Anti Corruption Commission (ACC) Data Entry Operator Written Exam Question and Solution 2020.
Post Name: Data Entry/Control Operator.
Exam Date: 04/01/2020.
Anti Corruption Commission (ACC) Data Entry Operator Written Exam Solution:
১.ভাব সম্প্রসারণ করুন “নিজেকে জানো”
নিজে নিজে চেষ্টা করুন…
২. দুর্নীতি দমন ও প্রতিকার বিষয়ে আপনার মতামত লিখুন।
নিজে নিজে চেষ্টা করুন…
৩. সংক্ষিপ্ত উত্তর দিন।
ক) “এর উপায় কি” নাটকটির রচয়িতা কে?
উত্তরঃ মীর মশাররফ হোসেন
খ) সবুজপত্র পত্রিকার সম্পাদকের নাম কি?
উত্তরঃ প্রমথ চৌধুরী
গ) সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের নাম কবিতা?
উত্তরঃ সোনার তরী
ঘ) সন্ধি বিচ্ছেদ করুন আশ্চর্য।
উত্তরঃ আ + চর্য
ঙ) অভিসারী এর স্ত্রীবাচক শব্দ লিখুন।
উত্তরঃ অভিসারিণী
চ) ”স্মৃতিসৌধ” এর ব্যাসবাক্য সহ সমাস লিখুন।
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয় ( স্মৃতি রক্ষার্থে সৌধ= স্মৃতিসৌধ)
ছ) মানুষের কন্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে?
উত্তরঃ ভাষা
জ) প্রত্যক্ষ উক্তি আগামীকাল পরোক্ষ উক্তিতে কি হয়?
উত্তরঃ পরের দিন
ঝ) দর্শন ,মধুর ,তরল, তিক্ততা শব্দগুলোর মধ্যে কোনটি গুণবাচক বিশেষ্য?
উত্তরঃ তিক্ততা
ঞ) ১২, দ্বাদশ, বারো, বারোই এর মধ্যে কোনটি গণনাবাচক শব্দ?
উত্তরঃ বারো
৪. Write an application to the director of anti-corruption Commission the permission of casual leave for 3 days
নিজে নিজে চেষ্টা করুন…
৫. Discuss the prospects and importance of ‘Tourism’ in Bangladesh.
নিজে নিজে চেষ্টা করুন…
৬. Fill in the gaps
i) John Smith is good——-Mathematics.
Ans: at
ii) He is an amateur—————-stenography.
Ans: in
iii) ———-Taj looks beautiful at night.
Ans: The
iv) Death is preferable———-humiliation.
Ans: to
v) The judge acquitted him———the charge.
Ans: of
৭. Correct the following sentences:
i) He prefers to read than to write.
Ans: He Prefers reading to writing.
ii) The two boys help one another.
Ans: The two boys help each other.
iii) He reads the daily newspaper.
Ans: He reads the newspaper daily.
iv) Physics are a difficult subject.
Ans: Physics is a difficult subject.
v) Though he is strong, yet he is lazy.
Ans: Though he is strong, he is lazy.
৮. “পরমাণু যুগে বাংলাদেশ”- এ বিষয়ে আপনার মতামতসহ আলোচনা করুন
নিজে নিজে চেষ্টা করুন…
৯. ”দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা” বিষয়ে একটি নাতিদীর্ঘ রচনা লিখুন
নিজে নিজে চেষ্টা করুন…
১০. শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা আলোচনা করুন।
নিজে নিজে চেষ্টা করুন…
১১. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।
ক) ইলেক্টোরাল কলেজ কি?
উত্তরঃ ইলেকটোরাল কলেজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়।
খ) LDC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Least Developed Countries
গ) ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের মধ্য বিভক্তি সীমারেখার?
উত্তরঃ র্যাডক্লিফ লাইন
ঘ) পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কি?
উত্তরঃ মারিয়ানা খাত (Mariana Trench)
ঙ) নুরেমবার্গ ট্রায়াল কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
উত্তরঃ যুদ্ধাপরাধ এর সাথে সম্পর্কিত। ১৯৪৫-৪৬ সালে জার্মানির ন্যুর্নবের্গ বা নুরেমবার্গ শহরে অনুষ্ঠিত কিছু বিচার প্রক্রিয়ার নাম। তখন ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল নাৎসি বাহিনীর নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করে এবং তাদের বিচার করে।
চ) OIC এর বর্তমান মহাসচিব এর নাম কি?
উত্তরঃ ইউসেফ আল-ওথাইমিন ( Yousef Al-Othaimeen) সৌদি আরব।
ছ) ইন্দোচীন নামে খ্যাত দেশ কয়টি এবং দেশগুলোর নাম লিখ?
উত্তরঃ ইন্দোচীন নামে খ্যাত দেশ তিনটি। দেশ ৩ টি হলোঃ ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া।
জ) IJSG এর পূর্ণরূপ কি?
উত্তরঃ International Jute Study Group
ঝ) বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি?
উত্তরঃ নালন্দা বিশ্ববিদ্যালয়। এই প্রাচীন বিশ্ববিদ্যালয় ভারতে অবস্থিত।
ঞ) IRRI কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৬০ সালে
ট) মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তরঃ রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল স্বাক্ষরিত হয়। এটি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪.৩১ মিনিটে স্বাক্ষরিত হয়।
ঠ) মুক্তিযুদ্ধকালীন সরকার এর সচিবালয় কোথায় ছিল?
উত্তরঃ ৮নং থিয়েটার রোড, কোলকাতা
ড) আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি কতজন ছিলেন?
উত্তরঃ ৩৫ জন
ঢ) পলাশীর যুদ্ধ কোন সালের কত তারিখে সংঘটিত হয়?
উত্তরঃ ১৭৫৭ সালের জুন ২৩ তারিখে এই পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল।
ণ) বাংলাদেশের পতাকার সাথে মিল রয়েছে কোন দেশের পতাকার?
উত্তরঃ জাপান ও পালাউ
ত) বাংলাদেশে যে স্যাটেলাইট উৎক্ষেপণ করে তার নাম কি?
উত্তরঃ স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
থ) জুটন কি?
উত্তরঃ পাট ও তুলার আঁশের মিশ্রণে তৈরি এক ধরনের তন্তু। এ প্রক্রিয়ায় তুলার আঁশের তৈরি বস্ত্রের বিকল্প হিসেবে এক ধরনের নতুন বস্ত্র উদ্ভাবনের জন্য পাট ও তুলার আঁশ নির্দিষ্ট অনুপাতে মিশানো হয়। এতে ৭০ ভাগ পাট ও ৩০ ভাগ তুলার মিশ্রণ দেওয়া হবে।
দ) বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক কে?
উত্তরঃ জামাল ভূঁইয়া
ধ) বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি, এটি কোথায় অবস্থিত?
উত্তরঃ তিতাস গ্যাসক্ষেত্র। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।