৩৮তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি (মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু)
38th BCS Preliminary preparation (Liberation War & Bongobondhu Sheikh Mujibur Rahman)
মুক্তিযুদ্ধ ‘১৯৭১ ও বঙ্গবন্ধু বিষয়ক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর , বিসিএস পরীক্ষা প্রস্তুতির সহায়িকা ।
[ad id=’5486’]
…………………………………………………………………………………………………………………………………………………..
* বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী কে ছিলেন?
=এম মহিতুল ইসলাম
* বঙ্গবন্ধু পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন কত সালে?
= ১৯৫৫
* মুক্তিযুদ্ধের সময় আওয়ামীলীগের মুখপাত্র ছিল সাপ্তাহিক “বাংলার বাণী” এর সম্পাদক ছিলেন কে ?
=শেখ ফজলুল হক মনি
* অপারেশন ক্লোজডোর কী ?
=১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পরিচালিত অভিযান
* মুক্তিযুদ্ধের সময় “বেঙ্গল টাইগার ” হিসেবে পরিচিত কে ?
= বঙ্গবীর কাদের সিদ্দিকী
* কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য “বীরপ্রতীক” খেতাব লাভ করেন ?
=আব্দুস সাত্তার
* গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কত সালে সরকারি গেজেটের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন?
= ১৫ ডিসেম্বর ১৯৭৩
* বঙ্গবন্ধু কত বিঘা পর্যন্ত জমির খাজনামুক্ত করেছিলেন ?
=২৫ বিঘা পর্যন্ত
* বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ কে ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি দিয়েছে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান?
— ইউনেস্কো
* বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ কে ঐতিহাসিক দলিল হিসাবে কত তারিখে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে?
–৩০/১০/২০১৭
* ৭৮টি দলিল মনোনয়নের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ কততম?
–৪৮তম
* কত সালে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড প্রোগ্রাম চালু করে ইউনেসকো??
— ১৯৯২ সালে
[ad id=’590′]
* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র –
গন্তব্য ।
* গন্তব্য চলচ্চিত্রের মূল গল্পটি নেয়া হয়েছে সঞ্জীবন শিকদারের পথনাটক ‘কই বলল’ থেকে ।
* গন্তব্য চলচ্চিত্রের পরিচালক –
অরণ্য পলাশ ।
* বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ড নিয়ে নির্মিত কাহিনীচিত্র
— ইতিহাসের কৃষ্ণপক্ষ ।
* ‘মহামানবের দেশে’ নামক গল্প অবলম্বনে ‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’ কাহিনীচিত্রটি নির্মিত হয়েছে।
* বঙ্গবন্ধু গোটা জীবনে কারাগারে ছিলেন –
– ৪৬৮২ দিন।
- বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মোট বীরাঙ্গনার সংখ্যা কত ?
— ১৮৫ জন ।
• বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মোট শব্দ সৈনিকের সংখ্যা কত ?
— ২৫৩ জন ।
• বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ নিয়ে রচিত গ্রন্হের নাম কি ?
— ওঙ্কায় সমগ্র ।
*মুক্তিযোদ্ধাদের গোপন সংকেত পাঠাতে কবে “আকাশ বাণী” রেডিও তে গান বেজে ওঠে ?
= ১৩ আগস্ট , ১৯৭১ ।
* ১৫ আগস্ট , ১৯৭১ অপারেশন জ্যাকপট – এর নেতৃত্বদানকারী ছিলেন কে?
➪ কমোডর আব্দুল ওয়াহিদ চৌধুরী বীরবিক্রম,বীর উত্তম
* স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী শিল্পীর নাম কী ?
➪ নমিতা ঘোষ
* বাংলাদেশের কোন বিমান ঘাটি Home of Fighters নামে পরিচিত?
– ➪ বিএএফ বঙ্গবন্ধু
* গেরিলা ৭১” গ্রন্থটি কার
➪ বীরবিক্রম কর্নেল তৌফিকুর রহমানের
* জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
➪কালো ঘোড়া
* মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘পোস্টমাস্টার ৭১’এর পরিচালক কে?
–আবির খান
* সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের নাম কী ?
=ভুবন মাঝি (পরিচালক =আরেফিন খান)
* আমার সোনার বাংলা,আমি তোমায় ভালবাসি এই কবিতাটিকে কবে জাতীয় সংগীত হিসেবে ঘোষনা দেয়া হয়?
– ৩ মার্চ,১৯৭১
* পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন কবে হয়? আওয়ামীলীগ কয়টি আসন লাভ করে?
– ১৭ ডিসেম্বর, ১৯৭০; ২৯৮টি
* ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ কয়টি আসন লাভ করে?
– ১৬৭ টি
[ad id=’5493′]