শ্রম পরিদপ্তর এর জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ইন্সট্রাক্টর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮
Instructor at Manpower, Employment and Training Bureau under the Department of Labour Job Exam Question and Solution 2018
পরীক্ষার তারিখঃ ১২/০১/২০১৮
[ad id=’5486′]
বাংলা অংশ
১. লালসালু উপন্যাসটির রচয়িতা কে?
সেলিনা হোসেন
শওকত ওসমান
সৈয়দ ওয়ালিউল্লাহ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২. সূর্যদীঘল বাড়ী চলচ্চিত্রের পরিচালক কে?
শেখ নেয়ামত আলী
জহির রায়হান
সুভাষ দত্ত
খান আতা
৩. বাংলা সন প্রবর্তন করেন কে?
সম্রাট বাবর
সম্রাট জাহাঙ্গীর
সম্রাট আকবর
সম্রাট শাহজাহান
৪. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টিরে ভাগ করে হয়েছিল?
১০ টি
১১ টি
০৯ টি
০৬ টি
৫. ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সংস্থা ?
UNICEF
UNDP
UNESCO
UNHCR
৬. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ‘বায়ান্নর দিনগুলো’ তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন?
আবদুর রশিদ তর্কবাগীশ
মহিউদ্দিন আহমদ
মাওলানা ভাসানী
খান সাহেব ওসমান আলী
৭. ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা মেডিক্যাল
ঢাকা কলেজ
জগন্নাথ কলেজ
৮. মৌমাছিতে কোন এসিড থাকে?
টারটারিক এসিড
ফরমিক এসিড
ইরোসিক এসিড
লিনোলিক এসিড
৯. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি?
চামড়া ও চামড়াজাত পণ্য
চা
পাট
তৈরি পোষাক
১০. নিম্নে উল্লিখিত শব্দজুটির মধ্যে কোনটিকে দ্বিরুক্ত শব্দ বলে?
কল কাকলি
মুগ্ধ নয়নে
পথে প্রান্তরে
হাতে হাতে
১১. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?
১৮০০ সালে
১৮০১ সালে
১৮১৭ সালে
১৮৩১ সালে
১২. ‘ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ‘ গানিটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
সত্যেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
১৩. ‘ হাত ‘ শব্দটির শব্দটির উদ্ধৃতি কোন বাক্যে দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে?
লোকটির হাতটান আছে
তার লেখার হাত আছে
পরের কাছে হাত পেত না
করিম রহিমের ডান হাত
১৪. ভাষার জন্য যারা প্রান দিয়েছেন, তাদের একজনের নাম উল্লেখ করুন।
ইকবাল
আসাদ
সালাম
নুর হোসেন
১৫. বিদ্যুৎ শক্তির হিসাব নিকাশে ব্যবহৃত একক
অ্যাম্পিয়ার
ভোল্ট
কিলোওয়াট
ওয়াট
১৬. ‘ পায়ের আওয়াজ পাওয়া যায় ‘ নাটকটির রচয়িতা কে?
সৈয়দ শামসুল হক
আব্দুল্লাহ আল মামুন
ইমদাদুল হক মিলন
মুনতাসির মামুন
১৭. এশীয় উন্নয়ন ব্যাংক এর সদর দপ্তর কোন শহরে?
ঢাকা
ব্যাংকক
ম্যানিলা
নয়াদিল্লি
১৮. বাংলা গদ্য সাহিত্য কোন লেখকের রচনা রীতিকে ‘আলালি ভাষা’ আখ্যা দেওয়া হয়?
প্যারীচাঁদ মিত্র
রাজনারায়ণ বসু
কালীপ্রসন্ন সিংহ
মাইকেল মধুসূদন দত্ত
১৯. বিশ্বের বৃহত্তম হ্রদের নাম —-
কাম্পিয়ান সাগর
বৈকাল হ্রদ
সুপিরিয়র হ্রদ
ভিক্টোরিয়া হ্রদ
২০. শুদ্ধ বানান কোনটি?
প্রতিযোগিতা
প্রতিযোগীতা
পতিযোগিতা
প্রতীযোগিতা
২১. কোন ভাষা হতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
সংস্কৃত
প্রাকৃত
হিন্দি
পালি
২২. মারমা উপজাতির পারিবারিক কাঠামো ——
মাতৃতান্ত্রিক
ভাতৃতান্ত্রিক
পিতৃতান্ত্রিক
ভগ্নিতান্ত্রিক
২৩. ‘ মহাশ্মশান ‘ মহাকাব্যটির রচয়িতা কে ?
কায়কোবাদ
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
দ্বিজেন্দ্রলাল রায়
২৪. ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী’ গদ্যময় চরনণটির রচয়িতা কে?
সুদীপ্ত নারায়ণ চক্রবর্তী
বিক্রম সেন
সুকান্ত ভট্টাচার্য
সুকান্ত রায়
২৫. গনতন্ত্রের সূচনা হয় কন দেশে?
ব্রিটেন
ফ্রান্স
ভারত
গ্রিস
২৬. প্রথম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় —–
দিল্লি
ঢাকা
কাবুল
শ্রীলঙ্কা
২৭. দত্তা উপন্যাসটি কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ দত্ত
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সুরেন্দ্র পাল
২৮. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ
কম হয়
খুব কম হয়
বেশি হয়
একই থাকে
২৯. সাঁঝের মায়া কবিতাটির রচয়িতা কে?
নূরজাহান বেগম
শামসুন্নাহার মাহমুদ
সুফিয়া কামাল
সেলিনা হোসেন
৩০. বাংলা সাহিত্যে চলিতরীতির ব্যবহারের ক্ষেত্রে শ্রেষ্ঠ পথ প্রদর্শক ছিলেন —–
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রমথ চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
৩১. ‘ কবর ‘ কবিতাটির রচয়িতা কে?
মুনীর চৌধুরী
কবি শামসুর রহমান
নির্মলেন্দু গুন
জসীমউদ্দিন
৩২. ” আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে ” কবিতার রচনাটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
সুকান্ত ভট্টাচার্য
মদনমোহন তর্কালঙ্কার
রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩. শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ হতে?
সুইডেন
ফ্রান্স
ব্রিটেন
নরওয়ে
৩৪. শ্রীকান্ত উপন্যাস এর রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
ধীরেণ বসু
যোগীন্দ্রনাথ দত্ত
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩৫. বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ এর নাম কি?
শাপলা
বিজয়
দোয়েল
অ্যাপল
৩৬. অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক
সৈয়দ নজরুল ইসলাম
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তাজউদ্দীন
৩৭. ‘চিকুনগুনিয়া’ কিসের মাধ্যমে ছড়ায় —–
এডিস মশার মাধ্যমে
পানির মাধ্যমে
বানিরের মাধ্যমে
বাতাসের মাধ্যমে
৩৮. কবর নাটকের রচয়িতা কে?
মুনীর চৌধুরী
কবীর চৌধুরী
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
সুভাষ দত্ত
৩৯. রতন চরিত্রটি কোন ছোট গল্পের অন্তর্গত?
দুঃখিনী
কুমুদিনী
নষ্টনীড়
পোস্টমাস্টার
৪০. ATM এর পূর্ণরূপ কি?
Auto timing
Automatic teller machine
Auto touch mobile
Automatic talking mobile
৪১. কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি?
অলীক সপ্ন
চৈত্রমাসের দিনগুলো
অবসাদ
প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
৪২. বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায়?
দিনাজপুর
রাজশাহী
পাবনা
বরিশাল
৪৩. বাংলা বর্নমালাকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৪ ভাগে
৩ ভাগে
৫ ভাগে
৪৪. ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
লন্ডনে
জেনেভায়
রাশিয়ায়
যুক্তরাষ্ট্রে
৪৫. সাবান শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায় —–
ডিটারজেন্ট
ইথানল
চর্বি
গ্লিসারিন
৪৬. মনপুরা -৭০ কী?
সমুদ্র বন্দর
বনভূমি
একটি চিত্রকর্ম
উপন্যাস
৪৭. বাংলা ভাষার রচিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
সমাচার দর্পন
সংবাদ প্রভাকর
দিগদর্শন
ঢাকা প্রকাশ
[ad id=’5494′]
ইংরেজি অংশ
1. A girl who is going to be married is ——-
Wife
Beloved
Bride
Bridegroom
2. What is the first participle form of ‘ put ‘ ?
Putted
Putter
Had putter
Put
3. I saw —— beggar.
An one eyed
An one eye
A one eye
A one eyed
4. Which one is correct?
The old man was died yesterday
The old man had died yesterday
The old man has died yesterday
The old man died yesterday
5. I wish I ——– the wings of a bird.
Have
Had
Were
Was
6. William Wordsworth was a —-
Novelist
Historian
Poet
Dramatist
7. A poem of fourteen lines is called ——-
Elegy
Sonnet
Ode
Epic
8. The word ecological is related to ——
Environment
Atmosphere
Polluted
Geography
9. Choose the correct expression ——
Five hundred taka
Five hundreds taka
Five hundred takas
Five hundreds taka
10. The greater the demand——- the price.
The higher
Higher
The high
High
11. ‘ he is poor but honest ‘ —- in this sentence which is conjunction?
Poor
Honest
But
He
12. No man can ——- alone.
Live
Lives
Lived
Living
13. Which one is an interrogative sentence?
He reads a book
Does he read a book?
He has read a book
He will read a book
14. Find out the correctly spelt word
Setallite
Sattelite
Satellit
Satellite
15. Sky is to bird as water is to ——
Boat
Fish
Ship
Lotus
16. My friend always goes home —– foot.
On
With
Of
By
17. A friend —- need is a friend indeed.
To
In
For
Of
18. The king left —– heir.
The
A
An
None
19. Alas! I am undone. Here ‘ alas ‘ is —-
Noun
Adverb
Interjection
Preposition
20. The word parent means ——
Father
Mother
Father or mother
Father and mother
21. The child cried for _____ mother
His
Her
Its
None
22. Few and far between means ______
In between
Long distance
Rarely
Short distance
23. What kind of noun is’ cattle ‘?
Proper
Common
Material
Collective
24. In no time means _____
Ahead of time
Very quickly
At the best of times
In good time
[ad id=’5493′]