দুর্নীতি দমন ব্যুরো এর সহকারী উপ-পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৪
Assistant Sub-Inspector at Anti-Corruption Bureau recruitment examination question and answer – 2004
২৩ ফেব্রুয়ারী ২০০৪ সালে, দুর্নীতি দমন কমিশন (দুদক -> Anti Corruption Commission) দুর্নীতি দমনে অধুনালুপ্ত দুর্নীতিদমন ব্যুরোর ব্যর্থতার ফলে সৃষ্ট।
বাংলা অংশ
১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রজেডি নাটক–
✕ বসন্তকুমারী
✕ জমিদার দর্পণ
✔ কৃষ্ণকুমারী
✕ শর্মিষ্ঠা
২. মীর মশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক?
✕ উদাসীন পথিকের মনের কথা
✕ রত্মাবলী
✕ বিষাদ সিন্ধু
✔ জমিদার দর্পণ
৩. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
✔ অগ্নিবীণা
✕ বিষের বাঁশি
✕ দোলন চাঁপা
✕ বাঁধনহারা
৪. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম—
✕ সংবাদ রত্মাবলী
✕ সংবাদপূর্ণ চন্দ্রোদয়
✕ সাহিত্য
✔ আঙুর
৫. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথের একটি–
✕ কবিতার নাম
✕ গল্প সংকলনের নাম
✔ উপন্যাসের নাম
✕ কাব্য সংকলনের নাম
৬. বাংলা ভাষার প্রাচীন নিদর্শন–
✕ পুঁথি সাহিত্য
✕ খনার বচন
✕ নাথ সাহিত্য
✔ চর্যাপদ
৭. জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
✔ রাখালী
✕ বালুচর
✕ ধানক্ষেত
✕ নকশী কাঁথার মাঠ
৮. ‘ষোড়শী’ শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা?
✕ উপন্যাস
✕ গল্প সংকলন
✕ প্রবন্ধ
✔ নাটক
৯. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ — কথাগুলো কে বলেছেন?
✕ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✔ চন্ডীদাস
✕ বিবেকানন্দ
✕ রামকৃষ্ণ পরমহংসদে
১০. ‘জায়া ও পতি’ সমাস করলে কি হয়?
✕ স্বামী-স্ত্রী
✕ পতি-পত্নী
✔ দম্পতি
✕ জায়া-পতি
১১. ‘এ সাবানে কাপড় কাচা চলবে না’ — এখানে ‘সাবানে’ কোন কারকে কোন বিভক্তি?
✕ কর্তায় প্রথমা
✕ করণে প্রথমা
✕ কর্মে সপ্তমী
✔ করণে সপ্তমী
১২. অপমান শব্দের ‘অপ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয় ?
✔ বিপরীত
✕ নিকৃষ্ট
✕ বিকৃত
✕ অভাব
১৩. ‘চালাক’ — এর বিশেষ্য পদ কি?
✕ চাতুর্য
✔ চালাকী
✕ চতুরতা
✕ চাতুরী
১৪. কোন শব্দটি সঠিক?
✕ আভ্যন্তরীণ
✔ অভ্যন্তরীণ
✕ আভ্যন্তরীন
✕ অভ্যন্তরীন
১৫. ‘তুমি যদি যেতে ভাল হত’ — বাক্যটিতে ‘যেতে’ শব্দটি ক্রিয়ার কোন কাল?
✕ সাধারণ অতীত
✕ ঘটমান অতীত
✕ পুরাঘটিত অতীত
✔ নিত্যবৃত্ত অতীত
১৬. ‘নন্দিনী’– এর প্রতিশব্দ —
✕ নারী
✕ ননদিনী
✔ তনয়া
✕ সুন্দরী
১৭. ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’– একে একপদে পরিণত করলে কোনটি হবে?
✕ অপরিণামদর্শী
✕ অবিবেচক
✔ অবিমৃষকারী
✕ অকারজ্ঞানী
১৮. ‘একাদশে বৃহস্পতি’ -অর্থ কি?
✕ আশার কথা
✔ সৌভাগ্যের বিষয়
✕ মজা পাওয়া
✕ আনন্দের বিষয়
১৯. শব্দ ও ধাতুর মূলকে বলে–
✔ প্রকৃতি
✕ ধাতু
✕ বিভক্তি
✕ কারক
ইংরেজী অংশ
1. ‘He earns that much money which is necessary to keep body and soul together’– এর সঠিক অনুবাদ কোনটি?
✕ শুধু জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অর্থ সে রোজগার করে ।
✕ প্রাণ ধারণের জন্য যতটুকু প্রয়োজন শুধুমাত্র সেই পরিমাণ অর্থ সে রোজগার করে।
✔ জীবন ধারণের জন্য যতটুকু অর্খ প্রয়োজান সেই পরিমাণ অর্থ সে রোজগার করে।
✕ জীবন যাপনের জন্য যতটুকু অর্ধ প্রয়োজন সেই পরিমাণ অর্থ সে রোজগার করে।
2. Who is the author of ‘A Farewell to Arms’?
✔ Ernest Hemingway
✕ John Milton
✕ Johnson
✕ T. S. Eliot
3. Hamlet by Shakespeare is —
✕ a comedy
✕ a tragi-comedy
✕ an epic
✔ a tragedy
4. poet of sensuousness –
✕ P. B. Shelly
✕ Wordsworth
✔ John Keats
✕ Byron
5. Most famous satirist in English literature–
✕ Bernaerd Shaw
✔ Jonathan Swift
✕ Alexander pope
✕ Coloridge
6. If winter comes can spring be far behind— is a quotation from P.B. Shelly’s—
✕ The cloud
✕ Adonias
✔ Ode to the West Wind
✕ To a Shylark
7. ‘Our sweetest songs are those that tell of —‘
✕ romantic love
✔ saddest thought
✕ patriotic feeling
✕ heroic tales
8. what is catastrophe?
✕ The comical end of dramatic events
✔ The tragic end of dramatic events
✕ The comic tragic end of the play
✕ None of the above
9. The word ‘Homogeneous’ means–
✔ of the same kind
✕ of the same place
✕ of the same race
✕ None of the above
10. ‘Protagonist’ indicates–
✕ the villain in a play
✔ the leading character of actor in a play
✕ the clown in a play
✕ the stage -director of a play
11. ‘Ballad’ is —
✕ a kind of short love poem
✕ a kind of short condoling poem
✔ a kind of short narrative poem
✕ a rhyming verse
12. The adjective of the word laugh–
✕ laughable
✕ laugh
✔ laughing
✕ laughingly
13. The soldiers were rewarded for their bravery.
✕ Collective
✕ Common
✕ Material
✔ Abstract
14. Which one of the following is an imperative sentence?
✔ Be quiet and listen to my words
✕ How beautiful the flower is
✕ Do you go to club
✕ I go to school everyday
15. we shall —- the work before he comes.
✕ finish
✔ have finished
✕ finished
✕ be finishing
16. The passive form of the sentence — ” Zuhan said to Zahra, Are you going to Dhaka tomorrow ?”
✕ Zuhan wanted to know whether Zahra would go to Dhaka the next day.
✕ Zuhan enquired from Zahra if she would be going to Dhaka the next day .
✔ Zuhan asked Zahra if she was going to Dhaka the next day.
✕ Zuhan wanted to confirm whether Zahra would be going to Dhaka the next day.
17. Munna said to Zuhan , ‘ I shall come to you tomorrow’. It’s indirect form is —
✕ Munna told Zuhan that he would be going to him the next day.
✔ Munna told Zuhan that he should come to him the next day.
✕ Munna told Zuhan that he should come to him the following day.
✕ Munna informed Zuhan that he would come to him the following day.
18. When I saw her leaving in a hurry, I—- her where she was going —
✕ have asked
✕ was asking
✕ had asked
✔ asked
19. Correct synonym of the word ‘ignite’—
✕ kindle
✔ to set fire
✕ to burn
✕ to burn fire
20. which of the following is a correct sentence?
✕ She denied that she had been written the letter .
✔ She denied that she had written the letter.
✕ She denied that she wrote the letter.
✕ She denied that she has written the letter .
গণিত অংশ
১. ১০ টি সংখ্যার যোগফল ৪৬২ । এদের প্রথম ৪ টির গড় ৫২ এবং শেষ ৫ টির গড় ৩৮ । পঞ্চম সংখ্যাটি কত?
✕ ৫০
✕ ৬২
✕ ৬০
✔ ৬৪
২. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ঃ৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ঃ৫ । বর্তমান কার বয়স কত?
✕ ৫৬ বছর , ৩৪ বছর
✕ ৬৬ বছর , ২৪ বছর
✔ ৫৬ বছর , ২৪ বছর
✕ ৪৬ বছর , ৩৬ বছর
৩. কোনো পরীক্ষায় ৯০% পরীক্ষার্থী ইতিহাসে এবং ৮৫% পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হলো। যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে এবং উভয় বিষয়ে ২২৫ জন পাস করে থাকে, তবে ঐ পরীক্ষায় কতজন অংশগ্রহণ কেরছিল?
✕ ২৫০ জন
✔ ৩০০ জন
✕ ৩৫০ জন
✕ ৪০০ জন
৪. ৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হলে, এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত হবে?
✕ ৬০ টাকা
✔ ৭২ টাকা
✕ ৬২ টাকা
✕ ৭৫ টাকা
৫. কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে -আসলে ৫০০ টাকা হয়। আসল কত?
✔ ৪০০ টাকা
✕ ৪২৫ টাকা
✕ ৪৩০ টাকা
✕ ৪৫০ টাকা
৬. x+y=12 এবং x-y =2 হলে xy এর মান কত?
✕ ২৫
✕ ৭০
✔ ৩৫
✕ ১৪০
৭. কোনো ত্রিভুজের একবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের যোগফলের সমান হলে ত্রিভুজটি হবে-
✔ সমকোণী
✕ সূক্ষ্মকোণী
✕ সমবাহু
✕ স্থুলকোণী
৮. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি-
✕ সরল কোণ
✔ সূক্ষ্মকোণ
✕ পূরক কোণ
✕ স্থুলকোণ
৯. ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্য পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটা সত্য ?
✕ PC=PD
✕ PA=PB
✔ PB=PC
✕ PB=PA
সাধারণ জ্ঞান অংশ
১. ইউরোপের প্রবেশদ্বার —
✔ ভিয়েনা
✕ ব্রাসেলস
✕ ভেনিস
✕ গ্রিস
২. বর্তমানে ইসরাইলের অধিবাসীরা কাদের বংশধর?
✕ পারসীকদের
✔ হিব্রুদের
✕ আরবীয়দের
✕ মিশরীয়দের
৩. ভারতে মোট অঙ্গরাজ্যের সংখ্যা–
✕ ২৪ টি
✔ ২৯ টি
✕ ২৬ টি
✕ ২৮ টি
৪. ইংল্যান্ডে শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয়–
✕ ষষ্ঠদশ শতাব্দীতে
✕ সপ্তদশ শতাব্দীতে
✔ অষ্টাদশ শতাব্দীতে
✕ ঊনবিংশ শতাব্দীতে
৫. ‘প্রিন্সেস ডায়না’ কোন সুরঙ্গ পথে দুর্ঘনায় নিহত হয়?
✕ ইউরো টানেল
✕ আর্লবার্গ
✕ রস্কো
✔ আলমা ডি টানেল
৬. আফ্রিকা মহাদেশের মানচিত্র ‘ Horn of Africa’ তে কোন দেশটি অবস্থিত–
✔ ইথিওপিয়া
✕ নাইজেরিয়া
✕ কেনিয়া
✕ সুদান
৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন–
✕ আইসেন হাওয়ার
✕ জন এফ কেনেডি
✔ রুজভেল্ট
✕ ট্রুমান
৮. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ ওয়াটার লু ‘ কোথায় অবস্থিত —
✕ ইংল্যান্ডে
✕ নেদারল্যান্ডে
✕ ফ্রান্সে
✔ বেলজিয়াম
৯. আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী–
✕ কঙ্গো
✔ নীল
✕ নাইজার
✕ আমাজান
১০. হেরাল্ড ট্রিবিউন পত্রিকা প্রকাশিত হয়–
✔ নিউইয়র্ক থেকে
✕ ওয়াশিংটন থেকে
✕ প্যারিস থেকে
✕ লন্ডন থেকে
১১. গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত?
✔ আটলান্টিক ও প্রশান্ত মাহসাগরকে
✕ উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
✕ ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরকে
✕ ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে
১২. ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ ) -এর একক মুদ্রা চালু হয়েছে–
✔ ১ জানুয়ারি , ১৯৯৯
✕ ১ জুলাই , ১৯৯৯
✕ ১ মার্চ , ২০০০
✕ ১ জুলাই , ২০০০
১৩. লিওনার্দ্যে দ্য ভিঞ্চি কোন দেশের চিত্রকর?
✕ ফ্রান্স
✕ জার্মানি
✔ ইতালি
✕ বেলজিয়াম
১৪. এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়–
✕ জানুয়ারি , ১৯৬৬ থেকে
✔ নভেম্বর , ১৯৬৬ থেকে
✕ ডিসেম্বর , ১৯৬৬ থেকে
✕ জানুয়ারি , ১৯৬৭ থেকে
১৫. কমনওয়েলথ — এর কোন দেশটি যক্তরাজ্যের রাজা বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
✕ কানাডা
✕ সাইপ্রাাস
✕ মরিশাস
✔ অস্ট্রেলিয়া
১৬. রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল —
✕ ১৯১৬ সালে
✕ ১৯১৮ সালে
✔ ১৯১৭ সালে
✕ ১৯১৯ সালে
১৭. সি-১৩০ হচ্ছে একটি–
✕ বোমারু বিমান
✔ একটি পরিবহন বিমান
✕ যাত্রীবাহী বিমান
✕ রকেটবাহী হেলিকপ্টার
১৮. আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয় —
✕ ১৪ ফেব্রুয়ারি
✔ অক্টোবর মাসের সোমবার
✕ ১৪ নভেম্বর
✕ ১৪ ডিসেম্বর
১৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে —
✔ ৭ ডিসেম্বর, ১৯৪১
✕ ১৫ আগস্ট, ১৯৪১
✕ ১৫ আগস্ট, ১৯৪৫
✕ ১৪ফেব্রুয়ারি , ১৯৪৫
২০. ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজ সিংহাসন হারান–
✕ পঞ্চম এডওয়ার্ড
✔ ষষ্ঠ এডওয়ার্ড
✕ সপ্তম এডওয়ার্ড
✕ অষ্টম এডওয়ার্ড
২১. মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান–
✔ ১৯৭৯ সালে
✕ ১৯৮০ সালে
✕ ১৯৯০ সালে
✕ ১৯৯১ সালে
২২. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য–
✕ শিক্ষাক্ষেত্রে সাহাস্য দেয়া
✕ দুর্ততদের সাহায্য দেয়া
✕ শিশুদের সাহায্য দেয়া
✔ মানবাধিকার সংক্ষরণ করা
২৩. টাইটানিক কতটি বিভাগে অস্কার পুরস্কার লাভ করে–
✕ ১০ টি
✔ ১১টি
✕ ১২টি
✕ ১৩টি
২৪. ওলন্দাজরা কখন ভারতে আসেন?
✔ ১৬০২ সালে
✕ ১৫০২ সালে
✕ ১৬০৫ সালে
✕ ১৫৮০ সালে
২৫. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়–
✕ ১৭০০ সালে
✕ ১৭৬২ সালে
✕ ১৭৬৫ সালে
✔ ১৭৯৩ সালে
২৬. বঙ্গবঙ্গ রদ করা হয়–
✕ ১৯০৫ সালে
✔ ১৯১১ সালে
✕ ১৯০৬ সালে
✕ ১৯১৯ সালে
২৭. তৎকালীন পাকিস্তানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে–
✕ ১৯৫৪ সালে
✕ ১৯৫২ সালে
✔ ১৯৫৬ সালে
✕ ১৯৬৬ সালে
২৮. স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করা হয়–
✕ ২৫ মার্চ, ১৯৭১ সালে
✕ ১০ এপ্রিল, ১৯৭১ সালে
✕ ১০ মে, ১৯৭১ সালে
✔ ১৭ এপ্রিল,১৯৭১ সালে
২৯. জাতীয় সংসদে তত্ত্বাবায়ক সরকার বিল পাস হয়–
✕ ২৫ মার্চ, ১৯৯৬
✕ ২৬ মার্চ , ১৯৯৬
✔ ২৭ মার্চ , ১৯৯৬
✕ ২৮ মার্চ, ১৯৯৬
৩০. নিচের কোনটির উপর বাংলাদেশের অবস্থান?
✕ ট্রপিক অব ক্যপ্রিকন
✔ ট্রপিক অব ক্যানসার
✕ ইকুয়েটর
✕ আর্কটিক সার্কেল
৩১. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য —
✕ ৩৩০০ কিমি
✔ ৪১৪৪ কিমি
✕ ৩৫৩৭ কিমি
✕ ৩৭১৫ কিমি
৩২. পাবর্ত্য চট্রগ্রামে মোট কয়টি উপজাতির বসবাস?
✕ ১০টি
✔ ১২টি
✕ ১৩টি
✕ ১৫টি
৩৩. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
✔ কৈলাস
✕ বরাইল
✕ কঞ্চনজঙ্গা
✕ গডউইন অস্টিন
৩৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় —
✕ ১৭ এপ্রিল,১৯৭১
✕ ২৬ মার্চ, ১৯৭৬
✕ ৭ মার্চ, ১৯৭২
✔ ১৬ ডিসেম্বর, ১৯৭২
৩৫. নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে–
✕ বৈদেশিক মুদ্রা
✔ স্বর্ণ
✕ শেয়ার বন্ড
✕ রৌপ্য
৩৬. গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে?
✕ ৫ ঘন্টা
✕ সাড়ে পাঁচ ঘন্টা
✔ ৬ ঘন্টা
✕ সাড়ে ছয় ঘন্টা
৩৭. ‘কেয়ার’ একটি–
✕ বাংলাদেশী এনজিও
✔ আমেরিকান এনজিও
✕ কানাডিয়ান এনজিও
✕ যুক্তরাজ্যের এনজিও
৩৮. গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ–
✕ ২০ বছর
✕ ২৫ বছর
✔ ৩০ বছর
✕ ৩৫ বছর
৩৯. মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান–
✔ ১৯৭৯ সালে
✕ ১৯৮০ সালে
✕ ১৯৯০ সালে
✕ ১৯৯১ সালে
৪০. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য–
✕ শিক্ষাক্ষেত্রে সাহাস্য দেয়া
✕ দুর্ততদের সাহায্য দেয়া
✕ শিশুদের সাহায্য দেয়া
✔ মানবাধিকার সংক্ষরণ করা
৪১. জীবের রাসায়নিক গঠন উপাদান কি?
✕ RNA
✔ DNA
✕ NDA
✕ AND
৪২. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়—
✔ ধমনীর মধ্য দিয়ে
✕ শিরার মধ দিয়ে
✕ স্নায়ুর মধ্য দিয়ে
✕ ল্যাকটিয়ালের মধ্য দিয়ে
৪৩. হৃৎপিন্ডের প্রকষ্ঠের প্রসারণকে বলা হয়–
✕ ফেইলর
✕ কার্ডিয়াক অ্যারেক্ট
✕ কার্ডিয়াক ফেইলর
✔ ডায়াস্টোল
৪৪. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
✕ কার্বন মনোক্সাইড
✕ মিথেন
✔ ক্লোরো ফ্লোরো কার্বন
✕ কার্বন ডাই অক্সাইড
৪৫. শব্দের দ্রুতি প্রতি সেকেন্ডে ৩৩০ মিটার হলে ২৭.৫ মিটার গভীর কোনো কুয়ার কাছে দাঁড়িয়ে হাত তালি দিলে কত সেকেন্ড পর এর প্রতিধ্বনি শোনা যাবে?
✕ ১/৩ সেকেন্ড পর
✔ ১/৬ সেকেন্ড পর
✕ ৩ সেকেন্ড পর
✕ ৬ সেকেন্ড পর
৪৬. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
✕ ইলেকট্রন ও প্রোটন
✕ ইলেকট্রন ও পজিট্রন
✕ নিউট্রন ও পজিট্রন
✔ নিউট্রন ও প্রোটন
৪৭. স্টেইনলেস স্টিলে লোহার সাথে কোন ধাতু মেশানো হয়?
✕ অ্যালুমিনিয়াম ও তামা
✕ তামা্ ও দস্তা
✔ নিকেল ও ক্রোমিয়াম
✕ দস্তা ও অ্যালুমিনিয়া
৪৮. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিন্মচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়—
✕ আয়ন বায়ু
✕ প্রত্যয়ন বায়ু
✕ মৌসুমী বায়ু
✔ নিয়ত বায়ু
৪৯. গ্রাফাইট কোন ধরনের শিলা ?
✔ রুপান্তরিত শিলা
✕ আগ্নেয় শিলা
✕ পাললিক শিলা
✕ জৈব শিলা
৫০. বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটির নাম–
✕ ট্রোপােমন্ডল
✕ আয়নোমন্ডল
✔ স্ট্রটোমন্ডল
✕ এক্সেস্ফীয়ার
৫১. জীবের রাসায়নিক গঠন উপাদান কি?
✕ RNA
✔ DNA
✕ NDA
✕ AND
৫২. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়—
✔ ধমনীর মধ্য দিয়ে
✕ শিরার মধ দিয়ে
✕ স্নায়ুর মধ্য দিয়ে
✕ ল্যাকটিয়ালের মধ্য দিয়ে
৫৩. হৃৎপিন্ডের প্রকোষ্ঠর প্রসারণকে বলা হয়–
✕ সিস্টোল
✕ কার্ডিয়াক অ্যারেক্ট
✕ কার্ডিয়াক ফেইলর
✔ ডায়াস্টোল
৫৪. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
✕ কার্বন মনোক্সাইড
✕ মিথেন
✔ ক্লোরো ফ্লোরো কার্বন
✕ কার্বন ডাই অক্সাইড
৫৫. শব্দের দ্রুতি প্রতি সেকেন্ডে ৩৩০ মিটার হলে ২৭.৫ মিটার গভীর কোনো কুয়ার কাছে দাঁড়িয়ে হাত তালি দিলে কত সেকেন্ড পর এর প্রতিধ্বনি শোনা যাবে?
✕ ১/৩ সেকেন্ড পর
✔ ১/৬ সেকেন্ড পর
✕ ৩ সেকেন্ড পর
✕ ৬ সেকেন্ড পর
৫৬. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
✕ ইলেকট্রন ও প্রোটন
✕ ইলেকট্রন ও পজিট্রন
✕ নিউট্রন ও পজিট্রন
✔ নিউট্রন ও প্রোটন
৫৭. স্টেইনলেস স্টিলে লোহার সাথে কোন ধাতু মেশানো হয়?
✕ অ্যালুমিনিয়াম ও তামা
✕ তামা্ ও দস্তা
✔ নিকেল ও ক্রোমিয়াম
✕ দস্তা ও অ্যালুমিনিয়া
৫৮. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিন্মচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়—
✕ আয়ন বায়ু
✕ প্রত্যয়ন বায়ু
✕ মৌসুমী বায়ু
✔ নিয়ত বায়ু
৫৯. গ্রাফাইট কোন ধরনের শিলা ?
✔ রুপান্তরিত শিলা
✕ আগ্নেয় শিলা
✕ পাললিক শিলা
✕ জৈব শিলা