HSC পরীক্ষার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১ম পত্র) MCQ প্রশ্নের সমাধান ২০১৮
Islamic History and Culture 1st paper MCQ Question and Solution of HSC Exam 2018
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি ভালো করার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। These MCQ set is also important for University Admission test (DU B-Unit).
[ad id=’5486′]
১. আরব শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: (গ) মরুভূমি
২. ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর: (গ) তিন
৩. উদ্দীপকে যে প্রাণীটির প্রতি ইঙ্গিত করা হয়েছে তা হলো____
উত্তর: (ক) উট
৪. মানুষের জীবনে উক্ত প্রানীর যে প্রভাব ছিলো—-
উত্তর: (খ) iiও iii
৫. প্রাক-ইসলামী সমাজকে কলুষিত করেছিলো আরবদের____
উত্তর: (ক) iও ii
৬. মুসলমানরা প্রথম হিজরত করেন কোথায়?
উত্তর: (ক) আবিসিনিয়ায়
৭. মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর মদীনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো____
উত্তর: (ঘ) i,iiও iii
৮. রহিমের প্রদেয় ভূমি করের নাম কি??
উত্তর: (গ) খারাজ
৯. রাম ও জন যুদ্ধে যাওয়া থেকে নিষ্কৃতি পায় যে কর পরিশোধের কারণে, তা হলো____
উত্তর: (খ) জিজিয়া
১০. ইয়ামামার যুদ্ধে সেনাপতি কে ছিলেন?
উত্তর: (গ) খালিদ বিন ওয়ালিদ
১১. রিদ্দা যুদ্ধের কারণ হলো____
উত্তর: (ক) স্বধর্ম ত্যাগীদের বিদ্রোহ
১২. উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ?
উত্তর: (ঘ) হুদায়বিয়ার সন্ধি
[ad id=’5488′]
১৩. উক্ত ঘটনার সুদূরপ্রসারী ফলাফল হলো____
উত্তর: (খ) iও iii
১৪. খিলাফত কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর: (ক) ধর্মীয় ও রাজনৈতিক
১৫. উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সম্পর্কিত?
উত্তর: (ঘ) খ্রিষ্টান ও মুসলমানদের সন্ধি চুক্তি
১৬. উক্ত ঘটনাটিতে হযরত ওমর(রাঃ) এর চরিত্রের যে বিষয়গুলো প্রকাশিত হয়েছে___
উত্তর: (ঘ) i,iiও iii
১৭. হযরত ওসমান(রাঃ) কে হত্যার পিছনে যে কারণগুলো চিহ্নিত করা হয়েছে তা হলো____
উত্তর: (ক) iও ii
১৮. হযরত আলী(রাঃ) কত বছর ইসলাম ধর্ম গ্রহণ করেন?
উত্তর: (গ) ১০ বছর
১৯. উমাইয়া আমলে কাদের প্রাধান্য স্থাপিত হয়?
উত্তর: (গ) আরবদের
২০. করিম সাহেবের সাথে কোন উমাইয়া খলিফার মিল পাওয়া যায়?
উত্তর: (ক) আব্দুল মালিক
২১. নিম্নের কারা খলিফা আল ওয়ালিদের সেনাপতি ছিলেন?
উত্তর: (ঘ) i,iiও iii
২২. কোন উমাইয়া খলিফাকে ‘সাধুপুরুষ’ বলা হয়?
উত্তর: (ঘ) ওমর বিন আব্দুল আজিজ
২৩. আবুল আব্বাসের ‘আস-সাফফাহ’ উপাধি গ্রহণ করার কারণ হলো_____
উত্তর: (ক) iও ii
২৪. খলিফা আল মনসুর একজন ন্যায়পরায়ণ শাসক হওয়া সত্ত্বেও অকৃত্রিম বন্ধু আবু মুসলিম এর প্রতি নিষ্ঠুর আচরণের কারণ____
উত্তর: (ক) নিজের ও বংশের নিরাপত্তা শঙ্কা
২৫. মুসা বিন নুসাইর নিম্নের কোন অঞ্চলের গভর্নর ছিলেন?
উত্তর: (ক) উত্তর আফ্রিকা
[ad id=’5490′]
২৬. যে সংকীর্ণ জলরাশি দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্ত করে এবং দুটি ভূমিকে বিচ্ছিন্ন করে, তাকে বলে____
উত্তর: (খ) প্রণালি
২৭. উদ্দীপক উল্লিখিত মির্জা গালিবের সাথে ফাতেমি খিলাফতের কোন খলিফার কর্মকাণ্ডের সামঞ্জস্য পাওয়া যায়?
উত্তর: (গ) আল আজিজ
২৮. উক্ত খলিফার শাসনকাল ছিল____
উত্তর: (ঘ) i,iiও iii
২৯. স্পেনে ফকির আন্দোলনের উদ্দেশ্য ছিল___
উত্তর: (গ) উমাইয়াদের বিতাড়ন
৩০. দারুল হিকমা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: (ঘ) আল হাকিম
[ad id=’5492′]