দুর্নীতি দমন ব্যুরো এর পরিদর্শক পদের পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৩
Inspector at Anti-Corruption Bureau recruitment examination question and answer – 2003
২৩ ফেব্রুয়ারী ২০০৪ সালে, দুর্নীতি দমন কমিশন (দুদক -> Anti Corruption Commission) দুর্নীতি দমনে অধুনালুপ্ত দুর্নীতিদমন ব্যুরোর ব্যর্থতার ফলে সৃষ্ট।
পরীক্ষার তারিখঃ ০৭/০২/২০০৩
Exam held on: 07/02/2003
[ad id=’5488′]
বাংলা অংশ
১. ‘সাক্ষী গোপাল’ -অর্থ কি?
সক্রিয় দর্শক
নিস্ক্রিয় দর্শক
কর্তব্যবিমুখ
কর্তব্যপরায়ণ
২. ‘যে ভবিষ্যত না ভেবে কাজ করে ‘ – একে এক পদে পরিণত করলে কোনটি হবে?
অপরিণামদর্শী
অবিবেচক
অবিমৃষ্যকারী
অকালজ্ঞানী
৩. ‘সৌম্য’ -এর বিপরীত শব্দ –
শান্ত
উগ্র
উদ্ধত
কঠিন
৪. ‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি?
পোশাক
সাজ সজ্জা
উপকরণ
কেনাবেচা
৫. শব্দ ও ধাতুর মূলকে বলে-
প্রকৃতি
ধাতু
বিভক্তি
কারক
৬. ‘উদার’ -এর বিপরীতার্থক শব্দ –
কঠিন
কোমল
সংকীর্ণ
হৃদয়বান
৭. দামিনী শব্দের অর্থ কি?
রাত্রি
ধরিত্রি
বিদ্যুৎ
জলধি
৮. অপমান শব্দের ‘অপ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?
বিপরীত
নিকৃষ্ট
বিকৃত
অভাব
[ad id=’5486′]
ইংরেজী অংশ
1. which of the following sentence is correct ?
why you have done this?
why did you have done this?
why have you done this?
why you had done this?
2. The antonym of the word ‘ indigenous’ is–
Alien
International
Remote
Domestic
3. Hardly had the train stopped –
before we got down
as we got down
than we got down
when we got down
4. The teacher said to me, ‘May you pass the examination’. It’s indirect form is–
The teacher prayed that I could pass the examination
The teacher wished that I may have passed the examination
The teacher wished that I might pass the examination
The teacher prayed that I might have passed the examination
5. we shall — the work before he comes .
finish
have finished
finished
be finishing
6. which one of the following is an imperative sentence?
How beautiful the flower is
Be quiet and listen to my words
Do you go to club
I go to school everyday
7. The soldiers were rewarded for their bravery. which class of noun ‘bravery’ belongs to —
Abstract
Common
Material
Collective
[ad id=’5490′]
8. The adjective of the word ‘laugh’ –
laughing
laugh
laughable
laughing
9. ‘Ballad’ is–
a kind of short narrative poem
a kind of short condoling poem
a kind of short love poem
a rhymic verse
10. ‘protagonist’ indicates-
the villain in a play
the leading character of actor in a play
the clown in a play
the stage director of a play
11. Calliban is a character in –
King Lear
Tempest
Man and Superman
Othello
12. ‘We look before and after and pine for what is not ‘ a quotation from P. B. Shelly’s-
The Cloud
Adonias
Ode to the West Wind
To a Shylark
13. The word ‘Homogeneous’ means-
of the same kind
of the same place
of the same race
of the same density
14. what is catastrophe?
The comical end of dramatic events
The tragic end of dramatic evets
The comic and tragic end of the play
None of the above
[ad id=’5490′]
15. Most important feature of romantic poetry-
Beauty
Nature
Subjectivity
Imagination
16. Most famous satirist in English literature-
Bernard Shaw
Alexander pope
jonathan Swift
coleridge
17. poet of sensuousness-
P.B. Shelly
Wordsworth
John Keats
Byron
18. Hamlet by Shakespeare is —
a comedy
a tragi -comedy
an epic
a tragedy
19. who is the author of ‘A Farewell to Arms’?
T.S. Eliot
John Milton
Johnson
Ernest Hemingway
20. ‘Books are a man’s best companion’s in life’- এর সঠিক অনুবাদ কোনটি?
পুস্তক মানুষের অপরিহার্য সঙ্গী
পুস্তক মানুষের বিশ্বস্ত সঙ্গী
পুস্তক মানুষের সবচেয়ে বড় বন্ধু
পুস্তক মানুষের জীবনের সর্বোত্তম সঙ্গী
[ad id=’5492′]
গণিত অংশ
১. কোন আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। আসল কত?
৪০০ টাকা
৪২৫ টাকা
৪৩০ টাকা
৪৫০ টাকা
২. ৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হয়, এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত হবে?
৬০ টাকা
৭২ টাকা
৬২ টাকা
৭৫ টাকা
৩. একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসেবে ১৪৪ টাকা খরচ হয় তবে মেঝের দৈর্ঘ্য কত?
১০ মিটার
১২ মিটার
১৪ মিটার
১৬ মিটার
৪. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ঃ৩ । ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ঃ ৫ । বর্তমানে কার বয়স কত?
৫৬ বছর , ৩৪ বছর
৬৬ বছর , ২৪ বছর
৫৬ বছর , ২৪ বছর
৪৬ বছর , ৩৬ বছর
৫. ১১, ১৬, ২৬, ৪০ ………………….., ৯৪ সংখ্যা সারির শূণ্যস্থানের সংখ্যাটি কত?
৬০
৬২
৭২
৮২
[ad id=’5493′]
৬. কোন আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। আসল কত?
৪০০ টাকা
৪২৫ টাকা
৪৩০ টাকা
৪৫০ টাকা
৭. ৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হয়, এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত হবে?
৬০ টাকা
৭২ টাকা
৬২ টাকা
৭৫ টাকা
৮. একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসেবে ১৪৪ টাকা খরচ হয় তবে মেঝের দৈর্ঘ্য কত?
১০ মিটার
১২ মিটার
১৪ মিটার
১৬ মিটার
৯. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ঃ৩ । ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ঃ ৫ । বর্তমানে কার বয়স কত?
৫৬ বছর , ৩৪ বছর
৬৬ বছর , ২৪ বছর
৫৬ বছর , ২৪ বছর
৪৬ বছর , ৩৬ বছর
১০. ১১, ১৬, ২৬, ৪০ ………………….., ৯৪ সংখ্যা সারির শূণ্যস্থানের সংখ্যাটি কত?
৬০
৬২
৭২
৮২
[ad id=’5494′]
সাধারণ জ্ঞান অংশ
১. গঙ্গা নদীর পানি বন্টণ চুক্তির মেয়াদ –
২০ বছর
২৫ বছর
৩০ বছর
৩৫ বছর
২. ‘কেয়ার ‘ একটি-
বাংলাদেশী এনজিও
আমেরিকান এনজিও
কানাডিয়ান এনজিও
যুক্তরাজ্যের এনজিও
৩. সাময়িকভাবে মুদ্রাস্ফীতি বন্ধ করা যায়-
কর বৃদ্ধি করে
দ্রব্যমূল্য বৃদ্ধি করে
দ্রব্যমূল্য কমিয়ে
মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে
৪. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ ?
৯ শতাংশ
১৭.০৮ শতাংশ
১৬ শতাংশ
১৯ শতাংশ
৫. পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে-
মুন্সিগঞ্চের নিকট
ভৈরবের নিকট
চাঁদপুরের নিকট
গোয়ালন্দের নিকট
[ad id=’5486′]
৬. বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয়-
উত্তর – পূর্ব শুঙ্ক মৌসুমী বায়ুর প্রভাবে
সমুদ্র বায়ুর প্রভাবে
দক্ষিণ -পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে
নিরক্ষীয় বায়ুর প্রভাবে
৭. পার্বত্য চট্টগ্রামে মোট কয়টি উপজাতির বসবাস?
১০টি
১২টি
১৩টি
১৮টি
৮. এর কোনটির ওপর বাংলাদেশের অবস্থান-
ট্রপিক অব ক্যাপ্রিকন
ট্রপিক অব ক্যানসার
ইকুয়েটর
আর্কটিক সার্কেল
৯. জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয়-
২৫ মার্চ ১৯৯৬
২৬ মার্চ ১৯৯৬
২৭ মার্চ ১৯৯৬
২৮ মার্চ ১৯৯৬
১০. জাতীয় সংসদের অধিবেশন ডাকেন-
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
স্পিকার
চীফ হুইপ
১১. তৎকালীন পাকিস্তানে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে –
১৯৫৪ সালে
১৯৫২ সালে
১৯৫৬ সালে
১৯৬৬ সালে
১২. বঙ্গভঙ্গ রদ করা হয় –
১৯০৫ সালে
১৯১১ সালে
১৯০৬ সালে
১৯১৯ সালে
১৩. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়-
১৭০০ সালে
১৭৬২ সালে
১৭৬৫ সালে
১৭৯৩ সালে
১৪. কোন মুঘল সুবেদার পর্তুগীজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন?
কাসিম খান
ইসলাম খান
মীরজুমলা
শায়েস্তা খান
১৫. টাইটানিক কতটি বিভাগে অস্কার পুরস্কার লাভ করে?
১০টি
১১টি
১২টি
১৩টি
১৬. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য –
শিক্ষাক্ষেত্রে সাহায্য দেয়া
দুর্গতদের সহায়তা প্রদান
শিশুদের সাহায্য দেয়া
মানবাধিকার সংরক্ষণ করা
১৭. মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান-
১৯৭৯ সালে
১৯৮০ সালে
১৯৯০ সালে
১৯৯১ সালে
১৮. ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজ সিংহাসন হারান-
পঞ্চম এডওয়ার্ড
ষষ্ঠ এডওয়ার্ড
সপ্তম এডওয়ার্ড
অষ্টম এডওয়ার্ড
১৯. আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয়-
১৪ ফেব্রুয়ারি
৪ মে
১৪ জুলাই
১৪ ডিসেম্বর
২০. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে-
১৫ আগষ্ট ১৯৪৫
৭ ডিসেম্বর ১৯৪১
৭ মে ১৯৪৫
১৪ ফেব্রুয়ারি ১৯৪১
২১. ‘কমনওয়েলথ’ -এর কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্টপ্রধান হিসেবে স্বীকার করে?
কানাডা
অস্ট্রেলিয়া
মরিশাস
সাইপ্রাস
২২. দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে ‘সাপটা’ চুক্তি সই করেছে?
১৯৭৬ সালে
১৯৮৫ সালে
১৯৯৩ সালে
১৯৮৪ সালে
২৩. এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যলয় –
ব্যাংকক
সিঙ্গাপুর
টোকিও
ম্যানিলা
২৪. সার্কভুক্ত দেশগুলোতে মাথাপিছু আয় সবচাইতে বেশি-
ভারত
মালদ্বীপ
শ্রীলংকা
পাকিস্তান
২৫. ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) একক মুদ্রা চালু হয়েছে-
১ জানুয়ারি ১৯৯৯
১ জুলাই ১৯৯৯
১ মার্চ ২০০০
১ জুলাই ২০০০
২৬. ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে-
উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
আটলান্টিক ও প্রসান্ত মহাসাগরকে
ভারত মহাসাগর ও ভূমধ্য মহাসাগরকে
ভূমধ্য মহাসাগর ও লোহিত মহাসাগরকে
২৭. গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত?
প্রশান্ত মহাসাগরে
আটলান্টিক মহাসাগরে
ভারত মহাসাগরে
পারস্য মহাসাগরে
২৮. স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি-
বিখ্যাত নদী
বিখ্যাত জলপ্রপাত
বিখ্যাত গিরিপথ
বিখ্যাত শহর
[ad id=’5492′]
২৯. পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদী-
কঙ্গো
নীল
নাইজার
আমাজান
৩০. ‘হল্যান্ড’ কোন দেশের পুরাতন নাম?
ইংল্যান্ড
নেদারল্যান্ড
সুইডেন
নিউজিল্যান্ড
৩১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন-
আইসেন হাওয়ার
জন এফ কেনেডি
রুজভেল্ট
ট্রুমান
৩২. সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্র গঠন করা হয়েছে?
১০টি
১১টি
১২টি
১৫টি
৩৩. ফ্রান্স ও ইংল্যান্ডের সংযোগকারী সমুদ্র তলদেশ দিয়ে নির্মিত টানেলটির দৈর্ঘ্য
২০ কিমি
২৫ কিমি
৪০ কিমি
৪৫ কিমি
৩৪. ইংল্যান্ডের শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয়-
ষষ্ঠদশ শতাব্দীতে
সপ্তদশ শতাব্দীতে
ঊনবিংশ শতাব্দীতে
অষ্টাদশ শতাব্দীতে
৩৫. ভারতে মোট অঙ্গরাজ্যের সংখ্যা-
২৪টি
২৫টি
২৬টি
২৯টি
[ad id=’5494′]
৩৬. কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি-
থাইল্যান্ড
মায়ানমার
ইন্দোনেশিয়া
মালয়েশিয়া
৩৭. মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল-
১৯৫৬ সালে
১৯৫৫ সালে
১৯৫৪ সালে
১৯৫৩ সালে
বিজ্ঞান অংশ
[ad id=’5494′]
১. বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটির নাম –
ট্রপোমন্ডল
আয়নোমন্ডল
স্ট্রাটোমন্ডল
এক্সোস্ফিয়ার
২. গ্রাফাইট কোন ধরনের শিলা?
রুপান্তরিত শিলা
আগ্নেয় শিলা
পাললিক শিলা
জৈব শিলা
৩. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
আয়ন বায়ু
প্রত্যায়ন বায়ু
মৌসুমী বায়ু
নিয়ত বায়ু
৪. স্টেইনলেস স্টীলে লোহার সাথে কোন ধাতু মেশানো হয়?
অ্যালুমিনিয়াম ও তামা
তামা ও দস্তা
নিকেল ও ক্রোমিয়াম
দস্তা ও অ্যালুমিনিয়াম
৫. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
ইলেক্ট্রন ও প্রোটন
নিউট্রন ও প্রোটন
নিউট্রন ও পজিট্রন
ইলেক্ট্রন ও পজিট্রন
৬. শব্দের দ্রুতি প্রতি সেকেন্ডে ৩৩০ মিটার হলে ২৭.৫ মিটার গভীর কোনো কুয়ার কাছে দাঁড়িয়ে হাততালি দিলে কত সেকেন্ড পর এর প্রতিধ্বনি শোনা যাবে?
১/৩ সেকেন্ড পর
১/৬ সেকেন্ড পর
৩ সেকেন্ড পর
৬ সেকেন্ড পর
৭. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস ?
কার্বন মনোক্সাইড
ক্লোরো ফ্লোরো কার্বণ
মিথেন
কার্বন ডাইঅক্সাইড
৮. হৃৎপিন্ডের প্রকোষ্টের প্রসারণকে বলা হয়?
সিস্টোল
ডায়াস্টোল
উভয়টিই সত্য
কোনোটিই নয়
[ad id=’5486′]
৯. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-
ধমনীর মধ্য দিয়ে
শিরার মধ্য দিয়ে
স্নায়ুর মধ্য দিয়ে
ল্যাকটিয়ালের মধ্য দিয়ে
১০. জীবের রাসায়নিক গঠন উপাদান কি?
RNA
DNA
NAD
AND
১১. ‘থিওরি অব রিলেটিভিটি’- এর প্রণেতা –
আইজ্যাক নিউটন
আলবার্ট আইনস্টাইন
চার্লস ডারউইন
অ্যাঁদ্রে শাখারভ
১২. সি -১৩০ হচ্ছে-
বোমারু বিমান
একটি পরিবহন বিমান
যাত্রীবাহী বিমান
রকেটবাহী হেরিকপ্টার
[ad id=’5488′]