বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এর অধীন প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৫ Administrative Officer under the Ministry of Civil Aviation and Tourism recruitment exam question and answer – 2005
Exam held on: 15/04/2005
বাংলা অংশ
১. ভাষার মূল উপাদান হচ্ছে-
✔ ধ্বনি
✕ শব্দ
✕ পদ
✕ বাক্য
২. কোনটি চলিত রুপ –
✕ তুলা
✕ তুলি
✔ তুলো
✕ তুলী
৩. আপন ভালো সবাই চায় – এখানে ‘ভালো’ কোন পদ?
✔ বিশেষ্য
✕ বিশেষণ
✕ সর্বনাম
✕ অব্যয়
৪. দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি হচ্ছে-
✔ সৈয়দ হামজা
✕ সৈয়দ সুলতান
✕ সৈয়দ এমদাদ আলী
✕ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
৫. কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয়?
✕ নি, অব, দুর, অপি
✕ অপ, নির, সু , আ
✔ আব, স, না , কার
✕ উৎ , বি, অভি, পরা
৬. ‘কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ’- বাক্যের সংক্ষিপ্ত রুপ?
✕ কর্মী
✕ কর্মনিষ্ঠ
✕ কর্মোদ্যোমী
✔ কর্মঠ
৭. ‘নদী ও নারী ‘ গ্রন্থের লেখক কে?
✕ কাজী আব্দুল ওদুদ
✕ রোকেয়া সাখাওয়াত হোসেন
✔ হুমায়ুন কবির
✕ হাসানা আজিজুল হক
৮. কোনগুলো তদ্ভদ শব্দ?
✔ চাঁদ , মাথা, সাপ
✕ প্রণাম, গৃহিনী , ঔষধ
✕ গেরাম , গিন্নী, নেমন্তন্ন
✕ লুঙ্গি, লিচু , পাতা
৯. There is no rose but thorn. – এর যথার্থ বাংলা ভাবানুবাদ হচ্ছে-
✕ সেখানে কোনো গোলাপ নেই কিন্তু কাঁটা নেই
✕ কাঁটা আছে গোলাপ নেই
✕ গোলাপের কাঁটা থাকে না
✔ দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ?
১০. ‘হাটবাজার’ কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
✕ আরবি ও ফারসি
✔ বাংলা ও ফারসি
✕ আরবি ও বাংলা
✕ বাংলা ও পর্তুগীজ
১১. কোনটি ঠিক?
✕ তরঙ্গভঙ্গ (গপ্ল)
✕ কালের কলস (উপন্যাস)
✕ শাশ্বত বঙ্গ (উপন্যাস)
✔ সিন্ধু হিন্দোল (কাব্য )
১২. ‘হলদে পরীর দেশ’ কোন জাতীয় রচনা?
✕ আত্মজীবনী
✔ ভ্রমন কাহিনী
✕ জীবনী
✕ রম্য রচনা
১৩. ‘সংস্কৃতি-কথা’ -এর লেখক কে?
✕ কাজী মোতাহার হোসেন
✔ মোতাহের হোসেন চৌধুরী
✕ আবুল ফজল
✕ আবুল মনসুর আহমদ
১৪. ‘বাংলার স্কট’ -বলা হয়?
✕ রাম রাম বসুকে
✕ মৃত্যুঞ্জয় বিদ্যালংকারকে
✕ চন্ডীচরণ
✔ বঙ্কিমচন্দ্র
১৫. শুদ্ধ বানান কোনটি?
✕ সুধিগণ
✕ সুধিগন
✔ সুধীগণ
✕ সুধীগন
১৬. ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর মুখপত্র ছিল –
✔ শিখা
✕ তত্ত্ববোধিনী
✕ বর্ঙ্গদর্শন
✕ সবুজপত্র
১৭. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা হচ্ছে-
✔ দিগদর্শন
✕ সমাচার দর্পণ
✕ সংবাদ প্রভাকর
✕ কল্লোল
১৮. ‘আমি ভরা তরী করি-।’ শূণ্যস্থান কোনটি বসবে?
✕ উদ্ধার
✔ নিমজ্জিত
✕ রক্ষা
✕ ভরাডুবি
১৯. ‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে –
✔ উৎপল
✕ মৃদুল
✕ কান্তি
✕ অহন
২০. মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি?
✕ নেকড়ে অরণ্য
✕ হাঙ্গর নদী গ্র্রেনেড
✔ বাসন
✕ নিজ বাসভূমি
ইংরেজী অংশ
1. What is the synonym of ‘ lunatic’?
✕ Same
✔ Mad
✕ Hap
✕ Plain
2. ‘Hard for’ means-
✕ better of
✕ well-placed
✕ rich
✔ with insufficient money
3. ‘Make for’means-
✕ make something for somebody
✕ go somewhere
✕ decide to go a place
✔ stare quickly to a particular direction
4. ‘End in smoke ‘ means-
✕ to be burnt
✕ to be reduced to ashes
✕ to lead to the fire
✔ end in nothing
5. Choose the correct active voice form of the following sentence- Why was such a letter written by your brother ?
✕ Why had your brother written such a letter ?
✕ Why has your brother written such a letter ?
✔ Why did your brother written such a letter ?
✕ Why such letter your brother at all wrote?
6. Will you please clear — all this rubbish? supply the missing word.
✕ out
✔ away
✕ for
✕ on
7. why are you hesitating . it is an open-
✕ event
✕ incident
✕ quarrel
✔ secret
8. The children were entrusted — the care of there uncle.
✕ on
✕ with
✕ for
✔ to
9. ‘At daggers drawn’ means-
✕ to be in a state of friendship
✕ to be in a state of uneasiness
✕ to be in a state of uneasiness
✔ to be in state of hostility
10. ‘Cut to the quick ‘ means-
✕ to cut into two pieces
✕ to cut quickly
✕ to cut at a reasonable speed
✔ to hurt intensely
11. Which is the correct proverb?
✕ Hunger is the best of all the sauces
✔ Hunger is the best sauce
✕ There is no other hunger better than a sauce
✕ Hunger is much more a sauce of choice than hunger
12. Tell me — that.
✕ whom told you
✕ that told you
✔ who told you
✕ told you
13. She is beautiful but she is — her mother.
✕ most beautiful
✕ less beautiful
✕ as beautiful
✔ not so beautiful as
14. Three -fourths of the work — finished.
✕ have been
✕ had
✔ has been
✕ were
15. ‘Razzmatazz’ means-
✕ A musical instrument
✕ A well-planned porgramme
✔ A noisy activity
✕ A musical activity
16. Choose the appropriate meaning of the idiom ‘Swan song’ .
✕ First work
✔ Last work
✕ Middle work
✕ Early work
17. ‘Boot leg’ means to —
✕ distribute
✕ export
✕ import
✔ smuggle
18. ‘Hold water’ – means-
✕ Keep water
✕ Store water
✔ Bear examination
✕ Drink water
19. The antonym for ‘Recalcitrant’ —
✔ Compliant
✕ Passive
✕ Indifferent
✕ Careful
20. The synonym of the word ‘ dejection’ is —
✕ joy
✔ sadness
✕ happiness
✕ disease
গণিত অংশ
১. একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিমি বেগে চলে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করলো।ট্রেনের দৈর্ঘ্য কত?
✔ ৪৪০ মিটার
✕ ৩২০ মিটার
✕ ২৮০ মিটার
✕ ৩৮০ মিটার
২. পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ৭ঃ৩ । চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ১৩ঃ ৫। বর্তমানে পিতার বয়স কত?
✕ ৪২ বছর
✔ ৫৬ বছর
✕ ৬৫ বছর
✕ ৪৭ বছর
৩. ক্রিকেট খেলায় বুলবুল , বাশার ও এনামুল সর্বমোট ২৮০ রান করলো। বুলবুল ও বাশারের রানের অনুপাত ২ঃ৩ হলে এরা প্রত্যেকে কে কত রান করে?
✕ {৬০, ৯০,১২০}
✔ {৮০, ১২০, ৮০}
✕ {৯০, ১০০, ৯০}
✕ {১০০, ৮০, ১০০}
৪. একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্রকে দাঁড়িতে থাকতে হয়। ঐ শ্রেণীতে ছাত্র সংখ্যা কত?
✔ ৫৫ জন
✕ ৭০ জন
✕ ৬০ জন
✕ ৬৫ জন
৫. ক, খ ও গ ১৮০০০ টাকা নিয়ে কারবার শুরু করলো। এতে ক-এর খ অপেক্ষা ২০০০ টাকা এবং খ-এর গ অপেক্ষা ২০০ টাকা বেশি আছে। কারবারে ১০৮০ টাকা লাভ হলে ক কত টাকা পাবে?
✕ ৩২৪ টাকা
✕ ৩১২ টাকা
✔ ৪৪৪ টাকা
✕ ৩৭২ টাকা
৬. একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। ক্ষেত্রের দৈর্ঘ্য ৪ মিটার কমালে ও প্রস্থ ৪ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
✕ ১৭ মিটার
✕ ১৯ মিটার
✕ ১৪ মিটার
✔ ১৬ মিটার
৭. যদি তেলের দাম ২৫% কমে যায় , তবে একই খরচে তেল কেনা শতকরা কি পরিমাণে বৃদ্ধি করা যাবে?
✕ ১৬ ২/৩%
✔ ২০%
✕ ২৫%
✕ ৩৩ ১/৩%
৮. ৫ টাকায় দুটি কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রি করলে ৪০% লাভ হবে?
✔ ১০টি
✕ ৮টি
✕ ১২টি
✕ ৯টি
৯. বার্ষিক ৩ ১/৩ হার সুদে ১৩৫০ টাকা কত বছরে সুদে আসলে ১৬২০ টাকা হবে?
✕ ৫ বছর
✔ ৬ বছর
✕ ৬ ১/২ বছর
✕ ৫ ১/২ বছর
১০. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ এর ক্ষেত্রেফল ২১৬ বর্গ মিটার হলে , এর পরিসীমা কত ?
✕ ৪৮ মিটার
✕ ৩০ মিটার
✔ ৬০ মিটার
✕ ৪২ মিটার
১১. একটি মোটর সাইকেল ৩৬,০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হয়ে?
✕ ৫৩,০০০
✕ ৫০,০০০
✔ ৫২,২০০
✕ ৫৫,০০০
১২. ৫০ জন পুরুষ ও মহিলার মধ্যে ১৭০ টাকা এমন ভাবে ভাগ করে দেয়া হয় যেন প্রত্যেক পুরুষ ৩.৫০ টাকা ও প্রত্যেক মহিলা ৩.২৫ টাকা পায় । পুরুষ ও মহিলার সংখ্যা নির্ণয় করুন।
✕ M 16, W 34
✕ M 17 , W 33
✔ M 30, W20
✕ M 18 , W 30
১৩. একটি প্যান্ট ও একটি শার্টের মূল্য একত্রে ৫২৫ টাকা । যদি শার্টের মূল্য ১০% বাড়ে ও প্যান্টের মূল্য ৫% কমে তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একত্রে একই থাকে। শার্ট ও প্যান্টের প্রতিটির পূর্বমূল্য নির্ণয় করুন।
✕ S 176, p 349
✕ S 178 , P 247
✔ S 175 , P 350
✕ S 175, P 349
সাধারণ জ্ঞান অংশ
১. UNEP কবে প্রতিষ্ঠিত হয়?
✕ ১৯৪৫ সালে
✕ ১৯৫৫ সালে
✔ ১৯৬৫ সালে
✕ ১৯৬৫ সালে
২. প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-
✔ ঢাকাতে
✕ নয়াদিল্লিতে
✕ মালেতে
✕ ইসলামাবাদে
৩. পাকিস্তান সর্বশেষ পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় ১৯৯৮ সালের-
✕ ১১ মে
✔ ২৮ মে
✕ ২৯ মে
✕ ১০ জুলাই
৪. কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায়?
✕ যুক্তরাষ্ট্র
✔ জাপান
✕ সৌদি আরব
✕ যুক্তরাজ্য
৫. আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
✕ জেনেভায়
✕ ওয়াশিংটন
✔ ভিয়েনায়
✕ ব্রাসেলসে
৬. নিচের কোন দেশটি ক্যারাবিয়ান অঞ্চলে অবস্থিতি নয়?
✕ কিউবা
✕ গ্রানাডা
✕ হাইতি
✔ কানাডা
৭. মিশর ও সিরিয়া কত সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল?
✕ ১৯৪৭ সালে
✕ ১৯৫২ সালে
✕ ১৯৫৩ সালে
✔ এর কোনোটিই নয়
৮. মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ রাষ্ট্রের নাম হচ্ছে-
✕ তাজিকিস্তান
✔ কাজাকিস্তান
✕ উজবেকিস্তান
✕ কিরগিজস্তান
৯. The United Nations University কোন শহরে অবস্থিত?
✕ লন্ডন
✕ ব্রাসেলস
✕ নিউইয়র্ক
✔ টোকিও
১০. মস্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক আদমজী জুট মিলস্ কার নিকটে হস্তান্তর করা হয়েছে?
✔ বেপজা
✕ বিসিক
✕ ডিসিডি
✕ ডেসা
১১. বাংলাদেশের শীতলতম স্থান-
✕ সিলেট
✕ জকীগঞ্জ
✔ শ্রীমঙ্গল
✕ তেঁতুলিয়া
১২. জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর চালু হয়-
✕ ১৯৭৯ সালে
✔ ১৯৮০ সালে
✕ ১৯৮১ সালে
✕ ১৯৭৮ সালে
১৩. প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে কম লোক বাস করে –
✕ চাঁপাইনবাবগঞ্জে
✕ খাগড়াছড়িতে
✕ রাঙামাটিতে
✔ বান্দরবানে
১৪. বাংলাদেশের প্র্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র-
✕ নয়ারহাট
✔ বেতবুনিয়া
✕ কালিয়াকৈর
✕ বান্দরবানে
১৫. সংবিধান অনুযায়ী বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স-
✔ ২৫ বছর
✕ ৩০ বছর
✕ ৩৫ বছর
✕ ৪০ বছর
১৬. বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা –
✕ ৪০ টি
✔ ৫০ টি
✕ ৩০টি
✕ এর কোনোটিই নয়
১৭. সংবিধানে কত নং অনুচ্ছেদে সরকারী কর্মকমিশন গঠনের কথা বলা হয়েছে?
✕ ১৩৫ নং
✔ ১৩৭ নং
✕ ১৪৮ নং
✕ ১৫০ নং
১৮. মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বীর উত্তমের সংখ্যা –
✕ ৫০ জন
✕ ৬০ জন
✔ ৬৮ জন
✕ ৭৫ জন
১৯. কবি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়-
✕ ১৯৭৩ সনে
✕ ১৯৭৪ সনে
✕ ১৯৭৫ সনে
✔ ১৯৭৬ সনে
২০. বাংলাদেশে বৃহত্তম স্থল বন্দর –
✕ হিলি
✕ বাংলাবান্ধা
✕ তামাবিল
✔ বেনাপোল
২১. কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য –
✕ ১৫৫ কিমি
✔ ১৮ কিমি
✕ ২৫ কিমি
✕ ৩০ কিমি
২২. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা –
✔ ধর্মপাল
✕ রামপাল
✕ শশাঙ্ক
✕ এদের কেউ নন
২৩. ওডিআই ক্রিকেটে কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে ?
✕ জিম্বাবুয়ে
✔ কেনিয়া
✕ স্কটল্যান্ড
✕ পাকিস্তান
২৪. বাংলাদেশে কোথায় মৌর্য যুগের শিলালিপি পাওয়া গিয়েছে ?
✕ লালমাই
✕ ময়নামতি
✔ মহাস্থানগড়
✕ নাটোর
২৫. বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ?
✕ ১৯৭২ সালে
✔ ১৯৭৪ সালে
✕ ১৯৭৫ সালে
✕ ১৯৭৮ সালে
২৬. বাংলাদেশের মূল্য সংযোজন কর চালু করা হয়-
✔ ১৯৯১ সালে
✕ ১৯৯২ সালে
✕ ১৯৯৩ সালে
✕ ১৯৯৪ সালে
২৭. ভাষা আন্দোলনের সূত্রপাত হয় –
✔ ১৯৪৮ সালে
✕ ১৯৫০ সালে
✕ ১৯৫১ সালে
✕ ১৯৫২ সালে
২৮. বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি –
✕ হামিদুজ্জামান
✔ মাইনুল হোসেন
✕ আখতারুজ্জামান
✕ বিবি রাসেল
২৯. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের পূর্বনাম ছিল-
✕ ময়নামতি বিহার
✕ নাটোর বিহার
✕ মহাস্থানগড় বিহার
✔ সোমপুর বিহার
বিজ্ঞান অংশ
১. ‘অ্যাকোয়া রিজিয়া ‘ বলতে কি বোঝায়?
✕ কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
✕ কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
✔ কনসেন্টেটেড হাইড্রোক্লোরিক এসিডি ও নাইট্রিক এসিডের মিশ্রণ
✕ কনসেনট্রেটেড সালফিউরিক ও নাইট্রিক এসিডের মিশ্রণ
২. টুথ পেস্টের প্রধান উপাদান কি?
✕ ভোজ্য তেল ও সোডা
✕ ক্লোরাইড ও ক্লোরাফিল
✔ সাবান ও পাউডার
✕ সাবান ও জেলি
৩. পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী গন্ধক যৌগের নাম কি?
✔ হাইড্রোজেন সালফাইড
✕ কার্বন-ডাই-সালফাইড
✕ ক্যালসিয়াম সালফাইড
✕ আয়রন সালফাইড
৪. বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
✕ কম হয়
✕ বেশি হয়
✔ একই হয়
✕ খুব কম হয়
৫. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-
✕ ক্রনমিটার
✕ ওডোমিটার
✔ ট্যাকোমিটার
✕ ক্রেসগোগ্রাফ
৬. তড়িৎশক্তি শব্দশক্তিতে রুপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে ?
✕ অ্যামপ্লিফায়ার
✕ জেনারেটর
✔ লাউড স্পিকার
✕ মাইক্রোফোন
৭. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-
✕ ৯.১২ মিনিট
✔ ৮.৩২ মিনিট
✕ ৭.৯৬ মিনিট
✕ ১০.৫৬ মিনিট
৮. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে?
✔ ছায়াবৃত্ত
✕ গুরু বৃত্ত
✕ ঊষা
✕ গোধূলি
৯. আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
✕ মেঘ উত্তম তাপ পরিবাহক
✕ বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
✕ সূর্যোলোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে
✔ মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে
১০. পাহাড়ের ওপর রান্না করতে সময় বেশি লাগে, কারণ-
✕ পাহাড়ের ওপর বায়ুর চাপ বেশি
✔ পাহাড়ের ওপর বায়ুর চাপ কম
✕ পাহাড়ের ওপর বাতাস কম
✕ পাহাড়ের ওপর তাপমাত্রা বেশি
১১. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি?
✕ গামা রশ্মি
✕ অবলোহিত বিকিরণ
✕ আলোক তরঙ্গ
✔ মাইক্রোওয়েভ
১২. চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন?
✕ চাঁদে কোনো জীব নেই তাই
✕ চাঁদে কোনো পানি নেই তাই
✔ চাঁদে বায়ুমন্ডল নেই তাই
✕ চাঁদের মধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই
১৩. স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?
✕ সাইট্রিক এসিড
✔ নাইট্রিক এসিড
✕ হাইড্রোক্লোরিক এসিড
✕ টারটারিক এসিড