সাম্প্রতিক তথ্য
৩৮তম বিসিএস প্রস্তুতি সহ অন্যান্য যেকোনো প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য সাধারন জ্ঞান অংশ সাম্প্রতিক তথ্য – বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
[ad id=’5486′]
১। বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম ?
উত্তর: ৭ম
২। স্বাদু পানির মাছ উত্পাদনে বাংলাদেশের অবস্থান
কততম ?
উত্তর: ৪র্থ।
৩। চাষকৃত মাছ উত্পাদনে বাংলাদেশের অবস্থান
কততম ?
উত্তর: ৬ষ্ঠ।
৪। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ৪র্থ।
৫। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বিশ্বের ১নং জনবহুল
শহর কোনটি?
উত্তর: ঢাকা।
৬। জনসংখ্যার দিক থেকে বিশ্বে ঢাকা কততম শহর ?
উত্তর: ১৬তম। মেগাসিটির দিক থেকে ১১তম ।
৭। ভালো দেশের সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ১১৭তম । শীর্ষ > সুইডেন।
৮। বাংলাদেশের মোট ভূ-খণ্ডের কত % বনভূমি রয়েছে ?
(ফাউ-এর রিপোর্ট)
উত্তর: ১১% । ১৪, ২৯, ০০০ হেক্টর। হেক্টর প্রতি ২০০-৩০০টি
গাছ রয়েছে।
৯। বিশ্বের কতটি দেশে বনভূমি নাই?
উত্তর: ৪৩টি ।
১০। টেকসই উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ১১৮। ( ১৪৯টি দেশের মধ্যে)
[ad id=’5488′]
১১। বৈশ্বিক মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান
কততম ?
উত্তর: ১০৪তম ।
১২। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় কত ?
উত্তর: ৩৪২৪কোটি মার্কিন ডলার।
১৩। সমপ্রতি বাংলাদেশ কোন ভাইরাসের ঔষধ ও
ভ্যাক্সিন আবিষ্কার করে?
উত্তর: রোটা।
১৪। বাংলাদেশের প্রতি হাজারে কতজন ৫ বছরের শিশু
মারা যায়?
উত্তর: ৩৮জন ।
১৫। বাংলাদেশের দৈনিক পত্রিকার সংখ্যা কত?
উত্তর: ১০৮৬টি (প্রায়)
১৭। বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য কতটি ?
উত্তর: ১৬৪টি (সর্বশেষ আফগানিস্তান ও লাইবেরিয়া)
১৮। বাংলাদেশে কতটি কমিউনিটি রেডিও চালু আছে ?
উত্তর: ১৭টি
১৯। বাংলাদেশে কতটি এফ. এম রেডিও চালু আছে ?
উত্তর: ২০টি
২০। বিশ্ব ঐতিহ্য তালিকায় বাংলাদেশের কতটি স্থান
অন্তর্ভূক্ত আছে ?
উত্তর: ৩টি। সুন্দরবন , পাহাড়পুর , ষাটগম্বুজ মসজিদ।
২১। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের
মাথাপিছু আয় কত ?
উত্তর: ১১৯০ মার্কিন ডলার।
২২। টেস্ট ক্রিকেটে বেশি বয়সে সেঞ্চুরি করা অধিনায়ক ?
উত্তর: মিসবাহুল হক।
২৩। বাংলাদেশের ১ম খেলোয়াড় হিসেবে অলিম্পিকে অংশ নেন কে?
উত্তর: গলফার সিদ্দিকুর রহমান।
২৪। প্রস্তাবিত যমুনা রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৪.৫ কি.মি.।
২৫। ২০১৬ সালে ফিফার বর্ষসেরা খেলোয়ার হয়েছেন?
উত্তর: ক্রিস্টায়ানো রোনালদো।
[ad id=’5490′]
১। 2017 আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার-মুস্তফিজুর রহমান
২। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি- ভ্লাদিমির পুতিন
৩। বিশ্বের ৫ম অর্থনীতির দেশ-ভারত
৪। মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে ৭১ তলা
আইকনিক টাওয়ার হবে- পূর্বাচলে
৫। চীন থেকে কেনা সাবমেরিন দুইটির নাম- জয়যাত্রা ও নবযাত্রা
৬। আঙ্কটাড এর মতে বাংলাদেশ এলডিসিভুক্ত দেশ হতে বের হবে- ২০২৪ সালে
৭। বিশ্ব পানি সম্মেলন হয়েছে- ২৮-৩০ নভেম্বর,হাঙ্গেরির বুদাপেস্টে
৮। পানি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত দফা এজেন্ডা উত্থাপন করেন-৭ দফা
৯। সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে- ১১৮ অনুচ্ছেদে
১০। যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান যাত্রাবিরতি করে- তুর্কমেনিস্তান
১১। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত-রুশনারা আলী
১২। বাংলাদেশ থেকে আমদানিকারক ৩য় বৃহত্তম দেশ- যুক্তরাজ্য
১৩। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ইলেক্টোরাল কলেজ পেয়েছে- ৩০৬ টি আর হিলারি ক্লিনটন পেয়েছে-২৩২টি
১৪। ফিলিস্তিনকে স্বীকৃতিকারী সর্বশেষ দেশ- ভ্যাটিকান সিটি
১৫। তাইওয়ানের সাথে সম্পর্ক স্থাপনকারী দেশ- ২১টি
[ad id=’5492′]
১৬। ফিদেল কাস্ট্রো মারা যায়- ২৫ নভেম্বর
১৭। বঙ্গবন্ধুর সাথে ফিদেল কাস্ট্রোর সাক্ষাত হয়- ১৯৭৩ সালে
১৮। ভারতে কোন মূখ্যমন্ত্রীকে ‘আম্মা’ ডাকা হত- জয়ললিতা
১৯। জয়ললিতা কোন রাজ্যের মূখ্যমন্ত্রী ছিলেন- তামিলনাড়ুর
২০। বাংলাদেশ থেকে প্রথম কার্ডিনাল নির্বাচিত হয়েছেন- প্যাট্রিক ডি রোজারিও
২১। ভারতে বাতিল করা হয়েছে- ৫০০ ও ১০০০ রুপির নোট
২২।প্রতিবন্ধিতাবান্ধব দূর্যোগ ঝুকি ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক ২য় সম্মেলন অনুষ্ঠিত হবে- বাংলাদেশে
২৩। সম্প্রতি অভিশংসিত হয়েছে – দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
২৪। বীরশ্রেষ্ঠদের মধ্যে ইপিঅার(বর্তমান বিজিবি) সদস্য ছিল- ২ জন।
২৫। জেলা পরিষদ গঠিত হবে কতজন সদস্য নিয়ে- ২১ জন
২৬। সম্প্রতি তাইওয়ানের সাথে সম্পর্ক ছেদকারী দেশ- সাওটামো ও প্রিন্সিপে
২৭। ২০১৬ সালে ব্যালন’ ডি অর জিতেছে- ক্রিস্টায়ানো রোনালদো
২৮। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে- ফিলিপাইনের প্রেসিডেন্ট
২৯। আন্তর্জাতিক অভিবাসী দিবস- ১৮ ডিসেম্বর
৩০। ডট বাংলা ডোমেইন উন্মুক্ত করা হবে – ৩১ ডিসেম্বর।
[ad id=’5493′]
১৭/১১/১৬ প্রথম আলো থেকে সংগৃহীত সাম্প্রতিক কিছু তথ্য প্রবাহ
১) দেশের দ্বিতীয় বৃহৎ মুঠোফোন অপারেটর হিসেবে রবি- এয়ারটেল একসঙ্গে যাত্রা শুরু করেছে কবে থেকে?
-১৬ নবেম্বর ২০১৬
২) বর্তমানে একীভূত অপারেটরটির মোট কত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ?
-৩ কোটি ২২ লাখ
৩) ২০১৬ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বিশ্বের ১৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
-২২তম (গতবছর ছিল ২৫ তম)
৪) স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণকারী ও মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত সাংস্কৃতিক সংগঠনের কত জন শব্দ সৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হল? -১০৮ জনকে
৫) চীন থেকে বাংলাদেশে কোন ধরনের সার আমদানি করা হয়ে থাকে? – ইউরিয়া
৬) আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে যোগদানের প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে কোন দেশ?
-রাশিয়া (১৯৮৮ সালে জাতিসংঘের কয়েকটি সদস্য দেশ রোম সংবিধি নামের এক আইনের মাধ্যমে এই আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা করেছিল)
৭) বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে নতুন করে কতটি ভাষা সংযোজন করছে?
-১১ টি (১৯৪০ দশকের পর এটিই হবে বিবিসির সবচেয়ে বড় সম্প্রচার)
৮) বাংলা একাডেমি থেকে পাঁচ খণ্ডে প্রকাশিত বিজ্ঞান বিশ্বকোষের অন্যতম সম্পাদক ও লেখক কে?
-অধ্যাপক অজয় রায় (স্বাধীনতার পর তিনি ১৯৭২-৭৩ কালপর্বে এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন)
৯) Concepts of Electricity and Magnetism; Concepts of Electricity and Magnetism; The Proto Bengalis: Anthropological and Sociological Analysis; বাঙালির আত্মপরিচয়: একটি পুরাবৃত্তিক ও নৃতাত্ত্বিক আলোচনা; বিজ্ঞান ও দর্শন: জড়ের সন্ধানে; আদি বাঙালি: নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ; আদি বাঙালি: নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ; স্বতন্ত্র ভাবনা: মুক্তচিন্তা ও বুদ্ধির মুক্তি; বিশ্বাস ও বিজ্ঞান; অতিশাব্দিক বিশ্বায়ন ও মৌলিক পদার্থবিদ্যা; রবীন্দ্রনাথ ও উপনিষদ গ্রন্থগুলির লেখক কে?
–অধ্যাপক অজয় রায়
[ad id=’5494′]
১০) বঙ্গবন্ধু সেতু নির্মাণে কারখানা কোথায় হচ্ছে?
– সিরাজগঞ্জে
১১) এশিয়া-ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর সংস্থার নাম কি? – অ্যাসোসিও
১২) ‘২০১৬ অ্যাসোসিও আইসিটি সামিট’ কোথায় অনুষ্ঠিত হয়েছে? – মিয়ানমারের ইয়াঙ্গুনে(২০১৯ সালে ঢাকায়)
# সাম্প্রতিক তথ্য
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন -২০১৬
[ad id=’5486′]
১। ডোনাল্ড ট্রাম্প কতটি ইলেকট্ররাল কলেজের লাভ
করেছেন ?
= ২৯০টি । ৪৫.৫% ভোট পেয়েছেন
৩। হিলারী ক্লিনটন কতটি ইলেকট্ররাল লাভ করেছেন ?
=২১৮টি । ৪৫.৭% ভোট পেয়েছেন
৪।প্রেসিডেন্ট হতে কতটি ইলেকট্ররাল ভোট লাগে ?
= ২৭০টি
৫। ইলেকট্রলেট রা কবে ভোট দিবেন ?
= ১৯ ডিসেম্বর , ২০১৬ ।
৬। কবে ডোনাল্ট ট্রাম্প দায়িত্ব নেবেন ?
= ২০জানুয়ারী , ২০১৭ ।
৭। ডোনাল্ট ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট ?
= ৪৫তম ।
৮। ২০১৬ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন কত তম ?
=৫৮তম ।
৯। ডোনাল্ট ট্র্যাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিলে ফাস্ট লেডি হবেন কে ?
= মেলানিয়া ট্রাম্প
১০ । ডোনাল্ট ট্র্যাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হবেন কে?
= মাইক পেন্স
১১। যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে ইলেকট্ররাল কলেজের সংখ্যা বেশি ?
= ক্যালিফোর্নিয়া ( ৫৫টি । )
[ad id=’5488′]
১২। ব্যাটেলগ্রাউন্ড স্টেট’ কতটি ?
= ৮টি । ফ্লোরিডা,উইসকনসিন,পেনসিলভানিয়া , ওহায়ো, মিশিগান , নর্থ ক্যারোলিনা (), ভার্জিনিয়া এবং মিনেসোটা ।
১৩। আমেরিকায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে কবে?
= ১৭৮৮
১৪। the slogan of doland Tramp – Make America, Great America
[ad id=’5490′]