বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি (কম্পিউটার ও তথ্য প্রযুক্তি)
BCS preliminary Preparation ( Computer & Information Technology – IT)
Some important questions on computer System, WiFi, Social media, Digital Bangladesh & Submarine etc. All of these are previous IT related questions.
[ad id=’5486′]
* ইনপুট ডিভাইস [৩৫, ৩৬, ৩৭ তম বিসিএস]
কম্পিউটারের ইনপুট ডিভাইসের উদাহরণ হলো –
১। কী- বোর্ড, ২। মাউস, ৩। স্ক্যানার, ৪। ও. এম. আর, ৫। গ্রাফিক্স ট্যাবলেট, ৬। ওয়েবক্যাম, ৭। জয়-স্টিক, ৮। সেন্সর, ৯। লাইটপেন, ১০। ও. সি. আর, ১১। বারকোড রিডার, ১২। পান্চ কার্ড ১৩। ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার, ১৪। ম্যাগনেটিক টেপ ড্রাইভ।
মোবাইল ফোনের ইনপুট ডিভাইসগুলো হলো—কী-বোর্ড, ক্যামেরা, মাইক্রোফোন, টাচস্ক্রিন।
* আউটপুট ডিভাইস [৩৬ তম বিসিএস]
কম্পিউটারের আউটপুট ডিভাইসের উদাহরণ-
১। মনিটর, ২। প্রিন্টার, ৩। স্পিকার, ৪। প্রজেক্টর, ৫। হেডফোন, ৬। প্লটার, ৭। ভিজ্যুয়াল ডিসপ্লে ইউনিট, ৮। ফিল্ম রেকর্ডার
[ad id=’5488′]
* অপারেটিং সিস্টেম [৩৭ তম বিসিএস]
অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো—
LINUX, UNIX, XENIX, AIX, MS DOS, CP/M, PC DOS, MS Windows, MS Windows NT, Mac OS, OS/2, Be OS, Android
UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান – বেল ল্যাব।
LINUX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক – লিনাস টারভোল্ডাস।
* Wi-Fi [৩৬, ৩৭ তম বিসিএস]
Wi-Fi কাজ করে –তারবিহীন প্রযুক্তি বা রেডিও ওয়েভ ব্যবহার করে।
Wi-Fi এর কাজের স্টান্ডার্ড হলো- IEEE 802.11
Wi-Fi এর কাজের গতি হলো—৫৪ এম বি পি এস।
Wi-Fi এবং WiMAX এর মধ্যে WiMAX বেশি গতির এবং Wi-Fi একটু ধীরগতির।
[ad id=’5490′]
* WiMAX [৩৬ তম বিসিএস]
WiMAX যাত্রা শুরু করে—২০০১ সালে ওয়াইম্যাক্স ফোরামের হাত ধরে।
WiMAX এর পূর্ণরূপ- Worldwide Interoperability for Microwave Access
শুরুতে WiMAX এর গতিসীমা ৩০-৪০ এমবিপিএস ছিলো। বর্তমানে ১০২৪ এমবিপিএস ।
WiMAX এর কাজের স্টান্ডার্ড হলো- IEEE 802.16
* ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ [৩৫, ৩৬ তম বিসিএস]
ডেটাবেজ ল্যাঙ্গুয়েজের উদাহরণ হলো- Oracle, QUEL, QBE, SQL, Sybase, MySQL ইত্যাদি।
ডেটাবেজ ল্যাঙ্গুয়েজের প্রকার গুলো হলো- DDL, DML, Query Language
DDL বা Data Definition Language এর কাজ হলো—ডেটার প্রকার ও এর মধ্যকার সম্পর্ক নির্ণয় করা।
DML বা Data Manipulation Language এর কাজ হলো—ডেটা হালনাগাদ করা বা মুছে ফেলা।
Query Language এর কাজ হলো—তথ্য খোঁজা ও তথ্য গণনায় সহয়তা করা।
* মেমোরি [৩৫, ৩৬, ৩৭ তম বিসিএস]
বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যেসব মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় তাদেরকে বলে – Volatile বা উদ্বায়ী মেমোরি।
Volatile বা উদ্বায়ী মেমোরির উাদাহরণ হলো—DRAM, SRAM, SD-RAM
বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও যেসব মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় না তাদেরকে বলে – Non- Volatile বা অনুদ্বায়ী মেমোরি।
Non- Volatile বা অনুদ্বায়ী মেমোরির উাদাহরণ হলো—ROM
কম্পিউটারের সকল প্রোগ্রাম ও ডেটা সংরক্ষণ – মেমোরি।
[ad id=’5492′]
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে বলে—Read
কম্পিউটারের প্রাইমারী বা প্রধান মেমোরি হলো—RAM, ROM
কম্পিউটারের সেকেন্ডারি বা সহায়ক মোমোরি হলো—ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, ডিভিডি, সিডি, পেনড্রিইভ।
ব্যাক আপ প্রোগ্রাম বলতে বোঝায়-নির্ধারিত ফাইল কপি করে রাখা।
১ বাইটে – ৮ বিট।
১ কিলোবাইটে – ১০২৪ বাইট
* বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বা SEA -ME-WE 5এ যুক্ত হয় কবে?–
২১ফেব্রুযারী ২০১৭
*SEA-ME-WE 5এর বাংলাদেশ ল্যান্ডিং ষ্টেশন কোথায়?
–কুয়াকাটা,পটুয়াখালী
[ad id=’5493′]
*SEA-ME-WE 5 এর দৈঘ্য কত?—
=২০,০০০কি.মি.
*SEA-ME-WE 5এর সাথে যুক্ত দেশ কতটি?
১৯টি
*দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কোন মহাকাশযানে উৎক্ষেপণ করা হবে?
ফ্যালকন -৯
*দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু -১ কবে উৎক্ষেপণ করা হবে?
=১৬ডিসেম্বর ২০১৭
* ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক’ কোথায় অবস্থিত?
–বেজপাড়া , যশোর
* দেশের প্রথম স্মার্টফোন কারখানা কোথায় অবস্থিত?
–চন্দ্রা, গাজীপুর ৷
* দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল অবস্হিত —
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার গোড়াআমখোলা পাড়া গ্রামে।
• দেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী ?
— বঙ্গবন্ধু স্যাটেলাইট – ১ ।
প্রথম ন্যানো স্যাটেলাইট ‘ ব্র্যাক অন্বেষা ‘ তৈরি করেন
বাংলাদেশের কোন তিন শিক্ষার্থী ?
— রায়হানা শামস ইসলাম অন্তরা, আবদুল্লা হিল
কাফি এবং মাইসুন ইবনে মনোয়ার ।
বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট
” ব্র্যাক অন্বেষা ” উৎক্ষেপণ করা হয় কয়
তারিখে ?
— ০৪ জুন ২০১৭ সালে । ভোর রাতে ।
যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে
স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় ।
[ad id=’5494′]
Internet কবে আবিষ্কৃত হয় 1969 সালে।
Email কবে আবিষ্কৃত হয়1971 সালে।
Hotmail কত সালে আবিষ্কৃত হয়1996 সালে।
Google কত সালে আবিষ্কৃত হয়1998 সালে।
Facebook কবে আবিষ্কৃত হয় 2004 সালে।
Youtube কত সালে আবিষ্কৃত হয়2005 সালে।
Twitter কত সালে আবিষ্কৃত হয় 2006 সালে।
বিশ্বে ইন্টারনেট চালু হয় . ১৯৬৯সালে
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় ১৯৯৩ সালে।
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী, ১৯৯০।
বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয় ১৯৯২ সালে।
বাংলাদেশে 3g চালু হয়14 OCTOBER,2012
বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার “IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে
২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
[ad id=’5486′]
২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন ড. মাকসুদুল আলম
১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নাম অসবর্ন-১
বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায়
বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু হয় ২৮ফে:২০১৩
বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী প্রথম ল্যাপটপ –এর নামদোয়েল
জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে ২১ ফ্রেব্রু:২০১৩
বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল, ২০১৩
বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June, 2009,Banglalion
প্রথম ডিজিটার জেলা যশোর
প্রথম ওয়াই ফাই নগর সিলেট
সাইবার সিটি সিলেট
প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ মিঠাপুকুর ,রংপুর।
[ad id=’5488’]