সাধারন জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর যেকোনো প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য ।
বাংলাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর সরকারি-বেসরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সহায়ক।
General Knowledge Bangaldesh Affairs Question and Answers for BCS, Government and Private Job, also for university admission Test.
[ad id=’5488′]
- জাস এর পূর্ন রুপ কি – জাতিসংঘ।
- রাজউক এর পূর্ন রুপ কি – রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
- বাংলাদেশের বিদ্যুত শক্তির উৎস কি – খনিজ তেল, প্রাকৃতিক গ্যস, পানি ও কয়লা।
- বাংলাদেশে তাপ বিদ্যুত কেন্দ্র কয়টি – ১০ টি, তার মধ্যে ভেড়ামাড়া বড়।
- বাংলাদেশে পানি বিদ্যুত কেন্দ্র কয়টি – ১ টি (কাপ্তাই)।
- বাংলাদেশে সর্ব প্রথম সৌরবিদ্যুত কেন্দ্র স্থাপন করা হয় কোথায় – নরসিংদীতে।
- বছরের সবচে বড় দিন কোনটি – ২১ শে জুন।
- বছরের সবচে ছোট দিন কোনটি – ২৩ শে ডিসেম্বর।
- কোন মাসের কোন তারিখ কে মুসক সপ্তাহ ধরা হয় – ১০ থেকে ১৬ জুলাই।
- ১০ থেকে ৫০ পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা আছে – ১১ টি।
- ১ মন = ৩৭.৩২ কেজি।
- ১ বর্গ কিঃমি = ১০০০ সেঃমি।
- বাংলাদেশ ১৩৬ তম জাতিসংঘের সদস্য পদ লাভ করে কত সালে – ১৯৭৪ সালের ১৭ই সেপ্টম্বর ।
- ২০১০ সালে স্বাধীনতা পদক পায় কত জন – ১১ জন।
- ২০১২ সালে বাংলা একাডেমী পুরস্কার পান কে কে – প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও অমত্য সেন।
- কত সালে ড. মোঃ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানোনা পুরস্কার কংগ্রেশনাল গোল্ডেন অ্যাওয়াড পান – ২০১৩ সালে।
- ড. মোহাম্মদ ইউনূস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান – ২০০৬ সালে।
- কত সালে SSC পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় – ২০০১ সালে।
- কত সালে HSC পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় – ২০০৩ সালে।
[ad id=’5490′]
- ২৫ শে ফেব্রুয়ারী ২০০৯ সালে ঢাকায় বিডিয়ার বিদ্রহ হয়, এতে ৫৭ জন সেনা অফিসার সহ ৭৩ জন শহীদ হয়, এতে তিন দিনের রাষ্ট্রিয় শোক পালন করা হয়, বিদ্রহটি ৩৪ ঘন্টা স্থায়ী ছিল।
- কোন সাল থেকে NBR Online এ কর পরিশোধ ব্যবস্থা চালু করেন – ১লা জানুয়ারি ২০১০।
- বাংলাদেশে সর্ব প্রথম VAT প্রচলন হয় কত সালে – ১৯৯১ সালে।
- বাংলাদেশে কত সালে VAT ব্যবস্থা কার্যকর করা হয় – ১৯৯১ সালের ১লা জুলাই।
- কত সালে বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় – ১৯৫৫ সালে।
- কোন সালে র্যাব গঠন করা হয় – ২৬শে মার্চ ২০০৪ সালে।
- মেশিন রিডেবল পাসপোর্ট নিবন্ধন কার্যক্রম চালু হয় কত সালে – ১লা এপ্রিল ২০১০ সালে।
- ১৯৭১ সালে ঢাকা কত নং সেক্টরের অধিনে ছিল – ২ নং সেক্টরের অধিনে ছিল।
- ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কত সালে – ১৬১০ সালে।
- বাংলাদেশে কত সালে সংবিধান গৃহিত হয় – ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর।
- বাংলাদেশে কত সালে সংবিধান কার্যকর হয় – ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর।
- বাংলাদেশ পানি চুক্তি করে কত সালে – ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর।
- বাংলাদেশ শান্তি চুক্তি করে কত সালে – ১৯৯৭ সালের ০২রা ডিসেম্বর।
- কত সালে জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় – ১৯৮২ সালের ২২শে জানুয়ারী।
- আয়কর দিবস কত তারিখে – ১৫ই সেম্পম্বর।
- জাতীয় পতাকা দিবস কবে – ২রা মার্চ।
- বাংলাদেশের জাতীয় সংগিত প্রথম প্রকাশিত হয় কত সালে – (বাংলা ১৩১২) (ইং: ১৯০৫)|
- স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় কত সালে – ১৯৭১ সালের ২রা মার্চ।
- বঙ্গবন্ধু সর্ব প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তলোন করেন – ১৯৭১ সালের ২৩শে মার্চ তার নিজের বাসভবনে প্রথম উত্তলোন করেন।
- শেখ মুজিব কে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় – ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারী।
- কত সালের কোন তারিখে বাংলাদেশে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয় – ১৯৫২ সালের ২০শে ফেব্রুয়ারী।
- বাংলাদেশের শহীদ দিবস কবে- ২১শে ফেব্রুয়ারী।
- বাংলাদেশের বিজয় দিবস কবে – ১৬ই ডিসেম্বর।
- বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে – ২৬শে মার্চ।
- জাতীয় মুক্তি যোদ্ধা দিবস কবে – ১ লা ডিসেম্বর।
- শহীদ বুদ্ধিজীবি দিবস কত তারিখে – ১৪ই ডিসেম্বর।
[ad id=’5493′]
- কোন সাল থেকে বাংলাদেশে মুদ্রা চালু হয় – ১৯৭২ সালের ১লা মার্চ।
- বাংলাদেশে নোট চালু হয় কত সালে ও কি কি নোট প্রথম চালু হয় – ১৯৭২ সালের ৪ঠা মার্চ, ১ টাকা ও ১০০ টাকার নোট প্রথম চালু হয়।
- বাংলাদেশে প্রথম ডাক টিকেট চালু হয় কত সালে – ১৯৭১ সালের ২০শে জুলাই।
- কোন তারিখে ২৬শে মার্চকে জাতীয় দিবস ঘোষনা করা হয়- ১৯৮০ সালের ৩ অক্টোবর।
- কোন তারিখে রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষনা করা হয় – ১৯৮৮ সালের ০৭ই জুন।
- রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে – ১৯৫৩ সালে।
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে – ১৯২১ সালে।
- জাতীয় বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে।
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে (গাজীপুর)।
- বাংলাদেশ গনপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে – ১৯৭১ সালের ২৬ মার্চ।
- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয় – ২০০১ সালে।
[ad id=’5490′]