National Security Intelligence (NSI) Assistant Director Job Exam Question and Solution 2019
Exam Date: 28/09/2019 (Saturday – 03.30pm to 04.30pm)
Total Vacancy: 1394
Solution:
Bangla (Mark: 20*1.25=25)
- কোন শব্দযুগল বিপরীতার্থক-? -উন্মীলন-নির্মীলন
- কোনটি ফারসি উপসর্গ?- কম
- রাতে তারা দেখা যায়-কোন কারকে কোন বিভক্তি?— অধিকরণে সপ্তমী
- নাতিশীতোষ্ণ ” কোন সমাসের উদাহরণ ?-নঞ্ তৎপুরুষ।
- অলুক তৎপুরুষ – সোনার তরী
- কৃপাণ শব্দের অর্থ কি? উত্তর: তরবারি
- ‘বাবা’ কোন ভাষার শব্দ?— তুর্কি।
- মৌন শব্দের বিপরীত শব্দ- মুখর
- Defendant শব্দের পরিভাষা- বিবাদী
- হাড়ে বাতাস লাগা অর্থ- কোনটিই নয় ( অর্থ হচ্ছে স্বস্তি পাওয়া)
- উত্থাপন সন্ধি বিচ্ছেদ- উৎ+স্থাপন
- কুহক- এর স্ত্রীবাচক শব্দ? – কুহকিনী
- স্বভাবতই মূর্ধন্য ণ হয় কোনটাতে?— বাণ
- কাদনা> কান্না কোন ধরণের ধ্বনি পরিবর্তন? -সমীভবন
- নিচের কোনটি সমাসের মাধ্যমে গঠিত?— আমরা
- যুগসন্ধিক্ষণের কবি? – ঈশ্বরচন্দ্র গুপ্ত
- “বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আকড়াইয়া পরিয়া থাকে”-কোন রচনার অংশ? – যৌবনের গান
- মানিক বন্দ্যোপাধ্যায় রচিত- অতসী মামী
- রুপাই কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?— নকশী কাঁথার মাঠ
- ঐতিহাসিক মৈমনসিংহ গীতিকার সংগ্রাহক মুলত কে?- চন্দকুমার দে
English (Mark: 20×1.25=25)
- Ans: Raucous (Dulcet=Mellifluous=Melodious=Harmonious)
- Ans: Average (Magnificent=Glorious=Splendid=Outstanding)
- Ans: Limpid (Obscure=Ambiguous=Wispy=Vague)
- Ans: Significant (Paltry=Negligible=Immaterial= Trivial)
- Ans: Consent (Discord=Conflict=Friction=Dispute)
- There is no mother but loves her child- No error
- I need to buy some equipment- No error
- I would rather die than bribe- No error
- The picture has hung on the wall- (Incorrect: has)
- I prefer tea than coffee in the morning- (Incorrect- than)
- Cats and dogs- heavily
- looked into- investigate
- deny- refuse
- for good- forever
- out of order- None
- দোয়েল চত্বরের স্থপতি কে?— আজিজুল জলিল পাশ
- স্বাধীনতার ঘোষণাপত্র কোন সংশোধনী তে যোগ করা হয়?— পঞ্চদশ
- বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণগ্রহন করে- আন্তর্জাতিক উন্নয়ন তহবিল (IDA) থেকে
- বার্ডি ও বগি শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কিত?- গলফ
- বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের স্বীকৃতি কোন সংস্থা থেকে লাভ করে?- WIPO
- দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) কোথায় স্থাপন করা হয়েছে?— মহেশখালী
- সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায়? – ঢাকা
- মূল্য সংযোজন কর দিবস- ১০ ডিসেম্বর ( ২০১৭ হতে পালিত হচ্ছে এই দিনে, আগে ছিল ১০ জুলাই)
- আমাজন বনভূমি কোন ধরণের বনভূমি- ঘনবর্ষন বনাঞ্চল
- সঙ্গবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে — ৪১
- মিলোনেশিয়ার দেশ? — ফিজি
- জি-৭ থেকে যোগদান করে আবার বের হয়ে গেছে? – রাশিয়া
- CIRDAP এর উদ্যোক্তা কোন সংগঠন?—FAO
- ওজোন স্তর সুরক্ষায় স্বাক্ষরিত হয়?- ভিয়েনা কনভেনশন
- প্রাচীন সিল্করোড পূর্বের কোন দেশ পর্যন্ত এসেছে?- চীন
- সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র? – তাজিকিস্তান
- ফ্রিডম স্কয়ার কোথায় অবস্থিত? — জর্জিয়া
- ওপেন সোর্স অপারেটিং সিস্টেম- Ubuntu
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় সংগ্রহ? – পাকিস্তান
- কোন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা অস্কার পান? – কেউ না
CIRDAP এর উদ্যোক্তা কোন সংগঠন?– FAO
স্বাধীনতার ঘোষণাপত্র কোন সংশোধনী তে যোগ করা হয়?— ১৫তম।
মূল্য সংযোজন কর কবে চালু করা হয়?— ১৯৯১ সালে। [ জাতীয় সংসদে মূল্য সংযোজন কর বিল ১৯৯১ উত্থাপন করা হয় ১ জুলাই ১৯৯১ তারিখে এবং তা সংসদে পাস হয় ৯ জুলাই ১৯৯১ তারিখে।]
ধর্ম সংবিধানের কোন অনুচ্ছেদে? — ৪১
She left USA _(for good)?— forever
মেলানেশিয়ার দেশ? — ফিজি
রাতের আকাশে তারা দেখা যায়-কোন কারকে কোন বিভক্তি?–
নিচের কোনটি অলুক তৎপুরুষ?- সোনার তরী।
নিচের কোনটি সমাসব্দ্ধ পদ?– “আমরা।
নাতিশীতোষ্ণ কোন সমাস? — তৎপুরুষ।
রুপাই কোন রচনার চরিত্র?— নকশী কাঁথার মাঠ।
দোয়েল চত্বরের স্থপতি কে?— আজিজুল জলিল পাশা।
LNG কোথায় স্থাপন করা হয়েছে?— মহেশখালি
মিশরের তাহরির স্কয়ার কি বলা হয়?— “তাহরির স্কয়ার” বা মুক্ত স্কয়ার”
ফ্রিডম স্কয়ার কোথায় অবস্থিত? — Georgia ; Azerbaijan; Armenia
বাবা’ কোন ভাষার শব্দ?— তুর্কি।
প্রাচীন সিল্করোড পূর্বের কোন দেশ পর্যন্ত এসেছে?— চীন।
কৃপাণ শব্দের অর্থ কি? উত্তর: তরবারি।
রাতে তারা দেখা যায়। কোন কারকে কোন বিভক্তি? উত্তর: অধিকরণে শুন্য।