BCS, Bank, Teacher Registration and Govt. Job Preparation General Knowledge (GK) Recent General Knowledge for BCS, Bank Job, University Admission Test and any Kind of Competitive Exams
● ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে ঋণ নেওয়ার বিষয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে কোন সংস্থাটির চুক্তি হয়েছে?
উত্তর: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
● ২০১৮-১৯ অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত দেশের রপ্তানি আয় কত?
উত্তর: ২ হাজার ৪১৭ কোটি ডলার (২০১৭-১৮ অর্থবছরের মোট রপ্তানি আয় ছিল ৩ হাজার ৬৬৬ কোটি ডলার)।
● ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে?
উত্তর: ভাষাশহীদ রফিকউদ্দিন আহমদ।
● জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খাতে দেশের প্রথম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল কোনটি?
উত্তর: কর্ণফুলী ড্রাই ডক।
● ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তর: জওহরলাল নেহরু।
● প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল কবে?
উত্তর: ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে (নির্মাণকাজ শেষ হয়েছিল ২৪ তারিখ ভোরে)।
● প্রথম শহীদ মিনার কে উদ্বোধন করেছিলেন?
উত্তর: ভাষাশহীদ শফিউরের বাবা।
● সম্প্রতি বাংলাদেশের ফুটবল ইতিহাসে পুরুষ দলের প্রথম নারী কোচ হয়েছেন কে?
উত্তর: মিরোনা খাতুন।
● সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ কদিনের জন্য স্থগিত করা হয়েছে?
উত্তর: ৯০ দিনের।
● পরিবেশ ও বন রক্ষায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৭৯তম (১৮০টি দেশের মধ্যে)।
● প্লাস্টিক দূষণে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: দশম।
● বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ‘বাংলাদেশ শিক্ষা তথ্য-২০১৮’–এর প্রতিবেদন অনুযায়ী মাধ্যমিকে ছেলেদের ঝরে পড়ার হার কত?
উত্তর: ৩৬ দশমিক শূন্য ১ শতাংশ (মেয়েদের ৪০ দশমিক ১৯ শতাংশ)।
● ‘বাংলাদেশ ইপিজেড শ্রম বিল-২০১৯’–এর আইন অনুসারে ধর্মঘট করতে হলে কত অংশ শ্রমিকের সমর্থন থাকতে হবে?
উত্তর: দুই-তৃতীয়াংশ (আগে ছিল তিন-চতুর্থাংশ)।
● নতুন আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠন করতে হলে কত শতাংশ শ্রমিকের সমর্থন লাগবে?
উত্তর: ২০ শতাংশ (আগে ছিল ৩০ শতাংশ)।
● বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পে কোন বিদেশি সংস্থাটি যুক্ত?
উত্তর: জাইকা।
● যুক্তরাজ্যের বর্তমান বিরোধী দলের নাম কী?
উত্তর: লেবার পার্টি (থেরেসা মের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি)।
● সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী সে দেশের নারীদের চার সন্তান নিলে আজীবনের জন্য আয়কর মওকুফ করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন?
উত্তর: হাঙ্গেরির প্রধানমন্ত্রী।
● সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জাতীয় জীবনে অবদানের জন্য এখন পর্যন্ত কতজনকে একুশে পদক দেওয়া হয়েছে?
উত্তর: ৪৭৫ ব্যক্তিকে এবং তিনটি প্রতিষ্ঠান।
● একই তথ্য অনুযায়ী কতজনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে?
উত্তর: ২৬৩ ব্যক্তি ও ২৬টি প্রতিষ্ঠানকে।
● ডিএইচএল গ্লোবাল কানেক্টেডনেস ইনডেক্স বা বৈশ্বিক সংযোগ সূচক-২০১৮-তে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৪০তম।
● ডিএইচএল গ্লোবাল কানেক্টেডনেস ইনডেক্সের প্রতিবেদন অনুযায়ী কোন অঞ্চলের দেশগুলো সবচেয়ে বেশি একে অপরের সঙ্গে যুক্ত?
উত্তর: ইউরোপ।
● বিশ্বে গাড়ি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।
● মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?
উত্তর: বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
● মেসিডোনিয়ার পরিবর্তিত নাম কী?
উত্তর: নর্থ বা উত্তর মেসিডোনিয়া।