পররাষ্ট্র মন্ত্রণালয় এর অধীন প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৪
Administrative Officer under the Ministry of Foreign Affairs recruitment examination question and answers – 2004
Exam held on: 05/03/2004
বাংলা অংশ
১. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ — কার রচনা?
✕ মীর মশাররফ হোসেন
✕ রবীন্দ্রনাথ ঠাকুর
✕ কাজী নজরুল ইসলাম
✔ মাইকেল মধুসূদন দত্ত
২. নিচের কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুর ইসলামের লেখা?
✔ পদ্ম গোখরা
✕ কাবুলিওয়ালা
✕ বই কেনা
✕ জোঁক
৩. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কব্যগ্রন্থ নয়?
✔ অগ্নিবণা
✕ সোনারতরী
✕ চিত্রা
✕ বলাকা
৪. ‘তিলে তৈল হয়’ — এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান?
✕ কর্তৃকারকে প্রথমা
✔ অপাদান কারকে তৃতীয়া
✕ সম্প্রদান কারকে চতুর্থী
✕ অধিকরণ কারকে সপ্তমী
৫. এত ধন দৌলত বিলাচ্ছ কেন? তুমি কি দানবীর মোহসীন হলে নাকি? — এ বাক্যে কোন মোহসীন -এর কথা বলা হয়েছে?
✕ মোহসীন -উল মূূলক
✔ হাজী মুহাম্মদ মোহসীন
✕ কে এম মোহসীন
✕ মোহসীন শস্ত্রপণি
৬. ‘গাজী মিয়ার বস্তনী’ কে রচনা করেন?
✕ ড. মুহম্মদ শহীদুল্লাহ
✔ মীর মশাররফ হোসেন
✕ ড. এস এম লুৎফর রহমান
✕ রশীদ করীম
৭. ‘কবর’ নাটক কার রচনা?
✕ শহীদুল্লাহ কায়সার
✕ জহির রায়হান
✔ মুনীর চৌধুরী
✕ সত্যেন সেন
৮. ‘কর্মে যার ক্লান্তি নেই’– এই বাক্যাংশের সংক্ষিপ্ত রুপ কি?
✕ ক্লান্তিহীন
✕ অক্লান্ত
✔ অক্লান্ত কর্মী
✕ অবিশ্রাম
৯. ‘বিরাগী’ শব্দের অর্থ কি?
✔ উদাসীন
✕ প্রতিকূল
✕ রাগহীন
✕ বিশেষভাবে রুষ্ট
১০. ‘ঠোঁট -কাটা ‘ বলতে কি বোঝায় ?
✕ অহঙ্কারী
✔ স্পষ্টভাষী
✕ মিথ্যাবাদী
✕ পক্ষপাতদুষ্ট
১১. ‘বিষাদ-সিন্ধু’ কার রচনা?
✕ কায়কোবাদ
✔ মীর মশাররফ হোসেন
✕ মোজাম্মেল হক
✕ ইসমাইল হোসেন সিরাজী
১২. ‘যা সহজে অতিক্রম করা যায় না’— এ বাক্যাংশের সংক্ষিপ্ত রুপ কি?
✕ অনতিক্রম্য
✕ অলঙ্ঘ্য
✔ দুরতিক্রম্য
✕ দুর্গম
১৩. ‘ব্যাঙের সর্দি’— অর্থ কি?
✕ রোগ বিশেষ্য
✕ সম্ভাব্য ঘটনা
✔ অসম্ভব ঘটনা
✕ প্রতারণা
১৪. ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন ?
✔ রবীন্দ্রনাথ ঠাকুর
✕ সত্যেন্দ্রনাথ দত্ত
✕ কাজী নজরুল ইসলাম
✕ জসীমউদ্দিন
১৫. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
✕ চোখের বালি
✕ বলাকা
✕ ঘরে-বাইরে
✔ রক্তকরবী
১৬. কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?
✕ বিদ্রোহী
✔ আনন্দময়ীর আগমনে
✕ কান্ডারী হুশিয়ার
✕ অগ্রপথিক
১৭. সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
✔ মোহাম্মদ নাসির উদ্দিন
✕ আবুল কালাম শামসুদ্দীন
✕ কাজী আব্দুল ওদুদ
✕ সিকান্দার আবু জাফর
১৮. কোনটি ঠিক?
✕ গোরা ( নাট্যগ্রন্থ)
✕ বিদ্রােহী ( কাব্যগ্রন্থ)
✔ পথের দাবী ( উপন্যাস)
✕ একাত্তরের দিনগুলো ( উপন্যাস)
১৯. ‘ভিক্ষকটা যে পেছনে লেগেই রয়েছে, কী বিপদ! ‘ এ বাক্যের ‘কী’ -এর অর্থ —
✕ ভয়
✕ রাগ
✔ বিরক্তি
✕ বিপদ
ইংরেজী অংশ
1. Choose the correct sentence:
✕ Everybody have gone there
✕ Everybody are gone there
✔ Everybody has gone there
✕ Everybody has went there
2. Choose the correct preposition : My brother has no appetite — food
✕ at
✔ for
✕ to
✕ in
3. Fill in the blank with the right option: I am looking forward — you.
✔ to seeing
✕ seeing
✕ to see
✕ to have seen
4. choose the correct passive form of ” Who will do the work”?
✕ who will be done the work?
✕ who will done the work?
✔ By whom will the work be done?
✕ whom will the work be done?
5. choose the correct tense”
✕ I have looked for a good doctor before I met you
✔ I had looked for a good doctor before I met you
✕ I looked for a good doctor before I had met you
✕ I am looking for a good doctor before meeting you
6. Fill in the blank with the correct preposition: I have been suffering — fever for the last two days .
✕ with
✔ from
✕ in
✕ of
7. He divided the money —- the two children.
✕ among
✔ between
✕ in between
✕ over
8. A reward has been announced for the employees who —- hard.
✔ have worked
✕ has worked
✕ will be work
✕ have had worked
9. No one can — that he is clever.
✕ defy
✕ admire
✔ deny
✕ denounce
10. The tree has been blown —- by the strong wind.
✕ away
✔ up
✕ off
✕ out
11. He stopped his car — when the light turned red.
✔ abruptly
✕ equiatably
✕ ambiguously
✕ incisively
12. The passive form of the sentence ‘Some children were helping the wounded man.’
✕ The wounded man was helped by some children
✕ The wounded man was helping some children
✔ The wounded man was being helped by some childrem
✕ The wounded man was to be helped by some children
13. I have read the book —- you lent me.
✔ that
✕ whom
✕ whose
✕ what
14. Water boils—— you heat it to 100 degree Centigrade.
✕ Unless
✕ untill
✔ if
✕ although
15. He gave up — football when he got married
✕ to play
✔ playing
✕ play
✕ of playing
16. I opened the door as soon as I — the bell.
✕ have heard
✕ was hearing
✕ am heard
✔ heard
17. The children were entrusted —- the care of their uncle.
✕ with
✕ for
✔ to
✕ at
18. — is not the only thing that tourists want to see.
✕ A scenery
✕ Sceneries
✕ The sceneries
✔ Scenery
গণিত অংশ
১. ২৫ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যে এক অংশ অন্য অংশের ১/৪ হয়। ছোট অংশটির দৈর্ঘ্য হবে-
✕ ৬ ফুট
✔ ৫ ফুট
✕ ৪ ফুট
✕ ৭ ফুট
২. একটি সংখ্যার ১২% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত?
✕ ১২০
✕ ১০০০
✕ ৭২০
✔ ৮০০
৩. a/b = p /q হলে কোনটি সঠিক?
✔ bp=aq
✕ ap=bq
✕ ab=pq
✕ কোনোটিই নয়
৪. একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি এর ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
✔ ৫৬ মিটার
✕ ১২৮ মিটার
✕ ৮৪ মিটার
✕ ৭৪ মিটার
৫. একটি ত্রিভুজাকৃতি জমির ভূমির পরিমাণ ৮০ মিটার এবং উচ্চতার পরিমাণ ৪৫ মিটার । জমির ক্ষেত্রফল হবে-
✔ ১৮০০ বর্গমিটার
✕ ৯০০ বর্গমিটার
✕ ৩৬০০ বর্গমিটার
✕ ২৪০০ বর্গমিটার
৬. নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম ?
✕ ১/৩
✕ ৩/৬
✕ ২/৭
✔ ৫/২১
৭. এক লিটার পানির ওজন হবে-
✕ ১০০ গ্রাম
✕ ৫০০ গ্রাম
✕ ১০০০০ গ্রাম
✔ ১০০০ গ্রাম
৮. ১৮ ইঞ্চি উঁচু একটি বাক্সের দৈর্ঘ্য ৩ ফুট এবং প্রস্থ ২ ফুট। বাক্সটির আয়তন কত?
✕ ৮ ঘনফুট
✔ ৯ ঘনফুট
✕ ১০৮ ঘনফুট
✕ ৬ ঘনফুট
৯. ৫ বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের যোগফল ছিল ৬০ বছর । বর্তমানে পুত্রের বয়স ২০ হলে পিতার বর্তমান বয়স কত?
✕ ৪৫ বছর
✕ ৪০ বছর
✕ ৫৫ বছর
✔ ৫০ বছর
১০. এক কেজি খাঁটি দুধে ২০০ গ্রাম পানি মিশ্রিত করলে মিশ্রিত দুধে পানির পরিমাণ হবে-
✕ ১/৫ অংশ
✔ ১/৬অংশ
✕ ১/৮অংশ
✕ ১/১০ অংশ
১১. একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ পাঁচটি কোণের সমষ্টি হবে-
✕ ৩৬০ ডিগ্রী
✔ ৫৪০ ডিগ্রী
✕ ৪৫০ ডিগ্রী
✕ ২৭০ ডিগ্রী
১২. একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ ৫০ ডিগ্রী হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ হবে-
✕ ৫৫ ডিগ্রী
✕ ৭৫ ডিগ্রী
✕ ৬০ ডিগ্রী
✔ ৬৫ ডিগ্রী
১৩. একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৯২ টাকা । এতে বিক্রেতার লাভ হয় ১৫% । দ্রব্যটির ক্রয়মূল্য কত?
✕ ৭০ টাকা
✕ ৯০ টাকা
✕ ৮৫ টাকা
✔ ৮০ টাকা
১৪. সুদের হার কত হলে ১০০ টাকা সরল সুদে ৮ বছরে দ্বিগুণ হবে?
✔ ১২.৫%
✕ ১৬%
✕ ১০%
✕ ১০.৫%
১৫. একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের পরিমাণ হবে-
✕ ৬০ ডিগ্রী, ৬০ ডিগ্রী,৬০ ডিগ্রী,
✕ ৪০ডিগ্রী , ১০০ ডিগ্রী , ৪০ ডিগ্রী
✕ ৫০ ডিগ্রী , ৯০ ডিগ্রী, ৪০ ডিগ্রী
✔ ৪৫ ডিগ্রী , ৯০ ডিগ্রী , ৪৫ ডিগ্রী
১৬. x:y=a:b, যদি x=6 , y=5 এবং a=36 হয় তবে b=কত?
✕ ৩৫
✔ ৩০
✕ ১২
✕ ৬
১৭. একটি জমির পরিমাণ ৫ কাঠা হলে, তা বর্গফুটে হবে-
✕ ৩০০০ বর্গফুট
✕ ৩২০০ বর্গফুট
✔ ৩৬০০ বর্গফুট
✕ ৪০০০ বর্গফুট
১৮. একটি চাকার পরিধি ৮ ফুট । ১ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
✕ ৫০০
✕ ৪২০
✔ ৪১০
✕ ৪৬০
সাধারণ জ্ঞান অংশ
১. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন ?
✕ শাহ আবদুল হামিদ
✔ মোহাম্মদ উল্লাহ
✕ সৈয়দ নজুরুল ইসলাম
✕ এ এইচ এম কামারুজ্জামান
২. টুপাক আমারু কি?
✕ একটি ফলের নাম
✔ পেরুর বামপন্থী গেরিলা সংগঠন
✕ একজন বিখ্যাত পন্তিত
✕ একটি দর্শনীয় স্থান
৩. সংসদ ভবনের স্থপতি কে ?
✕ মাজহারুল হক
✔ লুই আইকান
✕ এফ আর খাঁন
✕ নভেরা আহমেদ
৪. তত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয়?
✕ ২১ ফেব্রুয়ারি , ১৯৯১
✕ ২২ ফেব্রুয়ারি ,১৯৯২
✔ ২৭ মার্চ , ১৯৯৬
✕ ২৮ এপ্রিল, ১৯৯৭
৫. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
✕ চাঁদপুর
✕ সিরাজগঞ্জ
✔ গোয়ালন্দ
✕ ভোলা
৬. যমুনা সেতুর পিলার কয়টি?
✕ ৭৫ টি
✕ ৫৯ টি
✔ ৫০টি
✕ ৪৫ টি
৭. কুমিল্লা বার্ড -এর প্রতিষ্ঠাতা কে?
✕ মোাহাম্মদ আয়ুব খান
✔ আখতার হামিদ খান
✕ আব্দুল হামিদ খান ভাসানী
✕ এ কে ফজলুল হক
৮. ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
✕ ঢাকায়
✔ লাহোরে
✕ করাচিতে
✕ নারয়ণগঞ্জ
৯. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
✕ ময়নামতি
✔ সোনারগাঁও
✕ ঢাকা
✕ পাহাড়পুর
১০. সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
✔ ১৯৮৫ সালে ঢাকায়
✕ ১৯৮৩ সালে দিল্লিতে
✕ ১৯৮৪ সালে কলম্বোতে
✕ ১৯৮৬ সালে মালেতে
১১. বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের ?
✕ রাঙামাটি
✕ রংপুর
✕ কুমিল্লা
✔ সিলেট
১২. ‘অপরাজেয় বাংলা ‘ কি?
✕ একটি পুস্তকের নাম
✔ মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী একটি ভাস্কর্য
✕ একটি সড়কের নাম
✕ একটি ছায়াছবির নাম
১৩. নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?
✕ ৪ বছর
✕ ৩ বছর
✔ ৫ বছর
✕ ৭ বছর
১৪. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
✕ অ্যামোনিয়া
✕ টিএসপি
✔ ইউরিয়া
✕ সুপার ফসফেট
১৫. বংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি ?
✔ সেন্টমার্টিন
✕ মহেশখালী
✕ হাতিয়া
✕ সন্দ্বীপ
১৬. কোনটি জি-৮ ভুক্ত দেশ নয়?
✕ কানাডা
✔ অস্ট্রেলিয়া
✕ যুক্তরাজ্য
✕ ইতালি
১৭. মোহাম্মদ আল বারদি কোন সংস্থার প্রথান?
✕ WHO
✕ UNHCR
✕ WTO
✔ IAEA
১৮. জার্মানির মুদ্রার নাম —
✕ মার্ক
✕ দিনার
✕ পেসো
✔ ইউরো
১৯. উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত?
✕ এশিয়া
✕ দক্ষিণ আমেরিকা
✔ আফ্রিকা
✕ অস্ট্রেলিয়া
২০. সম্প্রতি ইরানের কোন শহরে প্রলয়ঙ্করী ভূমিকম্প আঘাত হানে?
✕ ইস্ফাহান
✕ বন্দর আব্বাস
✔ বাম
✕ সিরাজ
২১. টেস্টে মোট রান সংগ্রহকারী ক্রিকেটারদের মধ্যে শীর্ষস্থানে আছেন–
✔ শচীন টেনডুলকার
✕ জাভেদ মিয়াঁদাদ
✕ সুনীল গাভাঙ্কার
✕ স্টিভ ওয়াহ
২২. সম্প্রতি বাংলাদেশের ১৫ জন সামরিক অফিসার প্লেন দুর্ঘটনায় কোথায় মারা যান?
✕ সিয়েরা লিওন
✔ বেনিন
✕ লাইবেরিয়া
✕ লেবানন
২৩. টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী কে?
✔ ব্রায়ান লারা
✕ ম্যাথু হেইডেন
✕ হানিফ মোহাম্মদ
✕ গ্যারি সোবর্স
২৪. ২০০৩ সালে বাংলাদেশ সফরকারী সর্বশেষ সরকার প্রধান কে?
✕ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
✔ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
✕ নেপালের প্রধানমন্ত্রী
✕ সিয়েরা লিওনের প্রধানমন্ত্রী
২৫. সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
✕ দক্ষিণ আফ্রিকা
✕ আলজেরিয়া
✔ মিশর
✕ ব্রাজিল
২৬. সর্বশেষ কোন দেশ মহাশূন্যে মানুষ প্রেরণ করেন?
✕ ব্রিটেন
✕ রাশিয়া
✕ ফ্রান্স
✔ চীন
২৭. কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা নয় ?
✕ IBRD
✕ IDA
✔ IMR
✕ IFC
২৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কোন তারিখে?
✕ ৬ আগস্ট ১৯৪৫
✕ ৯ আগস্ট ১৯৪৫
✕ ১২ আগস্ট ১৯৪৫
✔ ১৪ আগস্ট ১৯৪৫
২৯. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
✕ মার্গারেট থ্যাচার
✕ ইন্দিরা গান্ধী
✔ শ্রীমাভো বন্দরনায়েকে
✕ গোল্ডা মেয়ার
৩০. ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন?
✔ মিশর
✕ রোম
✕ লেবানন
✕ গ্রিস
৩১. বায়ুমন্ডলে অক্সিজেনের পারমাণ কত?
✕ ২০.০১%
✕ ২১.০১%
✕ ২১.০৭%
✔ ২০.৭১%
৩২. লেবুর রসে কোন এসিড থাকে?
✕ হাইড্রোক্লোরিক
✔ সাইট্রিক
✕ সালফিউরিক
✕ নাইট্রিক
৩৩. সৌরজগতের সবচেয়ে বড় গ্র্রহ কোনটি?
✔ বৃহস্পতি
✕ শনি
✕ পৃথিবী
✕ মঙ্গল
৩৪. কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি?
✕ মরু অঞ্চলে
✕ ভূ-কেন্দ্রে
✔ মেরু অঞ্চলে
✕ বিষুবীয় অঞ্চলে
৩৫. সূর্যকিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
✕ ভিটামিন এ
✕ ভিটামিন বি
✕ ভিটামিন ই
✔ ভিটামিন ডি
৩৬. উচ্চ পর্বতের ওপর স্ফুটনাঙ্ক কমে যায়, কারণ ঐ উচ্চতায়—
✕ বায়ুর চাপ বেশি
✔ বায়ুর চাপ কম
✕ সূর্যতাপের প্রখরতা বেশি
✕ সূর্যতাপের প্রখরতা কম
৩৭. যে মসৃণতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে —
✔ দর্পণ
✕ লেন্স
✕ প্রিজম
✕ বিম্ব
৩৮. কোন জলজ জীবটি বাতাসে শ্বাস নেয়?
✔ শুশুক
✕ তিমি
✕ ইলিশ
✕ হাঙ্গর
৩৯. তড়িৎশক্তিতে রুপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে–
✕ অ্যামপ্লিফায়ার
✕ জেনারেটর
✔ লাউড স্পিকার
✕ মাইক্রোফোন
৪০. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
✔ লৌহ
✕ ইউরেনিয়াম
✕ প্লুটেনিয়াম
নেপচুনিয়াম