জুডিসিয়াল সার্ভিস কমিশন গৃহীত সহকারী জজ নিয়োগ পরীক্ষা
৮ম সহকারী জজ (বিজেএস) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান- ২০১৩
8th Assistant Judge by Bangladesh Judicial Service Commission recruitment exam questions and solutions 2013
বাংলা অংশ
১. মতিন ও কমল নামের চরিত্রকে কেন্দ্র করে একটি শিশুর আত্মানুসন্ধান প্রকাশিত হয় হুমায়ূন আহমেদের কোন উপন্যাসে?
✕ আগুনের পরশমণি
✕ এই সব দিনরাত্রি
✕ দুই দুয়ারী
✔ কে কথা কয়
২. প্রাচী-শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
✕ প্রচীতী
✔ প্রতীচী
✕ প্রতিচী
✕ প্রীতিচী
৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নথ হলে থাকাবস্থায় বুদ্ধদেব বসু যে পত্রিকা সম্পাদনা করতেন, তার নাম —-
✕ অবধূত
✕ সমকাল
✕ শতদল
✔ বাসন্তিকা
৪. ‘ তুমি আসবে বলে হে স্বাধীনতা , সখিনা বিবির কপাল ভাঙল।’ –এটি কোন ধরনের বাক্যের উদাহরণ?
✔ মিশ্র
✕ সরল
✕ যৌগিক
✕ বিভ্রমপূর্ণ বাক্য
৫. ইংরেজি ব্যাকরণের Adverb–কে বাংলা ব্যাকরণে বলে —-
✕ নাম বিশেষণ
✔ ভাব বিশেষণ
✕ সমুচ্চয়ী অব্যয়
✕ নামপদ
৬. ‘ স্বাধীনতা আমার স্বাধীনতা’ নাটকের রচয়িতা কে?
✕ শামসুর রাহমান
✔ মমতাজউদ্দীন আহমদ
✕ সৈয়দ শামসুল হক
✕ আব্দুল্লাহ-আল মামুন
৭. নাড়ী অর্থ শিরা; নারি অর্থ কী?
✕ পানি
✕ স্ত্রীলোক
✔ পারি না
✕ খড়ের শেষাংশ
৮. নিচের কোন বানান শুদ্ধ নয়?
✕ কর্ণেল
✕ চক্ষুষ্মান
✕ খ্রিস্টাব্দ
✔ বিপণী
৯. ‘ আষাঢ়ে মেঘ থেকে আসার নামে ‘—এ বাক্যে ‘ আসার’ শব্দের অর্থ কি?
✕ জলধারা
✔ জলকণা
✕ জলধর
✕ ঝলঝড়
১০. ‘ কথায় বর্ণনা করা যায় না যা’ —এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি?
✕ বর্ণনাতীত
✔ অনির্বচনীয়
✕ অবর্ণননীয়
✕ নির্বচনীয়
১১. ‘ বাগধারা ‘ কোথায় আলোচিত হয়?
✕ ধ্বনিতত্ত্বে
✕ রূপতত্ত্বে
✕ শব্দতত্ত্বে
✔ বাক্যতত্ত্বে
ইংরেজী অংশ
1. What is the antonym of the word baggy—–
✕ foggy
✕ load
✕ loose
✔ tight
2. What is the synonym of the word relax—-
✕ deluxe
✕ swindle
✔ unwind
✕ freewind
3. Convert the sentence into a simple one : He said that he was innocent.
✕ He published his innocence.
✔ He expressed his innocence .
✕ He told his innocence.
✕ He declared his innocence.
4. All the world’s a stage And all the men and women merely players; Poet of the poem is :
✕ John Keats
✔ William Shakespeare
✕ John Milton
✕ William Wordsworth
5. He started early. Here early is —-
✕ adjective
✔ adverb
✕ noun
✕ pronoun
6. Change the narration of the sentence : What do you want?
✔ What is wanted by you?
✕ Let what be wanted by you.
✕ What has been wanted by you?
✕ What was being wanted by you?
7. The phrase functus officio means —–
✕ officiating
✕ functional office
✕ functional authority
✔ having no further authority
8. Plural number of ultimatum is —–
✕ ultimate
✔ ultimata
✕ ultimator
✕ ultimates
9. Mens Legis means—–
✕ Mens rea
✕ Legal status of the men
✔ Purpose of a law
✕ Preamble of a law
10. Double Jeopardy means——
✔ Judicating twice
✕ Duplicate issue
✕ Double zero
✕ Double Standard
11. What are the correct prepositions? He had a need —–and an interest —–athletics.
✕ of, for
✕ to, at
✔ for, in
✕ with, for
12. Choose the best option to complete the sentence : Telling lies— a great sin.
✔ is
✕ are
✕ have
✕ highly
13. Choose the best option to complete the sentence : I look forward to —–
✕ meet you soon
✔ meeting you soon
✕ have met you soon
✕ be meeting you soon
গণিত অংশ
১. একটি আয়তকার মাঠের বাইরে চারদিকে একটি রাস্তা আছে। মাঠের দৈর্ঘ্য ৫০ মিটার, প্রস্থ ৪০ মিটার এবং রাস্তার চওড়া ২ মিটার। রাস্তাসহ মাঠের দৈর্ঘ্য কত মিটার?
✔ ৫৪
✕ ৫০
✕ ৪৬
✕ ৪৪
২. শিহাব ১৬০০০ মিটার দৌড়ালে, সে কত কিলোমিটার দৌড়েছিল?
✕ ১.৬০ কিমি
✕ ১৬০ কিমি
✕ .১৬ কিমি
✔ ১৬ কিমি
৩. ১ বিলিয়নে কত মিলিয়ন?
✕ ১০০০০
✔ ১০০০
✕ ১০০
✕ ১০
৪. আইন অংশ
১. বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিলে কয়টি পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তির শপথগ্রহণ বা ঘোষণাপত্র পাঠের বিষয় উল্লেখ আছে?
✕ ৭
✕ ৮
✔ ৯
✕ ১০
২. সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে অধিকারবলে আপিল করা যাবে?
✕ যাবজ্জীবন কারাদণ্ড
✔ ১৪ বছর কারাদণ্ড
✕ ১০ বছর কারাদণ্ড
✕ উপরের কোনোটিই নয়
৩. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে?
✔ ১১
✕ ১০
✕ ৯
✕ ৮
৪. রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত নিচের কোন বিল সংসদে উত্থাপন করা যায় না?
✕ আইন-প্রণয়ন বিল
✕ বেসরকারি বিল
✔ অর্থ বিল
✕ উপরের কোনোটিই নয়
৫. জরুরি অবস্থা ঘোষণার পূর্বেই উক্ত ঘোষণার বৈধতার জন্য কার প্রতি-স্বাক্ষরের প্রয়োজন ?
✕ রাষ্ট্রপতি
✔ প্রধানমন্ত্রী
✕ স্পিকার
✕ প্রধান বিচারপতি
৬. ১৯৭২ সালের ৪ নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধানের খড়সা গৃহীত হয় —-
✕ জাতীয় পরিষদে
✕ জাতীয় সংসদে
✔ গণপরিষদে
✕ জাতীয় পার্লামেন্টে
৭. হিন্দু বিধবার বিয়ে নিচের কোন আইন দ্বারা Regulated হয়?
✕ The Hindu Women Marriage Ceremonies Act, 1856
✕ The Hindu Women Marriage Act, 1856
✕ The Hindu Women Re-marriage Act, 1856
✔ The Hindu Widow’s Re-marriage Act, 1856
৮. একজন হানাফী মুসলিম মৃত্যুকালে ত্যাজ্যবিত্তে স্ত্রীকে একমাত্র উত্তরাধিকারী রেখে যায়। স্ত্রী ওয়ারিশ হিসেবে ১/৪ অংশ প্রাপ্তির পর মৃতের অবশিষ্ট সম্পত্তি অর্থাৎ ৩/৪ অংশ—-
✕ রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত হবে
✕ অবশিষ্টভোগী হিসেবে স্ত্রী পাবে
✔ স্ত্রীর নিকট ফেরত যাবে
✕ বায়তুল মাল হিসেবে সরকারের নিকট অর্পিত হবে
৯. ‘চ’ ও ‘ছ’ মুসলিম নর-নারী পরস্পরের সম্মতিতে কোনো সাক্ষী ব্যতীত বিয়ে করলে তাদের বিয়ের আইনগত ফলাফল হবে —
✕ অবৈধ
✕ বাতিলযোগ্য
✕ নিয়মিত
✔ অনিয়মিত
১০. সাক্ষ্য আইনের কোন ধারায় Res Judicata নীতির প্রতিফলন ঘটেছে?
✕ ৩৯
✔ ৪০
✕ ৪৫
✕ ৪৭
১১. ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question) নিচের কোনটিকে বুঝাবে?
✕ যে প্রশ্নের পূর্বে উত্তর বলা থাকে
✕ যে প্রশ্নের পরে উত্তর বলা থাকে
✔ যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে
✕ যে প্রশ্নের প্রশ্নকারী হ্যাঁ বা না সূচক প্রশ্ন করে থাকে
১২. নিচের কোনটিকে প্রত্যক্ষ সাক্ষ্য (Direct Evidence) হিসেবে গণ্য করা যায়?
✕ যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা দেখেননি বা শুনেননি।
✕ যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা দেখেননি।
✔ যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন।
✕ যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা অন্যের অভিমতের ভিত্তিতে প্রাপ্ত।
১৩. কোন আইনের মাধ্যমে দ্যা অ্যাভিডেল অ্যাক্ট, ১৮৭২-কে চট্টগ্রামের পার্বত্য জেলাসমূহে বলবৎ করা হয়েছে?
✕ পার্বত্য জেলাসমূহে (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন ১৯৮৯।
✕ চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন, ১৯০০।
✕ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৮৯৮।
✔ General Clauses Act, 1897 এর ধারা ৫
১৪. যে ক্ষেত্রে কোনো কর্ম বা কর্মবিচ্যুতি দুই বা ততোধিক আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হয়, সে ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে?
✕ অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে অভিযুক্ত করা যাবে।
✕ অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে শাস্তি দেয়া যাবে।
✔ অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে অভিযুক্ত ও শাস্তি প্রদান করা যাবে।
✕ দুটি আইনের অধীনে দায়েরকৃত পৃথক দুটি মামলায় যুগপৎ (Analogous) বিচার হবে।
১৫. ‘জ’, মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে ‘ঝ’ -কে ১ লক্ষ টাকা দিতে বাধ্য করে। ‘জ’ নিচের কোন অপরাধ করেছে?
✕ দস্যুতা
✕ প্রতারণা
✔ বলপূর্বক গ্রহণ
✕ চুরি
১৬. ‘চ’ সহ পাঁচ ব্যক্তি ‘ছ’-কে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তারা সকলে মিলে ‘ছ’-কে হত্যা করে। ‘চ’ সহ উক্ত পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারার সাথে নিচের কোন ধারাটি প্রাসঙ্গিক?
✕ ১৩৪
✔ ৩৪
✕ ১২০
✕ ১১৪
১৭. নিচের কোন কার্যটি চুরি (Theft) হিসেবে গণ্য হবে না?
✔ চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেয়া।
✕ অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে ফেলা
✕ টোপ দিয়ে অন্যের পোষা প্রাণী নিয়ে যাওয়া।
✕ অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে নিয়ে যাওয়া।
১৮. একজন শৈল্য চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন ” আপনি আর বাঁচবেন না।” এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়। এক্ষেত্রে শৈল্য চিকিৎসক নিচের কোন ধারার অপরাধ করেছেন?
✕ খুন
✕ নরহত্যা
✕ হত্যার প্রচেষ্টা
✔ কোনো অপরাধ করেননি
১৯. পেনাল কোডে বর্ণিত অপরাধগুলোর মধ্যে সর্বনিম্ন সাজা —-
✕ ২৪ ঘণ্টার বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা জরিমানা
✔ ২৪ ঘণ্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
✕ ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড বা ১০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
✕ ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
২০. যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিচের কোনটিকে নির্দেশ করে?
✕ ১৪ বছরের সশ্রম কারাদণ্ড
✔ দণ্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী কারাদণ্ড
✕ ২০ বছরের সশ্রম কারাদণ্ড
✕ ৩০ বছরের সশ্রম কারাদণ্ড
২১. সহকারী জজ আদালতে প্রচারিত ডিগ্রীর বিরুদ্ধে জেলা জজ আদালতে কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হয়?
✕ ৩০
✕ ৬০
✔ ৯০
✕ ১২০
২২. কোনো জলপথে বর্তস্বত্ব(Easement) অধিকার অর্জনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
✕ শুধুমাত্র ২০ বছর ব্যবহার
✕ নিরবচ্ছিন্নভাবে ২০ বছর ব্যবহার
✕ নিরবচ্ছিন্নভাবে ও শান্তিপূর্ণভাবে ২০ বছর ব্যবহার
✔ নিরবচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসেবে ২০ বছর ব্যবহার
২৩. ‘চ’ দলিলটি ‘ছ’ দলিলের পূর্বে সম্পাদিত হয় কিন্তু ‘ছ’ দলিলের পরে রেজিস্ট্রি হয়। এক্ষেত্রে সঠিক আইনগত ফলাফল কি হবে?
✕ ‘ছ’ দলিলটি ‘চ’ দলিলের উপর প্রাধান্য লাভ করবে
✔ ‘চ’ দলিলটি ‘ছ’ দলিলের উপর প্রাধান্য লাভ করবে
✕ দুটি দলিলই সমানভাবে প্রাধান্য পাবে
✕ উপরের কোনোটিই নয়
২৪. একটি বিক্রয় চুক্তি সম্পাদনের কত দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হয়।
✕ ৩০
✕ ৬০
✕ ৯০
✔ ১২০
২৫. কোন মামলায় আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনত বাধ্য?
✕ রেজিস্টার্ড দলিল বেআইনিমর্মে ঘোষণামূলক মোকদ্দমা
✔ রেজিস্টার্ড দলিল সংশোধনের মোকদ্দমা
✕ রেজিস্টার্ড দলিল বাতিলের মোকদ্দমা
✕ রেজিস্টার্ড দলিল রদরহিতের মোকদ্দমা
২৬. নিচের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদলত এর বিবেচনামূলক ক্ষমতা (Discretionary Power) প্রয়োগ করতে পারে না?
✕ ঘোষণামূলক মোকদ্দমা
✕ স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা
✕ দলিল সংশোধনের মোকদ্দমা
✔ অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা
২৭. ‘ক’ ১০০ মন গম ‘খ’ এর নিকট বিক্রয় করার চুক্তি করে। কোনো কারণ ব্যতিরেকেই উক্ত গম ‘খ’ কে সরবরাহ করা হয়নি। ‘খ’ এর প্রতিকার কি?
✔ খ সুনির্দিষ্টভাবে চুক্তিটি বলবৎ করতে পারবে
✕ খ ক্ষতিপূরণ লাভ করতে পারবে
✕ খ ক্ষতিপূরণ পাবে না
✕ খ শুধুমাত্র চুক্তির ক্রয়মূল্য ফেরত পাবে
২৮. ‘ক’ একটি বাড়ি ১ লক্ষ টাকায় ‘খ’ এর নিকট বিক্রয় করতে চুক্তি করে। পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়। এক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে?
✕ ক, খ এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে
✕ খ, ক এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে
✕ খ-কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে
✔ খ-কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে না
২৯. কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ বহাল করেন —
✔ হাইকোর্ট বিভাগ
✕ অতিরিক্ত দায়রা জজ আদালত
✕ দায়রা জজ আদালত
✕ আপিল বিভাগ
৩০. ১৮৩৪ সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন —-
✕ G. W. Anderson
✕ F. Millet
✕ J. M. Macleod
✔ Lord Macaulay
৩১. ফৌজদারী বিচার ব্যবস্থায় নিচের কোন আদালতের অন্তর্নিহিত ক্ষমতা (Inherent Power) আছে?
✕ আপিল বিভাগ
✔ হাইকোর্ট বিভাগ
✕ দায়রা জজ আদালত
✕ মহানগর দায়রা জজ আদালত
৩২. আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউশন কোনো মামলা প্রত্যাহার করলে ফলাফল হবে —
✕ আসামি খালাস
✕ আসামির মুক্তি
✔ আসামির অব্যাহতি
✕ উপরের কোনোটিই নয়
৩৩. আগাম জামিন (Anticipatory bail) বলতে নিচের কোনটিকে বুঝাবে?
✔ গ্রেফতার পূর্ব জামিন
✕ বিচার পূর্ব জামিন
✕ চার্জ গঠন পূর্ব জামিন
✕ যুক্তিতর্ক শুনানি পূর্ব জামিন
৩৪. Negotiable Instruments Act, 1881 এর অধীন ১৩৮ ধারার মামলায় যুগ্ম দায়রা জজের দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি নিচের কোন আদালতে আপিল দায়ের করবে?
✔ হাইকোর্ট বিভাগ
✕ আপিল বিভাগ
✕ দায়রা জজ আদালত
✕ স্পেশাল জজ আদালত
৩৫. কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৯৯৮ অনুসারে ১২০ দিনের মধ্যে মামলার তদন্তকার্য সম্পন্ন করার বিধানটি—
✔ নির্দেশনামূলক
✕ বিচার-বিবেচনামূলক
✕ বাধ্যতামূলক
✕ নিষেধাজ্ঞামূলক
৩৬. কোনো জেলার ফৌজদারী আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্র বহির্ভূত কোনো মেট্রোপলিটান এলাকায় তামিলের জন্য নিচের কার নিকট প্রেরণ করতে হবে?
✕ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
✔ পুলিশ কমিশনার
✕ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
✕ চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট
৩৭. একজন দায়রা জজ কোনো আসামিকে বিচারে খালাস প্রদান করেন। উক্ত রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিল বিচারাধীন থাকাবস্থায় আসামি মারা যায়। সেক্ষেত্রে আপিলটির ফলাফল কি হবে?
✕ আপিলটি মেধাতে নিষ্পত্তি হবে
✕ প্রসিকিউশনকে শুনানি করে আদেশ প্রদান করা হবে
✕ আপিলটি অ্যাবেইট হবে
✔ আপিলটি খারিজ হবে
৩৮. আদালত কারাবন্দি আসামির বিরুদ্ধে কারাদণ্ডাদেশ প্রদান করলে, উক্ত দণ্ডাদেশ সংক্রান্ত ওয়ারেন্ট কার নিকট প্রেরণ করতে হবে?
✕ জেলা ম্যাজিস্ট্রেট
✕ পুলিশ সুপার
✕ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
✔ কারারক্ষক
৩৯. একজন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট একটি নালিশ মামলায় কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশ বৃদ্ধির জন্য অভিযোগকারী নিচের কোন আদালতে আপিল দায়ের করবে?
✔ মহানগর দায়রা জজ আদালত
✕ হাইকোর্ট বিভাগ
✕ চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট
✕ দায়রা জজ আদালত
৪০. একজন ১ম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পেনাল কোডের ৩৭৯ ধারার অভিযুক্ত আসামির বিরুদ্ধে চার্জ গঠনকালে আসামি guilty plead করায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের হলে নিচের কোনটি হতে পারে?
✕ আপিলটি শুনানীর জন্য গ্রহণ করা হবে
✕ আপিলটি দায়রা জজ আদালতে দাখিলের জন্য ফেরত দেয়া হবে
✕ আপিলযোগ্য নয় বিধায় আপিলটি না-মঞ্জুর হবে
✔ রিভিশন দায়েরের জন্য ফেরত দেয়া হবে
৪১. সমন বিনা জারিতে ফেরত আসার কত দিনের মধ্যে বাদী পদক্ষেপ না নিলে মামলা খারিজ হবে?
✕ এক মাস
✕ দুই মাস
✔ তিন মাস
✕ ছয় মাস
৪২. নিচের কোন ক্ষেত্রে রিভিউ দরখাস্ত দাখিল করা যায় না?
✔ কোনো ডিক্রি রিভিউ এর আদেশের বিরুদ্ধে
✕ আপিলযোগ্য কিন্তু আপিল করা হয়নি এমন ডিক্রির বিরুদ্ধে
✕ আপিলযোগ্য নয় এমন ডিক্রির বিরুদ্ধে
✕ স্মল কজেজ আদালতের রেফারেন্স প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে
৪৩. মামলার অ্যাবেইটমেন্ট আদেশ সরাসরি বাতিলের জন্য আদালত একজন দরখাস্তকারীর বিরুদ্ধে সর্বোচ্চ কত Cost পরিশোধের নির্দেশ দিতে পারেন?
✕ ৫০০ টাকা
✔ ৩০০০ টাকা
✕ ২০০০ টাকা
✕ ৫০০০ টাকা
৪৪. চূড়ান্ত ডিক্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিচের কোন পদক্ষেপ নিতে পারবে?
✕ প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল
✕ প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে রিভিশন
✔ চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল
✕ প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে রিভিউ
৪৫. নিচের কোন আদেশটি ডিক্রি হিসেবে গণ্য হবে?
✕ আরজি ফেরত আদেশ
✕ আরজি গ্রহণ আদেশ
✕ আরজি সংশোধন আদেশ
✔ আরজি প্রত্যাখ্যান আদেশ
৪৬. কোনো দেওয়ানি মামলায় ডিক্রি প্রচারের পর কত দিনের মধ্যে ডিক্রি প্রস্তুত করতে হয়?
✔ ৭
✕ ১০
✕ ২১
✕ ৩০
৪৭. জেলা জজ কর্তৃক রিভিশন মামলায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ হাইকোর্ট বিভাগে —
✕ সরাসরি রিভিশন দায়ের করতে পারে
✔ অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করতে পারে
✕ আপিল করতে পারে
✕ অনুমতি সাপেক্ষে আপিল করতে পারে
৪৮. একজন জেলা জজ কোড অব সিভিল প্রসিডিউর, ১৯০৮ অনুসারে সহকারী জজের নিচের কোন আদেশের বিরুদ্ধে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারেন?
✕ অর্ডার ৭ রুল ১০ অনুযায়ী আরজি ফেরতের আদেশ
✔ অর্ডার ৮ রুল ১০ অনুসারে প্রচারিত রায়
✕ অর্ডার ৯ রুল ৯ অনুসারে দাখিলী দরখাস্তের না-মঞ্জুর আদেশ
✕ অর্ডার ৯ রুল ১৩ অনুযায়ী দাখিলী দরখাস্ত মঞ্জুর আদেশ
৪৯. সর্বপ্রথম কখন সিভিল কোর্ট সংক্রোন্ত পদ্ধতিগত আইন কোডিফাইড হয়?
✕ ১৮৭৭ সালে
✕ ১৮৪৯ সালে
✔ ১৮৫৯ সালে
✕ ১৮৬৩ সালে
৫০. কোড অব সিভিল প্রসিডিউর, ১৯০৮ এবং ১০৭ ধারার বিধান অনুযায়ী নিচের কোনটি আপিল আদালতের ক্ষমতায় অন্তর্ভুক্ত নয়?
✕ মামলা পুনঃবিচারে প্রেরণ
✕ পুনঃবিচারে প্রেরণের জন্য বিচার্য বিষয় গঠন
✕ অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ
✔ আরজী গ্রহন
সাধারণ জ্ঞান অংশ
১. বিল গেইটসের প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো —-
✕ BASIC
✔ Tic-tac-toe
✕ Ms Dos
✕ Windows 95
২. সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম হলো —
✕ টাইটান
✔ তিয়ানহে-২
✕ সেকুইয়া
✕ সুপারমুক
৩. AIDS -এর সংক্রমণের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়?
✕ গর্ভবতী মহিলা এ রোগে আক্রান্ত হলে তার সন্তানের মধ্যে এ রোগ হতে পারে
✕ রক্ত সঞ্চালনের মাধ্যমে AIDS আক্রান্ত ব্যক্তির রক্ত দ্বারা এ রোগ ছড়ায়
✕ স্তনদুগ্ধ পানের মাধ্যমে আক্রান্ত মহিলার দেহ থেকে শিশুর AIDS হতে পারে
✔ AIDS রোগীর সাধারণ স্পর্শের দ্বারা এ রোগ ছড়ায়
৪. বাঁদুড়ের শ্রাব্যতার ঊর্ধবসীমা হলো —-
✕ ৪৫০০০ Hz
✔ ১০০০০০ Hz
✕ ৩৫০০০ Hz
✕ ২০০০০ Hz
৫. শব্দের স্রোতধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হলো —-
✕ ১৫.৬ মিটার
✕ ১৪.৬ মিটার
✔ ১৬.৬ মিটার
✕ ১৭.৬ মিটার
৬. নিম্নের কোন দেশটি Arctic Council -এর সদস্য নয়?
✕ যুক্তরাষ্ট্র
✔ যুক্তরাজ্য
✕ কানাডা
✕ রাশিয়া
৭. ‘ লাল করিডোর’ অঞ্চল চিহ্নিত হয় —
✔ ভারতে
✕ ভুটানে
✕ নেপালে
✕ ভিয়েতনামে
৮. ‘ বিগ বেন’ এর গ্রেট ক্লক টাওয়ার বর্তমানে কি নামে পরিচিত?
✕ ক্লক টাওয়ার
✕ ভিক্টোরিয়া টাওয়ার
✕ ওয়েস্টমিনিস্টারস টাওয়ার
✔ এলিজাবেথ টাওয়ার
৯. জাতিসংঘ ঘোষিত Public Service Day কোনটি?
✕ ২১ জুন
✕ ২২ জুন
✔ ২৩ জুন
✕ ২৪ জুন
১০. টিক্ফা (TICFA) কি?
✕ Trade and Investment Corporation Framework Agreement
✕ Trade and Investment Conciliation Framework Agreement
✔ Trade and Investment Cooperation Framework Agreement
✕ Trade and Investment Coordination Framework Agreement
১১. ‘কংস’ নদীর উৎপত্তিস্থল–
✔ গারো পাহাড়
✕ লুসাই পাহাড়
✕ সীতা পাহাড়
✕ কংস পাহাড়
১২. জিএসপি (GSP) কী?
✕ Generalized System of Preference
✔ Generalized System of Preferences
✕ Generalized System of Progress-in-Garments
✕ Generalized System of Preference-in-Garments
১৩. ‘কুসুম্বা মসজিদ’ কোন শাসকের রাজত্বকালে নির্মিত হয়?
✕ শেরশাহ
✕ বাহাদুর শাহ
✔ গিয়াসউদ্দিন বাহাদুর শাহ
✕ ফখরুদ্দীন মোবারক শাহ
১৪. ঢাকেশ্বরী মন্দিরের সিংহদ্বার কি নামে পরিচিত?
✕ সুবাহর তোরণ
✕ দশভুজা তোরণ
✕ ঈশ্বরী তোরণ
✔ নহবতখানা তোরণ
১৫. বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালে গঠিত মুজিবনগর সরকারের কোন পদে নিযুক্ত ছিলেন?
✕ পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী
✕ আইন ও বিচার বিষয়ক মন্ত্রী
✔ বিশেষ কূটনৈতিক প্রতিনিধি
✕ নয়াদিল্লীস্থ বাংলাদেশ মিশন প্রধান
১৬. কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন ?
✕ ১৯৭৬ সালে
✕ ১৯৭৪ সালে
✔ ১৯২৬ সালে
✕ ১৯৬২ সালে