General Knowledge for competitive exams – Bangladesh and International/Foreign Affairs
সাধারন জ্ঞান – বাংলাদেশ ও বিশ্ব , বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
[ad id=’5486′]
১) দেশে প্রথমবারের মতো দুটি সাবমেরিন আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয় – ১২ মার্চ ২০১৭
২) সাবমেরিন দুটির নাম – নবযাত্রা ও জয়যাত্রা
৩) আমদানি করা হয় – চীন থেকে
৪) গতি – ঘন্টায় – ১৭ নটিক্যাল মাইল
৫) ওজন- ১৬০৯ টন
৬) দৈর্ঘ্য – ৭৬ মিটার, প্রস্থ – ৭.৬ মিটার
৭) জ্বালানি – ডিজেল ইলেকট্রিক
৮) অস্ত্র সরঞ্জাম – টর্পেডো ও মাইনসজ্জিত
৯) ভাড়া উড়া চা বাগান – শ্রীমঙ্গলে
১০) দক্ষিণ কোরিয়ার প্রেসিডন্টের সরকারি বাসভবন – ব্লু হাউস
১১) সদ্য বরখাস্ত হন – দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন
১২) সিরিয়ার রাজধানী – দামেস্ক
১৩) যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন – সিরিয়ান অবজারবেটরি ফর হিউম্যান রাইটস
১৪) মসুল শহর – ইরাকে
১৫) আই এস মসুল দখল করে – ২০১৪ সালে
১৬) টাইগ্রিস নদী – ইরাকে
১৭) www – world wide web
১৮) www – এর ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠিত হয়
১৯) রবীন্দ্রনাথের নোবেল পদক চুরি যায় – ২০০৪ সালের ২৫ মার্চ
২০) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাপ যে দেশ গুলোর উপর নতুন ভ্রমণ নিষেধাবজ্ঞা দেন – ইরান, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া, সুদান
২১) তুরস্কের প্রেসিডেন্ট – রিসেপ তাইয়েপ এরদোয়ান
২২) রটারডম শহর – তুরস্কে
২৩) এম বি বাঙ্গালী – জাহাজের নাম
২৪) সাবমেরিন দুটি যে জাহাজে করে আনা হয় – এমবি কাং শেং কও
২৫) রাষ্টায়ত্ত ব্যাংকের ধারনা আসে উপমহাদেশে প্রথম – ১৯৬৯ সালের জুলাই মাসে
২৬) বেসরকারি ব্যাংকের যাত্রা – ১৯৭৫ এর পর থেকে
২৭) নাগরিকের মৌলিক অধিকার গুলোর কথা আছে সংবিধানের – ২৬ থেকে ৪৭ ধারার মধ্যে
২৮) দর্শনা স্থল বন্দর ঘোষণা করা হয় – ২০০২ সালের ১২ জানুয়ারি
২৯) তামাবিল স্খলবন্দরের ঘোষণা – ২০০২ সালে
৩০) বিলোনিয়া স্থল বন্দরের ঘোষণা – ২০০৯ সালে
৩১) তেগামুখ স্থরবন্দর – রাঙ্গামাটি
৩২) শেওলা স্থলবন্দর – সিলেট
৩৩) বিরল স্থল বন্দর – দিনাজপুর
[ad id=’5488′]
৩৪) স্থর বন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় – ২০০১ সালে
৩৫) এ পর্যন্ত ঘোষিত স্থল বন্দর – ২৩ টি
৩৬) তেগামুখ স্থলবন্দরের ঘোষণা – ২০১৩ সালে
৩৭) যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে – ইরান ও উত্তর কোরিয়ার উপর
৩৮) শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্প – চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা এলাকায়
৩৯) আলভোরাদা প্যালেস – ব্রাজিলের সরকারি বাসভবন
৪০) ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট – মিশেল তেমার
[ad id=’5492′]
1. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি?
– সিপাহী
2. চলন বিল কোথায় অবস্থিত? – পাবনা ও নাটোর জেলায়
3. বাসস একটি___? >সংবাদ সংস্থা
4 পবিত্রভূমি বলা হয়___? >জেরুজালেম
5. মালদ্বীপের মুদ্রার নাম কি?> রুপাইয়া
6. কাজ করার সামর্থ্যকে বলে___? >শক্তি
7. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?> তুরস্ক
8. পারমানবিক বোমার আবিষ্কারক কে?
– ওপেনহাইমার
9. ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? > ১০টি
[ad id=’5493′]
১। বাংলাদেশের সর্বদক্ষিণের
উপজেলার নাম কি?
-টেকনাফ।
২। আন্তর্জাতিক অপরাধ
আদালতের সদর দফতর কোথায়
অবস্থিত?
-দি হেগ।
৩। কোন জেলা তুলা চাষের
জন্য বেশি উপযোগী?
-যশোর।
৪। শাপলা চত্বরের স্থপতি
কে?
-আজিজুল জলিল পাশা।
৫। রাশিয়ার মুদ্রার নাম কি?
-রুবল।
৬। সার্কের সচিবালয় কোথায়
অবস্থিত?
-কাঠমান্ডু।
৭। ‘গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট
শাসনব্যবস্থা’-উক্তিটি কার?
-লর্ড ব্রাইস।
৮। বাংলাদেশের সবচেয়ে
ছোট ইউনিয়ন কোনটি?
-সেন্টমার্টিন।
৯। বাংলাদেশের ইক্ষু গবেষণা
ইনস্টিটিউট কোথায়?
-ঈশ্বরদী।
১০। ফ্রান্সের রাজধানীর নাম
কি?
-প্যারিস।
[ad id=’5494′]
► চীনের রাজাকে বলা হতো : Son of God.
► ভুটানের মুদ্রার নাম : গুলট্রাম।
► আফগানিস্তানের প্রধান ভাষা : পশতু।
► সূর্যোদয়ের দেশ বলা হয় : জাপানকে।
► বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ : ইন্দোনেশিয়া।
► থাইল্যান্ডের পূর্বনাম : শ্যামদেশ।
►সৌরজগৎ আবিষ্কার করেন : এন. কোপার্নিকাস।
► ম্যালেরিয়া যে ধরনের জীবাণু : পরজীবী।
► প্রতি মিনিটে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে : ৭২ বার।
► পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী : হাইড্রোজেন সালফাইড।
► বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয় : নাইক্রোম তার।
► জাতিসংঘ দ্বিতীয়বারের মত ‘আদিবাসী দশক্’
ঘোষনা করে ২০০৫-২০১৪ সাল পর্যন্ত।
► জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯৭৩।
► নেলসন ম্যান্ডেলার ওপর নির্মিত সিনেমার নাম – দি হিউম্যান ফ্যাক্টর।
► কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? – রাশিয়া।
► বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ঢাকা-
লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে : ৬ ফেব্রুয়ারি ২০১০।
► ডলুরা শুল্ক ষ্টেশন অবস্থিত : সুনামগঞ্জ।
► বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক : অধ্যাপিকা হান্নানা বেগম।
► কোন সেক্টর কমান্ডারের সাংকেতিক নাম ছিল
‘টাইগার লিডার’ : মীর শওকত আলী।
► ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ : মিশর।
► গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে : ইসরাইল ও মিশর।
► গ্রে উলফ নামে পরিচিত : কামাল আতাতুর্ক।
► বাংলাদেশে কত সনে ভ্যাট চালু হয়্? – ১৯৯১
► জাতিসংঘ সনদের রচয়িতা : Archibald Macleish.
► ‘রেড স্কোয়ার’ অবস্তিত : মস্কোয়।
► পারস্য উপসাগরে যে দ্বীপ অবস্থিত : বাহরাইন দ্বীপ।
► বিশ্বের বৃহত্তম লাইব্রেরি : লাইব্রেরি অব কংগ্রেস।
► ‘রয়টার’ যে দেশের সংবাদ সংস্তা : যুক্তরাজ্য।
► বিশ্বের সর্ববৃহৎ প্রাণী : নীল তিমি।
► ‘সিমলাইন’ হলো : ইসরাইল কর্তৃক গাজা উপত্যকায় নির্মিত বেষ্টনী।
► WTO’ প্রতিষ্ঠিত হয় : ১ জানুয়ারি ১৯৯৫।
[ad id=’5490′]
১। দেশের প্রথম পারমাণবিক
বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর
কোথায় স্থাপিত হয়?
-ঈশ্বরদী।
২। SPARRSO কোন
মন্ত্রণালয়ের অধীন?
-প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৩। ময়নামতির পূর্বনাম কি?
-রোহিতগিরি।
৪। ১ অাগস্ট ‘দ্য কনসার্ট ফর
বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছিল
কোথায়?
-নিউইয়র্কে।
৫। অান্তর্জাতিক নারী দিবস
কবে?
-৮ মার্চ।
৬। বাংলাদেশের সংবিধান
প্রণয়ন কমিটির একমাত্র নারী
সদস্য ছিলেন–
-বেগম রাজিয়া বানু।
৭। সাহিত্যে এ পর্যন্ত নোবেল
জয়ী নারীর সংখ্যা কত?
-১৪ জন।
৮। জাতিসংঘের নিরাপত্তা
পরিষদের অস্থায়ী সদস্যপদ
কতটি?
-১০ জন।
৯। জুলিয়ান পল অ্যাসাঞ্জ
কোন দেশের নাগরিক?
-অস্ট্রেলিয়া।
১০। জাতিসংঘ শিশু সনদ
অনুযায়ী ‘শিশুর’ বয়স কত?
-০ থেকে ১৮।
বিখ্যাত চিত্রকর্ম “তিনকন্যা” এর
চিত্রকর= কামরুল হাসান।
.
“মনপুরা-৭০” চিত্রকর্মটি এঁকেছেন =
জয়নুল অাবেদিন।
.
“সতীদাহ প্রথা” রহিত হয় = ১৮২৯ সালে।
.
অসহযোগ অান্দোলনে নেতৃত্ব দেন =
গান্ধীজি।
.
“বিক্রয় কর” একটি = পরোক্ষ কর।
.
ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য
হলো = মোদের গরব।
.
“বিকেএসপি” অবস্থিত = সাভারে।
.
স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা
গঠিত হয় = ১০ এপ্রিল ১৯৭১।
.
বিশ্বে বাংলাভাষার অবস্থান = ৭ম
.
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশী ওষুধ
রপ্তানি হয় = ব্রাজিলে।
.
বাংলাদেশের সংবিধানের প্রথম
সংশোধনী গৃহীত হয় = ১৯৭৩ সালে।
.
বাংলাদেশ সংবিধানে এ পর্যন্ত
সংশোধনী আনা হয়েছে = ১৬ টি।
.
খাসিয়া গ্রামগুলো যে নামে পরিচিত =
পুঞ্জি।
.
১৯৫২ সালের ভাষা অান্দোলনে প্রথম
শহীদ হন = রফিক উদ্দীন
.
২০১৬-১৭ অর্থবছরের বাজেটের পরিমাণ = ৩
লক্ষ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।
[ad id=’5486′]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের বয়সসীমা কত?
উত্তরঃ ৭৬
২. নেপালের পার্লামেন্টের প্রথম নারী স্পিকার কে?
উত্তরঃ ওনসারি ঘারতি মাঘার।
৩. মিশরের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ শরিফ ইসমাইল।
৪. নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ কে পি আলি শর্মা।
৫. কানাডার নতুন প্রধানমন্ত্রীরর নাম কি?
উত্তরঃ জাস্টিন ট্রুডো।
৬. OPCW এর বর্তমান সদস্য কত?
উত্তরঃ ১৯২।
৭. বিশ্বে প্রথম বায়োমেট্রিক্স পদ্ধতিথেকে সীমকার্ড
নিবন্ধন হয়?
উত্তরঃ পাকিস্তান (২০১৩)।
৮. ভাসমান চুম্বক ট্রেন আবিস্কার করে কোন বাংলাদেশী?
উত্তরঃ ড. আতাউল করিম।
৯. তাঞ্জানিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ জন ম্যাগাফুলি।
১০. ফিজির বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ জর্জ করনট।
১১. ICC য়ের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ শশাঙ্ক মনোহর।
১২. ডুয়িং বিজনেস রিপোর্ট- ২০১৬ এর শীর্ষ দেশ?
উত্তরঃ সিংগাপুর।
১৩. WTO য়ের বর্তমান সদস্য কত?
উত্তরঃ ১৬২(কাজাখিস্তান)।
১৪. সুপারসনিক ক্ষেপনাস্ত্র ওয়াইজে-১৮ কোন দেশের?
উত্তরঃ চীন।
১৫. জেমস বন্ড সিরিজের ২৪তম চলচ্চিত্রের নাম কি?
উত্তরঃ স্পেক্টর।
———————————————-
[ad id=’5494′]
➀ বিশ্বের বৃহত্তম বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়?
-ফ্রাংকফুর্ট
➁ অলিম্পিকের ইতিহাসে সর্বোচ্চ পদকপ্রাপ্ত ব্যক্তি?
-মাইকেল ফেলপস
➂ ‘স্ট্যাচু অব পিস’ কোন শহরে অবস্থিত?
-নাগাসাকি
➃ নারিকা-১ কী___
-খরা সহিষ্ণু ধান
➄ বিশ্বের সর্বাধিক ভাষার দেশ কোনটি?
-পাপুয়া নিউগিনি
——————————————-
১)কৃষি উৎপাদন গড় বৃদ্ধি কত?
উওর:১.৩%
–
২)এশিয়া মহাদেশের গড় উচ্চতা কত?
উত্তর :৯৬০ মিঃ
–
৩)কোন দেশ আয়তনে ইউরোপের বৃহত্তম?
উওর:রাশিয়া।
–
৪)ইউরোপে মোট দেশের সংখ্যা কত?
উওর:৪৮ টি
–
৫) ইউরোপের জনসংখ্যা বৃদ্ধিরর হার কত?
উওর:০.১%
–
৬)আয়তনে উওর আমেরিকারর বৃহত্তম দেশ?
উওর:কানাডা
–
৭) নীলনদের দৈঘ্য কত?
উওর:৬৬৬৯কি:মি
–
৮)সাত পাহাড়ের দেশ?
উওর:রোম
–
৯) বাঁশ ও কাগজের যাদুর নগরী?
উওর: টোকিও
———————————-
১। বাংলায় ফরায়েজী
আন্দোলনের সূচনাকারী কে?
-হাজী শরীয়তউল্লাহ।
২। সৃবর্ণগ্রাম কোন জেলায়
অবস্থিত?
-নারায়ণগঞ্জ।
৩। মুজিবনগর কোথায়
অবস্থিত?
-মেহেরপুরে।
৪। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর
পাকিস্তানি বাহিনী ঢাকার
কোথায় অাত্মসমর্পণ করে?
-তৎকালীন রেসকোর্স
ময়দানে।
৫। বাংলাদেশের প্রথম
‘ইপিজেড’ কোথায় স্থাপিত
হয়?
-চট্টগ্রামে।
৬। ‘যুদ্ধই জীবন, যুদ্ধই
সর্বজনীন, -এটি কার উক্তি?
-হিটলার।
৭। এশিয়ার দীর্ঘতম নদ
কোনটি?
-ইয়াংসিকিয়াং।
৮। আমলাতন্থের প্রধান
প্রবক্তা কে?
-ম্যাক্সওয়েবার।
৯। রাশিয়ার পূর্বাঞ্চলেরর
সর্ববৃহৎ শহর কোনটি?
-ভ্লাদিভস্টক।
১০। কোন দেশে প্রথম আণবিক
বোমা ফেলা হয়?
-জাপানের হিরোশিমাতে।
[ad id=’5488′]
➊ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কোন দেশের বিপক্ষে নিজেদের শততম টেস্ট খেলে?
উত্তরঃ শ্রীলংকা
–
➋ ঢাকা শহরের বাতাসে বিপদজনক ধাতব দূষণ কোনটি?
উত্তরঃ সীসা
–
➌ বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম কি?
উত্তরঃ জীবনতরী
–
➍ ‘ঝুমা প্রেস’ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
–
➎ গারো জাতিসত্তা মূলত__
উত্তরঃ মাতৃতান্ত্রিক
–
➏ বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি?
উত্তরঃ স্বাধীনতা পদক
–
➐ দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
উত্তরঃ অর্থ সচিবের
–
➑ বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’ কী?
উত্তরঃ উন্নত জাতের গম
–
➒ লালন শাহ ছিলেন একজন___
উত্তরঃ মরমি কবি
–
➓ কারা রাজশাহী বড়কুঠি নির্মাণ করে?
উত্তরঃ ডাচ
[ad id=’5494′]
♦প্রেসিডেন্ট – আবদুল হামিদ – ২০তম
♦প্রধানমন্ত্রী – শেখ হাসিনা – ১৪তম
♦স্পীকার – ড. শিরীন শারমীন চৌধুরী -১৩তম (নারী হিসেবে ১ম)
♦প্রধান নির্বাচন কমিশনার – কে এম নুরুল হুদা -১২তম
♦ বাংলাদেশ ব্যাংকের গভর্নর – ফজলে কবির -১১তম
♦প্রধান বিচারপতি- এস কে সিনহা-২১তম