জনপ্রশাসন মন্ত্রণালয় এর (সংস্থাপন মন্ত্রণালয়) প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৭
Administrative Officer at Ministry of Public Administration Job Exam Question and Solution 2007
পরীক্ষার তারিখঃ ১৩.০১.২০০৭
[ad id=’5486′]
বাংলা অংশ
১. নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
তদ্ভব ও অর্ধ- তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয় না
চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়
নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য চলিত ভাষা অত্যন্ত উপযোগী
২. শুদ্ধ বানানটি চিহ্নিত করুন?
মূর্ধন্য
মূর্ধণ
মুর্ধন্য
মুর্ধন্য
৩. ‘ভালো’ কোন বাক্যে বিশেষ্য অর্থে ব্যবহৃত হয়েছে?
ঘোড়াটি ভালো দৌড়াতে পাড়ে
নিজের ভালো কে না চায়?
ভালো, তাই হোক
ভালো খাবার সবার প্রিয়
৪. কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই?
এখন যেতে পারো
শিক্ষার মন সংস্কার হয়ে থাকে
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
এ চক্র তো করতেই হবে
৫. কোন দুটি মূল স্বরধনি নয়?
ঐ, অ
আ, ঔ
ই, ঔ
ঐ,ঔ
৬. নিচের কোনটি সরলবাক্য তা চিহ্নিত করুন।
ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে অনুপস্থিত
ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে বাহিরে আছে
ইহাদের মত রূপবতী নারী আমার অন্তঃপুরে নাই
ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই
৭. ‘অনুসর্গ’ সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়?
ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে ।
কখনো কখনো বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়
বাক্যের অর্থ সম্পাদনে সাহায্য করে
কখন বাক্যে বিভক্তিরূপে ব্যবহৃত হয়
৮. কোনটি ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা?
হুতোম পেঁচার নক্সা
কীর্তিবিলাস
বেতাল পঞ্চবিংশতি
শর্মিষ্ঠা
৯. ‘ আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’- বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে?
অন্নদামঙ্গল
পদ্মাবতী
অশ্রুমালা
লাইলী-মজনু
১০. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
আলাওল
দৌলত কাজী
সৈয়দ হামজা
মুহম্মদ কবীর
১১. নিচের কোনটি সঠিক তা চিহ্নিত করুণ
নন্দিকে নরকে-মুহম্মদ
আরেক ফাল্গুন- সেলিনা হোসেন
যদ্যপি আমার গুরু-আহমদ ছফা
কবি- মানিক বন্দ্যোপাধ্যায়
১২. যৌতুক- প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে?
হৈমন্তি
বিলাসী
কোরবানী
মহেশ
১৩. ‘ভানুসিংহ ঠাকুর’ ছদ্মনামে পদাবলী লিখেছেন?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্রনাথ
১৪. জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমি হলো-
‘৭১ -এর মুক্রিযুদ্ধ
ব্রিটিশ বিরোধী আন্দোলন
একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
কোনটিই নয়
১৫. জসীমউদদীনের কোন কাব্যগ্রন্থটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
সোজন বাদিয়ার ঘাট
বালুচর
নকসী কাঁথার মাঠ
রাখালী
১৬. ‘দুধে ভাতে উৎপাত’ আখতারুজ্জামান ইলিয়াস এর একটি-
কাব্য
উপন্যাস
গল্পগ্রন্থ
নাটক
১৭. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন-
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঈশ্বরচন্দ্র গুপ্ত
নবীন সেন
সত্যেন্দ্রনাথ দত্ত
১৮. ‘ একখানি ছোট খেত, আমি একেলা’- রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ?
চিত্রা
বলাকা
সোনার তরী
সাধারন মেয়ে
১৯. বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত?
ত্রিশ দশকের
পঞ্চাশ দশকের
ষাট চল্শলিকের
চল্লিশ দশকের
২০. জাতিসংঘ কতৃক কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়?
১৭ নভেম্বর ২০০০
২১ নভেম্বর ১৯৯৯
১৯ নভেম্বর ২০০০
১৭ নভেম্বর ১৯৯৯
[ad id=’5490′]
ইংরেজী অংশ
1. Select the pair that best expresses a relationship : Ocean : Bay
Island : Inlet
Archipelago : Atoll
Continent : Peninsula
Head Land : Promontory
2. What is the antonym of ‘Honorary’?
Salaried
Literary
Honourable
Official
3. What is the synonym of ‘Incredible’?
Unlikely
Unbelievable
Unthinkable
Unthinking
4. Give the synonym of ‘Bombastic’-
Sensitive
Pompous
Rapid
Sufficient
5. Give the synonym of ‘Conjugal’-
Bridal
Approval
Deadly
Disputable
6. What will be correct preposition in ‘I am not bad ______ tennis’?
in
at
with
about
7. If a ruby is heated, it ______temporarily loose its colour.
dose
has
will
would
8. No one can ______that he is clever.
admire
defy
deny
denounce
9. Three-fourths of the work ______finished.
have been
has been
had
were
10. My friend always goes home _____ foot.
by
of
on
with
11. We need two hundred dollars ______ this to pay for everything.
beside
besides
also
as well as
12. There are _____ dangerous drivers.
a very lot of
a very may
a lot of
very much of
13. I have _____interest in the matter.
not
any
none
no
14. He has been ill_____Friday last.
from
on
in
since
15. He ran fast lest he _____miss the train.
can
should
could
has
16. Mrs. Alam was _____ a great women.
head and heart
ins and outs
through and through
far and wide
17. If I were a king ,I _____ not know what sorrows are.
did
should
would
will
18. No man can _____alone.
lives
live
lived
living
19. He was absorbed _____ deep thought.
at
in
with
on
20. Twenty years _____ since my friend died.
has passed
have passed
pass
passed
[ad id=’5493′]
সাধারণ জ্ঞান অংশ
১. বাংলাদেশ সর্বমোট কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত
সাত হাজার একশত আটত্রিশ কিলোমিটার
সাত হাজার কিলোমিটার
পাঁচ হাজার একশত আটত্রিশ কিলোমিটার
পাঁচ হাজার কিলোমিটার
২. সর্বশেষ আদমশুমারির হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে লোকসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে কত জন?
১০১৫ জন
১০৩৪ জন
৯৩৪ জন
৮৩৪ জন
৩. নিচে উল্লেখিত পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সিমান্ত রয়েছে?
পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য
ত্রিপুরা মিজোরাম, বার্মা আসাম
সিলেট, করিমগঞ্জ, পশ্চিমবঙ্গ ও মেঘমালায়
মেঘালয়, বেনাপল, আসাম ও ত্রিপুরা
৪. নিচের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয়?
খাগড়াছড়ি
কক্সবাজার
মৌলভীবাজার
ময়মনসিংহ
৫. ‘ রাজবংশী’ নামক আদিবাসীদের অবস্থান বাংলাদেশের কোন জেলায়?
রাজশাহী
রংপুর
বান্দরবন
সিলেট
৬. বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল আছে?
৯৯ টি
১০৫ টি
১১১ টি
১২২ টি
৭. আয়তনের দিক দিয়ে বাংলাদেশের সবচেয় বড় বিভাগ কোনটি?
ঢাকা
চট্টগ্রাম
খুলনা
রাজশাহী
৮. SPARRSO কোথায় অবস্থিত?
ঢাকার আগারগাঁওয়ে
ঢকার মিরপুরে
নারায়নগঞ্জে
গাজীপুরে
৯. সম্প্রতি একটি উপজেলার নাম ঘোষিত হয়েছে, উপজলাটির নাম ও অবস্থান কোথায়?
পিরোজপুরের জিয়া নগর
টাঙ্গাইলের ধনবাড়ি
কিশোরগঞ্জের করিমগঞ্জ
সিলেটের ওসমানী নগর
১০. বাংলাদেশে ২০০৬ এর হিসাব অনুযায়ী সাক্ষরতার হার কত?
৫৫%
৬০%
৬৩%
৬৫%
১১. বর্তমানে বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো?
কুমিল্লা ও নোয়াখালি
রাজশাহী ও বগুড়া
চট্টগ্রাম ও কক্সবাজার
দিনাজপুর ও রংপুর
১২. বাংলাদেশের কোন অঞ্চলের খনিতে হীরক ও স্বর্ণের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে?
খুলনার কোলাবিল
জয়পুরহাটের জামালগঞ্জ
সিলেটের লালঘাটে
বড়পুকরিয়া
১৩. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমানের বাড়ী কোথায়?
ঢাকা
গাজীপুরে
ব্রাহ্মণবাড়িয়া
কিশোরগঞ্জ
১৪. বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে?
মহামান্য রাষ্ট্রপতি
জাতীয় সংসদ
সুপ্রিম কোর্ট
হাইকোর্ট
১৫. ‘সোর্ড অব অনার’ সম্মান প্রদান উল্লেখিত কোন শ্রেনীর সাথে সম্পর্কিত?
সেনাবাহিনী
নৌবাহিনী
বিমান-বাহিনী
সবগুলো
১৬. বিখ্যাত ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
ভোলা
লক্ষ্মীপুর
নোয়াখালি
সুন্দরবন
১৭. বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি কে?
সংসদবিষয়ক সচিব
মাননীয় স্পিকার
মাননীয় প্রধানমন্ত্রী
মহামান্য রাষ্ট্রপতি
১৮. বাংলাদেশের সংবিধান দুস্পরিবর্তনীয় কেন?
পরিবর্তন সহজ নয় বলে
পরিবর্তনের দক্ষতার অভাব
লিখিত আকারে লিপিবদ্ধ বলে
নাতিদীর্ঘ বলে
১৯. ‘ভৈরব’ নদীর অবস্থান কোথায়?
কিশোরগঞ্জ
পঞ্চগড়
বরিশাল
ঝিনাইদহ
২০. ঢাকার গুলিস্থানে অবস্থিত ‘ জিরো পয়েন্টের’ বর্তমান নাম কি?
এলিফ্যান্ট রোড
দোয়েল চত্তর
নুর হোসেন স্কোয়ার
বিজয় উল্লাস
২১. আমেরিকা ইরাক আক্রমণ করে ২০০৩ সনের মার্চের কত তারিখে?
১৫
২০
২১
২২
২২. পাকিস্তান কোন সালে সফল পারমানবিক অস্ত্র পরীক্ষা করে?
১৯৯৮
২০০০
২০০১
২০০২
২৩. মাহাথির মোহাম্মদ কোন সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন?
১৯৭৯
১৯৮০
১৯৮১
১৯৮২
২৪. ইরাক কুয়েত দখল করে কোন সালে?
১৯৯০
১৯৯১
১৯৯২
১৯৯৩
২৫. বিল ক্লিনটন আমেরিকার কততম প্রেসিডেন্ট?
৪০
৪১
৪২
৪৩
২৬. ইসরাইলকে কোন দেশ- প্রথম স্বীকৃতি দেয়?
যুক্তরাজ্য
জার্মানি
ফ্রান্স
যুক্তরাষ্ট্র
২৭. ইরানে ইসলামী বিপব সংঘটিত হয় কবে?
১৯৭৭
১৯৭৮
১৯৭৯
১৯৮০
২৮. শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে কোন সালে?
১৯৪৬
১৯৪৭
১৯৪৮
১৯৫০
২৯. জেনারেল পারভেজ মোশারফ কবে ক্ষমতায় আসেন ?
১৯৯৮
১৯৯৯
২০০০
২০০১
৩০. CNN কোন দেশের সংবাদ সংস্থা?
যুক্তরাষ্ট্র
জাপান
যুক্ত্ররাজ্য
জার্মানি
৩১. জাফনা- দ্বীপ কোথায় অবস্থিত?
জাপান
শ্রীলঙ্কা
মালদ্বীপ
ইন্দোনেশিয়া
৩২. সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে?
১৯৭০
১৯৭১
১৯৭২
১৯৭৩
৩৩. কংগ্রেস কোন দেশের আইনসভার নাম?
যুক্তরাজ্য
ভারত
জাপান
যুক্তরাষ্ট্র
৩৪. OIC গঠিত হয় কোন সালে?
১৯৬৮
১৯৬৯
১৯৭০
১৯৭৪
৩৫. ডি – ৮ এর সদর দফতর কোথায়?
তেহরান
বাগদাদ
দামেস্ক
ইস্তাম্বুল
৩৬. ইউরো মুদ্রা চালু হয় কোন সালে?
১৯৯৭
১৯৯৮
১৯৯৯
২০০০
৩৭. আল-জাজিরা টিভি চ্যানেলের মুল কেন্দ্র কোথায়?
কুয়েত
দোহা
সিরিয়া
মিশর
৩৮. কোরিয়ান যুদ্ধ কত সালে আরম্ভ হয়?
১৯৪৮
১৯৫০
১৯৫১
১৯৫৫
৩৯. ফালুজা শহরটি কোন দেশে অবস্থিত?
ইরান
সিরিয়া
ইরাক
লিবিয়া
৪০. OSLO শান্তি চুক্তি কোন সালে সম্পাদিত হয়?
১৯৯০
১৯৯১
১৯৯২
১৯৯৩