5488′] |
প্রশ্ন: বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন কি কি? উঃ রাধাকৃষ্ণের প্রেমলীলা। |
প্রশ্ন: অধিকাংশ বৈষ্ণব পদাবলী কোন ভাষায় রচিত হয়েছে? উঃ ব্রজবূলী ভাষায়। |
প্রশ্ন: শাক্ত পদাবলীর উল্লেখ্যযোগ্য কবি কে কে? উঃ রামপ্রসাদ সেন, রাজা কৃষ্ণচন্দ্র, আলীরজা, কমলাকান্ত, নন্দকুমার প্রমুখ। |
[ad id=’5490′]