৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি (সাধারণ জ্ঞান আর্ন্তজাতিক বিষয়াবলী – ০৩)
38th BCS Preliminary Preparation MCQ – General Knowledge (International Affairs)
সাধারণ জ্ঞান আর্ন্তজাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
[ad id=’5486′]
# বিশ্ব বাণিজ্য সংস্হা ( WTO) পরিসংখ্যান রিপোর্ট ২০১৭ —-
* পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্হান –
– দ্বিতীয় । ( প্রথম — চীন )
* বস্ত্র রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি ?
— চীন । ( বাংলাদেশ — ষষ্ঠ)
* বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি বস্ত্র আমদানি করে
— যুক্তরাষ্ট্র ।
* বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি মোটরগাড়ি রপ্তানি করে ?
— জাপান । আমদানিতে শীর্ষ দেশ — যুক্তরাষ্ট্র ।
* লোহা ও ইস্পাত রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ — চীন।
* বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি কৃষিপণ্য আমদানি ও রপ্তানি করে — যুক্তরাষ্ট্র ।
* সার্বিক বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে বিশ্বে রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ — যুক্তরাষ্ট্র ।
* সালমান রুশদির নতুন উপন্যাস — The Golden House । ১৩ তম উপন্যাস ।
* কমনওয়েলথ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত তাহমিমা আনাম রচিত তৃতীয় উপন্যাস — The Bones Of Grace ।
* ২৯ – ৩০ জুলাই ২০১৭ ‘পানি সম্মেলন’ অনুষ্ঠিত হয়
— ঢাকা , বাংলাদেশ ।
* যুদ্ধ- সংঘাতে মানসিকভাবে আহতদের সহায়তার জন্য ম্যাগসেসে পুরস্কার ২০১৭ পান — শ্রীলংকার গেথসি শানমুগাম ।
[ad id=’5488′]
# ‘ওয়েবওমেট্রিক্স রেংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ’ এর প্রতিবেদন অনুযায়ী —
* বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় — হার্ভার্ড বিশ্ববিদ্যালয় , যুক্তরাষ্ট্র ।
* এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় — ইউনিভার্সিটি অব টোকিও , জাপান । বৈশ্বিক অবস্হান ৪৩ তম ।
* দক্ষিণ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় — ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বে, ভারত । বৈশ্বিক অবস্হান — ৫৬১ তম ।
* বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় — বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় । বৈশ্বিক অবস্হান — ২০৬১।
* ভারতের ১৩ তম উপ-রাষ্ট্রপতি — ভেঙ্কাইয়া নাইডু।
* ‘বিগ বেন’ স্হাপন করা হয় — ১৮৫৮ সালে । এটি ‘এলিজাবেথ টাওয়ারে’ অবস্হিত ।
* ‘এলিজাবেথ টাওয়ার’ এর সংস্কার কাজের জন্য ‘বিগ
বেন’ টি বন্ধ করা হয় — ২১ আগস্ট ২০১৭।
* কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস কলম্বিয়ায় ৫৩ বছরের যুদ্ধ অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দেন –১৫ আগস্ট ,২০১৭।
• পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নাম কী ?
— শাহিদ খোকন আব্বাসি ।
• ” আ ফুল লাইফ ” শীর্ষক বইটির লেখক কে ?
— সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ।
• আন্তিওকুইয়া প্রদেশটি কোথায় অবস্হিত ?
— কলম্বিয়া ।
[ad id=’5490′]
• গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
— চীন ।
• গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?
— যুক্তরাষ্ট্র ।
• ধান / চাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
— চীন ।
• ধান / চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?
— ভারত ।
• ধান উৎপাদনে বাংলাদেশের অবস্হান কততম ?
— ৪র্থ ।
• ডাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
— ভারত
• ডাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?
— যুক্তরাষ্ট্র ।
• ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?
— যুক্তরাষ্ট্র ।
• মাছ উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?
— চীন ।
[ad id=’5492′]
# EIU এর বৈশ্বিক বাসযোগ্যতা প্রতিবেদন ২০১৭ —
* বাসযোগ্য সবচেয়ে ভাল শহর — মেলবোর্ন ( অস্ট্রেলিয়া )।
* বাসযোগ্য সবচেয়ে অনুপযোগী শহর — দামেস্ক ( সিরিয়া)।
* বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্হান — ১৩৭তম ( ১৪০টি দেশের মধ্যে) ।
* জাপানের রাজধানী টোকিওতে ৩২তম গ্রীস্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে — ২৪ জুলাই থেকে
৯ আগস্ট ২০২০ সালে ।
* ৩৩তম ও ৩৪তম গ্রীস্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে — ২০২৪ সালে (প্যারিস,ফ্রান্স) ও ২০২৮ সালে(লস অ্যাঞ্জেলেস,যুক্তরাষ্ট্র)
* বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০১৭ দ্রুততম মানব ও মানবী — জাস্টিন গ্যাটলিন (যুক্তরাষ্ট্র) ও টোরি বোউয়ি (যুক্তরাষ্ট্র) ।
* CIHEFE এর গবেষণা অনুযায়ী স্প্যানিশ লা লিগার সর্বকালের সেরা খেলোয়াড় — লিওনেল মেসি ।
* ক্রিকেটে একজন ব্যাটসম্যান কতটি উপায়ে আউট হতে পারে — ০৯টি উপায়ে ।
[ad id=’5493′]
# যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবসম্পদবিষয়ক
পরামর্শক প্রতিষ্ঠান MERCER ‘র প্রকাশিত জরিপ অনুযায়ী……
• বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি ?
— লুয়ান্ডা , অ্যাঙ্গোলা ।
— ঢাকার অবস্হান – ৩৮তম ।
• বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহর কোনটি ?
— তিউনিস , তিউনিসিয়া ।
• প্রবাসীদের জন্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি ?
— ঢাকা ।
• বিশ্বের সবচেয়ে দামি পাসপোর্টধারী দেশ কোনটি ?
— জার্মানি ।
— বাংলাদেশের অবস্হান — ৯৫ তম ।
• মানব শরীরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সংক্রমণ ঘটে কোন মশকীর কামড়ের মাধ্যমে ?
—- Aedes aegypti ওAedes albopictus।
[ad id=’5486’]