সমাজকল্যাণ মন্ত্রণালয় এর অধীন সমাজসেবা অধিদপ্তর এর উপসহকারী পরিচালক/ সহকারী ব্যবস্থাপক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৫
Deputy Assistant Director / Assistant Manager at Department of Social Services (DSS) under the Ministry of Social Welfare recruitment exam question and answers – 2005
[ad id=’5486′]
পরীক্ষার তারিখঃ ০৫/০৫/২০০৫
Exam held : 05/05/2005
বাংলা অংশ
[ad id=’5488′]
১. ‘জব’ শব্দের অর্থ-
গতিবেগ
শস্যবিশেষ
জবান
নাম জপ করা
২. কোন ধাতুর সাথে পুরুষ ও কালসূচক ক্রিয়া বিভক্তি যোগে সেই ক্রিয়াপদ গঠিত হয়?
দ্বিকর্মক ক্রিয়া
অকর্মক ক্রিয়া
নাম ধাতুর ক্রিয়া
যৌগিক ক্রিয়া
৩. বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়া পদ গঠিত হয় তাকে বলে –
যৌগিক ক্রিয়া
মিশ্র ক্রিয়া
প্রযোজক ক্রিয়া
নাম ধাতুর ক্রিয়া
৪. ‘যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্ট বেটাই চোর ‘- এ বাক্যে হারায় কোন ধাতু?
মৌলিক
প্রযোজক
বিদেশী
সংযোগমূল
৫. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
হুজুরাইন
ধাকুরণ
পাগলী
ডাইনি
৬. নিচের কোনটি আরবি শব্দ?
নামাজ
রোযা
খোদা
হ্জ্জ
৭. অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে?
দেশী
বিদেশী
তৎসম
বাংলা
৮. কার অর্থবাচকতা নেই , অর্থদ্যোতকতা আছে?
সমাসের
কারকের
অনুসর্গের
উপসর্গের
৯. ‘চাকা’ গ্রন্থটির রচয়িতা –
সেলিম আল -দীন
সৈয়দ শামসুল হক
আব্দুল মান্না্ন সৈয়দ
সৈয়দ আলী আহসান
১০. যে উদ্ভিদ একবার মাত্র ফল দিয়ে মরে যায়-
ঔষধি
ওষধি
ওষুধি
ঔষুধি
১১. ‘চক্ষুদান ‘ -এর ব্যঙ্গার্থ কোনটি?
চুরি
চক্ষু লজ্জা
পরের উপকার
দৃষ্টিকোন
১২. ইসমাইল হোসেন সিরাজী’র গ্রন্থ –
দুর্গেশ নন্দিনী
রায় নন্দিনী
নূরনামা
কপাল কুন্ডলা
১৩. ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’ -এর রচয়িতা –
ভানু বন্দ্যোপাধ্যায়
চন্ডীদাস
রবীন্দ্রনাথ ঠাকুর
ভারত চন্দ্র
১৪. ‘মৃগেন্দ্র’ -এর প্রতিশব্দ –
মৃগ
মৃগী
সিংহ
মৃগয়া
১৫. কোথায় যাওয়া হচ্ছে? — এটি কোন বাচ্যের উদাহরণ?
কর্মবাচ্য
ভাববাচ্য
কর্তৃবাচ্য
কর্তৃকর্মবাচ্য
১৬. ‘আগে প্রতি বছর এখানে খেলা হত’ — এ বাক্যে কোন ধরনের অতীতকালের প্রয়োগ লক্ষ্য করা যায়?
সাধারণ অতীতকাল
ঘটমান অতীতকাল
পুরাঘটিত অতীতকাল
নিত্যবৃত্ত অতীতকাল
১৭. ”বাদলের ধারা ” ঝরে ঝর ঝর’ — নিন্মরেখ পদটির কারক ও বিভক্তি কোনটি?
অধিকরণ কারকে দ্বিতীয়া
সম্প্রাদান কারকে চতুর্থী
অপাদানে ষষ্ঠী
কর্মকারকে সপ্তমী বিভক্তি
১৮. কোনগুলো দন্ত্য ধ্বনি?
ত , থ , দ , ধ, ন
প , ফ , ব , ভ, ম
ক , খ, গ , ঘ, ঙ
চ , ছ , জ, ঝ ,ঞ
১৯. ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় —
তদ্ধিতান্ত শব্দ
কৃদন্ত শব্দ
যোগরুঢ় শব্দ
সমাসবদ্ধ শব্দ
২০. মধুসূদন খ্রিষ্টধর্মে দীক্ষিত হন-
১৭৪৩ থ্রিষ্টাব্দে
১৮৪৩ খ্রিষ্টাব্দে
১৯৪৩ খ্রিষ্টাব্দে
১৮৪৪ খ্রিষ্টাব্দে
[ad id=’5492′]
ইংরেজী অংশ
1. Choose the correct antonym of ‘celebrity’–
personality
festivity
nonentity
community
2. Denmark played well, — lost— game.
yet,a
but, the
and ,a
still, the
3. He replied that she — some natural—.
could done, clothes
could wear, flowers
can take, things
can look, scenes
4. Who wrote leaves of Grass?
T S Eliot
Robert Frost
Walt Whitman
Ezra Found
5. Midnight’s Children is written by —
Joseph Conrad
D H Lawrence
Ernest Hemingway
salman Rushdie
6. Choose the correct antonym of the word ‘glowing’
without show
dull
without glitter
boring
7. A rumour went that she— at the examination.
has cheated
had cheated
found cheating
caught cheating
8. Friends not Masters was written by–
Mahatma Gandhi
Jawaharlal Nehru
Z Ali Bhutto
Gen Ayub Khan
9. James Joyce’s famous novel–
Roots
Ulysses
Tom Jones
Rebecca
10. Her recent illness makes her look–
white
off colour
yellow
off white
11. — living in —- of electronics.
They were, a era
She was ,shop
He is, store room
We are, an age
12. Customs differ — country — country.
from , of
in, to
between, and
from, to
13. They fell — retreating army and routed them
down
off
on
out
14. The owls–
bleat
chirp
moo
hoot
15. She drove— the rough road.
in
with
along
within
16. Choose the best end for the sentence- Study tours are–
a vital part of education
basics parts of education
basics of education
relevant section of education
17. Choose the correct sentence
We were discusssing about the whole matter
We were discussing about the whole matter
We were discussing the matter
We were discussing totally about the matter
18. Choose the correct sentence
Two major religions of the world are Christianity and Islam
Two of the major religions of the world are Christianity and Islam
Two among major religions of the world are Christianity and Islam .
Two within the religions of the world are Christianity and Islam.
19. Choose the correct sentence
A snake bite him yesterday
A snake bit him yesterday
A snake bitten him yesterday
A snake beat him yesterday
20. Choose the correct sentence
I wish I was you
I wish I were you
I wish I am you
I wish I are you
[ad id=’5494′]
গণিত অংশ
১. ১০০ থেকে ১১০ এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে?
চারটি
দুটি
তিনটি
একটি
২. চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি তার চালের ব্যবহার এমনভাবে কমালেন যে চাল বাবদ তার ব্যয় অপরিবর্তিত থাকল। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন ?
১৫%
১৮%
২০%
২৫%
৩. এক ব্যক্তি সকালে ৬ কিমি /ঘন্টা বেেগ হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৪ কিমি/ঘন্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে তার ১ ঘন্টা বেশি লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব-
১০ কিমি
১২ কিমি
১৬ কিমি
৮ কিমি
৪. একটি পিপায় দুটি নল সংযুক্ত আছে? প্রথম নলটি খুলে দিলে খালি পিপাটি ২০ মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নলটি খুলে দিলে পরিপূর্ণ পিপাটি ৩০ মিনিটে খালি হয়। দুটি নলই একসাথে খুলে দিলে খালি পিপাটি কত সময়ে পূর্ণ হবে?
৮০ মিনিটে
৯০ মিনিটে
৭০ মিনিটে
৬০ মিনিটে
৫. দুজন পুরুষ ও দুজন মহিলা যে কাজ ছয় দিনে সম্পন্ন করতে পারে, সে কাজ দুজন পুরুষ ও চারজন মহিলা চার দিনে সম্পন্ন করতে পারে। একজন পুরুষ ঐ কাজ কত দিনে সম্পন্ন করতে পারবে?
১৬ দিনে
২৮ দিনে
২৪ দিনে
২০ দিনে
৬. ১ +৩ +৫ +……..+১৯ সমান —
৯৮
১০১
৯৯
১০০
৭. যে বৃত্তের ব্যাস ১৪ মিটার তার ক্ষেত্রফল আসন্ন বর্গমিটারে-
১৫০ বর্গমিটার
১৫২ বর্গমিটার
১৫৪ বর্গমিটার
১৫৬ বর্গমিটার
৮. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার ও প্রস্থ ২৪ মিটার। বাগানের ভিতরে চারিদিকে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল-
২৬৮বর্গমিটার
২৪৮ বর্গমিটার
২০৮ বর্গমিটার
২১৮ বর্গমিটার
৯. ক, খ ও গ এর মধ্য কিছু টাকা ভাগ করা হলো, ক পেল মোট টাকার ১/৪ অংশ ,খ পেল অবশিষ্ট টাকার ১/৬ অংশ গ পেল ১২০ টাকা । মোট টাকার পরিমাণ-
২১৬ টাকা
১৯২ টাকা
২০৮ টাকা
২০০ টাকা
১০. ১৯০ টাকায় একটি দ্রব্য বিক্রয় করাতে ৫% ক্ষতি হলো। বিক্রয়মূল্য কত হলে ৫% লাভ হতো?
২০৫ টাকা
২১৫ টাকা
২১০ টাকা
২২০ টাকা
১১. ৮% সরল মুনাফায় ৬,০০০ টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে ১০,০০০ টাকায় ৩ বছরে ঐ মুনাফা হবে?
১০%
১২%
৯%
৮%
১২. ক যে কাজ ১২ দিনে করে খ সেই কাজ ১৮ দিনে করে। ক কাজটির ২/৩ অংশ করার পর বাকি অংশ খ একা সম্পূর্ণ করল। কত দিনে কাজটি শেষ হলো?
১৬ দিন
১৩ দিন
১৪ দিন
১৫ দিন
১৩. কোনো শ্রেণীর যতজন শিক্ষার্থী প্রত্যেেক ততটি দশ পয়সা করে চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগ্রহ হলো। শিক্ষার্থীর সংখ্যা-
৯০ জন
১৫ জন
৬০ জন
৩০ জন
১৪. দশ টাকায় ছয়টি করে পেয়ারা কিনে প্রতিটি দুই টাকা করে বেচলে শতকরা কত লাভ হবে?
১৫%
১২ ১/২%
১০%
২০%
১৫. তিন ভাইয়ের দুইজন দুইজন করে নেয়া গড় বয়স ২২ বছর , ১৮ ও ১৬ বছর । সবচেয়ে ছোট ভাইয়ের বয়স –
১৪ বছর
১২ বছর
১৩ বছর
১৫ বছর
[ad id=’5488′]
সাধারণ জ্ঞান অংশ
১. বাংলাদেশে আনুমানিক কয়টি উপজাতি বর্তমানে বসবাস করছে?
১০টি
৪৫টি
২৫টি
৩২টি
২. বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কয়টি সংশোধনী আনা হয়েছে?
১২টি
১৩টি
১৪টি
১৬টি
৩. বাংলাদেশের প্রথম ইকোপার্কটি কোথায় স্থাপিত হয়েছে?
সিলেট
রাঙ্গামাটি
সীতাকুন্ডু
খাগড়াছড়ি
৪. ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন কোন ক্ষেত্রে বেশি অবদান রাখছে?
নারী কল্যাণ
শিশুকল্যাণ
বৈবাহিক সংস্কার
পূর্বের তিন ক্ষেত্রেই
৫. বয়স্কভাতা বর্মসূচির প্রচলন করা হয় কত সাল হতে?
১৯৯২
১৯৯৫
১৯৯৮
২০০২
৬. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থ রচনার জন্য নোবেল পুরস্কার পান?
বলাকা
সোনার তরী
মানসী
গীতাঞ্জলি
৭. শুদ্ধ বানান কোনটি?
পূনর্মিলনী
পূর্ণমিলনী
পুনর্মিলনী
পুণর্মিলনী
৮. বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও কোনটি?
ব্র্যাক
গ্রামীণ ব্যাংক
প্রশিকা
আশা
৯. গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
১৯৭৬ সালে
১৯৭৯ সালে
১৯৮৩ সালে
১৯৮৫ সালে
১০. এ দেশে বেসরকারি পর্যায়ে পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয় কবে?
১৯৫০ সালে
১৯৫৩ সালে
১৯৬০ সালে
১৯৭২ সালে
১১. জাতীয় সমাজকল্যাণ পরিষদ গঠিত হয় কত সালে?
১৯৫০
১৯৫৫
১৯৫৪
১৯৫৬
১২. বাংলাদেশের এক নম্বর জাতীয় সামাজিক সমস্যা কোনটি?
দুর্নীতি
সন্ত্রাস
মাদকাসক্তি
জনসংখ্যা বৃদ্ধি
১৩. কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক কে?
মওলানা ভাসানী
আইয়ুব খান
আখতার হামিদ খান
ইব্রাহিম খাঁ
১৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য কে?
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
স্পিকার
প্রধান বিচারপতি
১৫. যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয় কত সালে?
১৯৮০
১৯৬১
১৯৫৫
১৯৪৮
১৬. বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
চাঁদপুর
টঙ্গী
গোদনাইল
মোরাপাড়া
১৭. গ্রামীণ মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম কি?
বার্ড
বিআরডিবি
আরডিএ
আর এস এস
১৮. স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করা হয় কবে?
১৯৬১ সালে
১৯৬২ সালে
১৯৭৪ সালে
১৯৮০ সালে
১৯. বাংলাদেশে সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি পায় কত সালে ?
১৯৪৮
১৯৫৫
১৯৬২
এখন ও স্বীকৃতি পায়নি
২০. সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর কোর্স আছে বাংলাদেশের কয়টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ?
২টি
৩টি
৪টি
৫টি
২১. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
নিউইয়র্ক
ওয়াশিংটন ডিসি
ডেট্রয়েট
ডালাস
২২. বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?
আমাজান
নীলনদ
ভলগা
ইয়াংসিকিয়াং
২৩. কানকুন কোথায় অবস্থিত?
ব্রাজিল
পেরু
কলম্বিয়া
মেক্সিকো
২৪. দুই ইয়েমেন একত্রিত হয় কোন সালে?
১৯৯০
১৯৯১
১৯৯২
১৯৯৩
২৫. ইন্টারপোলের সদর দপ্তর কোথায়?
রোম
ফ্রান্সের লিঁওতে
জেনেভা
নিউইয়র্ক
২৬. তুরঙ্কের মুদ্রার নাম কি?
দিনার
দিরহাম
ডলার
লিরা
২৭. 7 sisters কোন দেশে অবস্থিত?
শ্রীলঙ্কা
পাকিস্তান
ভারত
মিয়ানমার
২৮. সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে?
১৯৭১
১৯৭২
১৯৭৩
১৯৭৪
২৯. কংগ্রেস কোন দেশের আইনসভার নাম?
ব্রিটেন
জার্মানি
ভারত
যুক্তরাষ্ট্র
৩০. WTO কোন সালে গঠিত হয়?
১৯৯০
১৯৯৩
১৯৯৫
১৯৯৬
৩১. কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
AIDS
জলাতঙ্ক
ডিপথেরিয়া
পোলিও
৩২. রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই ?
অণুচক্রিকা
হরমোন
ফিব্রিনোজেন
প্রোথ্রোম্বিন
৩৩. কোন ব্লাড গ্রুপধারী সব গ্রুপকে রক্ত দিতে পারে?
এ
এবি
বি
ও
৩৪. শব্দের তীক্ষ্মতা মাপা হয় কি দিয়ে?
ডেসিবল
অ্যাম্পিয়ার
ক্যালরি
জুল
৩৫. জলজ শামুক, ঝিনুকের খোলক কি দিয়ে গঠিত?
কার্বনেট
সারফেট
ফসফেট
নাইট্রেট
৩৬. কোনটি বায়োগ্যাসের প্রধান কাঁচামাল ?
গোবর ও পানি
খড়কুটা ও পানি
কয়লা ও পানি
মাটি ও পানি
৩৭. নিচের কোনটি যাত্রীবাহী সুপারসনিক বিমান?
ডিসি ১০
বোয়িং ৭০৭
কনকর্ড
বোয়িং ৭৪৭
৩৮. আকাশে বিজলী চমকায় –
মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
দু খন্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে
মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
৩৯. আয়নার পশ্চাতে যে ধাতুটি ব্যবহৃত হয়-
কপার
সিলভার
মার্কারি
জিঙ্ক
৪০. সবচেয়ে মূল্যবান ধাতু-
স্বর্ণ
রৌপ্য
হীরক
প্লাটিনাম
[ad id=’5493′]