Who gave the nicknames or pseudonyms of poets, literary, political and famous people.
There are numerous personalities in Bengali literature, political arena and social reforms. They received many titles or recognition’s for their work and contributions in various fields. We may know the surnames of famous people, but many do not know the reason for who gave these titles. Here, some information has been revealed to you.
১) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে “বিশ্বকবি” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ পন্ডিত রোমান ক্যাথলিক ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
২) প্রশ্নঃ শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু ” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ তোফায়েল আহমেদ।
৩) প্রশ্নঃ বিহারীলাল চক্রবর্তীকে “ভোরের পাখি” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৪) প্রশ্নঃ রাম মোহন রায় কে “রাজা” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ দ্বিতীয় আকবর (মোঘল বাদশা)
৫) প্রশ্নঃ চিত্তরঞ্জন দাশ কে “দেশবন্ধু” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ বাংলার জনসাধারণ।
৬) মুকুন্দরাম চক্রবর্তী কে “কবিকঙ্কন” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ জমিদার রঘুনাথ রায়।
৭) প্রশ্নঃ ভারত চন্দ্র কে “রায়গুনাকর” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
৮) প্রশ্নঃ আব্দুল করিম কে “সাহিত্য বিশারদ” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ চট্টল ধর্মমন্ডলী (১৯০৯)
৯) প্রশ্নঃ আব্দুল করিম কে “সাহিত্য সাগর” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ নদীয়ার সাহিত্য সভা (১৯২০)
১০) প্রশ্নঃ দেবেন্দ্রনাথ ঠাকুর কে “মহর্ষি” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ ব্রাহ্ম সমাজ।
১১) প্রশ্নঃ দীনেশ চন্দ্র সেন কে “রায় বাহাদুর” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ ভারত সরকার।
১২) প্রশ্নঃ গোলাম মোস্তফা কে “কাব্য সুধাকর” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ যশোর সাহিত্য পরিষদ।
১৩) প্রশ্নঃ মালাধর বসুকে “গুনরাজ খান” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ শামসুদ্দীন ইউসুফ শাহ্।
১৪) প্রশ্নঃ সুফিয়া কামাল কে “জননী সাহসিকা” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ বাংলার মানুষ
১৫) প্রশ্নঃ ঈশ্বর চন্দ্র গুপ্ত কে “খাঁটি বাঙ্গালী” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১৬) প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কে “বিদ্রোহী” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ পরিচিতজনরা। (উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা)
১৭) প্রশ্নঃ গোবিন্দ দাস কে “দ্বিতীয় বিদ্যাপতি” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ বৈষ্ণব পদকর্তা বল্লভ দাস ।
১৮) প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র কে “বিদ্যাসাগর” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ সংস্কৃত কলেজ।
১৮) প্রশ্নঃ জীবনানন্দ দাশ কে “নির্জনতার কবি” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ বুদ্ধদেব বসু।
১৯) প্রশ্নঃ ফয়জুন্নেসা কে ” নওয়াব” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ ব্রিটিশ সরকার।
২০) প্রশ্নঃ প্যারীচাঁদ মিত্র কে “ডিফেন্স অব বেঙ্গল” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ পাদ্রি লঙ।
২১) প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে “সাহিত্য সম্রাট” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ সাহিত্যের রসবোদ্ধারা।
২২)প্রশ্নঃ বসন্ত রঞ্জন রায় কে ” বিদ্যাবল্লভ” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ নবদ্বীপেরর ভুবনমোহন চতুস্পাঠীর অধ্যক্ষ।
২৩) প্রশ্নঃ বিবেকানন্দ কে “স্বামী” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ ক্ষেত্রীর রাজা অজিত সিং।