৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি (সাধারণ জ্ঞান -আর্ন্তজাতিক সংগঠন)
38th BCS Preliminary preparation (General Knowledge – International Organizations)
বিসিএস পরীক্ষার জন্য তথ্যবহুল কিছু গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান (আর্ন্তজাতিক সংগঠন) বিষয়ক প্রশ্ন ও উত্তর
……………………………………………………………………………………………………………………..
[ad id=’5486′]
* শান্তিতে “নোবেল পুরস্কার ২০১৭” পায় কোন সংগঠন?
— ICAN (International Campaign to Abolish Nuclear Weapons)–যাত্রা শুরু ২৩ এপ্রিল, ২০০৭, –সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড
* WHO কবে BIRDEM-কে তাদের সহযোগী কেন্দ্র হিসেবে মর্যাদা দেয়?
–১৯৮২ সালে
* নবম ডি-৮ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
–ইস্তাম্বুল, তুরস্ক
* COP-23 কবে অনুষ্ঠিত হচ্ছে?
— ৬-১৭ নভেম্বর,২০১৭
* COP-23 কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
–বন, জার্মানি
* COP-24 কবে অনুষ্ঠিত হবে?
— ৫-১৬ নভেম্বর, ২০১৮
* COP-24 কোথায় অনুষ্ঠিত হবে?
–কেটুইয়েস , পোল্যান্ড
* ৩ – ৫ সেপ্টেম্বর ২০১৭ চীনের জিয়ামেনে কোন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ?
— BRICS সম্মেলন ( নবম সম্মেলন ) ।
* কাজাখস্তানের আস্তানায় প্রথম OIC বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ?
— ১০ – ১১ সেপ্টম্বর ২০১৭।
* BIMSTEC এর নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন —
বাংলাদেশের এম শহীদুল ইসলাম।
[ad id=’5488′]
* WIPO — জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্হা , যা ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন দেয়।
* BIMSTEC পররাষ্ট্রমন্ত্রীদের পঞ্চদশ বৈঠক অনুষ্ঠিত হয় –
কাঠমান্ডু, নেপাল ,১১ আগস্ট , ২০১৭ ।
* ম্যাগসেসে পুরস্কার ২০১৭ দেওয়া হয়েছে –
– একটি প্রতিষ্ঠান , তিনজন পুরুষ ও দুইজন নারীকে ।
* ASEAN প্রতিষ্ঠার ৫০ বছরের সুবর্ণজয়ন্তী পালন করে –
– ৮ আগস্ট ২০১৭ ।
* আন্তর্জাতিক মুদ্রা তহবিল(IMF) এর বাংলাদেশস্হ কার্যালয় –
– আগারগাঁও
*জাতিসংঘের মূল সনদে কতটি অধ্যায় ও ধারা রয়েছে ?
= ১৯ টি অধ্যায় ও ১১১টি ধারা
* বাংলাদেশ কত সালে UN Peace Building Commission এর ভাইস চেয়ারম্যান মনোনীত হয় ?
= ২০১৩
[ad id=’5490′]
* আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস কবে ?
= ২৯ মে
* জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কতটি ?
= ১৫
* আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নির্বাচিত হন ?
= ৯
* ৮০০ ডলারের উপরGDP যেসব দেশের সেসব দেশে ঋণ প্রদান করে বিশ্ব ব্যাংকের কোন সংস্থা ?
= IBRD
* IMF কিসের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মুদ্রা রিজার্ভের ঘাটতি পূরণ করে ?
= SDR
* কত সালে বিশ্ব ব্যাংক বাংলাদেশে কার্যক্রম শুরু করে ?
= ১৯৭২
* WTO সৃষ্টির ৮ বছরব্যাপী উরুগুয়ে রাউন্ড কখন হয়েছিল ?
= ১৯৮৬-১৯৯৪
* জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন স্থায়ী সদস্য WTO এর সদস্য নয় ?
= রাশিয়া
* পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক ব্লকের নাম কী?
-COMESA
* দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক ব্লকের নাম কী ?
MERCOUSUR
* BCIM এর সদস্য কয়টি?
-৪
* অ্যান্টনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করছেন কোন তারিখ থেকে?
=১ জানুয়ারি ২০১৭
* CEDAW সনদ কার্যকর হয় কবে থেকে ?
= ১৯৮৯
* ১২ অক্টোবর,২০১৭ কোন দেশ UNESCO’র সদস্য পদ ত্যাগের ঘোষণা দেয়?
— যুক্তরাষ্ট্র
* COMESA এর বর্তমান সদস্য সংখ্যা-
২০(সর্বশেষ-তিউনেশিয়া)
[ad id=’5493′]
* WIPO এর বর্তমান সদস্য সংখ্যা
– ১৯১ ,–১৯০ তম- মার্শাল দ্বীপপুঞ্জ, –১৯১ তম- পূর্ব তিমুর
* ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা কত?
–১৯২,সর্বশেষ: ১৯১তম- ফিলিস্তিন ,: ১৯২তম- সলোমন দ্বীপপুঞ্জ
* UNESCO’ র ১১তম ও বর্তমান মহাপরিচালক এর নাম কি?
— আদ্রেঁ আজুলে(ফ্রান্স)
* ৩১তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে —
পামপাঙ্গা , ফিলিপাইন । ১৩ – ১৪ নভেম্বর,২০১৭।
* WTO মন্ত্রী পর্যায়ের একাদশ সম্মেলন অনুষ্ঠিত হবে
— ১০-১৩ ডিসেম্বর , ২০১৭। বুয়েন্স আয়ার্স , আর্জেন্টিনা।
* ২৫ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে
— অস্ট্রেলিয়া । ১৬ এপ্রিল ,২০১৮ ।
* নবম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় —
জিয়ামেন , চীন । ৩-৫ সেপ্টেম্বর , ২০১৭।
* ১০ তম BRICS সম্মেলন অনুষ্ঠিত হবে —
জোহানেসবার্গ , দক্ষিণ আফ্রিকা । ২০১৮ সালে ।
* প্রথম OIC বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় –
আস্তানা , কাজাখস্তান।
[ad id=’5493′]
* জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন –
– স্লোভেনিয়ার কূটনীতিক মিরোস্লাভ লাজক্যাক।
* জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার
— জায়েদ রাদ আল হুসেইন।
* জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রীন ক্লাইমেট ফান্ড (GCF) এর সদর দপ্তর –
– ইনচিয়ন , দক্ষিণ কোরিয়া।
• বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে কোন ব্যাংক গঠিত হয়েছে ?
— Asian Infrastructure Investment Bank ( AIIB ) ।
• বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে কোন বৈশ্বিক অর্থনৈতিক সংস্হা ?
— OPEC । OPEC ভুক্ত দেশ – ১৪ টি ।
• জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্হা ( UNEP ) ও জলবায়ু বিষয়ক সংস্হা ( WMO ) এর মিলিত উদ্যোগে কোন সংস্হা প্রতিষ্ঠা লাভ করে ?
— IPCC ।
- ৭- ৮ জুলাই ২০১৭ জার্মানির হার্মবুর্গে G 20 এর কত তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ?
— ১২ তম ।
• ২০১৮ সালে G 20 এর ১৩ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ?
— বুয়েন্স আয়ার্স , আর্জেন্টিনা ।
• G 20 ভুক্ত সদস্য দেশ কয়টি ?
— ১৯ টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন ।
• ইসলামী সহযোগিতা সংস্হার ( OIC ) ৪৫ তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন কবে , কোথায় অনুষ্ঠিত হবে ?
— ২০১৮ সালে ঢাকায় । - ১ জুলাই ২০১৭ বিশ্ব স্বাস্হ্য সংস্হার ( WHO ) অষ্টম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ?
— তেদ্রোস আধানম গেবিয়াসেস ( ইথিওপিয়া )। - সম্প্রতি ইসলামি সহযোগিতা সংস্হার ( ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৪তম বৈঠক অনুষ্ঠিত হয় কোথায় ?
— আইভরিকোস্ট ।
• ক্রাকাউ শহরটি কোথায় অবস্হিত ?
— পোল্যান্ড । ২- ১২ জুলাই এই শহরে UNESCO র বিশ্ব ঐতিহ্য কমিটির ৪১ তম বৈঠক বসে ।
• ১২ তম G- 20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে
— হার্মবুগ , জার্মানি । ৮ – ৯ জুলাই , ২০১৭ ।
• SAARC এর বর্তমান মহাসচিব কে ?
— আমজাদ হোসেন সিয়াল । ১২ তম মহাসচিব । - [ad id=’5494′]