বাণিজ্য মন্ত্রণালয় এর আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০৭
Executive Officer at the department of Import and Export under the Ministry of Commerce Job Exam Question and Solution 2007
পরীক্ষার তারিখঃ ০২.০২.২০০৭
[ad id=’5486′]
বাংলা অংশ
১. “ক্ষুধিত পাষাণ” কোন সমাস?
বহুব্রীহি
কর্মধারয়
তৎপুরুষ
দ্বন্দ্ব
২. কোনটি উপসর্গ নয়?
প্র
পরা
পরি
আমি
৩. কোনটি শুদ্ধ বানান?
সন্ন্যাসী
সন্যাসী
সন্যাসি
স্বন্যাস
৪. একবার ফল দিয়ে যে গাছ মারা যায়-
ঔষধী
ওষধি
ওষধী
ঔষধি
৫. ”অন্যপুষ্ট” কোন পাখিকে বলা হয়?
কাক
কোকিল
কবুতর
ময়না
৬. ঘোষ ধ্বনি নয় –
গ
ঘ
ঝ
শ
৭. ”অর্ধচন্দ্র” কোন সমাস?
বহুব্রীহি
দ্বন্দ্ব
তৎপুরুষ
কর্মধারয়
৮. ”ভ্রমর” অর্থে কোনটি শুদ্ধ নয়?
মধুলেহ
ভোমরা
মৌমাছি
মধুময়
৯. পাণিনি কে ছিলেন?
ভাষাবিদ
ঋগ্বেদবিদ
বৈয়াকরণিক
ঔপন্যাসিক
১০. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক নয়?
উইলিয়াম কেরি
বিদ্যাসাগর
রামমোহন রায়
রামরাম বসু
১১. জাতীয় সংসদে বাংলাভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস হয়েছে কোন সালে?
১৯৮৬
১৯৮৮
১৯৮৭
১৯৯৬
১২. ”পায়ের আওয়াজ পাওয়া যায়” নাটকের প্রেক্ষাপট-
মুক্তিযুদ্ধের প্রস্তুতি
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট
মুক্তিযুদ্ধের শেষ
দেশ গড়া
১৩. ”ক্রীতদাসের হাসি” -এর রচয়িতা-
আবু জাফর শামসুদ্দীন
আবুল ফজল
শওকত ওসমান
সত্যেন সেন
১৪. ”যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই”- উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায়?
বঙ্কিমচন্দ্র
রবীন্দ্রনাথ
মোহাম্মদ বরকতুল্লাহ
মোতাহের হোসেন চৌধুরী
১৫. জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কবিতা সংগ্রহ-
ধূসর পান্ডুলিপি
ঝরা পালক
রূপসী কাংলা
সাতটি তারার তিমির
১৬. ”দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় নিজ দেশ ত্যাগী কোন বিদেশ ন যায়।” -কবিতাংশটি কার?
কবি আব্দুল হাকিম
মোজাম্মেল হক
কামিনী রায়
রজনীকান্ত সেন
১৭. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
ছায়ানট
বুলবুল
আলেয়া
কুহেলিকা
১৮. রবীন্দ্রনাথ ঠাকুর “নাইট” উপাধি ত্যাগ করেন-
১৯১৩
১৯১৫
১৯১৭
১৯১৯
১৯. ”সুধাকর” সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন-
মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
মুন্সি মোহাম্মদ মেহের উল্লাহ
শেখ আব্দুর রহিম
ইসমাইল হোসেন সিরাজী
২০. ”শকুন্তলা” কার লেখা গ্রন্থ?
উইলিয়াম কেরি
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রামরাম বসু
চন্ডিচরণ মুন্সি
[ad id=’5490′]
ইংরেজী অংশ
1. I have no objection to —- your story again.
hear
have heard
hearing
be heard
2. The plural form of “mouse” is
mouses
mice
mousse
mices
3. I wish the prices of the essential commodities —- come down soon.
would
will
should
can
4. It is high time we —- the place.
leave
have left
are leaving
left
5. One who is a specialist in heart and its diseases is —-
a pharmacologist
an opthalmologist
a cardiologist
a neurologist
6. Your conduct admits —- no excuse.
of
to
for
at
7. The verb form of “danger” is—-
dangle
endanger
dangerous
dangerously
8. Mr. Alam’s face lit up like the sun. This sentence means that Mr. Alam was —-
kind
shy
confused
happy
9. I —- him for five years.
know
am knowing
have known
have been knowing
10. Milk is —— food.
nutritional
nutrient
nutritive
nutritious
11. Which one of the following is a simple sentence?
Th headmaster of our school is always ready to help the students
Do or die
I know the man who came here
The boy who came here is my brother
12. He prevented me —— going there
on
from
to
of
13. “Flora” means —-
clabrate decoration with flowers
all the flowers of an area
a garland of flowers
all the plants of an area
14. He worked —– to complete his —- assignment on time. Which of the following sets of words would complete the sentence?
steadily, research
steady, reasearch
steadily, researching
steady, researches
15. Would you be so kind —– to keep me informed?
that
enough
as
much
16. “Corpus” means —
a dead body
a collection of written texts
red or white cells in blood
one of the technical branches of an army
17. A person who writes dictionaries is a —-
lexicographer
linguist
dictator
dictionary writer
18. —– eggs were served to the players.
Boil
Boiled
To boil
Boiling
19. If I lived near my office —- in time for work.
I would be
I shall be
I will be
I were
20. Which one of the following has the right spelling?
Millenniam
Millenium
Milenium
Millennium
[ad id=’5493′]
গণিত অংশ
১. কোনো শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায় এবং 80 জন গণিতে পাস করেছে। 75 জন উভয় বিষয়ে পাস করলে কত জন উভয় বিষয়ে ফেল করেছে?
5
3
2
1
২. ২০ থেকে ১০০ -এর মধ্যবর্তী কতটি মৌলিক সংখ্যা আছে?
১৭টি
১৫টি
১৩টি
১১টি
৩. 5+8+11+14+ …. ধারাটির কোন পদ 302?
60 তম পদ
70 তম পদ
90 তম পদ
100 তম পদ
৪. 2+6+18+ …. ধারাটির আটটি পদের সমষ্টি নির্ণয় করুন।
6560
6550
6540
6530
৫. এক টাকায় তিনটি করে আম ক্রয় করে এক টাকায় ২টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
৩০%
৪০%
৫০%
৫৫%
৬. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
৫০ লিটার
৬০ লিটার
৭০ লিটার
৮০ লিটার
৭. একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠছে। বানরটি ১ মিনিটে ৪ ফুট উপরে উঠে কিন্তু পরের মিনিটে ৩ ফুট নিচে নেমে যায়। বাঁশটি ২০ গজ লম্বা। হলে এর শেষ প্রান্তে উঠতে বানরটির কত সময় লাগবে?
১১১ মিনিট
১১২ মিনিট
১১৩ মিনিট
১১৫ মিনিট
৮. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ মিটার কম এবং প্রস্থ ৩ মিটার অধিক হলে ক্ষেত্রফল ৯ বর্গমিটার কম হয়। আবার দৈর্ঘ্য ৩ মিটার এবং প্রস্থ ২ মিটার বেশি হলে ক্ষেত্রফল ৬৭ বর্গমিটার বেশি হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 11 মিটার
দৈর্ঘ্য 17 মিটার, প্রস্থ 9 মিটার
দৈর্ঘ্য 19 মিটার, প্রস্থ 7 মিটার
দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার
৯. কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ 12 সেমি এবং পরিসীমা 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন।
24 বর্গ সেমি
27 বর্গ সেমি
28 বর্গ সেমি
30 বর্গ সেমি
১০. একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার ঠিক উত্তর দিকে গেল এবং সেখান থেকে 5 কিলোমিটার ঠিক পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A থেকে কত দূরে থাকবে?
17 কিলোমিটার
15 কিলোমিটার
14 কিলোমিটার
13 কিলোমিটার
১১. যেসব স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। তাদের সেট নির্ণয় করুন।
{20, 85}
{25, 95}
{30, 100}
{35, 105}
১২. ৭২ সংখ্যাটির কয়টি ভাজক আছে?
১০টি
১২টি
১৪টি
১৬টি
সাধারণ জ্ঞান অংশ
১. বাংলাদেশে উপজেলা কয়টি?
৪৭৬
৪৮৬
৪৫৯
৪৯২
২. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
ঘানা
মরক্কো
পর্তুগাল
দক্ষিণ কোরিয়া
৩. ADB-এর সদর দপ্তর কোথায়?
কুয়ালালামপুর
ম্যানিলা
ব্যাংকক
জেনেভা
[ad id=’5494′]
৪. ”ইস্টার্ন নিউজ এজেন্সি” কোন দেশের সংবাদ সংস্থা?
জাপান
ভারত
বাংলাদেশ
পাকিস্তান
৫. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন-
উ থান্ট
ট্রিগভেলি
দাগ হ্যামারশোল্ড
কুর্ট ওয়াল্ডহেইম
৬. ডুমা কোন দেশের পার্লামেন্ট?
সুইডেন
জার্মানি
রাশিয়া
নেদারল্যান্ড
৭. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
ফ্লোরিডা
পক
জিব্রাল্টার
বেরিং
৮. জন্যসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
বাংলাদেশ
পাকিস্তান
সৌদি আরব
ইন্দোনেশিয়া
৯. সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন-
পার্ল এস বাক
জাঁ পল সার্ত্রে
সল বেলো
উইনস্টন চার্চিল
১০. ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ-
সৌদি আরব
লেবানন
মিশর
তিউনিশিয়া
১১. কোন মার্কিন প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি?
জর্জ ওয়াশিংটন
আব্রাহাম লিংকন
বেঞ্জামিন হ্যারিসন
রুজভেল্ট
১২. আইফেল টাওয়ারের উচ্চতা কত?
৯৮৫ ফুট
১০৬৩ ফুট
৯৮৫ মিটার
৮৮৫ মিটার
[ad id=’5486′]
১৩. আইরিন খান কোন আন্তর্জাতিক সংস্থার প্রধান?
আান্তর্জাতিক শ্রম সংস্থা
ইউনিসেফ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
১৪. চীনের মুদ্রার নাম কি?
ইয়েন
ইউয়ান
ফ্রাঁ
রিয়াল
১৫. ভায়াগ্রা কি?
একটি জলপ্রপাত
নতুন একটি ওষুধ
সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
নতুন জাহাজের নাম
১৬. বিশ্বে প্রথম টেস্টটিউব বেবি জন্ম হয়-
আয়ারল্যান্ড
জাপান
ফ্রান্স
ইংল্যান্ড
১৭. পৃথিবীতে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোন দেশে?
কিউবা
কলম্বিয়া
অ্যাঙ্গোলা
ব্রাজিল
১৮. ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি?
মলি
জেনি
ডলি
টমি
১৯. ”এলাম, দেখলাম, জয় করলাম” কথাটা বলেছেন-
আলেকজান্ডার দ্য গ্রেট
জুলিয়াস সিজার
নেপোলিয়ান
হিটলার
২০. ”AIDS” রোগ হলো-
Antibody Infection Disease Symptom
Antibody Infection Disease Syndrome
Aequired Infection Disease Syndrome
Acquired Immune Deficiency Syndrome
২১. ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
ভারত ও পাকিস্তান
চীন ও ভারত
চীন ও রাশিয়া
পাকিস্তান ও আফগানিস্তান
২২. বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন?
এম. আর ফরিদ উদ্দীন
এস. এম. শরীফ আহমেদ
এ. এইচ. আনোয়ারুল ইসলাম
এ. এন হাদিুল্লাহ
২৩. বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কত জন?
৩১
৩২
৩৩
৩৪
২৪. সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে?
১৯৯০
১৯৯১
১৯৯২
১৯৯৩
২৫. বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
৩৪তম
৩৩তম
৩২তম
৩১তম
২৬. ড. মোঃ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?
দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে
সচ্ছল বাংলাদেশের সন্ধানে
স্বনির্ভর স্বদেশের সন্ধানে
দারিদ্র্যহীন বিশ্বের প্রয়াসে
২৭. গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
১৯৮১
১৯৮৩
১৯৮২
১৯৮৪
২৮. ন্যায়পাল নিয়োগের বিধান রাখা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে?
২৩
৭৭
৪৭
৫৪
২৯. বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচিত হয় কত সালে?
১৯৭৩
১৯৭১
১৯৭২
১৯৭৫
৩০. বাংলাদেশে প্রথম গ্যাসফিল্ড আবিষ্কৃত হয় কত সালে?
১৮৫৫
১৮৬৫
১৯৫৫
১৯৬৫‘
৩১. আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম?
৯০তম
১১০তম
৯৬তম
৮৮তম
৩২. RAB গঠিত হয় কোনটির সংস্কার দ্বারা?
ল’ এনফোর্সমেন্ট অ্যাক্ট, ১৯৭৯
স্পেশাল ফোর্সের অ্যাক্ট, ১৯৯১
এলিট ফোর্সেস অ্যাক্ট, ১৯৮৪
পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট, ১৯৭৯
৩৩. দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে-
৩০ শতাংশ
৩৩ শতাংশ
৪০ শতাংশ
৩৯ শতাংশ
[ad id=’5488′]
৩৪. ”মৈমনসিংহ গীতিকা” কটি ভাষায় অনূদিত?
১০
১৩
২০
২৩
৩৫. “Let there be light” চলচ্চিত্রটির পরিচালক কে?
চাষী নজরুল ইসলাম
ফেরদৌস হায়দার
জহির রায়হান
তারেক মাসুদ
৩৬. বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে?
১৯৮৫
১৯৮৬
১৯৮৭
১৯৮৮
৩৭. ”বাঙালী জাতীয়তাবাদের” পরিবর্তে “বাংলাদেশী জাতীয়তাবাদ” প্রবর্তিত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে?
চতুর্থ
পঞ্চম
ষষ্ঠ
সপ্তম
৩৮. বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে সংবিধানের কোন সশোধনীর মাধ্যমে?
দশম
একাদশ
দ্বাদশ
ত্রয়োদশ
৩৯. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
এ. এস.এম. সায়েম
এ. এইচ. এম. আব্দুর রউফ
সৈয়দ জে. আর মোদাচ্ছির হোসেন
এম. জে. মোস্তফা রায়হান
৪০. বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রথম মহিলা সদস্য কে?
সুফিয়া বানু
রাজিয়া বানু
রোকেয়া বানু
সুফিয়া খাতুন