পররাষ্ট্র মন্ত্রণালয় এর অধীন প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০০১ Administrative Officer Under The Ministry of Foreign Affairs Job Exam Questions and Solution 2001
বাংলা অংশ
১. ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’ -স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুত্থানে রচিত ‘বাতাসে লাশের গন্ধ’ কবিতার বহুল উচ্চারিত এই পংক্তির বিক্ষুদ্ধ কবির নাম-
নির্মলেন্দু গুণ
✕ শামসুর রাহমান
✔ রুদ্র মুহাম্মদ শহিদিুল্লাহ
✕ মহাদেব সাহা
২. বঙ্কিমচন্দ্র সম্পাদিত ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রকাশকাল-
✕ ১৮৬৫
✕ ১৮৭০
✔ ১৮৭২
✕ ১৮৭৪
৩. ‘প্রতিদিন ঘরহীন ঘরে’ কাব্যগ্রন্থের রচয়িতা-
✕ আহসান হাবীব
✔ শামসুর রাহমান
✕ মহাদেব সাহা
✕ আলাউদ্দিন আল আজাদ
৪. ‘পানি’র সমার্থক শব্দ-
✕ উদর
✕ উপল
✔ উদক
✕ উষার
৫. ‘তুই কি কাজ করবি, না মার খাবি? -এই বাক্যের ‘কি’ অব্যয়ের ব্যবহার হয়েছে-
✕ প্রশ্ন জিজ্ঞাসায়
✕ শাসন করায়
✔ বিরক্তি প্রকাশে
✕ ক্রোধ প্রকাশে
৬. ‘তেলও কম ভাজাও মুচমুচে’ বাগধারার বিশিষ্ট অর্থ –
✕ অভাবে সান্ত্বনা
✔ অল্প উপকরণে ভালো ব্যবস্থা
✕ অল্পে সন্তুষ্ট
✕ তেলে ভাজা
৭. ‘মগজ’ শব্দের উচ্চারণ-
✔ মগোজ্
✕ মোগজ্
✕ মোগোজ্
✕ মগজ্
৮. পারিভাষিক শব্দ কোনটি?
✕ মেঘালয়
✕ বিচারালয়
✔ সচিবালয়
✕ হিমালয়
৯. উৎপত্তির দিক থেকে ক্রিয়ার কাল কোন দুভাগে বিভক্ত ?
✕ অকর্মক ও সকর্মক
✕ প্রত্যয়হীন ও প্রত্যায়ান্ত
✕ ধাতু ও তদ্ধিত
✔ মৌলিক ও কৃদন্ত
১০. যৌগিক ক্রিয়ার গঠন হয় নিম্নরুপে-
✔ এক বা একাধিক সমাপিকা ও অসমাপিকার মিশ্র গঠনে
✕ দুটি সমাপিকার গঠনে
✕ অসমাপিকা এ নঞর্থ ক্রিয়াযোগে
✕ অন্ত্যর্থ ক্রিয়া ও নঞর্থ ক্রিয়াযোগে
১১. ভুল বানান কোনটি?
✕ সমিতি
✕ জ্যামিতি
✕ প্রকৃতি
✔ প্রতিতি
১২. ‘উগ্র’ শব্দের বিপরীতার্থক শব্দ-
✕ অগ্র
✕ ভদ্র
✔ সৌম্য
✕ সুশীল
১৩. শারীরিক অস্বস্তির ভাবজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ –
✕ দরদর
✕ করকর
✔ কুটকুট
✕ খুটখুট
১৪. ‘বসন্তকুমারী’ নাটক রচনা করেছেন-
✕ রবীন্দ্রনাথ ঠাকুর
✕ মাইকেল মধুসূদন দত্ত
✕ কাজী নজরুল ইসলাম
✔ মীর মশাররফ হোসেন
১৫. ‘আয়ু যেন “পদ্ম পাতার নীর” -এই বাক্যে ‘পদ্ম পাতয়’ –
✕ কর্মকারক
✕ করণ কারক
✕ অপাদান কারক
✔ অধিকরণ কারক
১৬. ‘জানালা’ শব্দটি –
✕ ফারসি
✔ পর্তুগীজ
✕ হিব্রু
✕ তুর্কী
১৭. ধ্বনিবিদ মুহাম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূলধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি-
✔ এ্যা ধ্বনি
✕ ও ধ্বনি
✕ য়্ ধ্বনি
✕ উ ধ্বনি
১৮. নিম্নের কবিতা রচনা করে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন-
✕ বিদ্রোহী
✕ সাম্যবাদী
✕ সৃষ্টি সুখের উল্লাসে
✔ আনন্দময়ীর আগমনে
১৯. কবি জীবনানন্দ দাশের ওপর যে বিদেশী গবেষেক গবেষণা করেন তাঁর নাম-
✕ আলবার্ট হেনরিথ
✕ উইলিয়াম রাদিচি
✔ ক্লিনটন বি সীলি
✕ টেড হিউস
২০. ‘ময়মনসিংহ গীতিকা ‘ সংগ্রহ করেন-
✔ ড.দীনেশচন্দ্র সেন
✕ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
✕ ড. মুহাম্মদ শহীদুল্লাহ
অধ্যাপক মনসুর উদ্দীন আহম্মদ
ইংরেজী অংশ
1. A geologist studies-
✕ insects
✕ plant life
✔ the earth
✕ community and family life
2. A specialist in eye diseases is called–
✕ a cardiologist
✔ an ophthalmologist
✕ an optician
✕ a neurologist
3. Which of the following is correct?
✔ My principal objection is that I am tired
✕ My principle objection is that I am tired
✕ My principle objection is that I tired
✕ My principal objection that I am tired
4. Which of the following is correct?
✕ Did you finish the work yet?
✕ Did you finished the work yet?
✕ Have you finish the work yet?
✔ Have you finished the work yet?
5. A vicious circle is a situation which cannot be–
✕ damage
✔ changed
✕ thought
✕ explained
6. The word ‘ inauguration’ means nearly the same as-
✕ a special ceremony
✔ an opening ceremony
✕ acceptance speech
✕ starting speech
7. Opposite of ‘ help’ is–
✔ hinder
✕ replace
✕ rise
✕ work
8. He is –in the class.
✕ tall
✕ taller
✕ tallest
✔ the tallest
9. — the day went on , the weather got worse.
✕ just
✕ since
✔ As
✕ If
10. They came by car,–?
✕ will they
✕ won’t they
✕ did they
✔ didn’t they
11. The man — in the accident was taken to hospital.
✕ injured
✕ had injured
✕ being injured
✔ who injured
12. The adjective of ‘imitate’ is —
✕ imitation
✕ imitator
✔ imitative
✕ imitating
13. Shakespeare lived during the reign of —
✔ Elizabeth I
✕ Elizabeth II
✕ Queen Victoriza
✕ King Charles I
14. Great — are never great does.
✕ talker
✕ talkative
✕ talks
✔ talkers
15. ‘Paradise lost’ is a–
✕ short story
✔ an epic poem by john Milton
✕ play
✕ Lyrical poem
16. George Bernard Shaw is–
✔ a playwright
✕ a film -maker
✕ a historian
✕ a modern painter
17. Wordsworth is a —- poet.
✕ classical
✕ modern
✔ romantic
✕ Greek
18. Hamlet is a — by Shakespeare.
✔ play
✕ novel
✕ tale
✕ story
19. A sonnet is a poem of — lines.
✕ ten
✕ twelve
✕ twenty
✔ fourteen
20. The winter has set — very early this year.
✕ out
✕ off
✕ up
✔ in
গণিত অংশ
১. ৬, ১৭, ৪৯ , ১৪৪ ক্রমটির পরবর্তী পদ কত?
✕ ২৯
✕ ৩৫৬
✕ ৪০৮
✔ ৪২৮
২. যদি কাচ পানি অপেক্ষা ২.৫ গুণ বেশি ভারী হয় তবে ৪০ ঘন সেন্টিমিটার কাচের ওজন কত?
✔ ১০০ গ্রাম
✕ ২৫০ গ্রাম
✕ ৬০০ গ্রাম
✕ ১০০০ গ্রাম
৩. প্রতি ২০ মিনিটে কোনো ব্যাকটেরিয়ার সংখ্যা ৩ গুণ হয় । ৫ ঘন্টা পর x সংখ্যক ব্যাকটেরিয়া হলে আরো কত ঘন্টা পর ২৭x সংখ্যক ব্যাকটেরিয়া হবে?
✕ ২
✔ ৩
✕ ১
✕ ১ ১/৩
৪. x সংখ্যক আমের দাম y টাকা হলে, x টাকায় কতটি আম পাওয়া যাবে?
✕ ay/x
✔ x2/y
✕ a/yx
✕ yx/a
৫. এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় ১০ কি.মি. বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘন্টায় ৬ কি. মি. বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এল। যাতায়াতে তার গড় গতিবেগ কত?
✔ ৭ ১/ ২ কি. মি.
✕ ৫ ১/২ কি. মি.
✕ ৮ কি. মি.
✕ ৭ কি. মি.
৬. একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার , পেছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ২০০ বার বেশি ঘুরবে?
✔ ১.২ কি. মি.
✕ ২.৫ কি. মি.
✕ ৪ কি. মি.
✕ ৬ কি. মি.
৭. একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে উঠতে লাগলো। বানরটি যদি ১ মিনিটে ৫ মিটার উঠে এবং পরবর্তী মিনিটে ১ মিটার নেমে পড়ে তবে ২৫ মিটার উঁচু বাশেঁর মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?
✕ ৮ মিনিট
✕ ৯ মিনিট
✕ ১০ মিনিট
✔ ১১ মিনিট
৮. একটি কুকুর একটি শৃগালের ৫০০ মিটার পেছন থেকে তাড়া করলো। যদি ১ কি. মি. যেতে শৃগালের ১০ মিনিট এবং কুকুরের ৬ মিনিট লাগে তবে কতক্ষণ পর কুকুর শৃগালকে ধরতে পারবে?
✔ ৭.৫ মিনিট
✕ ৮.৫ মিনিট
✕ ১০ মিনিট
✕ ১৫ মিনিট
৯. কোন ক্ষুত্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩, ৬ , ৯ , ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
✔ ১৭৯
✕ ৩৬১
✕ ৩৫৯
✕ ৭২১
১০. যদি ৩ জন পুুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ ও ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
✕ ১০ দিনে
✕ ৯দিনে
✕ ৮ দিনে
✔ ৬ দিনে
১১. ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে ?
✕ ৩০ লিটার
✕ ২৫ লিটার
✔ ৪০ লিটার
✕ ৩৫ লিটার
১২. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ১৩ , ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
✕ ৬০ বর্গমিটার
✔ ৮৪ বর্গমিটার
✕ ৯০ বর্গমিটার
✕ ১০৮ বর্গমিটার
১৩. একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়ক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার।বর্গক্ষেত্রের ১ বাহুর দৈর্ঘ্য কত?
✕ ১২৮ মিটার
✕ ৬৪ মিটার
✔ ৩২ মিটার
✕ ৪৮ মিটার
সাধারণ জ্ঞান অংশ
১. বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার আগে কোন অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন?
✕ মিসিগান
✕ হাওয়াই
✕ জর্জিয়া
✔ আরকানসাস
২. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
✕ সাধারণ পরিষদের
✔ নিরাপত্তা পরিষদের
✕ স্থায়ী সদস্যদের
✕ আমেরিকার প্রেসিডেন্টের
৩. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
✕ প্রতিফলন
✕ প্রতিসরাঙ্ক
✕ প্রতিসরণ
✔ প্রতিধ্বনি
৪. আমেরিকা পার্ল হারবার আক্রমণ করে-
✔ ৭ ডিসেম্বর , ১৯৪১ সালে
✕ ৮ জুলাই , ১৮৪৩ সালে
✕ ৯ সেপ্টেম্বর , ১৯৪৫ সালে
✕ ৪ নভেম্বর , ১৯৪২ সালে
৫. বার্লিনের দেওয়াল যথাক্রমে কোন সালে নির্মিত হয়েছিল এবং কোন সালে তা উন্মুক্ত করে দেয়া হয়?
✕ ১৯৪৬ ও ১৯৭৬
✕ ১৯৬২ ও ১৯৯০
✔ ১৯৬১ ও ১৯৮৯
✕ ১৯৭০ ও ১৯৯১
৬. জাতিসংঘে বর্তমানে কয়টি ও কি কি ভাষায় সরকারি কাজকর্ম চলে?
✕ ৫টি যথা – ইংরেজি , ফ্রেঞ্চ, রুশ , চীন ও স্প্যানিশ
✔ ৬টি যথা- ইংরেজি , চীনা , ফ্রেঞ্চ, রুশ , স্প্যানিশ , ও আরবি
✕ ৩টি যথা – ইংরেজি , ফ্রেঞ্চ ও রুশ
✕ ৪টি যথা- ইংরেজি , ফ্রেঞ্চ, জার্মান ও রুশ
৭. ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-
✕ আইসোটন
✔ আইসোটোপ
✕ আইসোবার
✕ রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল
৮. সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস হলো-
✕ নিরবচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়া
✕ অতি উচ্চ তাপমাত্রায় সূর্যের পদার্থ উত্তপ্ত হওয়া
✔ হাল্কা পরমাণুর ফিউশন পদ্ধতি
✕ ভারী পরমাণুর ফিশন পদ্ধতি
৯. বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়?
✕ IMF
✕ OIC
✕ NAM
✔ ASEAN
১০. বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী ?
✕ রাষ্ট্রপতির কাছে
✕ জনগণের কাছে
✕ জাতিসংঘের কাছে
✔ জাতীয় সংসদের কাছে
১১. ‘জীবন থেকে নেওয়া’ চলচ্চিত্রটির পরিচালক ছিলেন-
✕ চাষী নজরুল ইসলাম
✕ খান আতাউর রহমান
✔ জহির রায়হান
✕ সুভাষ দত্ত
১২. ‘সব কটি জানালা খুলে দাও না ‘ – গানটির গীতিকার –
✕ আরতাফ মাহমুদ
✕ আবদুল গাফফার চৌধুরী
✕ আবু হেনা মোস্তফা কামাল
✔ নজরুল ইসলাম বাবু
১৩. বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সর্বশীর্ষ পণ্য কোনটি?
✕ পাট ও পাটজাত দ্রব্য
✕ হিমায়িত মাচ ও শাকসবজি
✕ চা ও ফলমূল
✔ তৈরি পোশাক
১৪. ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়েছিল ?
✕ ১৯৫৭ সালে
✕ ১৭৫৭ সালে
✔ ১৭৯৩ সালে
✕ ১৬০০ সালে
১৫. পুরাতন ব্রহ্মপুত্র নদীটি কোন জেলার ওপর দিয়ে প্রবাহিত?
✕ জামালপুর
✕ সিরাজগঞ্জ
✕ মানিকগঞ্জ
✔ ময়মনসিংহ
১৬. ‘৭১ -এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালত অনুষ্ঠিত হয়েছিল?
✕ ১৯৯০ সালে
✔ ১৯৯২ সালে
✕ ১৯৯৬ সালে
✕ ১৯৯৯ সালে
১৭. প্রীতিলতা ওয়াদ্দাদার কার শিষ্য ছিলেন?
✕ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের
✔ মাস্টারদা সূর্যসনের
✕ নেতাজী সুভাষ চন্দ্র বসুর
✕ মহাত্মা গান্ধীর
১৮. ‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা খোকা তুই কবে আসবি’- অপেক্ষমাণ মায়ের আকুতিপূর্ণ এই পঙক্তি রচিত হয়েছিল-
✕ ‘৬৯ -এর গণঅভ্যুত্থান নিয়ে আলাউদ্দিন আল আজাদ দ্বারা
✕ ‘৭১ -এর মুক্তিযুদ্ধ নিয়ে শামসুর রাহমান দ্বারা
✕ ‘৫২-্বএর ভাষা আন্দোলন নিয়ে গাফফার চৌধুরী দ্বারা
✔ ‘৫২ এর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ দ্বারা
১৯. রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমতা বিধান করা হয়েছে বাংলাদেশের সংবিধানের –
✕ ২৬ (১) ধারা বলে
✕ ২৭ ধারাবলে
✔ ২৮ (২) ধারাবলে
✕ ২৯ (২) ধারাবলে
২০. বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার আগে কোন অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন?
✕ মিসিগান
✕ হাওয়াই
✕ জর্জিয়া
✔ আরকানসাস
২১. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
✕ সাধারণ পরিষদের
✔ নিরাপত্তা পরিষদের
✕ স্থায়ী সদস্যদের
✕ আমেরিকার প্রেসিডেন্টের
২২. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
✕ প্রতিফলন
✕ প্রতিসরাঙ্ক
✕ প্রতিসরণ
✔ প্রতিধ্বনি
২৩. আমেরিকা পার্ল হারবার আক্রমণ করে-
✔ ৭ ডিসেম্বর , ১৯৪১ সালে
✕ ৮ জুলাই , ১৮৪৩ সালে
✕ ৯ সেপ্টেম্বর , ১৯৪৫ সালে
✕ ৪ নভেম্বর , ১৯৪২ সালে
২৪. বার্লিনের দেওয়াল যথাক্রমে কোন সালে নির্মিত হয়েছিল এবং কোন সালে তা উন্মুক্ত করে দেয়া হয়?
✕ ১৯৪৬ ও ১৯৭৬
✕ ১৯৬২ ও ১৯৯০
✔ ১৯৬১ ও ১৯৮৯
✕ ১৯৭০ ও ১৯৯১
২৫. জাতিসংঘে বর্তমানে কয়টি ও কি কি ভাষায় সরকারি কাজকর্ম চলে?
✕ ৫টি যথা – ইংরেজি , ফ্রেঞ্চ, রুশ , চীন ও স্প্যানিশ
✔ ৬টি যথা- ইংরেজি , চীনা , ফ্রেঞ্চ, রুশ , স্প্যানিশ , ও আরবি
✕ ৩টি যথা – ইংরেজি , ফ্রেঞ্চ ও রুশ
✕ ৪টি যথা- ইংরেজি , ফ্রেঞ্চ, জার্মান ও রুশ
২৬. ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-
✕ আইসোটন
✔ আইসোটোপ
✕ আইসোবার
✕ রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল
২৭. সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস হলো-
✕ নিরবচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়া
✕ অতি উচ্চ তাপমাত্রায় সূর্যের পদার্থ উত্তপ্ত হওয়া
✔ হাল্কা পরমাণুর ফিউশন পদ্ধতি
✕ ভারী পরমাণুর ফিশন পদ্ধতি
২৮. বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়?
✕ IMF
✕ OIC
✕ NAM
✔ ASEAN
২৯. বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজর্মের জন্য কার কাছে দায়ী?
✕ রাষ্ট্রপতির কাছে
✕ জনগণের কাছে
✕ জাতিসংঘের কাছে
✔ জাতীয় সংসদের কাছে
৩০. ‘জীবন থেকে নেওয়া’ চলচ্চিত্রটির পরিচালক ছিলেন-
✕ চাষী নজরুল ইসলাম
✕ খান আতাউর রহমান
✔ জহির রায়হান
✕ সুভাষ দত্ত
৩১. ‘সব কটি জানালা খুলে দাও না ‘ – গানটির গীতিকার –
✕ আরতাফ মাহমুদ
✕ আবদুল গাফফার চৌধুরী
✕ আবু হেনা মোস্তফা কামাল
✔ নজরুল ইসলাম বাবু
৩২. বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সর্বশীর্ষ পণ্য কোনটি?
✕ পাট ও পাটজাত দ্রব্য
✕ হিমায়িত মাচ ও শাকসবজি
✕ চা ও ফলমূল
✔ তৈরি পোশাক
৩৩. ভূমি ব্যবস্থাপনায় ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়েছিল?
✕ ১৯৫৭ সালে
✕ ১৭৫৭ সালে
✔ ১৭৯৩ সালে
✕ ১৬০০ সালে
৩৪. পুরাতন ব্রহ্মপুত্র নদীটি কোন জেলার ওপর দিয়ে প্রবাহিত?
✕ জামালপুর
✕ সিরাজগঞ্জ
✕ মানিকগঞ্জ
✔ ময়মনসিংহ
৩৫. ‘৭১ -এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালত অনুষ্ঠিত হয়েছিল?
✕ ১৯৯০ সালে
✔ ১৯৯২ সালে
✕ ১৯৯৬ সালে
✕ ১৯৯৯ সালে
৩৬. প্রীতিলতা ওয়াদ্দাদার কার শিষ্য ছিলেন?
✕ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের
✔ মাস্টারদা সূর্যসনের
✕ নেতাজী সুভাষ চন্দ্র বসুর
✕ মহাত্মা গান্ধীর
৩৭. ‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা খোকা তুই কবে আসবি’- অপেক্ষমাণ মায়ের আকুতিপূর্ণ এই পঙক্তি রচিত হয়েছিল-
✕ ‘৬৯ -এর গণঅভ্যুত্থান নিয়ে আলাউদ্দিন আল আজাদ দ্বারা
✕ ‘৭১ -এর মুক্তিযুদ্ধ নিয়ে শামসুর রাহমান দ্বারা
✕ ‘৫২-্বএর ভাষা আন্দোলন নিয়ে গাফফার চৌধুরী দ্বারা
✔ ‘৫২ এর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ দ্বারা
৩৮. রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমতা বিধান করা হয়েছে বাংলাদেশের সংবিধানের –
✕ ২৬ (১) ধারা বলে
✕ ২৭ ধারাবলে
✔ ২৮ (২) ধারাবলে
✕ ২৯ (২) ধারাবলে
৩৯. পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলা করার দাবি জানান –
✕ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
✕ হোসেন শহীদ সোহরাওয়র্দী
✕ শেরে বাংলা এ কে. ফজলুল হক
✔ কুমিল্লার ধীরেন্দ্রনাত দত্ত
৪০. নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হলো-
✕ বিভিন্ন উচ্চপদে নারীর নিয়োগদান
✕ ইউনিয়ন পর্যায়ে জনগণের সরাসরি ভোটে নারী প্রতিনিধি নির্বাচন
✔ সন্তানের পরিচয়দানে মায়ের নাম উল্লেখের নিয়ম প্রবর্তন
✕ সামরিক বাহিনীতে নারীর নিয়োগদানের বিধান প্রণয়ন
৪১. সুয়েজ খাল কোন দুই সাগরকে যুক্ত করেছে ?
✕ ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর
✕ কৃষ্ণ সাগর ও ভূমধ্যসাগর
✕ আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
✔ লোহিত সাগর ও ভূমধ্যসাগর
৪২. স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
✕ ব্রিটেন
✕ পর্তুগাল
✔ নেদারল্যান্ড
✕ ফ্রান্স
৪৩. ‘চীনের প্রাচীর’ চীন দেশের কোন সীমান্ত অবস্থিত?
✕ উত্তর
✕ পশ্চিম
✔ পূর্ব
✕ দক্ষিণ
৪৪. ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি ‘ সম্বলিত ‘ বেলফোর ঘোষণা ‘ কখন দেয়া হয়েছিল?
✕ ১৯১৪
✔ ১৯১৭
✕ ১৯৩৯
✕ ১৯৪৮
৪৫. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
✕ নিউইয়র্ক
✕ জেনেভা
✔ দি হেগ
✕ জুরিখ
৪৬. সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল?
✕ ৩৮ ডিগ্রী সমান্তরাল
✔ ১৭ ডিগ্রী সমান্তরাল
✕ ২৩ ডিগ্রী সমান্তরাল
✕ ১৮ ডিগ্রী সমান্তরাল
৪৭. ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশ জুড়ে অবস্থিত ?
✕ এশিয়া ও আফ্রিকা
✕ ইউরোপ ও আফ্রিকা
✕ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
✔ এশিয়া ও ইউরোপ
৪৮. পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?
✕ ভুটান
✔ ভ্যাটিকান
✕ সুইজারল্যান্ড
✕ মালদ্বীপ
৪৯. নিচের কোনটি কসোভোর রাজধানী?
✕ বেলগ্রেড
✔ প্রিস্টিনা
✕ সারায়েবো
✕ প্রাগ
৫০. কোন দেশটি ফুটবলে একসাথে বিশ্ব ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে?
✕ স্পেন
✕ ইতালি
✕ হাঙ্গেরি
✔ ফ্রান্স
৫১. মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কোনটি?
✕ ১৪ জুলাই
✕ ১৪ আগষ্ট
✔ ৪ জুলাই
✕ ২৩ মার্চ
৫২. জাপানের সর্বশেষ যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসেন তার নাম –
✕ ওবুচি
✕ হিরোহিতো
✕ মিকিও আয়োকি
✔ সিনজে অ্যাবে
৫৩. শিল্পী লিওনার্দ্যে দ্য ভিঞ্চি কোন দেশের লোক?
✕ ফ্রান্স
✔ ইতালি
✕ স্পেন
✕ গ্রিস
৫৪. প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি – সালে।
✕ ১৮৭৮ সালে
✔ ১৯২২ সালে
✕ ১৯৩৪ সালে
✕ ১৯৪৬ সালে
৫৫. মির পৃথিবীকে প্রদক্ষিণ করে –
✕ ২০ বছরে , ৮০ হাজার বার
✕ ১৬ বছরে , ৭৫ হাজার বার
✔ ১৫ বছর ১ মাস , ৮৬ হাজার ৩৩১ বার
✕ ১৫ বছরে , ৮৬ হাজার বার
৫৬. www দিয়ে বোঝানো হয়-
✕ World wide Wonder
✔ World Wide Web
✕ Who What When
✕ World Women’s Welfare
৫৭. শিল্পী লিওনার্দ্যে দ্য ভিঞ্চি কোন দেশের লোক?
✕ ফ্রান্স
✔ ইতালি
✕ স্পেন
✕ গ্রিস
৫৮. প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি – সালে।
✕ ১৮৭৮ সালে
✔ ১৯২২ সালে
✕ ১৯৩৪ সালে
✕ ১৯৪৬ সালে
৫৯. মির পৃথিবীকে প্রদক্ষিণ করে –
✕ ২০ বছরে , ৮০ হাজার বার
✕ ১৬ বছরে , ৭৫ হাজার বার
✔ ১৫ বছর ১ মাস , ৮৬ হাজার ৩৩১ বার
✕ ১৫ বছরে , ৮৬ হাজার বার
৬০. www দিয়ে বোঝানো হয়-
✕ World wide Wonder
✔ World Wide Web
✕ Who What When
✕ World Women’s Welfare
৬১. শিল্পী লিওনার্দ্যে দ্য ভিঞ্চি কোন দেশের লোক?
✕ ফ্রান্স
✔ ইতালি
✕ স্পেন
✕ গ্রিস
৬২. প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি – সালে।
✕ ১৮৭৮ সালে
✔ ১৯২২ সালে
✕ ১৯৩৪ সালে
✕ ১৯৪৬ সালে
৬৩. মির পৃথিবীকে প্রদক্ষিণ করে –
✕ ২০ বছরে , ৮০ হাজার বার
✕ ১৬ বছরে , ৭৫ হাজার বার
✔ ১৫ বছর ১ মাস , ৮৬ হাজার ৩৩১ বার
✕ ১৫ বছরে , ৮৬ হাজার বার
৬৪. www দিয়ে বোঝানো হয়-
✕ World wide Wonder
✔ World Wide Web
✕ Who What When
✕ World Women’s Welfare
৬৫. দোলক ঘড়ি দ্রুত চলে-
✕ গ্রীষ্মকাল
✕ শরৎকালে
✕ হেমন্তকালে
✔ শীতকালে
৬৬. পরমাণু-কেন্দ্র গঠিত হয়-
✕ প্রোটন ও ইলেক্ট্রন দ্বারা
✔ নিউট্রন ও প্রোটন দ্বারা
✕ ইলেক্ট্রন ও নিউট্রন দ্বারা
✕ ইলেক্ট্রেন , প্রোটন ও নিউট্রন দ্বারা
৬৭. মাধ্যাকর্ষণ বলের মান সবচেয়ে বেশি হয়-
✕ পর্বতশৃঙ্গে
✕ বায়ুমন্ডের শেষ প্রান্তে
✕ ভূকেন্দ্রে
✔ ভুপৃষ্ঠে
৬৮. তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বণের রোধ –
✕ অল্প বৃদ্ধি পায়
✕ হ্রাস পায়
✔ বেশি বৃদ্ধি পায়
✕ অপরিবর্তিত থাকে
৬৯. ঘর্ষণ , তাপ , রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয়-
✕ প্রোটন
✕ নিউট্রন
✔ ইলেক্ট্রন
✕ যে কোনোটি
৭০. পদার্থের ভর পরিমাপের আন্তর্জাতিক একক-
✕ পাউন্ড
✔ কিলোগ্রাম
✕ আউন্স
✕ গ্রাম
৭১. একটি পারমাণবিক কণার –
✕ আয়তন নেই, ওজন আছে
✔ ওজন আছে ,আয়তন আছে
✕ আয়তন আছে, ওজন নেই
✕ আয়তন নেই, ওজন নেই
৭২. বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে খরচ-
✕ কম হয়
✕ বেশি হয়
✕ সামন্য কিছু হেরফের হয়
✔ একই হয়
৭৩. সবচেয়ে ভারী ধাতু –
✕ লোহা
✔ পারদ
✕ প্লাটিনাম
নিকেল