খাদ্য অধিদপ্তর এর অধীন খাদ্য/উপ-খাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১১
Food / Sub-food Inspector under the Directorate General of Food Job exam Question and Solution 2011
[ad id=’5488′]
পরীক্ষার তারিখঃ ২৩.১২.২০১১
Exam Date: 23.12.2011
বাংলা অংশ
১. বাংলা ভাষার পূর্ববর্তী স্তর এর নাম কি?
প্রত্ন বাঙ্গাল
প্রত্ন উড়িয়া
প্রাকৃত
বৈদিক ভাষা
২. কোন শাসনামলে বাংলা লিপির স্থীয়ীরুপ তৈরি করে করে অক্ষর গঠনের কাজ শুরু করা হয় ?
সেন আমলে
গুপ্ত আমলে
পাঠান আমলে
পাল আমলে
৩. মীর মশাররফ হোসেনের বিষাদসিন্ধু একটি ?
আত্মজীবনী
কাব্যগ্রন্থ
উপন্যাস
প্রবন্ধ সংকলন
৪. চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ?
হরপ্রসাদ শাস্ত্রী
সুকুমার সেন
মুহম্মদ শহীদুল্লাহ
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৫. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” – এই বিখ্যাত পঙক্তিটি কার রচনা?
বড় চন্ডীদাস
ভারতচন্দ্র
ময়ূরভট্ট
ভাড়ু দত্ত
৬. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
বেগম সুফিয়া কামাল
মহাশ্বেতা দেবী
পাদ্মাবতী
চন্দ্রাবতী
৭. ‘শূন্যপুরান’ গ্রন্থটির রচয়িতা কে ?
রামাই পণ্ডিত
ময়ূরভট্ট
হুলায়দ মিশ্র
ভারতচন্দ্র
৮. মৃত্তিকা দিয়ে তৈরি- এক কথায়
মৃন্ময়
মেটেল
চিন্ময়
মন্ময়
৯. মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষ উল্লেখযোগ্য অবদান কোনটি ?
লোক সাহিত্য
পুঁথি সাহিত্য
বাংলা গীতিকা
রোমান্টিক প্রণয়োপাখ্যান
১০. নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনিমূলক উপন্যাস ?
শুভদা
দত্তা
শ্রীকান্ত
পথের দাবী
১১. “পায়ের আওয়াজ পাওয়া যায়” নাটকটি কার রচনা?
রশীদ করিম
সৈয়দ শামসুল হক
নুরুল মোমেন
সেলিনা হোসেন
১২. ‘কালের কলস’ কাব্য গ্রন্থের রচয়িতা কে?
আল মাহমুদ
শামসুর রাহমান
শহীদ কাদেরী
রফিক আজাদ
১৩. নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয় ?
ধ্বনিতত্ত্ব
ভূ তত্ত্ব
রুপতত্ত্ব
বাক্যতত্ত্ব
১৪. ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরুপে ব্যবহৃত হয় ?
কথ্যরীতি
আঞ্চলিক
সাধু
চলিত
১৫. নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি ?
ঘ
ঠ
প
থ
১৬. পুরুস্কার এর সন্ধিবিচ্ছেদ করুন ?
পুর+কার
পর+স্কার
পুরঃ+কার
পুরসঃ+কার
১৭. নিচের কোনটি একটি দেশী শব্দ?
আনারস
চন্দ্র
কষ্ট
কুলা
১৮. ‘পাতিহাস’ শব্দটি তে ‘পাতি’ উপসর্গটি কি অর্থ বোঝায় ?
বড়
ছোট
মন্দা
বিপ্সা
১৯. নন্দিনী এর প্রতিশব্দ কোনটি ?
মিনাক্ষী
তনয়া
সুন্দরী
ননদিনী
২০. ঢাকের কাঠি বাগধারার অর্থ কি?
সাহায্যকারী
বাদক
তোষামুদে
কৃপণ
[ad id=’5490′]
ইংরেজী অংশ
1. I would like ______ information
A
An
Some
A piece
2. Where is the _______ post office?
Nearest
Most near
More near
Nearer
3. I _______ a reply to my letter in the next few days.
Write
expect
wait
get
4. Raju ______ here yesterday.
Come
Came
Will come
Has come
5. I prefer tea _______ coffee
For
Than
From
To
6. CHARLATAN(Match the closest meaning that correspond to the quotations word)
Bilingual
deserter
Imposter
Revamp
7. COMPENSATION (Match the closest meaning that correspond to the quotations word)
Satisfiction
Admission
Compromise
Reward
8. BENEVOLENT(Match the closest meaning that correspond to the quotations word)
Compassionate
Compromise
Honorarrium
Disgraceful
9. BIZARE (Match the closest meaning that correspond to the quotations word)
Strange
Calamity
Fatal
Naive
10. LINGUIST(Match the closest meaning that correspond to the quotations word)
Absconder
Swinder
Polyglot
Knowledgeable
11. These two temples are probably the two oldest surviving concrete erections in Old Dhaka,”Both dating” back at least two hundread years.(Match the best alternative that correspond to the quotations word)
Both dating
Both of which have dated
And each has dated
And each one dating
12. Unlike the many winter vegetables that have tought leaves and thus require a lengthy cooking time,”Those of csbbage need little cooking time”(Match the best alternative that correspond to the quotations word)
Those of cabbage need little cooking time
Cabbage needs little cooking time
Cabbage need little cooking time
Those of cabbage needs little cooking time
13. The population of Bangladesh has been steadily increasing for decades, “and it will probably have what is estimated as 220” million people by 250
It will probably have what is estimated as
They are likely to have
the country will probably
There will probably be
14. Natural slection operates whenever individuals of one genetic composition are better at reproducing than “That of others”as charles Darwin observed
That of others
The other
Another
Those of another
15. May physician has told me that stomach ulcres are “not caused by stress ,alcohol,or rich foods” but a bacterium that dwells in the mucous lining of the stomach.(Match the best alternative that correspond to the quotations word)
Not caused by stress ,alchol, or rich foods, but
Not caused by stress ,alchol, or rich foods or but
Caused not by stress,alchol,or rich foods but by
Caused not by stress,alcohol and rich foods but
16. Identify the correct speeling-
Psychology
psycology
sychology
Tsychology
17. Identify the correct speeling-
Enthusiastic
Enthoustic
Enthosuastic
Enthaustsiastic
18. Identify the correct speeling-
Precedence
Presedence
presidence
presedence
19. Identify the correct speeling-
paleontology
paletonology
paleteonology
palioteontology
20. Identify the correct speeling-
taxidarmist
taxydermist
Taxidermist
taxidermist
[ad id=’5493′]
গণিত অংশ
১. একটি বড় বাক্সের মধ্যে ৫টি বাক্স আছে ও তার প্রত্যেকটির মধ্যে ৫টি করে ছোট বক্স আছে। মোট বক্সের সংখ্যা কত?
২৫টি
৩০টি
৩৩টি
৩১টি
২. একটি চৌবাচ্চায় তিনটি নল দিয়ে ৮,১২ ও ২৪ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
৩ঘন্টা
৪ঘন্টা
৫ঘন্টা
৬ঘনটা
৩. বিশেষ ক্রমানুযায়ী সাজানো ১১,১৩,১৯,২৯,৪৩,৫৯….. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত ?
৭৪
৭৭
৭৯
কোনটিই নয়
৪. ৯,৮০০ টাকা ২ঃ৩ঃ৪ঃ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে?
২১০০টাকা
২২০০টাকা
৩৫০০টাকা
৭০০টাকা
৫. গমের মূল্য ১৫% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজি গমের বর্তমান মূল্য কত?
৬টাকা
৭টাকা
৮টাকা
৯টাকা
৬. কোন ব্যবসায় ক,খ,গ এর মূলধন যথাক্রমে ৩২০,৪০০ এবং ৪৮০টাকা। ব্যবসায় ৩০০ টাকা লাভ হলে ক অপেক্ষা গ কত টাকা বেশি পাবে ?
৬০টাকা
৮০টাকা
১২০টাকা
৪০টাকা
৭. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক চতুর্থাংশ উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুন?
২গুন
৪গুন
৮গুন
১৬গুন
৮. টাকায় এক ডজন কলা বিক্রি করায় ২০% ক্ষতি হয়। ৬০% লাভ করতে হলে টাকায় কয়টি কলা বিক্রি করতে হবে?
৬টি
৭টি
৮টি
৯টি
৯. একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট ৭৯৭ থেকে তত বড়। সংখ্যাটি কত?
৮৯৭
৮৯৮
৮৯৯
৯০০
১০. শতকরা বার্ষিক কত হার সুদে ৪৫০টাকার ১৭ বছর এর সুদ ৪৫৯ টাকা হবে?
৩%
৪%
৫%
৬%
১১. একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০টাকা বেশি হলে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
২৮০টাকা
৩০০টাকা
৩৮০টাকা
৪০০টাকা
১২. একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত?
১০৯মিটার
১২০মিটার
১৪০মিটার
১৫০মিটার
১৩. ৩টি ঘোড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান এবং ২টি গরুর মূল্য ৩টি গাধার মূল্যের সমান। ১টি ঘোড়ার মূল্য ৭৫০০ টাকা হলে ৫টি গাধার মূল্য কত?
১৫০০০টাকা
২২৫০০টাকা
৩০০০০টাকা
৩১০০০টাকা
১৪. নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে ঘন্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি. । নদীপথে ৭২ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?
৮ঘন্টা
৯ঘণ্টা
১০ঘন্টা
১২ঘন্টা
১৫. ৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
৬টি
৮টি
৯টি
১০টি
১৬. নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর ৪৩ ?
২১ এবং ২২
২২ ও ২৩
২৩ ও ২৪
২৪ ও ২৫
১৭. তিন দিনে একটি কাজের ১/২৯ অংশ শেষ হলে ঐ কাজের তিন গুন কজ করতে কত দিন লাগবে?
২৯ দিন
৮৭ দিন
২৬১দিন
৩০০দিন
১৮. কালাম সাহেব তার স্ত্রীর থেকে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের ৪গুন । ৫বছর পর ছেলের বয়স ১২ বছর হলে ৩বছর পরে কালাম সাহেবের বয়স কত হবে?
২৮বছর
৩৪বছর
৩৭ বছর
৩৯ বছর
১৯. ২৫ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত ৪:১। গহনাটিতে আর কতটুকু সোনা মিশালে এতে সোনা ও তামার অনুপাত ৫:১ হবে?
৫গ্রাম
৬গ্রাম
১০গ্রাম
২০গ্রাম
২০. ক ও খ এর মানের গড় ৯ এবং গ এর মান ১২ হলে ক, খ ও গ এর মানের গড় কত হবে?
৬
৯
১০
১২
[ad id=’5486′]
সাধারণ জ্ঞান অংশ
১. সম্প্রতি বাংলাদেশ মহিলা ক্রিকেট দল কোন দেশকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে?
ওয়েস্ট ইন্ডিজ
যুক্তরাষ্ট্র
ভারত
অস্ট্রেলিয়া
২. বর্তমানে কোন দেশ বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে?
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
জাপান
স্পেন
৩. বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
দিনাজপুর
জয়পুর হাট
রংপুর
ঈশ্বরদী
৪. সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার ?
৩৭.৫০ মিটার
৩৫ মিটার
৩০ মিটার
২১.৫০ মিটার
৫. বাংলাদেশের সর্ব উত্তরের থানা কোনটি?
শিবগঞ্জ
থানচি
তেতুলিয়া
টেকনাফ
৬. নিচের কোনটি বাংলা লিখার সফটওয়্যার
অভ্র
বিজয়
সুতনী
ক ও খ
৭. বাংলাদেশের শীতলতম মাস কোনটি ?
ডিসেম্বর
জানুয়ারী
ফেব্রুয়ারি
নভেম্বর
৮. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত কারী নদী কোনটি ?
কর্ণফুলী
হালদা
সাঙ্গু
নাফ
৯. পাট উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি ?
বাংলাদেশ
চীন
ভারত
মিশর
১০. কোন গাছের কাঠ হতে দিয়াশলাইয়ের কাঠি তৈরি হয়?
গরান
গেওয়া
ধুন্দল
চাপালিশ
১১. বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় ?
চট্টগ্রাম
নরসিংদী
দিনাজপুর
যশোর
১২. যমুনা সার কারখানায় উৎপাদিত সার এর নাম কি ?
ইউরিয়া
এমপি
টিএসপি
কম্পোস্ট
১৩. বাংলাদেশের সবচাইতে ঘনবসতি পূর্ণ জেলা কোনটি?
কুমিল্লা
ঢাকা
ময়মনসিংহ
চট্টগ্রাম
১৪. নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ?
পাদ্মা
রূপসা
মেঘনা
পসুর
১৫. বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ‘ চিন্তা ও বিবেকের’ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?
৩৯
৩১
৩৫
৪১
১৬. বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর মাস্কটের নাম কি?
রাগবি
স্টাম্পি
ফিভারনোবা
উইকি
১৭. সম্প্রতি ভূমিকম্পের কারণে জাপানের কোন পারমানবিক কেন্দ্র থেকে তেজক্রিয়তা ছড়িয়ে পড়েছে?
হুন্দাই
ইয়াঞ্জিং
ওসাকা
ফুকুশিমা
১৮. নব গঠিত রংপুর বিভাগে কতটি জেলা রয়েছে ?
৪টি
৬টি
৭টি
৮টি
১৯. কোন বাংলাদেশি প্রথম এভারেস্ট জয় করেন?
অমর্ত্য সেন
মুসা ইব্রাহিম
মুহাম্মদ ইউনুস
ব্রজেন দাস
২০. বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি?
এনা
ইউ এনবি
আবাস
বাসস
২১. জাতিসংঘের কোন মহাসচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন?
কফি আনান
বান কি মুন
উ থান্ট
ট্রীগভেলী
২২. কম্পিউটার এর প্রিন্টার কোন ধরনের ডিভাইস?
আউটউট
ইনপুট
স্টোরেজ
মেমরি
২৩. ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ?
ব্রাজিল
ইংল্যান্ড
জার্মানি
ফ্রান্স
২৪. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
১৩০
১৩৪
১৩৬
১৬৬
২৫. সার্কভুক্ত দেশের সংখ্যা কতটি ?
৬
৭
৮
৯
২৬. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
ইরান
সৌদি আরব
কুয়েত
ইরাক
২৭. আয়তনে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
কাস্পিয়ান
লেক সুপিরিয়র
ভিক্টোরিয়া
বৈকাল
২৮. বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ এর সদস্য কতজন
১০জন
১৩জন
১৫জন
২০জন
২৯. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত ?
সোনারগাঁ
মহাস্থান গড়
রংপুর
সিলেট
৩০. বিখ্যাত ওয়ালস্ট্রীট কোথায়?
লন্ডন
টোকিও
ওয়াশিংটন ডিসি
নিউইয়র্ক
৩১. বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর ?
ইয়েমেন
ওমান
কাতার
ইরান
৩২. ইউরোপীয় বনণিকদের মধ্যে কারা প্রথম বাংলাদেশে এসেছিল ?
ইংরেজ
পতুর্গীজ
ফরাসি
ডাচ
৩৩. কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশী?
পৃথিবীর কেন্দ্রে
মরু অঞ্চলে
মেরু অঞ্চলে
নিরক্ষীয় অঞ্চলে
৩৪. নিচের কোন শহর টিকে বাতাসের শহর বলা হয়?
শিকাগো
নিউইয়র্ক
লন্ডন
ঢাকা
৩৫. মানুষের লালা রসে কোন এনজাইমটি থাকে?
পেপ্সিন
ট্রিপ্সিন
টায়ালিন
আয়মাইলেজ
৩৬. ইন্টারপোলের সদরদপ্তর কোথায় ?
রোম
জেনেভা
লিঁও
অয়ারশ
৩৭. ‘এল বি ডব্লিউ’ কোন খেলার সাথে সম্পর্কিত?
ফুটবল
লন টেনিস
ক্রিকেট
রাগবি
৩৮. নিচের কোনটি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়?
সুইডেন
ইতালি
ডেনমার্ক
নরওয়ে
৩৯. সম্প্রতি ভারত কোন নদীতে টিপাইমুখ বাধ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে?
গঙ্গা
ফেনী
বরাক
ব্রহ্মপুত্র
৪০. কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করছে?
মালাক্কা
বসফরাস
বেরিং
ডোভাস