Dental College (BDS) Admission Test Question and Answer 2006. Bangladesh Dental College, the largest dental educational institution in Bangladesh for BDS (Bachelor of Dental Surgery). All Question with Answer: 1. নিম্নের কোনটি রাশির জন্য সটিক নয় ?
✕ একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করা যায়
✔ সরণ, ওজন, বেগ, ভর,ত্বরন, বল, তড়িৎ প্রাবল্য ইত্যাদিকে সম্পুর্ণরুপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রোয়জন হয়
✕ যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পুর্ণ রুপে প্রকাশ করা হয়, দিক নির্দেশের প্রোয়জন হয় না তাদেরকে স্কেলার রাশি বলে
✕ সংযোগ সুত্র = ভেক্টর বীজগণিতের কতিপয় সুত্রের একটি
2. কোনটি সঠিক ?
✕ ফ্যারাডের সূত্র তাপমাত্রা, চাপ. দ্রাবক এবং দ্রবণের ঘনমাত্রার উপর নির্ভর করে
✕ গ্রুপ-I এর অর্ন্তভুক্ত মৌলগুলোকে মৃৎক্ষারীয় ধাতু বলা হয়
✕ সমস্ফুটন মিশ্রণের উপাদার সমুহকে সাধারণত:পাতন প্রনালীতে পৃথক করা হয়
✔ গ্রুপ-II এর ধাতু সমুহকে নাইট্রেট তাপে বিয়োজিত হলে অক্সাই ও নাট্রোজেন-অক্সাইড উৎপন্ন হয়
3. খাদ্য উৎপাদনকারী উদ্ভিদের জন্য কোনটি সঠিক নয় ?
✕ চিনা এক ধরনের মরুজ ফসল।এর বৈজ্ঞানিক নাম Panicum miliaceum এবং গোত্র Polygonaceae
✕ ধানের প্রজাতি রয়েছে 25টি আর প্রকরণ রয়েছে প্রায় 10000। তারই প্রয় 4000 প্রকরণ বাংলাদেশে রয়েছে
✕ যব-েএর আবাদ সবচেয়ে পুরানো ও আদিম
✔ উচ্ছে বা কয়লা এর বৈজ্ঞনিক নাম Momordica charantia এবং গোত্র Cucurbitacae
4. কে প্রথম প্রাদেশিক শিক্ষা সম্মেলনে (1901 সালে) বাংলা ভাষাকে জাতীয় পর্যায়ে স্বীকার করার আহবান জানান?
✔ মাওলানা আকরাম খাঁ
✕ সৈয়দ নওয়াব আলী চৌধুরী
✕ মুহম্মদ শহীদুল্লাহ
✕ অধ্যাপক এ এস এম নুরুল ভুঁইয়া
5. নিম্নের কোনটি মানদেহের শ্বসনের জন্য সঠিক নয় ?
✔ ফুসফুসের কৈশিক জালিকায় দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ থাকে 107 mm of Hg
✕ গ্লাইকেলাইসিসের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলো মাইটোকন্ড্রিয়ার বাইরে সাইটোসলের মধ্যে পাওয়া যায়
✕ অন্তশ্বসন জৈব রাসায়নিক প্রক্রিয়া
✕ বহিঃশ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় না
6. Choose the best word, to replace the word in italic and underlined for following sentence.”Erosion by the river Meghna has thousand of people homeless in three thanas of Brahmanberia district.”
✕ proviced
✕ returned
✕ centributed
✔ rendered
7. 12 কুলম্ব চার্জকে এক স্থান হতে অন্য স্থানে আনতে কত কাজ করতে হবে যদি বিভব পার্থক্য 500 volt হয়?
✕ 6×106আর্গ
✔ 6×1010আর্গ
✕ 6×108 আর্গ
✕ 6×105 আর্গ
8. আমাদের দেশে যে পর্যায়বৃত্ত প্রবাহ ব্যাবহার করা হয় তা প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে ?
✕ 500
✔ 50
✕ 60
✕ 100
9. নিম্নের কোনটি টিস্যুর জন্য সঠিক নয় ?
✔ স্কেরেনকাইমা প্রত্যক্ষভাবে পানি পরিবহনে সাহয়তা করে।
✕ শীর্ষস্থ ভাজক টিস্যুর বিবাজনের মাধ্যমে ছোট গাছ ক্রমে উচু ও লম্বা হয়
✕ স্থায়ী টিস্যুর কোষপ্রাচীর সাধারণত স্থুল ও মজবুত।
✕ কলা গাছের পাতায় তারকাকৃতির কোষ পাওয়া যায়।
10. নিম্নের কোনটি জৈব যৌগের জন্য সত্য নয় ?
✔ প্রধানত আনিক বন্ধন দ্বারা গঠিত হয়
✕ ইথার ও বেনজিনে দ্রবণীয়
✕ দহনের পর কোন অবশেষে থাকে না
✕ বিক্রিয়ার কৌশল জটিল ও মন্থর গতির হয়
11. Which of the following pair is not of the correct meaning of that idioms ?
✔ Read between the lines: official formalities
✕ By fits and starts: irregularly.
✕ Chip of the old block: a worthy son of a worthy father.
✕ Head and ears: complete.
12. নিচের কোন জোড়াটি, উক্ত দেশের স্বধীনতা আন্দোলনের সঠিক নেতার নাম নয় ?
✕ তাইওয়ান ; চিয়াং কাইশাক
✕ ভেয়েতনাম : হোচিমিন
✕ চিলি : সালভেদর অলেন্দে
✔ পূর্ব তিমুর : জেনারেল অং সাং
13. থার্মোইলেকট্রিক থার্মোমিটারের কার্যকরণ কোনটির ভিত্তিতে প্রতিষ্ঠিত ?
✔ দুইটি ভিন্ন জাতীয় ধাতুর সংযোগ স্থলের তাপের তারতম্যের জন্য তড়িচ্চালক শক্তির উৎপাদন
✕ তাপের দরুণ ধাতুর রোধের পরিবর্তন
✕ তাপের দরুণ গ্যাসের অায়তনের সম্প্রসারণ
✕ তাপের দরুণ তরলের সম্প্রসারণ
14. নিম্নের কোনটি উক্ত যৌগের সঠিক উদাহরণ নয় ?
✔ অসম্পৃক্ত কিটোন ; অ্যাক্রোলিন
✕ অ্যালিফেটিক অ্যালডিহাইড ; ইথান্যাল
✕ অ্যারোমেটিক কিটোন ; বেনজোফেনোন
✕ সস্পৃক্ত অ্যালডিহাইড ; প্রোপান্যাল
15. তড়িৎ রাসায়নিক কোষের জন্য কোনটি সঠিক নয় ?
✔ তড়িৎ রাসায়নিক কোষ হল তড়িৎ শক্তি ব্যয়ী কোষ
✕ তড়িৎ রাসায়নিক কোষের বিক্রিয়া শক্তি বিদ্যুৎ শক্তিতে রুপান্তরিত হয়
✕ গ্যালভানিক কোষ হল তড়িৎ শক্তির উৎপাদী কোষ
✕ গ্যাভানিক কোষের অ্যানোড ঋনাত্মক ও ক্যাথোড ধনাত্মক
16. কোনটি মানবদেহের সারভাইকাল কশেরুকার সটিক বৈশিষ্ট্য নয়?
✔ ভার্টিব্রাল ফোরামের ছোট ও গোলাকার
✕ অ্যাটলাসের ট্রান্সভার্স প্রসেস বড় আকৃতির এবং ফোরামের যু্ক্ত
✕ অ্যাক্সিসের পেডিকল চওড়া ও দৃঢ়
✕ ভার্টিব্রা প্রমিনেন্স এর ট্রান্সভার্স ফোরামেন বড়
17. Which of the following sentence is the appropriate restatement; of this sentence. “Weather Service issued a tornado warning just before a funnel cloud was sighted in the area.”
✕ A tornado warning was issued by Weather Service after a funnel cloud was sighted in the area.
✕ After sighting a funnel cloud. Weather Service issued a tornnado warning
✔ After weather Service issued a tornnado warning, a funnel cloud was sighted in the area.
✕ When they saw a funnel cloud at weather Service, They issued a fornnado warning.
18. জটিল অণুবীক্ষন যন্ত্রে লক্ষ বস্তুকে কি দ্বারা আলোকিত করা হয় ?
✔ অবতল দর্পণ
✕ উত্তল লেন্স
✕ আবতল লেন্স
✕ উত্তল দর্পণ
19. মাইটোসিসের বিভাজনের কোন দশায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিওক্লিওলাসের বিলুপ্তি ঘটে ?
✕ টোলোফেজ
✕ প্রোফেজ
✕ প্রো-মেটাফেজ
✔ মেটাফেজ
20. কোনটি সঠিক নয় ?
✔ নাইট্রাস এসিড শধুমাত্র বিজারণ ধর্ম প্রদর্শন করে
✕ কিটোন অণুতে কার্যকরী মুলক হিসেবে কার্বনিল মূলক উপস্থিত থাকে
✕ ক্ষারযুক্ত পটাশিয়াম মারকিউরিক আয়োডাইডের দ্রবণ দ্বারা অ্যামোনিয়ার উপস্থিতি নিশ্চিতরুপে বোঝা যায়
✕ ফেনল 5% NaOH দ্রবণে দ্রবীভুত হয় কিন্তু 5% NaHCO3দ্রবণে দ্রবীভুত হয় না
21. নিম্নের কোনটি সটিক নয় ?
✔ ’সানরাইজ’ চিত্রটির চিত্রকর ভিনসেন্ট ভ্যানগণ
✕ ’দি লাস্ট সাপার’ চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্যা ভিঞ্চি
✕ মাইকেল অঞ্জেলো ইতালির বিখ্যাত চিত্রকর, ভাস্কর ও কবি
✕ পাবলো পিকাশো স্পেনের বিখ্যাত চিত্রকর
22. বর্ণাব্ধ পুরুষ ও স্বভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের সন্তান হতে পারে-
✔ পুত্র হউক বা কন্যা হউক , স্বভাবিক দৃষ্টি সম্পন্ন
✕ কন্যা বর্ণাব্ধ বাহক
✕ পুত্র ৫০% বর্ণাব্ধ
✕ পুত্র বর্ণাব্ধ
23. কোনটি অনুঘটকের বৈশিষ্ট্যঃ
✕ ইহা বিক্রিয়ার সাম্যাবস্থার অবস্থান পরিবর্তন করতে পারে
✕ অনুঘটক যে কোন বিক্রিয়া য়টায়
✕ বিক্রিয়া শেষে অনুঘটকের মোট ভরের বা গঠনের পরিবর্তন ঘটে
✔ অনুঘটক বিক্রিয়া আরম্ভ করতে পারে না
24. Read the paragraph and answer the question-photosynthesis is a process in which radiant energy from sun is stored as chemical energy , which in turn is used to decompose carbon dioxide and water. The product of their decomposition are recombined into a new compound which successively builds, up into more and more complex organic substances like sugars, starches and cellulose that comprise the plant.The word stored in the paragraph is closest in morning to
✕ specified
✔ retained
✕ converted
✕ discovered
25. একটি টানা তারের দৈর্ঘ্য পরিবর্তন না করে এর উপর পযুক্ত টান চারগুনণ করা হলো।তারের কম্পাঙ্কের পরিবর্তন হবে-
✕ সামান্য পরিবর্তন হবে
✕ চারগুণ
✔ দ্বিগুণ
✕ তিনগুণ
26. কোনটি সঠিক নয় ?
✕ NH3এর শুদ্ধীকরণের জন্য সর্বোত্তম শুদ্ধীকারক হলো CaO
✔ মিথান্যালের 40%-50% জলীয় দ্রবন কে ফরমালিন বলা হয়
✕ অপসারণ বিক্রিয়া যুত বিক্রিয়ার ঠিক বিপরীত
✕ হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের জন্য অত্যানুকুল তাপমাত্রা 450oCথেকে 500oC
27. ভাইরাসের গঠনের বেলায় কোন উক্তিটি সঠিক নয় ?
✕ একটি অকোষীয় রোগ জীবাণু
✕ প্রতিাট ভাইরাসের কেন্দ্রে অবস্থান করে নিউক্লিক এসিড
✕ বাইরে থাকে ক্যাপাসিড বা প্রোটিন আবরণ
✔ একই সাথে থাকে DNA ও RNA
28. Fill in the blanks with appropriate word/preposition.He fell—-in his house and has been in bed —–last two days.
✕ of; for
✔ down ; for
✕ for ; from
✕ of ; from
29. নিম্নের কোন তথ্যটি দ্বিমাত্রিক গতির জন্য সঠিক নয় ?
✔ যেহেতু g একটি ধ্রুবক রাশি অতএব tm∞V0cos0o
✕ অনুভূমিক পাল্লা R=Vo2sin2θ∘g
✕ বাতাসে তীর্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি দ্বিমাত্রিক
✕ বেগ V=Vxi+Vyj
30. নিম্নের কোনটি হাইড্রার জন্য সঠিক নয় ?
✔ সুঁচ দিয়ে হাইড্রাকে খোঁচা দিলে এর দেহের অংশবিশেষ বা সম্পুর্ণ দেহ প্রসারিত হয়
✕ হাইড্রা বিশ্বজনীন মিঠা পানির মুক্তজীবী ও মাংসাশী প্রাণী
✕ লম্বা দুরত্ব অতিক্রমের জন্য হাইড্রা সাধারনত হামাগুড়ির সাহায্যেই চলে
✕ সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে O2 নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যাবহার সংকুচিত হবে
31. ওরাল পেলিও প্রতিষেধক কে আবিষ্কার ককরেন ?
✕ রস
✕ জেনার
✔ সেবিন
✕ কচ
32. আলোর উৎস ও পর্দর মধ্যে নূন্যতম কত দূরত্ব থাকলে একটি উত্তল লেন্স দ্বারা বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি সম্ভব ?
✕ ফোকস দূরত্বের বর্গের সমান
✔ ফোকাস দুরত্বের সমান
✕ ফোকাস দূরত্বের দ্বিগুণ
✕ ফোকস দূরত্বের বেশি
33. গাঢ় HCI এ স্লিক পরিষ্কার প্লাটিনাম তারের মাথায় নমুনা যৌগটিকে লাগিয়ে বুনসেন দ্বীপের জারণ শিখায় উজ্জল সোনালী হলুদ শিখা সৃষ্টি হয়, তবে নমুনা লবণটিতে যেটি আছে-
✕ ক্যালসিয়াম আয়ন
✕ পটাশিয়াম আয়ন
✕ ম্যাগনেসিয়াম আয়ন
✔ সোডিয়াম আয়ন
34. কোনটি ইকোলোজির জন্য সঠিক নয় ?
✕ কারখানার বর্জ পদার্থ যেমন-ফেনল, সয়ানাইড, অ্যামোনিয়া প্রভৃতি পানিকে বিষাক্ত করে তোলে
✕ অধিক বায়ুপ্রবাহে উদ্ভিদের আকার ছোট হয় এবং সরু ও সুঁচালো হয়
✕ আর্গানো ফসফরাস কীটনাশকের প্রভাবে শ্বসকষ্ট, বমি, খিচুনি ও চোখের পিউলি ছোট হয়ে যায়
✔ প্রতি লিটার পানিতে 20 μg এর বেশি ক্যাডমিয়াম থাকলে তা দুষিত ধরা হয়
35. 6×1023 টি অক্সিজেন পরমাণুর ভর কত গ্রাম (g) হবে ?
✕ 44
✔ 16
✕ 31
✕ 32
36. নিম্নে কোনটি মানবদেহের রেচন/রেচনতন্ত্র এর জন্য সঠিক নয় ?
✔ মূ্ত্র দুইট ধাপে সৃষ্টি হয়; অতি পুরস্রাবণ ও সক্রিয় ক্ষরণ
✕ নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থই হচ্ছে রেচন পদার্থ।
✕ মানুষের প্রত্যেক বৃক্কে 10 লক্ষ থেকে 12 লক্ষ নেফ্রন রয়েছে।
✕ সাধারনত মুত্রের pH কিছুটা অম্লিক
37. Determine which of the pairs below has a relationship most simillar to that of the original pair HEART: PUMP
✕ Intestine : twist
✕ Lungs : collapse
✕ Appendix : burst
✔ Stomach : digest
38. শব্দের তিব্রতা ও শব্দেচ্চতা সম্বন্ধে নিম্নের কোন তথ্যটি সঠিক নয় ?
✕ উৎসের আকার বড় হলে শব্দের তিব্রতা বাড়ে
✕ শব্দ সৃষ্টিকারী বস্তুর কম্পন ও বিস্তার বেশি হলে শব্দের তীব্রতা বেশি হয়
✔ উৎসের কম্পাঙ্ক বেশি হলে শব্দের তীব্রতা কম হয়
✕ যে মাধ্যমের মধ্য দিয়ে শ্বদ তরঙ্গ সঞ্চালিত হয় তার ঘনত্ব বেশি হলে শব্দের তীব্রতা বেশি হয়
39. বাড়ির বৈদ্যুতিক লিইনে ব্যাবহৃত ফিউজ সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয় ?
✕ জরুরী সময় সুইচ হিসাবে ব্যাবহার করা যায়
✔ এটি সাধারনত তামা ও লোহার মিশ্রনে তৈরি
✕ এর গলনাঙ্ক প্রায় 300οC
✕ দুর্ঘটনা এরানোর জন্য নিরাপত্তা ফিউজ ব্যাবহার করা হয়
40. যেটি ভাজক টিস্যুর বেলায় প্রযোজ্য-
✕ কোষের নিউক্লিয়াস আকারে অকেক্ষাকৃত ছোট
✔ নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে
✕ এর কোষ গুলো বিভাজনের ক্ষমতা বিবর্জিত
✕ কোষ প্রাচির পুরু ও মজবুত
41. ড.মুহাম্মদ ইউনুসের ক্ষুদ্রঋন প্রকল্পের প্রারম্ভের জন্য কোন তথ্যটি সঠিক নয় ?
✕ ১৯৭৬ সালে
✕ চট্টগ্রামের জোবরা গ্রামে
✕ ৬০ জন সদস্য নিয়ে
✔ প্রত্যেকে নিজ পকেট থেকে ১০০ টাকা করে ঋন দিয়ে
42. নিম্নের কোনটি আদর্শ দ্রবণের জন্য সঠিক নয় ?
✔ আদর্শ দ্রবণের বেলায় ΔvComments