সন্ধি ও সন্ধি বিচ্ছেদ যেকোনো প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ অংশ
[ad id=’5486′]
বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠনে যে সমস্ত প্রক্রিয়া আলোচিত হয় তার মধ্যে সন্ধি অন্যতম। ‘সন্ধি’ কথার অর্থ ‘মিলন’। এ মিলন কীসের ? ধ্বনির। হ্যাঁ, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনের যে পদ্ধতি তাই সন্ধি নামে পরিচিত। মনে রাখতে হবে দুটি শব্দের প্রথমটির শেষ ধ্বনির সঙ্গে দ্বিতীয়টির প্রথম ধ্বনির মিলন হয়। আর সেই মিলনের ফলে সৃষ্টি হয় সম্পূর্ণ নতুন একটি শব্দ। ধ্বনির এই মিলন স্বর ও ব্যঞ্জন কিংবা বিসর্গের সঙ্গে ঘটে। সেকারণে সন্ধি তিন প্রকার – স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গ সন্ধি। যেখানে সন্ধির নিয়ম না মেনেই সন্ধি হয় সেখানে নিপাতনে সিদ্ধ সন্ধি ঘটে।
[ad id=’5488′]
সন্ধি বিচ্ছেদ
অণ্বেষণ = অনু + এষণ
অত্যাচার = অতি + আচার
অত্যন্ত = অতি + অন্ত
অতএব = অতঃ + এব
অতীত = অতি + ইত
অতীব = অতি + ইব
অধিকাংশ = অধিক + অংশ
অন্যান্য = অন্য + অন্য
অন্তর্হিত = অন্তঃ + হিত
অনাদর = অন + আদর
অনাবশ্যক = অন + আবশ্যক
অনিচ্ছা = অন + ইচ্ছা
অপেক্ষা = অপ + ঈক্ষা
[ad id=’5490′]
অভ্যাস = অভি + আস
অর্ধেক = অর্ধ + এক
অরিন্দম = অরিম্ + দম
অরণ্য = ঋ + অন্য
অলংকার = অলম্ + কার
অস্ত্রাগার = অস্ত্র + আগার
অস্তাচল = অস্ত + অচল
অসন্তোষ = অসম্ + তোষ
অহরহঃ = অহঃ + অহঃ
আপত্তি = আপদ + তি
আবিষ্কার = আবিঃ + কার
আশ্চর্য = আ + চর্য
আশীর্বাদ = আশীঃ + বাদ
উচ্ছ্বাস = উৎ + শ্বাস
উচ্ছিষ্ট = উৎ + শিষ্ট
উচ্ছেদ = উদ্ + ছেদ
উত্তেজনা = উদ্ + তেজনা
উত্তম = উদ্ + তম
উৎকৃষ্ট = উৎকৃষ্ + ত
উদ্যোগ = উৎ + যোগ
উদ্যত = উদ্ + যত
উদ্দীপ্ত = উদ্ + দীপ্ত
[ad id=’5492′]
উদ্ধার = উদ্ + হার
উদ্ধৃতি = উদ্ + হৃতি
উদ্ভিদ = উদ্ + ভিদ
উদ্ভূত = উদ্ + ভূত
উদ্ভব = উৎ + ভব
উন্মুখ = উৎ + মুখ
উন্মত্ত = উদ্ + মত্ত
উপায় = উপ + আয়
উপেক্ষা = উপ ঈক্ষা
উপস্থিত = উপঃ + থিত
উল্লাস = উৎ + লাস
উল্লেখ = উৎ + লেখ
একাকার = এক + আকার
একান্ত = এক + অন্ত
একান্ত = এক + অন্ত
ক্রমাগত = ক্রম + আগত
ক্ষান্ত = ক্ষাম্ + ত
ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত
কান্না = কাঁদ + না
কিঞ্চিৎ = কিম্ + চিৎ
কিন্তু = কিম্ + তু
কিন্নর = কিম্ + নর
[ad id=’5486′]
কোত্থেকে = কোথা + থেকে
কৃতাঞ্জলি = কৃত + অঞ্জলি
করাঘাত = কর + আঘাত
কুলাঙ্গার = কুল + অঙ্গার
কিংবা = কিম্ + বা
গিরীশ = গিরি + ঈশ
গণেশ = গণ + ঈশ
ঘরামি = ঘর + আমি
চাট্টি = চার + টি
চেষ্টা = চেষ + তা
চতুর্ভুজ = চতুঃ + ভুজ
চড়াই = চড় + আই
ছিন্ন = ছিদ্ + ন
জগদীশ = জগৎ + ঈশ
জীবনানন্দ = জীবন + আনন্দ
জন্মান্তর = জন্ম + অন্তর
জন্মাবধি = জন্ম + অবধি
জলাঞ্জলি = জল + অঞ্জলি
ঝঞ্ঝা = ঝম্ + ঝা
যুগান্তর = যুগ + অন্তর
যাতায়াত = যাত + আয়াত
যজ্ঞ = যজ্ + ন
যজ্ঞাগার = যজ্ঞ + আগার
যথার্থ = যথা + অর্থ
যথেষ্ট = যথা + ইষ্ট
যথেষ্ট = যথা + ইষ্ট
যথোপযুক্ত = যথা + উপযুক্ত
[ad id=’5493′]
বনস্পতি = বন + পতি
যন্ত্র = যম্ + ত্র
তথাপি = তথা + অপি
তথাস্তু = তথা + অস্তু
তন্ময় = তদ্ + ময়
তপোবন = তপঃ + বন
তস্কর = তদ্ + কর
দাবানল = দাব + অনল
দিগন্ত = দিক্ + অন্ত
দেবালয় = দেব + আলয়
দেশান্তর = দেশ + অন্তর
দুর্গা = দুঃ + গা
দুর্গন্ধ = দুঃ + গন্ধ
দুর্গম = দুঃ + গম
দুর্গম = দুঃ + গম
দুর্ঘটনা = দুঃ + ঘটনা
দুর্দান্ত = দুঃ + দান্ত
দুর্দিন = দুঃ + দিন
দুর্বোধ্য = দুঃ + বোধ্য
দুর্বল = দুঃ + বল
দুর্ভোগ = দুঃ + ভোগ
দুর্মতি = দুঃ + মতি
দুর্লভ = দুঃ + লভ
দুরাচার = দুঃ + আচার
দুরাত্মা = দুঃ + আত্মা
দুরবস্থা = দুঃ + অবস্থা
দুশ্চিন্তা = দুঃ + চিন্তা
দুষ্ট = দুষ + ত
ন্যায় = নি + আয়
নিন্দুক = নিন্দা + উক
[ad id=’5494′]
নির্গুণ = নিঃ + গুণ
নির্গত = নিঃ + গত
নির্জন = নিঃ + জন
নির্ণয় = নিঃ + নয়
নির্ধন = নিঃ + ধন
নির্বাসন = নিঃ + বাসন
নির্বিঘ্ন = নিঃ + বিঘ্ন
নির্ভর = নিঃ + ভর
নির্মূল = নিঃ + মূল
নিরানন্দ = নিঃ + আনন্দ
নিরাপদ = নিঃ + আপদ
নিরাশ = নিঃ + রাশ
নিরীক্ষণ = নিঃ + ঈক্ষণ
নিরুপায় = নিঃ + উপায়
নিরপেক্ষ = নিঃ + অপেক্ষ
নিরর্থক = নিঃ অর্থক
নিশ্চিহ্ন = নিঃ + চিহ্ন
নিশ্চল = নিঃ + চল
নিশ্চয় = নিঃ + চয়
নিশ্বাস = নিঃ + শ্বাস
নিষ্প্রভ = নিঃ + প্রভ
নিস্তার = নিঃ + তার
নিস্তব্ধ = নিঃ স্তব্ধ
নিয়ম = নি + যম্
নীরোগ = নিঃ + রোগ
নীরদ = নিঃ + রদ
নীরন্ধ্র = নিঃ + রন্ধ্র
নীরব = নিঃ + রব
নীলাভ = নীল + আভ
নমস্কার = নমঃ + কার
নয়ন = নে + অন
পর্যন্ত সন্ধি বিচ্ছেদ = পরি+অন্ত
[ad id=’5486′]