General Knowledge On Bangladesh Affairs since the year of 1757 to 1947, History of Indian Subcontinent.
BCS, Govt. Job, Bank Job, University preparation General Knowledge (GK) Important Questions on Bangladesh Affairs.
TYPE-01
১. দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন – লর্ড ক্লাইভ।
২. চিরস্থায়ী বন্দোবস্ত আইনের প্রবর্তক – লর্ড কর্ণওয়ালিস।
৩. চিরস্থায়ী বন্দোবস্ত আইন চালু — ১৭৯৩ সালে।
৪. সতীদাহ প্রথা নিবারণ করেন — লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৫. সিপাহী বিদ্রোহ হয় — লর্ড ক্যানিং এর সময়।
৬. সিপাহী বিদ্রোহ হয়েছিল — ১৮৫৭ সালে।
৭. প্রথম আদমশুমারী চালু করেন – লর্ড রিপন।
৮. বঙ্গভঙ্গ হয় –১৯০৫ সালে — লর্ড কার্জন।
৯. বঙ্গভঙ্গ রদ হয় – ১৯১১সালে — লর্ড হার্ডিঞ্জ।
১০. ভারত শাসন আইন — ১৯৩৫ সালে — লর্ড উইলিংডন।
১১. ভারত ছাড় আন্দোলন হয় — লর্ড লিনলিথগো এর সময়।
১২. ক্রিপস মিশন — লর্ড লিনলিথগো।
১৩. ভারতীয় স্বাধীনতা আইন — লর্ড মাউন্টব্যাটেন।
১৪. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় – লর্ড মাউন্টব্যাটেন।
১৫. হান্টার কমিশন গঠন করেন – লর্ড রিপন
১৬. বাশের কেল্লা ধ্বংস হয় যার নেতৃত্বে – কর্নেল স্টুয়ার্ট।
১৭. ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন — ইংরেজ সিভিলিয়ান অক্টোভিয়ান হিউম।
১৮. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা — ওয়েলেসলি।
১৯. রাজস্ব বোর্ড স্থাপন — ওয়ারেন হেস্টিং।
২০. ভারতে কাগজের মুদ্রা চালু করেন — লর্ড ক্যানিং।
TYPE – 02
১. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩)প্রবর্তন করেন — লর্ড কর্নওয়ালিস
২. ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন করেন — লর্ড কর্নওয়ালিস
৩. সূর্যাস্ত আইন চালু হয় — লর্ড কর্নওয়ালিস এর আমলে
৪. দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন —- লর্ড ক্লাইভ
৫.দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করে পাচঁশালা বন্দোবস্তের ও রাজস্ব বোর্ড প্রবর্তক — ওয়ারেন হেস্টিংস
৬.সতীদাহ প্রথার বিলোপ (১৮২৯) করেন — লর্ড বেন্টিঙ্ক
৭. উপমহাদেশে বিধবা বিবাহ আইন(১৮৫৬),প্রথম রেল, ডাক, ও টেলিগ্রাফ এবং স্বত্ব বিলোপ নীতি (নাগপুর দখল) চালু করেন — লর্ড ডালহৌসি।
৮. উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর — লর্ড ক্লাইভ
৯. অবিভক্ত বাংলার শেষ ব্রিটিশ গভর্নর — স্যার ফ্রেডরিক জন বারোজ
১০. উপমহাদেশের প্রথম ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি — লর্ড ক্যানিং
১১. উপমহাদেশের শেষ ব্রিটিশ ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি — লর্ড মাউন্টব্যাটেন।
১২.বঙ্গভঙ্গ(১৯০৫) করেন — লর্ড কার্জন
১৩. বঙ্গভঙ্গ রদ (১৯১১) করেন — লর্ড হার্ডিঞ্জ
১৪. অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন — শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক
১৫.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন — হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১৬. ১৯৪৭ সালের পূর্বে বাংলার মূখ্যমন্ত্রী ছিলেন — খাজা নাজিম উদ্দিন
১৭. বঙ্গভঙ্গ করেন? ==>লর্ড কার্জন
১৮. বঙ্গভঙ্গ রদ হয়? ==>১৯১১ সালে
১৯. বঙ্গভঙ্গ রহিত করেন? ==>লর্ড হার্ডঞ্জ
২০. বঙ্গভঙ্গের প্রতিবাদে যে আন্দোলন গড়ে উঠে? ==>স্বদেশী আন্দোলন
২১. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? ==> নবাব সলিমুল্লার উদ্যোগে
২২. রবীন্দ্রনাথ ‘নাইট’ উপাধি প্রত্যাখান করেন? ==>জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদস্বরূপ
২৩. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন? ==> হোসেন শহীদ সোহরাওয়ার্দী
২৪. ‘রাহোর প্রস্তাব’ গৃহীত হয়? ==>১৯৪০ সালে
২৫. এ. কে. ফজলুল হক পূর্ব বাংলার গর্ভনর নিযুক্ত হন? ==>১৯৫৬ সালে
২৬. ১৯৪৭ সালের সীমানা কমিশন যে নামে পরিচিত ছিল? ==>রার্ডক্লিফ কমিশন
২৭. ‘পঞ্চাশের মন্বন্তর’ হয়েছিল ইংরেজী? ==>১৯৪৩ সালে
২৮. উপমহাদেশের ভবিষ্যত সংবিধানের খসড়া তৈরী করেন? ==>সাইমন কমিশন
TYPE – 03
১/ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসছিলো — পর্তুগীজরা।
২/ পর্তুগীজরা দেশে পরিচিত ছিল – ফিরিঙ্গি নামে।
৩/ পতুগীজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আসেন — ১৪৯৮ সালে।
৪/ ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় — ১৪৮৭ সালে।
৫/ পঞ্জিচেরিতে প্রথম উপনিবেশ গড়ে তোলেন – ফরাসিরা।
৬/ ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে – ফোর্ট উইলিয়াম দূর্গকে কেন্দ্র করে।
৭/ পর্তুগীজরা বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে — ১৫৮০ সালে।
৮/ বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে — পর্তৃগ্রীজ নাবিক পেড্রো আলভারেজ কাব্রাল।
৯/ বাংলা থেকে পর্তূগীজদের বিতাড়িত করেন – কাসিম খান জুয়ানি।
১০/ সুরাটে ইংরেজদের বানিজ্যকুঠি নির্মাণের অনুমতি দেন – সম্রাট জাহাঙ্গীর।
১১/ পর্তুগ্রীজদের পর বানিজ্যের জন্য বাংলায় আসে — ওলন্দাজরা।
১২/ ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানী গঠন করেন — ওলন্দাজগণ, ১৬০২ সালে।
১৩/ ফরাসিরা বাংলায় বানিজ্য করতে আগমন করে — ১৬৬৮ সালে।
১৪/ ফরাসি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় –১৬৬৪ সালে।
১৫/ ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় – -১৬০০ সালে।
১৬/ ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙ্গে যায় –১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে।
১৭/ বন্দিবাসের যুদ্ধে কে, কার কাছে পরাজয় স্বীকার করে — ইং সেনাপতি আয়ারকুটের কাছে ফরাসি গর্ভনর কাউন্ট লালী।
১৮/ উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা বানিজ্য স্থাপন করে – – ইন্দোনেশিয়ায়।
১৯/ প্রথম কর্ণাট যুদ্ধ সংঘটিত হয় – – ফরসিদের সাথে ইংরেজদের মধ্যে ১৭৪৬ সালে।
২০/ ইংরেজরা বাংলায় প্রথম কুঠি স্থাপন করে – – সুরাটে।
২১/ শান্তিপূর্ন বানিজ্য নীতি পরিত্যাগ করে বন্দর আক্রমন করে – – ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।
২২/ বাংলায় ইংরেজদের যে কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল – – ফোর্ট উইলিয়াম।
২৩/ মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় — -১৬৬০ সালে।
২৪/ কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন – – ইংরেজ কর্মচারী জন চার্নক।
২৫/ ইংরেজরা বাংলা আক্রমন করে – – ১৬৮৬ সালে।
২৬/নবাব সিরাজুদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন — ২০ জুন ১৭৫৬।
২৭/ নবাব আলীবর্দী খানের মৃত্যু হয় — ১৭৫৬ সালে।
২৮/ রেজরা কলকাতা অধিকার করে – – ০২ জানুয়ারী ১৭৫৭।
২৯/পলাশীর যুদ্ধ সংঘটিত হয় — ২৩ শে জুন, ১৭৫৭ সালে।
৩০/ নবাব সিরাজুদ্দৌলা জন্মগ্রহন করেন — ১৭৩৩ খ্রিষ্টাব্দে।
৩১/ নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ বাধে – -১৭৬৪ সালে।
৩২/ উপমহাদেশের প্রথম ব্রিটিশ গর্ভনর ছিল – – লর্ড ক্লাইভ।
৩৩/ দ্বৈত শাসন ব্যবস্থার প্রর্বতন করেন – – লর্ড ক্লাইভ।
৩৪/ দ্বৈত শাসন ব্যবস্থা চালূ হয় – – ১৭৬৭ সালে
৩৫/ দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব ন্যাস্ত হয় – – নবাবের উপর।
৩৬/ দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যাস্ত হয় – – লর্ড ক্লাইভ।
৩৭/ ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল – – ১১৭৬ বাং এবং ১৭৭০ ইং সালে।
৩৮/ পঞ্চাশের মন্বন্তর হয়েছিল – – ১৩৫০ বাং এবং ১৯৪৩ ইং সালে।
৩৯/ অন্ধ কূপ হত্যাকান্ড সংগঠিত হয়েছিল – – ১৭৫৬ সালে।
৪০/ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন – – ওয়ারেন হেষ্টিংস।
৪১/ নিলাম সুত্রে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন – – ওয়ারেন হেষ্টিংস।
৪২/ ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন – – ১৭৭২ সালে।
৪৩/ চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন – – লর্ড কর্নওয়ালিস (১৭৯৩ সালে)।
৪৪/ বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন – – ওয়ারেন হেস্টিংস।
৪৫/ কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় – – ১৬৯০ সালে।
৪৬/ বর্গী নামে পরিচিতি ছিল – – মারাঠারা।
৪৭/ বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করেন – – মীর কাসিম।
৪৮/ ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল – – বক্সারে।
৪৯/ বক্সারের যুদ্ধ হয়েছিল – – ১৭৬৪ সালে।
৫০/ ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন বা রেগুলেটিং এ্যাক্ট পাশ হয় – -১৭৭৩ সালে।
৫১/ উপমহাদেশে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন – – ওয়ারেন হেষ্টিংস।
৫২/ পাঁচশালা বন্দোবস্তের প্রর্বতন করেন – – ওয়ারেন হেস্টিংস।
৫৩/ আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন – – লর্ড বেন্টিঙ্ক।
৫৪/ সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন – – লর্ড বেন্টিঙ্ক (১৮২৯ সালে)।
৫৫/ উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসি পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন – – লর্ড বেন্টিঙ্ক।
৫৬/ বিধবা বিবাহ আইন প্রচলন কে, কখন করেন – – লর্ড ক্যানিং (১৮৫৬ সালে)।
৫৭/ ‘ইন্ডিয়ান পেনাল কোড’ প্রণীত হয় – ১৮৬০ সালে।
৫৮/ ভারতে খাজনা আইন পাশ হয় – ১৮৫৯ সালে।
৫৯/ সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন – দ্বিতীয় বাহাদুর শাহ।
৬০/ ভারতের যে ভাইসরয় নাম করা কবি ও সাহিত্যিক ছিলেন – লর্ড লিটন।
৬১/ ‘ভারতবন্ধু’ নামে পরিচিত লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম – হান্টার কমিশন।
৬২/ বঙ্গভঙ্গ রদ করেন – লর্ড হার্ডিঞ্জ (১৯১১ সালে)।
৬৩/ ব্রিটিশ ভাইসরয়দের মধ্যে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী ছিলেন – লর্ড ডালহৌসী।
৬৪/ উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন – – লর্ড ডালহৌসী, ১৮৫৩ সালে।
৬৫/ উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন – – লর্ড ক্যানিং।
৬৬/ উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় – -১৮৫৭ সালে ৯ মার্চ, বঙ্গদেশের ব্যারাকপুরে।
৬৭/ সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে নির্বাসন দেন – – মায়ানমারে।
৬৮/ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি অবস্থিত – – মায়ানমারে।
৬৯/ যে দেশের লোকদের ওলন্দাজ বলা হয় – – হল্যান্ডের।
৭০/ উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গর্ভনর ছিল – – লর্ড মাউন্ট ব্যাটন।
৭১/ আহসান মঞ্জিল প্রতিষ্ঠা করেন – – নবাব আবদুল গনি, ১৯৭২ সালে।
৭২/ বঙ্গ প্রদেশকে বেঙ্গল ও আসাম প্রদেশে বিভক্ত করেন – লর্ড কার্জন।
৭৩/ কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন – – ১৯০৪ সালের ১৪ ফেব্রুয়ারী, লর্ড কার্জন।
বাংলার শেষ নবাব – নবাব সিরাজউদ্দৌলা
সিরাজউদ্দৌলা জন্ম গ্রহণ করেন – ১৭৩৩ সালে
সিরাজউদ্দৌলার মাতার নাম – আমেনা খাতুন
সিরাজউদ্দৌলার নানার নাম – নবাব আলীবর্দী খান
নবাব আলীবর্দী খান মৃত্যু বরণ করেন – ১৭৫৬ সালের ৯ ই এপ্রিল
নবাব আলীবর্দী খানের ৩য় কন্যা – আমেনা খাতুন
নবাব আলীবর্দী খানের জামাতা – শওকত জং
নবাব সিরাজউদ্দৌলার খালা – ঘসেটি বেগম
নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনা পতি – মীর জাফর
মীর জাফর এর পুএ – মিরন
মিরনের কথায় নবাব কে হত্যা করেন – মুহম্মদি বেগ
TYPE-04
১.বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩) প্রবর্তন করেন __ লর্ড কর্নওয়ালিস
২.ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন করেন __লর্ড কর্নওয়ালিস
৩. সূর্যাস্ত আইন চালু হয় __লর্ড কর্নওয়ালিস এর আমলে
৪..দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন __লর্ড ক্লাইভ
৫.দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করে পাচঁশালা বন্দোবস্তের ও রাজস্ব বোর্ড প্রবর্তক __ওয়ারেন হেস্টিংস
৬.সতীদাহ প্রথার বিলোপ(১৮২৯) করেন __লর্ড বেন্টিঙ্ক
৭ উপমহাদেশে বিধবা বিবাহ আইন(১৮৫৬), প্রথম রেল, ডাক, ও টেলিগ্রাফ এবং স্বত্ব বিলোপ নীতি (নাগপুর দখল) চালু করেন — লর্ড ডালহৌসি।
৮. উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর __লর্ড ক্লাইভ
৯.অবিভক্ত বাংলার শেষ ব্রিটিশ গভর্নর — স্যার ফ্রেডরিক জন বারোজ
১০.উপমহাদেশের প্রথম ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি — লর্ড ক্যানিং
১১ উপমহাদেশের শেষ ব্রিটিশ ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি __লর্ড মাউন্টব্যাটেন।
১২.বঙ্গভঙ্গ(১৯০৫) করেন — লর্ড কার্জন
১৩,বঙ্গভঙ্গ রদ (১৯১১) করেন — লর্ড হার্ডিঞ্জ
১৪.অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন — শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক
১৫.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন– — হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১৬. ১৯৪৭ সালের পূর্বে বাংলার মূখ্যমন্ত্রী ছিলেন — খাজা নাজিম উদ্দিন
কিছু সালঃ
● দ্বৈতশাসনব্যবস্থাচালু = লর্ডক্লাইভ = 1767 সালে।
● দ্বৈতশাসনব্যবস্থাবিলোপ = ওয়ারেনহোস্টিং = 1772 সালে।
● ভারতশাসনআইন = লর্ডউইলিংটন = 1935 সালে।
● ভারতীয়স্বাধীনতাআইন = লর্ডমাউন্টব্যাটেন = 1947 সালে।
● বঙ্গভঙ্গ = লর্ডকার্জন = 1905 সালে।
● বঙ্গভঙ্গরদ = লর্ডহার্ডিঞ্জ = 1911 সালে।
● চিরস্থায়ীবন্দোবস্তপ্রথা = লর্ডকর্নওয়ালিস = 1793 সালে।
● ব্রাহ্মসমাজপ্রতিষ্ঠা = রাডারামমোহনরায় = 1828 সালে।
● সতীদাহপ্রথাবিলোপ = লর্ডউইলিয়ামবেন্টিংক = 1829 সালে।
● উপমহাদেশেরেলচালু = লর্ডডালহৌসি = 1853 সালে।
● বিধবাবিবাহবৈধকরণপ্রচলন = ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর 1856 সালে।
● উপমহাদেশেকাগজীমুদ্রাপ্রচলন = লর্ডক্যানিং = 1857 সালে।
● উপমহাদেশেবাজেটপেশ = লর্ডক্যানিং = 1861 সালে।
● সিপাহীবিদ্রোহ = লর্ডক্যানিং = 1857 সালে।
● বঙ্গ ভঙ্গ হয় – ১৯০৫ সালে
● বঙ্গভঙ্গ রদ হয় – ১৯১১ সালে
● ভারত শাসন আইন পাশ হয় – ১৯১৯ সালে
● রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় – ১৭৭৩ সালে
● ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয় – ১৭৮৪ সালে
● চিরস্থায়ী বন্দোবস্ত হয় – ১৭৯৩ সালের ২২ মার্চ
● চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন – লর্ড কর্ণওয়ালিস
● ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করা হয় – ১৬৫৮ সালে
বিগত পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর →
১. বঙ্গভঙ্গ (১৯০৫) করেন — লর্ড কার্জন
২. বঙ্গভঙ্গ রদ (১৯১১) করেন — লর্ড হার্ডিঞ্জ
৩. সূর্যাস্ত আইন চালু হয় — লর্ড কর্নওয়ালিস এর আমলে
৪. দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন — লর্ড ক্লাইভ
৫.দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করে পাচঁশালা বন্দোবস্তের ও রাজস্ব বোর্ড প্রবর্তক — ওয়ারেন হেস্টিংস
৬.সতীদাহ প্রথার বিলোপ (১৮২৯) করেন — লর্ড বেন্টিঙ্ক
৭. উপমহাদেশে বিধবা বিবাহ আইন (১৮৫৬),প্রথম রেল, ডাক, ও টেলিগ্রাফ এবং স্বত্ব বিলোপ নীতি (নাগপুর দখল) চালু করেন — লর্ড ডালহৌসি।
৮. উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর — লর্ড ক্লাইভ
৯.অবিভক্ত বাংলার শেষ ব্রিটিশ গভর্নর — স্যার ফ্রেডরিক জন বারোজ
১০.উপমহাদেশের প্রথম ভাইসরয় বা বড়লাট বা রাজ প্রতিনিধি –লর্ড ক্যানিং
১১ উপমহাদেশের শেষ ব্রিটিশ ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি — লর্ড মাউন্টব্যাটেন।
১২.বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩)প্রবর্তন করেন — লর্ড কর্নওয়ালিস
১৩,-ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন করেন — লর্ড কর্নওয়ালিস
১৪.অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন — — শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক
১৫. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন– হোসেন শহীদ সোহরাওয়ার্দী|
বাংলাদেশ বিষয়াবলি – ব্রিটিশ ভারতের রাজনীতির উল্লেখযোগ্য ঘটনা
* দ্বৈত শাসন- লর্ড ক্লাইভ
* রাজস্ব বোর্ড, দ্বৈত শাসন রহিতকরন — ওয়ারেন হেস্টিংস
* চিরস্থায়ী বন্দোবস্ত — লর্ড কর্নওয়ালিস
* অধীনতামূলক মিত্রতা নীতি — লর্ড ওয়েলসি
* সতীদাহ প্রথা নিষিদ্ধ ১৮২৯ — লর্ড উইলিয়াম বেন্টিংক
* স্বত্ত্ববিলোপ নীতি, রেল যোগাযোগ — ১৮৫৩ -লর্ড ডালহৌসি
* লর্ড ক্যানিং —- প্রথম ভাইসরয়, সিপাহী বিদ্রোহ, কাগজের মুদ্রা
* আদমশুমারি ১৮৭২ — লর্ড মেয়ো
* অস্ত্র আইন-১৮৭৮, সংবাদপত্রের স্বাধীনতা হরন — ১৮৭৮ – লর্ড লিটন
* হান্টার কমিশন -১৮৮২, ইলবার্ট বিল, ফ্যাক্টরি আইন,বেঙ্গল মিউনিসিপাল এক্ট – লর্ড রিপন
* বঙ্গভঙ্গ-১৯০৫, ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা — লর্ড কার্জন
* মর্লি-মিন্টো সংস্কার আইন ১৯০৯ — লর্ড মিন্টো
* বঙ্গভঙ্গ রদ-১৯১১, রাজধানী কলকাতা হতে দিল্লী — লর্ড হার্ডিঞ্জ
* মন্টেগো চেমসফোর্ড সংস্কার আইন— ১৯১৯, লর্ড চেমসফোর্ড
* ভারত স্বাধীনতা আইন-১৯৪৭, লর্ড মাউন্টব্যাটেন (শেষ ভাইসরয়) [ N.B. ভাইসরয় /বড়লাট বলতে ইংল্যান্ডের রাজা বা রানীর প্রতিনিধিকে বুঝায়।]
● মোহামেডান লিটারেরী সোসাইটি = নওয়াব আব্দুল লতিফ।
● মুসলিম সাহিত্য সমাজ = নওয়াব আব্দুল লতিফ।
● আলীগড় আন্দোলন = স্যার সৈয়দ আহমেদ।
● অসহযোগ আন্দোলন = মহাত্মা গান্ধী।
● দ্বি-জাতি তত্ত্ব = মোহাম্মদ আলী জিন্নাহ।
● ফকির আন্দোলন = ফকির মজনু শাহ।
● বিধবা বিবাহ আইন = ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
● ফরায়েজী আন্দোলন = হাজী শরীয়ত উল্লাহ।
● মুঘল সাম্রাজ্য = সম্রাট আকবর।
● উপমহাদেশে ঘোড়ার ডাক ব্যবস্থা = শেরশাহ।
● ব্রাহ্ম সমাজ = রাজা রাম মোহন রায়।