৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি (সাধারণ জ্ঞান আর্ন্তজাতিক বিষয়াবলী – ০২)
38th BCS Preliminary Preparation MCQ – General Knowledge (International Affairs)
সাধারণ জ্ঞান আর্ন্তজাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
…………………………………………………………………………………………………………………………………………..
[ad id=’5486′]
* “The Coaliton Years: 1996 to 2012” নামক আত্মজীবনীমূলক গ্রন্থের লেখক কে?
–প্রণব মুখার্জী
* ফেসবুক লাইক বাটনের উদ্ভাবক —
–জাস্টিন রোজেনসটিন
* “বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০১৭”
— বিশ্বের মোট জনসংখ্যা-৭৫৫ কোটি
–বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার- ১.২%
–জনসংখ্যায় বৃহত্তম দেশ- চীন
–নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ-নাইজার (৭.২ জন)
–নারী প্রতি কম প্রজনন হারের দেশ- মলদোভা ও পোল্যান্ড(১.২ জন)
–সার্কভুক্ত যে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক– আফগানিস্তান(৩.০%)
–সার্কভুক্ত যে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম- শ্রীলংকা(০.৫%)
–বাংলাদেশের জনসংখ্যা- ১৬.৪৭ কোটি
–জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান- অষ্টম
–বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-১.১%
–জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক যে দেশে-ওমান
–জনসংখ্যা বৃদ্ধির হার কম যে দেশে- সিরিয়া
* ২০১৭ সালের সিডনি শান্তি পুরস্কার লাভ করে–
–Black Lives Matter (BLM)
* জর্জ সন্ডার্স কোন গ্রন্থের জন্য ২০১৭ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করেন?
–Lincoln in the Bardo.
* ‘ব্লু-হোয়েল’ নামক সুইসাইড গেম এর স্রষ্টা
— ফিলিপ বুদেইকিন(রাশিয়া)
* ইরাকি কুর্দিস্তানের রাজধানীর নাম কি?
–ইরবিল
* কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কে?
–কার্লুস পুজদেমন
* কাতালোনিয়ার রাজধানীর নাম কি?
–বার্সেলোনা৷
* যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা
চাচ্ছে — ক্যালিফোর্নিয়া ।
* সম্প্রতি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছে —
গুয়াম ।
* ২০১৭ সালের বৈশ্বিক মানবসম্পদ সূচকে শীর্ষ দেশ
— নরওয়ে। সর্বনিম্ন দেশ — ইয়েমেন ।
* ২০১৭ সালের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ — সুইজারল্যান্ড । সর্বনিম্ন দেশ
— ইয়েমেন ।
* বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনে বাংলাদেশের অবস্হান — ৯৯তম।
* সুপার ম্যালেরিয়া প্রথম ধরা পড়ে — কম্বোডিয়ায়।
২০০৮ সালে ।
* ‘ইদলিব’ প্রদেশটি — সিরিয়ায় অবস্হিত।
* ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট অনুমোদিত হয় —
১২ সেপ্টেম্বর , ২০১৭ ।
[ad id=’5488′]
* ‘ইরমা’ — আটলান্টিক মহাসাগরে সৃষ্ট শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।
* সম্প্রতি ‘হাইড্রোজেন বোমা’র সফল পরীক্ষা চালায়
— উত্তর কোরিয়া ।
* ম্যাগাজিন রাফ গাইড এর এক প্রতিবেদন মতে
বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ — স্কটল্যান্ড।
* টাইমস সাময়িকী’ র মতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়
— ইউনিভার্সিটি অব অক্সফোর্ড।
* ‘আরসা’ কোন দেশের গেরিলা গোষ্ঠী — মিয়ানমার।
* বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের নাম কী ?
— দাদাব
* ফরচুন ম্যাগাজিনের ‘চেঞ্জ দ্যা ওয়ার্ল্ড ২০১৭’ শীর্ষক
তালিকায় বাংলাদেশের অবস্হান — ২৫তম।
* সম্প্রতি মিয়ানমারের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে — মালদ্বীপ ।
* ভারতে প্রথমবারের মতো নারী হিসেবে পূর্ণ প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব লাভ করেন — নির্মলা সীতারমণ।
* ভারতের বৃহত্তম ও বিশ্বের ২য় বৃহত্তম বাঁধের নাম
— সরদার সরোবর বাঁধ।
[ad id=’5490′]
* বিশ্বের বৃহত্তম বাঁধ —
গ্র্যান্ড কুলি বাঁধ ।
* ‘What Happened’ গ্রন্হের রচয়িতা — হিলারি ক্লিনটন।
* ‘Perfect Hostage’ — মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র জীবনীগ্রন্হ । রচয়িতা ব্রিটিশ লেখক জাস্টিন উইন্টল।
* ‘The Floating Man’ — রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র।
* চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড ‘ কর্মসূচীর প্রবক্তা
— শি চিন পিং ।
* Lioyd’s List এর তথ্য মতে বিশ্বের শীর্ষ বন্দর
— সাংহাই, চীন।
* ‘অপারেশন ক্লিয়ারেন্স’ — মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক পরিচালিত রাখাইন রাজ্যকে রোহিঙ্গামুক্ত করতে সামরিক অভিযান ।
* ‘টাটামাডো’ — মিয়ানমারের সেনাবাহিনীর স্হানীয় নাম।
* ‘৯৬৯’ — মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক গঠিত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ।
* ‘মা বা থা’ — মিয়ানমারে কট্টর বৌদ্ধদের সংগঠন। ধর্মগুরু — আশিন উইরাথু ।
* হার্ভে , মারিয়া — সাম্প্রতিক সময়ে সংগঠিত শক্তিশালী ঘূর্ণিঝড় / হারিকেন এর নাম ।
* বিশ্বে শীর্ষ পাম তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ — ইন্দোনেশিয়া।
* সিঙ্গাপুরে প্রথম নারী প্রেসিডেন্ট — হালিমা ইয়াকুব।
* পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী — শহীদ খাকান আব্বাসি ।
[ad id=’5493′]