৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি (সাধারণ জ্ঞান আর্ন্তজাতিক -০১)
38th BCS Preliminary Preparation MCQ – General Knowledge (International)
সাধারণ জ্ঞান আর্ন্তজাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
…………………………………………………………………………………………………………………………………………..
* দুই জার্মানীকে বিভক্তকারী বিখ্যাত বার্লিন প্রাচীর কবে তৈরী হয়?
=১৯৬১ সালে।
* আনুষ্ঠানিকভাবে দুই জার্মানী কবে একত্রিত হয়?
=৩ অক্টোবর, ১৯৯০।
* ১৯১৯ সালে মিত্রশক্তি ও জার্মানীর মধ্যে সম্পাদিত চুক্তির নাম কি?
=দ্বিতীয় ভার্সাই চুক্তি।
* দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীর বিচার কোথায় হয়েছিল?
=নূরেমবার্গে।২০ নভেম্বর ,১৯৪৫।
* ফরাসি বিপ্লবের মতবাদ বা শ্লোগান কি ছিল?
=স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব
* কোন দূর্গ আক্রমনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়?
=বাস্তিল দূর্গ।
* লেখনী দিয়ে ফরাসি বিপ্লবকে অনুপ্রেরণাদানকারী দার্শনিক হলেন?
=রুশো ও ভলটেয়ার।
* ফিদেল ক্যাস্ত্রো মারা যান কবে?
=২৫ নভেম্বর ২০১৬
* ইউরোপে রেনেসাঁ শুরু হয় কোন শতাব্দীতে ?
=১৪ শতাব্দীতে।
* প্রাচীন সভ্যতার কেন্দ্র কোনটি?
=আনাতোলিয়া।
* ‘দি হলি সিটি কোনটিকে বলা হয় ?
=ভ্যাটিকান সিটি।
* পিরামিড স্কিম’ কে কেন্দ্র করে কোন দেশে বিশৃঙ্খলা দেখা দেয়?
=আলবেনিয়া।
* পান্না দ্বীপ কাকে বলা হয়?
আয়ারল্যান্ড
* পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি?
=সুইডেন।
* অর্থনীতিতে “নাজ থিওরির” প্রবর্তক কে?
=রিচার্ড থ্যালার
* কোন দেশে জন্মালে বিশ্বের যেখানে অবস্থান করুক না কেন সে সেদেশের নাগরিক ও ভোটার বলে গন্য হয়?
=সানমেরিনো ( নোট: সম্প্রতি বাংলাদেশ সানমেরিনো সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে , এটি ইউরোপের অন্যতম প্রাচীন রাষ্ট্র)
* কে কবে ‘এপ্রিল থিচিচ’ পেশ করেন?
=লেনিন, ১৭ এপ্রিল, ১৯১৭।
* মুসোলিনি কোন দেশের স্বৈরশাসক ছিলেন। ?
= ইতালির
* কুখ্যাত “ইনসেন” কারাগার কোথায়?
= মায়ানমার।
* কিছু বিরোধপূর্ণ স্থান ও দ্বীপপুঞ্জ
♦মংডু
=বাংলাদেশ ও মায়ানমার।
হানিস দীপপুঞ্জ — ইয়েমেন ও ইরিত্রিয়া
► পেরেজিল বা লায়লা দ্বীপ—- স্পেন ও মরক্কো
►প্যারোলাস দ্বীপ — চীন ও তাইওয়ান
ইমফাল — ভারত ও মায়ানমার
► লাদাখ — জম্মু কাশ্মীর ও চীন
স্প্রাটলি দ্বীপপুঞ্জ — ভিয়েতনাম ও চীন
* বর্তমানে বিশ্বে কোন সংকটকে সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়েছে — রোহিঙ্গা সংকট
* বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান “সেবাস্তিয়ান কুর্জ” কোন দেশের??
–অষ্ট্রিয়া
* ‘দ্য ওয়ার্ল্ড’ নামক কৃত্রিম দ্বীপটি কোন দেশ তৈরি করছে?
–সংযুক্ত আরব আমিরাত
* কুর্দিস্তানে স্বাধীনতার দাবিতে গণভোট হয়
–২৫ সেপ্টেম্বর, ২০১৭
* কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে গণভোট হয়
–১ অক্টোবর, ২০১৭
* সৌরজগতের প্রাচীনতম গ্রহের নাম-
— বৃহস্পতি
* দেহঘড়ির আণবিক সূত্র উদঘাটন ও গবেষণার জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পান কে কে?
–জেফরি সি.হল, মাইকেল রসবাশ, মাইকেল ডব্লিউ.ইয়াং(যুক্তরাষ্ট্র)
* নোবেল পুরস্কার ২০১৭ এর পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কতজন?
–১১ জন(সর্বকনিষ্ঠ-কাজুও ইশিগুরো(সাহিত্য)
* “নোবেল পুরস্কার ২০১৭” পদার্থবিদ্যায় কে কে লাভ করেন?
— রেইনার ওয়েস(জার্মানি)
–ব্যারি সি ব্যারিশ(যুক্তরাষ্ট্র)
–কিপ এস, থর্ন(যুক্তরাষ্ট্র)
* “নোবেল পুরস্কার ২০১৭” রসায়নে কে কে লাভ করেন?
–জ্যাক দুবোশে(সুইজারল্যান্ড)
–জোয়াকিম ফ্রাঙ্ক(জার্মানি)
–রিচার্ড হ্যান্ডারসন(স্কটল্যান্ড)
* “নোবেল পুরস্কার ২০১৭” সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
— কাজুও ইশিগুরো(যুক্তরাজ্য)
* অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মনস্তত্বের প্রভাব তুলে ধরার জন্য অর্থনীতিতে “নোবেল পুরস্কার ২০১৭” লাভ করেন কে?
–রিচার্ড এইচ থ্যালার(যুক্তরাষ্ট্র)
* ‘The Remains of the Day’ কার সেরা উপন্যাস?–কাজুও ইশিগুরো