40th BCS Preliminary Exam Question and Solution 2019; Bangladesh Civil Service (BCS) Examination conducted by Bangladesh Public Service Commission (BPSC). Posts are BCS (Admin), BCS (Taxation), BCS (Foreign Affairs), and BCS (Police) etc.
Exam Date: 03/05/2019
Solution are given below:
Solution (সমাধান)
১. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? – কারক
২. গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? – পর্তুগিজ
৩. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? – ঐচ্ছিক-অনাবশ্যিক
৪. দ্বারা, দিয়া ,কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? – তৃতীয়া বিভক্তি
৫. অভিরাম শব্দের অর্থ কি? – সুন্দর
৬. শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি? – সুসময়ের বন্ধু
৭. শিবরাত্রির সলতে বাগধারার অর্থ কি? – একমাত্র সন্তান
৮. প্রোষিতভর্তৃকা শব্দটির অর্থ কি? – যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
৯. বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? – খেলনা
১০. ATTESTED এর বাংলা পরিভাষা কোনটি? – প্রতায়িত
১১. কোনটি শুদ্ধ বানান? – প্রজ্বল
১২.’জোছনা’ কোন শ্রেণীর শব্দ? – অর্ধ-তৎসম
১৩.’জিজীবিষা’ শব্দটি দিয়ে বুঝায় – বেঁচে থাকার ইচ্ছা
১৪.’সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় –
১৫ অন্যের রচনা থেকে চুরি করা কে বলা হয় – কুম্ভীলকবৃত্তি
১৬.’ঊর্ণনাভ’- শব্দটি দিয়ে বুঝায় – মাকড়সা
১৭. চর্যাপদ এ কোন ধর্মমতের কথা আছে? – বৌদ্ধ ধর্ম
১৮. উল্লিখিত দের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? – রমনী পাদ
১৯. উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? –
২০. জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত: –
২১. বৈষ্ণব পদাবলী সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? – ব্রজবুলি
২২. বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৩. ‘কিন্তু আরম্ভের পূর্বে ও আছে। সন্ধ্যা বেলার দীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকানো’-বাক্য দোয়ায় কোন রচনা থেকে উদ্ধৃত? –
২৪. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? – একটি কালো মেয়ের কথা
২৫.’কালো বরফ’ উপন্যাসটির বিষয় – দেশ ভাগ
২৬.’ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে? – কৃষ্ণচন্দ্র মজুমদার
২৭.’জীবনস্মৃতি’ কার রচনা? – রবীন্দ্রনাথ ঠাকুর
২৮. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করে – মাইকেল মধুসূদন দত্ত
২৯.’সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’ চরণ দুটির রচয়িতা কে? – মদনমোহন তর্কালঙ্কার
৩০. জসিম উদ্দিনের রচনা কোনটি? – যাদের দেখেছি
৩১.’কিন্তু কখনো পাষাণ হয় না’- উক্তিটি কোন উপন্যাসের? –
৩২.ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? –
৩৩. বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? – ১৯২১
৩৪.’আগুন পাখি’- উপন্যাসটির রচয়িতা কে? – হাসান আজিজুল হক
৩৫.একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? – আলতাফ মাহমুদ
৭১.আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?- ১৪৯৪-১৫১৯
৭২. প্রাচীন বাংলা মৌর্য শাসন এর প্রতিষ্ঠাতা কে?- চন্দ্রগুপ্তমৌর্য্য
৭৩. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন – পর্তুগীজরা
৭৪.১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশকে ভেটো প্রদান করেছিল? – যুক্তরাষ্ট্র
৭৫. বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিল এর অন্তর্ভুক্ত করা হয়েছে? – পঞ্চম তফসিল
৭৬.‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন? – লর্ড কার্জন
৭৭. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? – ভাওয়াল ও মধুপুরের
৭৮. বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? – ফরিদপুর
৭৯. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ –
৮০.‘ গারো উপজাতি’ কোন জেলায় বাস করে? – ময়মনসিংহ
৮১.২০১৮ সালে বাংলাদেশের per capital GDP – ১৭৫১ ডলার
৮২.বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় – ১৯৭৪
৮৩. INCLUSIVE DEVELOPMENT INDEX এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশর অবস্থান – প্রথম স্থান
৮৪. ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় –
৮৫. Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্যান্ডগুলোর সংগঠন – যুক্তরাষ্ট্র
৮৬.২০১৮ সালে বাংলাদেশ জিটিভিতে শিল্প খাতের অবদান ছিল – 33.66 %