একটি বাড়ি একটি খামার প্রকল্পে মাঠ সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮।
পরীক্ষা অনুষ্ঠিতঃ ২৬/০১/২০১৮
বিঃদ্রঃ পরিক্ষাটি ২৬ জানুয়ারী ২০১৮ তারিখে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত সারা দেশে সকল জেলায় একযোগে অনুষ্ঠিত হবে।
মাঠ সহকারী পদে নিয়োগ পরীক্ষার ফলাফল দেখুন
[ad id=’5492′]
ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার ফলাফল দেখুন
বিঃদ্রঃ প্রশ্নপত্রের নিচে সমাধান দেওয়া আছে-
Ektee Bari Ektee Khamar (EBEK) Question Paper and Solution 2018:
[ad id=’5494′]
সমাধানঃ
একটি বাড়ি একটি খামার প্রকল্পের “মাঠ সহকারী/ Field Assistant” পদে নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধানঃ- সেট-গ (২৬-০১-২০১৭)
১. কবি নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? খ. মুক্তি
২. রূপসী বাংলার কবি কাকে বলা হয়? খ. জীবনানন্দ দাশ
৩. ১ বিলিয়ন সংখ্যায় প্রকাশ করতে ১ এর পর কতটি মূন্য লাগবে? গ. ৯টি
৪. Choose the word which never has a plural __ খ. intention
৫. প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? গ. পানামা প্রণালী
৬. ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল –গ. মনস + ঈসা
৭. বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? গ. কামরুল হাসান
৮. One of the boys _____ present. খ. was
৯. ২০১৭ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? ক. Richhard H Thaler
১০. He has no control ____ himself. ঘ. over
১১. একটি চাকার পরিধি ৫ মিটার। ৮০ কিলোমিটার পথ যেতে চাকাটি কত বার ঘুরবে?
১২. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? খ. ১৩৬ তম
১৩. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? ক. পূর্ব জার্মানী
১৪. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত? খ. ১৫
১৫. নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? ঘ. ৫/২১
১৬. What kind of noun is `cattle’? গ. collective
১৭. কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে? খ. আকতার হামিদ খান
১৮. ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ এর রচয়িতা কে? খ. অতুলপ্রসাদ সেন
১৯. এম এস ওয়ার্ডে কাজ করার সময় Ctrl + Home বাটন চাপলে কারসরটি কোথায় যাবে? গ. কারসর ডকুমেন্টের শুরুতে যাবে
২০. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ক. ৮ নং
[ad id=’5486′]
২১. শুদ্ধ বানান কোনটি? গ. মূর্ধন্য
২২. ‘সেরিকালচার’ বলতে কি বুঝায়? ঘ. রেশম চাষ
২৩. বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে? ক. ১৯৯৭ সালে
২৪. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত? খ. ১৮
২৫. কবি রবীন্দ্রনাথের জন্ম কত খ্রিস্টাব্দে? খ. ১৮৬১
২৬. Which one is correct? ঘ. where are you born?
২৭. মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়? ঘ. ৬৮ জনকে
২৮. ০.১ এর বর্গমূল কত? ঘ. কোনটি নয়
২৯. ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে কত জন লোক ঐক কাজ ১ দিনে করতে পারবে? ঘ. ৩০০ জন
৩০. He came to Dhaka with a view to ___a new place.খ. visiting
৩১. বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? গ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
৩২. ১৬.৫ এর ১.৩% কত?
৩৩. ‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? খ. বন + পতি
৩৪. ‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কি? ঘ. সাধু সাজা
৩৫. সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি–পঙক্তি দুটি কার রচনা? খ. মদনমোহন তর্কালঙ্কার
৩৬. Birds of a feather’ means __ গ. persons of same nature
৩৭. ঐতিহাসিক ৬ দফা দাবী প্রণয়ন হয়েছিল– ঘ. ১৯৬৬ সালে
৩৮. এক কথায় প্রকাশ করুন- ‘যা বলা হয়নি’। ক. অনুক্ত
৩৯. ‘বাংলাদেশ স্বপ্ন দেখে’ কাব্যগ্রেন্থের রচয়িতা কে? খ. সামসুর রাহমান
৪০. ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪ ………. ধারার পরবর্তী সংখ্যাটি কত? ক. ৫৫
[ad id=’5488′]
৪১. মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী ব্যক্তি ওডারল্যান্ড কোন দেশের নাগরিক? খ. নেদারল্যান্ড
৪২. ০ হতে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? খ. ৪৯৫০
৪৩. মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ঘ. মাওলানা ভাসানী
৪৪. Honesty is the best policy, এখানে honesty কোন noun? ঘ. Abstract noun
৪৫. ১৫ টাকার ৭% কত? ক. ১.০৫
৪৬. মাদার অফ হিউম্যানিটি কাকে বলা হয়? শেখ হাসিনা
৪৭. মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়েছিল? খ. ৩টি
৪৮. অপারেশন জ্যাকপট কি? ঘ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের অভিযান
৪৯. ১লা আগষ্ট ১৯৭১ ‘দ্যা কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছিল — গ. নিউইয়র্কে
৫০. He was ____ honorary Magistrate শূন্যস্থানে কোনটি বসবে? খ. an
৫১. ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি –ক. সমকোণী
৫২. ‘টাকায় টাকা আনে’ — এ বাক্যে ‘টাকায়’ পদটি কোন কারকে কোন বিভক্তি? গ. অপাদানে ৭মী/ করণকারকে ৭মী
৫৩. ‘গৃহী’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ঘ. সন্ন্যাসী
৫৪. The anti-social elements are still at large এর বঙ্গানুবাদ হচ্ছে — ক. সমাজবিরোধীরা এখনো ধরা ছোয়ার বাইরে
৫৫. জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে পালিত হয় – ক. শিশু দিবস
৫৬. Which one is present perfect tense? খ. I have read
৫৭. ৬% হারে ৯ মাসে ১০,০০০/- টাকার সুদ কত হবে? গ. ৪৫০/- টাকা
৫৮. ৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে সুদের হার বার্ষিক কত হবে? খ. ৫%
৫৯. ত্রিভুজের তিন কোণের সমষ্টি = কত? খ. দুই সমকোণ
৬০. ৬০ মিটার দৈর্ঘ্য বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরো সাইজ কত? গ. ৯মি. ২১ মি. ৩০ মি.
[ad id=’5490′]
৬১. Nafis asked Romel, ‘to go away’ বাক্যটির indirect speech হবে __ ঘ. Nafis said Romel to go away
৬২. বাংলা ভাষার বর্ণের সংখ্যা কত? ক. ৫০টি
৬৩. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা ০.১ মিটার হলে ঐ চৌবাচ্চায় কত ঘনমিটার পানি ধরবে? ঘ. ০.০০১ ঘনমিটার
৬৪. একটি চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে? ঘ. ৫৪০ ডিগ্রি
৬৫. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৬৬. মুক্তিযুদ্ধে কয়জন মহিলা বীরপ্রতীক খেতাবে ভূষিত হন? খ. ২ জন
৬৭. ১৯৭১ সালে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৬৮. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ? গ. সূক্ষ্ণকোণ
৬৯. ‘জয় বাংলা বাংলার জন’ –গানটির গীতিকার কে? গ. গাজী মাযহারুল আনোয়ার
৭০. `To carry coal to new castle’ means –?
৭১. ভানুসিংহ কার ছদ্মনাম? খ. রবীন্দ্রনাথ ঠাকুর
৭২. আমার বন্ধু নাই বললেই চলে- ইংরেজিতে শুদ্ধ অনুবাদ কোনটি? গ. I have few friends
৭৩. ইংরেজিতে অনুবাদ-আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল ক/খ
৭৪. ’সকলের জন্য প্রযোজ্য’–এক কথায় কি হবে? ক. সর্বজনীন ও গ. সার্বজনীন
৭৫. বার্ষিক ৫% হারে ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত? খ. ১৫০ টাকা
[ad id=’5492′]