এইচএসসি বাংলা ১ম পত্র এর প্রশ্ন ও সমাধান ২০১৮।
HSC exam Bangla 1st Paper Questions and Solutions 2018.
[ad id=’5488′]
১৯।(ক) মানবিকতায় (খ) উদারতায়
(গ) সংস্কৃতিতে (ঘ) জীবনদর্শনে
উত্তরঃ(ঘ)
২০।কোন নদীর কাজল বুকের পলিতে গলিত হেম?
(ক) পদ্মা (খ) মেঘনা
(গ) যমুনা (ঘ) সুরমা
উত্তরঃ(ঘ)
[ad id=’5490′]
২১।চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনােযােগ দেয়া হয়ে উঠে না কেন?
(ক) আঘাত সয়ে যাওয়ায়
(খ) মৃত্যু নিশ্চিত জানায়।
(গ) মুক্তিযােদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়।
(ঘ) শরীর অবশ হওয়ায়।
উত্তরঃ(গ)
নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
জাতীয় দলের খেলােয়াড় মুন্না তিন বছরের শিশুক হারিয়ে শােকে মােহ্যমান।না ফেরার দেশে চলে যাতে পুত্রের শােক সামলাতে না পেরে সে খেলাধুলা ছেড়ে দিয়েছে।তাই তাে সে দেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশ নেয়নি এমনকি খেলা দেখতে ও যায়নি।
২২। উদ্দীপকের মুন্না “তাহারেই পড়ে মনে’ কবিতার কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়? |
(ক) কবি (খ) কবিভক্ত।
(গ) কবিরস্বামী, (ঘ) “কবিরপুত্র।
উত্তরঃ(ক)
২৩।উদ্দীপকে ও তাহারেই পড়ে মনে’ কবিতায় যুগপত ভাবে ফুটে উঠেছে —
i.নির্লিপ্ততা
ii. স্মৃতিকাতরতা
iii. প্রিয়জন হারানাের বেদনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তরঃ(গ)
২৪। “কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শূল।” কবি কেন এমন উক্তি করেছেন?
(ক) বিবিধ ধর্মগ্রন্থ সংগ্রহ করায়
(খ) ধর্মগ্রন্থ হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হওয়ায় .
(গ) বিভিন্ন ধর্মগ্রন্থ মুখস্থ করায়
(ঘ) ধর্মের বাণী প্রচার করায়।
উত্তরঃ গ
২৫। সিরাজউদ্দৌলা প্রজা সাধারণের কাছে নিজেকে অপরাধী মনে করার অন্তর্নিহিত কারণ, তিনি —
(ক) প্রজাদের সুখ-স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেন নি।
(খ) ইংরেজদের বাণিজ্য করার অনুমতি দিয়েছেন .
(গ) ঘসেটি বেগমকে অন্তঃপুরে এনে রেখেছেন।
(ঘ) মিরজাফরকে যােগ্য শাস্তি দেননি।
উত্তরঃ(খ)
২৬। ‘ঐকতান’ কবিতার কবি অক্ষয় উৎসাহে কী পড়েন?
(ক) প্রবন্ধ (খ) ছােটগল্প
(গ) ভ্রমণবৃত্তান্ত (ঘ) কাব্য
উত্তরঃ(গ)
২৭।লালসালু উপন্যাসে কোচবিদ্ধ হয়েনি হত হয়কে?
(ক) তাহের (খ) কাদের।
(গ) ছমিরুদ্দিন (ঘ) আবেদ
উত্তরঃ(গ)
নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
ধ্বংস দেখে ভয় কেন তাের? প্রলয় নতুন সৃজন বেদন।।
আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন।
২৮।আঠারাে বছর বয়স’ কবিতায় উল্লিখিত আঠারাে বছর বয়সের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে?
(ক) আত্মপ্রত্যয় (খ) উদ্যম
(গ) ঔদ্ধত্য (ঘ) সহনশীলতা
উত্তরঃ(ক)
২৯। নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে?
(ক) এ বয়স জেনাে ভীরু, কাপুরুষ নয়।
(খ) আঠারাে বছর বয়স ভয়ঙ্কর
(গ) এ বয়স বাচে দুর্যোগে আর ঝড়ে।
(ঘ) এ বয়সে তাই নেই কোনাে সংশয়
উত্তর: ক
৩০।নুসরত শাহের আশরাফ পুর শিলালিপি কোন হর ফেলেখা?
(ক) আরবি
(খ) ফার্সি
(গ) তুঘরা
(ঘ) উর্দু
উত্তরঃ(গ)
[ad id=’5492′