৩৮তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি ( গনিত পর্ব- ০২ )
38th BCS Preliminary preparation Mathematics – 02
[ad id=’5486′]
- একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪%কমতির পাথর্ক্য কত টাকা?
- শূন্য
- ১৪৪
- ২৫৬
- ৪০০
Answer: 2. ১৪৪
- কোন পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলির ১/৩ অংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০%প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তেব ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
- ২০ টি
- ৩০ টি
- ৪০ টি
- ৫০ টি
Answer: 4. ৫০ টি
- ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
- ৩
- ৪
- ৫
- ৬
Answer: 3. ৫
- একটি গোল মুদ্রা টেবিলে রাখা হল।এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুইপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
- ৪
- ৬
- ৮
- ১০
Answer: 2. ৬
- বালক ও বালিকা একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে।প্রথম বালক ৫ জন বালিকার সংঙ্গে খেলছে,দ্বিতীয় বালক ৬ জন বালিকার সংঙ্গে খেলছে;এভাবে শেষ বালক সবকটি বালিকার সংঙ্গে খেলছে।যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে তবে b এর মান কত?
- b=g
- b=g/5
- b=g-4
- b=g-5
Answer: 2. b=g/5
[ad id=’5488′]
- একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিন পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে।লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল ছিল?
- ৪৮
- ৭৫
- ২৪
- ৪৫
Answer: 1. ৪৮
- y =3x+2, y = -3x+2 এবং y = -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কী?
- একটি সমবাহু ত্রিভুজ
- একটি সমদ্বিবাহু ত্রিভুজ
- একটি বিষমবাহু ত্রিভুজ
- একটি সমকোনী ত্রিভুজ
Answer: 2. একটি সমদ্বিবাহু ত্রিভুজ
- একটি সমবাহু ষড়ভুজের অভন্ত্যরে অঙ্কিত বৃহতম বৃত্তের আয়তন ১০০n হলে ঐ ষড়ভুজের আয়তন কত?
- ২০০
- ২০০√২
- ২০০√৩
- ২০০√৫
Answer: 3. ২০০√৩
- যদি x3 + hx + 10 = 0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত?
- 10
- 9
- -9
- -2
Answer: 3. -9
- [২-৩(২-৩)–১]–১ এর মান কত?
- ৫
- -৫
- ১/৫
- -১/৫
Answer: 3. ১/৫
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অংক অপেক্ষা ৩ বেশি।সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির তিনগুন অপেক্ষা ৪ বেশি সংখ্যাটি কত?
1. ৪৭ 2. ৩৬
- ২৫ 4. ১৪
Answer: 3. ২৫
একটি ঘড়িতে ৬টার ঘন্টাধ্বনি ঠিক ৬টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে,ঐ ঘড়িতে ১২টার ঘন্টাধ্বনি বাজতে কত সময় লাগবে?ঘন্টা ধ্বনি সমান সমান ব্যবধানে বাজে?
- ১১ সেকেন্ড 2. ১২ সেকেন্ড
- ১০ সেকেন্ড 4. ১৩ সেকেন্ড
Answer: 3. ১০ সেকেন্ড
[ad id=’5490′]
এক গোয়ালা তার ভ-সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিত ভাবে বন্টন করে দিলঃ প্রথম পুত্রকে 1/2 অংশ দ্বিতীয় পুত্রকে 1/4 অংশ; তৃতীয় পুত্রকে 1/5 অংশ এবং বাকি 7 টি গাভীকে চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল?
- 100 2. 140
- 180 4. 200
Answer: 2. 140
- ১৮ ফুট উচু একটি খুটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি বিছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রি কোন স্পর্শ করলো। খুটিটে মাটি থেকে কত ফুট উচুতে ভেঙে গিয়েছিল?
- ১২ ফুট 2. ৯ ফুট
- ৬ ফুট 4. ৩ ফুট
Answer: 3. ৬ ফুট
* শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?
- ২০,০০০ টাকা 2. ২৫,০০০ টাকা
- ৩০,০০০ টাকা 4. ৩৫,০০০ টাকা
Answer: 2. ২৫,০০০ টাকা
* এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয় ?
- ১ কিলোগ্রাম 2. ১০কিলোগ্রাম
- ১০০ কিলোগ্রাম 4. ১০০০ কিলোগ্রাম
Answer: 3. ১০০ কিলোগ্রাম
- কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
- ১/২(ভূমিxউচ্চতা) 2. দৈর্ঘ্য x উচ্চতা
- ২(দৈর্ঘ্য+প্রস্থ) 4. ভূমিxউচ্চতা
Answer: 4. ভূমিxউচ্চতা
* সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি. হলে অতিভুজের মান কত?
- ৬ সে.মি. 2. ৫ সে.মি.
- ৮ সে.মি. 4. ৭ সে.মি.
Answer: 2. ৫ সে.মি.
* একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
- ৮% বৃদ্ধি 2. ৮% হ্রাস
- ১০৮% বৃদ্ধি 4. ১০৮% হ্রাস
Answer: 1. ৮% বৃদ্ধি
1/2{(a+b)²+(a-b)²} কত ?
- a²+b² 2. a²-b²
- (a+b)²/2 – (a-b)²/2 4. (a+b)²+(a-b)²
Answer: 2. a²-b²
- m ও n ধনাত্মক হলে 2. m ধনাত্মক হলে
- n ধনাত্মক হলে 4. m ধনাত্মক ও n ঋণাত্মক হলে
Answer: 1. m ও n ধনাত্মক হলে
[ad id=’5492′]