খাদ্য অধিদপ্তর এর সহকারী উপ-খাদ্য পরিদর্শক/সহকারী অপারেটর/সাঁট মুদ্রাক্ষরিক/সাঁট লিপিকার পদের পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৯
Assistant Sub-Food Inspector / Assistant Operator / Computer Typist at Directorate General of Food (Dgfood) job recruitment exam Question and solution 2009
[ad id=’5486′]
বাংলা অংশ
১. সমার্থক শব্দ লিখ “সমুদ্র”
অভ্র
বারি
অর্ণব
কোনটিই নয়
২. সমার্থক শব্দ লিখ “পুত্র”
পতি
তনু
তনয়
কোনটিই নয়
৩. সমার্থক শব্দ লিখ “রাত্রি”
যামিনী
নিশান্ত
ঊষা
কোনটিই নয়
৪. সমার্থক শব্দ লিখ “জল”
সলিল
পঙ্কিল
বারিধি
কোনটিই নয়
৫. সমার্থক শব্দ লিখ “বৃক্ষ”
বায়স
গুল্ম
তরু
কোনটিই নয়
৬. বাগধারাটির অর্থ নির্ণয় কর “আকাশ কুসুম”
হতবুদ্ধি
সুদূরদর্শী
সুন্দর ফুল
কোনটিই নয়
৭. বাগধারাটির অর্থ নির্ণয় কর “আক্কেল সেলামি”
সৌভাগ্যবান
গুরু দক্ষিণা
নির্বুদ্ধিতার দণ্ড
কোনটিই নয়
৮. বাগধারাটির অর্থ নির্ণয় কর “উড়নচণ্ডী”
অমিতব্যয়ী
উচ্ছৃঙ্খল
অবাধ্য
কোনটিই নয়
৯. বাগধারাটির অর্থ নির্ণয় কর “বিড়াল তপস্বী”
ধার্মিক
ভণ্ড সাধু
প্রাচীনপন্থি
কোনটিই নয়
[ad id=’5488′]
১০. বাগধারাটির অর্থ নির্ণয় কর “আটকপালে”
কারারুদ্ধ
হতভাগ্য
সৌভাগ্যবান
কোনটিই নয়
বিপদ একা আসে না।
বিপদে ধৈর্য ধারণ কর।
ধীর ভাবে কাজ করলে বিপদ হয় না।
কোনটিই নয়
১২. As you sow, so will you reap. (বাংলায় অনুবাদ কর)
যেমন কর্ম, তেমন ফল।
যেমন চাইবে তেমন হবে।
সময়ের এক ফোঁড়, অসময়ের নয় ফোঁড়।
কোনটিই নয়
১৩. He lives from hand to mouth. (বাংলায় অনুবাদ কর)
সে হাত দিয়ে খায়।
সে হাত দিয়ে খাইয়ে দিল।
সে সব সময় আহার করে।
কোনটিই নয়
১৪. To err is human. (বাংলায় অনুবাদ কর)
মানুষ মরণশীল।
মানবজাতি প্রতিহিংসাপ্রবণ।
মানুষ মাত্রই ভুল করে।
কোনটিই নয়
১৫. Culture is constantly evolving. (বাংলায় অনুবাদ কর)
সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে।
সংস্কৃতি সর্বদা বিকৃত হচ্ছে।
সংস্কৃতি সর্বদা বিসর্জিত হচ্ছে।
কোনটিই নয়
১৬. শেষের কবিতার রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
শামসুর রহমান
জীবনানন্দ দাশ
১৭. “কবর” কবিতার কবি কে?
সুকান্ত ভট্টাচার্য
শামসুর রহমান
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
১৮. যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে (এক কথায় প্রকাশ কর)
অচিন্তনীয়
ভূতপূর্ব
অবিমৃষ্যকারী
কোনটিই নয়
[ad id=’5490′]
১৯. যার দুই হাত সমান চলে (এক কথায় প্রকাশ কর)
সব্যসাচী
দোহাতী
হাতটান
কোনটিই নয়
২০. সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা (এক কথায় প্রকাশ কর)
সংবর্ধনা
অভিনন্দন
প্রত্যুদ্গমন
কোনটিই নয়
অনিবার্য
দুর্নিবার
অনির্বাণ
কোনটিই নয়
২২. যে বিষয়ে কোন বিতর্ক নেই
নির্বাক
হতবাক
অভিজ্ঞ
কোনটিই নয়
[ad id=’5492′]
ইংরেজী অংশ
1. Synonym of “Encourage”-
Support
Dispirit
Oppose
None of these
2. Synonym of “Try”-
Turn
Help
Attempt
None of these
3. Synonym of “Remark”-
Underline
Comment
Scar
None of these
4. Synonym of “Promise”-
Situation
Vow
Comment
None of these
5. Synonym of “Refuse”-
Alight
Light
Confuse
None of these
[ad id=’5493′]
6. Which of the following is correct spelling?
Credential
Credancial
Credantial
Credencial
7. Which of the following is correct spelling?
Collaborate
Colaboret
Colaboarate
Colabrate
8. Which of the following is correct spelling?
Licence
Licents
Lisence
Licanse
9. Which of the following is correct spelling?
Extantion
Extansion
Extension
Extention
10. Which of the following is correct spelling?
Apropriate
Appropriate
Aprropriet
Apropriet
have parked
parking
was parked
None of these
12. There was a big celebration after my friend _____. (Fill in the blank)
arrives
had arrived
arrival
None of these
[ad id=’5494′]
13. He lost his phone _____ the cinema hall. (Fill in the blank)
on
up
over
None of these
14. Are you confident _____ your performance? (Fill in the blank)
of
by
because
None of these
15. Rahima has not yet come back _____ the bazaar. (Fill in the blank)
of
over
from
None of these
16. Antonym of “Greet”-
Welcome
Small
Farewell
None of these
17. Antonym of “Humble”-
Successful
Proud
Challenge
None of these
18. Antonym of “Calm”-
Agitated
Peace
Composure
None of these
19. Antonym of “Lend”-
Rent
Borrow
Deny
None of these
20. Antonym of “Difference”-
Inference
Disagreement
Permission
None of these
সাধারণ জ্ঞান অংশ
১. বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি?
গণভবন
রাষ্ট্রপতি ভবন
বঙ্গভবন
ইডেন ভবন
২. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
সোনালী ব্যাংক
বাংলাদেশ ব্যাংক
গ্রামীণ ব্যাংক
সেন্ট্রাল ব্যাংক
৩. জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট?
ILO
UNESCO
IMF
FAO
৪. বাংলাদেশের খাদ্যমন্ত্রীর নাম কি? (২০১৭)
মতিয়া চৌধুরী
লতিফ সিদ্দিকি
মো. কামরুল ইসলাম
মোশাররফ হোসেন
৫. বাংলাদেশে কয়টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে? (২০০৯)
দুইটি
তিনটি
চারটি
একটি
[ad id=’5488′]
৬. খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রনালয়ের অধীন? (২০১৭)
কৃষি
অর্থ
খাদ্য
স্থানীয় সরকার
৭. কোনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস?
১৪ ফেব্রুয়ারি
১ জানুয়ারি
২১ ফেব্রুয়ারি
১৬ ডিসেম্বর
৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
৭
১০
১১
১২
৯. ওলন্দাজরা কোন দেশের নাগরিক?
হল্যান্ড
ফ্রান্স
পর্তুগাল
ডেনমার্ক
১০. বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কোথায়?
কক্সবাজার
কুয়াকাটা
দীঘা
পাটায়া
[ad id=’5488′]
১১. কান্দাহার কোন দেশের শহর?
কাজাকিস্তান
আফগানিস্তান
ইরান
কিরগিস্তান
১২. বাংলাদেশের ধান উৎপাদনের পরিমাণ (কোটি টন) বছরে কত? (২০০৯)
১
১.৫
২.৫
৪
১৩. বাংলাদেশের প্রধান ধান চাষ কোনটি?
আউশ
আমন
বোরো
ইরি
১৪. শ্রীলংকার প্রধানমন্ত্রীর নাম কি? (২০১৭)
রানিল বিক্রমাসিংহে
রত্নাসিরি বিক্রমানায়েক
মাহিন্দা রাজাপাকসে
চন্দ্রিকা কুমারাতুঙ্গা
১৫. প্রফেসর মোঃ ইউনূস কোন বিষয়ে নোবেল পুরষ্কার পান?
অর্থনীতি
শান্তি
সাহিত্য
পদার্থবিদ্যা
১৬. বাংলাদেশে চিনি কল কয়টি?
৫
১৫
১০
১৭
১৭. কোন মাসে কাল বৈশাখী ঝড় হয়?
ফাল্গুন-চৈত্র
আষাঢ়-শ্রাবণ
বৈশাখ-জৈষ্ঠ্য
বৈশাখ
[ad id=’5490′]
১৮. বাংলাদেশে সামুদ্রিক বন্দর কয়টি? (২০১৭)
১
২
৩
৪
১৯. ২৪ এপ্রিল ২০০৯ তারিখে বাংলা সনের কত তারিখ কোন মাস?
৮ই বৈশাখ
৯ই বৈশাখ
১০ই বৈশাখ
১১ই বৈশাখ
২০. ঢাকা কোন নদীর তীরে অবস্থিত?
তুরাগ
শীতলক্ষ্যা
বালু
বুড়িগঙ্গা
২১. ঢাকার প্রাচীন নাম কি?
জাহাঙ্গীরনগর
ইসলামপুর
সোনারগাঁও
ঢাকা
২২. উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে?
১৭৫০
১৭৫৭
১৮৫০
১৮৫৭
২৩. কোন সাঁতারু ইংলিশ চ্যানেল রেকর্ড সময়ে অতিক্রম করেন?
মার্ক স্পিৎজ
মাইকেল ফেল্পস্
ব্রজেন দাস
ক্যাপ্টেন হাফিজ
২৪. সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন?
ব্রাহ্মণবাড়িয়া
চট্টগ্রাম
মুর্শিদাবাদ
কোলকাতা
২৫. বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু কোনটি?
যমুনা
হার্ডিঞ্জ
ভৈরব
তিস্তা
২৬. বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?
রাজশাহী
বগুড়া
দিনাজপুর
ঢাকা
[ad id=’5488′]
২৭. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে?
দিনাজপুর
বরিশাল
ময়মনসিংহ
নওগাঁ
২৮. মালয়েশিয়ার মুদ্রার নাম কি?
রিঙ্গিত
দেরহাম
মালয়েশিয়ান ডলার
রুপিস
২৯. নিম্নের কোনটি মশাবাহিত রোগ?
ডাইরিয়া
বসন্ত
ডেঙ্গু
ক্যান্সার
৩০. সূর্যের কয়টি গ্রহ আছে?
৮ টি
৯ টি
১০ টি
১১ টি
৩১. গাছপালা বায়ুমণ্ডলে কি ত্যাগ করে?
অক্সিজেন
হিলিয়াম
নাইট্রোজেন
কার্বন-ডাই-অক্সাইড
[ad id=’5490′]
৩২. ১ কিলোগ্রাম সমান কত সের?
১
১.০৭
১.১
১.১৭
৩৩. ১ মেট্রিক টন সমান কত কিলোগ্রাম?
৫০০
৭৫০
১০০০
১২০০
৩৪. সূর্য-রশ্মিতে কোন ভিটামিন পাওয়া যায়?
K
A
C
D
৩৫. কোন প্রকার মাটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী?
বেলে
দোঁআশ
এঁটেল
কংকর
৩৬. শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ-
কম থাকে
বেশি থাকে
মধ্যম মানের থাকে
থাকে না
৩৭. নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়?
মাউস
মনিটর
সিপিইউ
পাওয়ার পয়েন্ট
৩৮. ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের কোন প্রোগ্রাম ব্যবহৃত হয়?
জি-মেইল
ইয়াহু মেসেঞ্জার
ইউটিউব
এক্সেল
[ad id=’5492′]