Medical College (MBBS) Admission Test Question and Solution 2008. Bachelor of Medicine and Bachelor of Surgery, Allopathic and Alternative Medicine related medical education at the graduate level in Bangladesh. All Questions with Answer:
1. নিম্নলিখিত কোনটি মেসোডার্ম থেকে গঠিত হয় না?
✔ স্নায়ুতন্ত্র
✕ রক্তবহনতন্ত্র
✕ কংকালতন্ত্র
✕ প্রজননতন্ত্র
2. আদর্শ ও বাস্তব গ্যাস সংক্রান্ত নিচের কোন তথ্যটি ভুল?
✔ N2, O2− আদর্শ গ্যাস
✕ H2, CO2− বাস্তব গ্যাস
✕ PV = nRT সমীকরণটি আদর্শ গ্যাস পুরোপুরি অনুসরণ করে
✕ PV = nRT সমীকরণটি বাস্তব গ্যাস পুরোপুরি অনুসরণ করে না
3. আলো সংক্রান্ত কোন সমীকরণটি ভুল?
✕ 1v + 1u=1f
✔ m = vu
✕ p = 1f
✕ 1F = 1f1+1f2+…
4. Which of the following is emphasizing adjective?
✔ Bright morning
✕ Financial help
✕ Blue Shirt
✕ Positive Attiude
5. নিম্নের কোনটিতে ঐচ্ছিক পেশি থাকে না?
✕ চোখ
✕ জিহ্বা
✔ জরায়ু
✕ হাত
6. কৌণিক ভরবেগ সমীকরণ mvr = nh2π অনুযায়ী নিচের কোনটি ভুল?
✕ m = ইলেষ্ট্রনের ভর
✔ v = প্রোটনের গতিবেগ
✕ r = অরবিটের ব্যাসার্ধ
✕ h = প্লাঙ্কের ধ্রুবক
7. নিম্নের কোনটির ভিত্তিতে ট্রান্সফর্মার এবং জেনারেটর আবিষ্কার করা হয়েছে?
✕ চৌম্বক আবেশ
✕ তড়িৎ আবেশ
✔ তড়িৎ চৌম্বক আবেশ
✕ সবকটি
8. বাংলা ভাষায় বাংলাদেশের প্রথম মহিলা কবির নাম কী?
✕ বেগম রোকেয়া
✕ আশাপূর্ণা দেবী
✔ চন্দ্রবতী
✕ ফেরদৌস আরা
9. Which of the following phrase is having the correct meaning?
✔ In the pink : In good health and ready to go
✕ Lock and load : To be less then fully prepared
✕ Drop he hammer : Get ready
✕ Loose cannon : Directy from the source
10. নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যা নয়?
✕ প্রধান কোয়ান্টাম সংখ্যা
✕ সহকারী কোয়ান্টাম সংখ্যা
✔ বৈদ্যুতিক কোয়ান্টাম সংখ্যা
✕ চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা
11. নিম্নের উল্লেখিত কয়টি অস্থি নিয়ে মুখমণ্ডল গঠিত?
✕ 12
✕ 13
✔ 14
✕ 15
12. ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কী?
✔ বিজয় কেতন
✕ স্বাধীনতা কেতন
✕ স্বাধীন সুন্দর
✕ বিজয় বাংলা
13. Which of the following phrase is having the correct meaning?
✕ Take a dive : Undecided until the end, at the last minute
✕ Straight and narrow : Accomplishment of three successes of wins
✔ Square Meal : A nutritious meal
✕ Under the water : If good luck is willing
14. নিম্নের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়?
✕ ফাইব্রিনোজেন
✕ প্রোথ্রোম্বিন
✔ অ্যালবুমিন
✕ Ca++
15. নিম্নের কোনটি দ্বৈত-প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস অনুপাত?
✕ 7 : 9
✔ 9 : 7
✕ 13 : 3
✕ 13 : 7
16. নিম্নে উল্লেখিত কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে?
✔ বহিঃকর্ণ
✕ শ্বাসনালি
✕ হিউমেরাস
✕ স্বরযন্ত্র
17. আধুুনিক পর্যায় সারণী সম্পর্কে কোনটি সঠিক নয়?
✕ পর্যায় সারণীতে 7 টি সারি ও 18 টি স্তম্ভ আছে
✕ মৌল সমূহকে s, p, d এবং f ব্লক মৌল হিসাবে শ্রেণিবিন্যাস করা হয়েছে
✔ মোট 109 টি মৌল আছে
✕ হাইড্রোজনের অবস্থান 1 টি
18. আলোর অপবর্তন নিম্নের কোন কারণে ঘটে?
✕ প্রতিফলন
✕ ব্যতিচার
✕ সমবর্তন
✔ প্রতিসরণ
19. নিচের কোনটি সেক্সলিংকড অসুখ নয়?
✕ বর্ণান্ধতা
✕ মায়োপিয়া
✔ রক্তস্বল্পতা
✕ হিমোফিলিয়া
20. যে সমস্ত মৌলের পরমাণবিক সংখ্যা 18, তাদের সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়?
✕ ইলেষ্ট্রনিক বিন্যাস :
✕ নিষ্ক্রিয় গ্যাস : 1s2 2s2 2p6 3s2 3p6
✕ তৃতীয় পর্যায় এবং O গ্রুপভূক্ত
✔ সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে : 3p6
21. তড়িৎ সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয়?
✕ E = σ∈0
✕ F = qE
✕ E = 14π∈0×qr2
✔ F = 14π∈0×q1q2d
22. আধান সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
✔ ঘর্ষণের ফলে চার্জ সৃষ্টি হয়
✕ e = 1.6 ×10−19C
✕ ইলেষ্ট্রনের ঘাটতি হচ্ছে ধনাত্মক চার্জ
✕ q=± ne
23. ফ্রুকটোজ-এ 40% কার্বন এবং 6.67% হাইড্রোজেন আছে বিধায় নিম্নের কোনটি ভুল?
✕ ফ্রুকটোজ-এ অক্সিজেনের পরিমাণ- 53.33%
✕ কার্বন পরমাণু এর আপেক্ষিক নম্বর- 3.33
✕ হাইড্রোজেন পরমাণু এর আপেক্ষিক নম্বর- 6.67
✔ অক্সিজেন পরমাণু এর আপেক্ষিক নম্বর-53.33
24. Which of the following set contain the correct meaning?
✔ Antipathy : Strong Dislike
✕ Collide : Indifferent
✕ Bequeath : Determined to go
✕ Devolve : Without
25. নিম্নের কোনটি চোখের একমাত্র আলোসংবেদী অংশ?
✕ পিউপিল
✕ আইরিস
✔ রেটিনা
✕ অন্ধবিন্দু
26. Which of the following phrase is having correct Bangla meaning?
✕ Down to the wire : প্রতিযোগিতায় উ্দ্দেশ্য প্রণোতিতভাবে হারা
✔ Knock wood : ভাগ্য সুপ্রসন্ন হলে
✕ Pass the buck : কারো মতামত উল্লেখ করা
✕ Drop the hammer : পুরোপুরি প্রস্তুত না হওয়া
27. নিম্নের কোন উক্তিটি সঠিক নয়?
✕ মানুষর পিত্তথলি কোন গ্রন্থি নয়
✕ লালা গ্রন্থিগুলো সনালি গ্রন্থি
✔ ডিওডেনাম পাকস্থলীর একটি অংশ
✕ দুধ দাঁতে অগ্রপেষণ দাঁত থাকে না
28. কোন p-n জংশনে 0.1V বিভব পার্থক্য পরিবর্তনের জন্য আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল400 mA । এর গভীর রোধ কত ওহম (υ) ?
✔ 0.25
✕ 2.5
✕ 25
✕ 250
29. নিম্নের কোনটি ব্লাড গ্রুপের নির্দিষ্ট এন্টিজেন না?
✕ A এন্টিজেন
✕ B এন্টিজেন
✕ `A ও B এন্টিজেন
✔ O এন্টিজেন
30. 25 বৎসর বয়সে একজন নভোচারী নভোযানে করে 2.4 ×108ms−1 বেগে গ্যালাক্সী পরিভ্রমণে বের হন এবং পৃখিবীর ক্যালেন্ডার মাফিক 50 বৎসর পর ফির আসেন। নভোচারীর বর্তমান বয়স কত বছর?
✕ 85
✔ 65
✕ 60
✕ কোনটিই নয়
31. নিম্নের কোনটি করোনারি হার্ট ডিজিজের অন্তর্ভূক্ত নয়?
✕ এনজাইনা পেকটোরিস
✕ মায়োকার্ডিয়াল ইনফার্কাশন
✕ আনস্টেবল এনজাইনা
✔ স্ট্রোক
32. সর্বপ্রথম কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়?
✕ দিল্লি
✔ কলকাতা
✕ লন্ডন
✕ কাঠমান্ডু
33. Which of the following phrase is having correct Bangla meaning?
✕ At the end of my rope : অত্যন্ত মুগ্ধকর
✔ By the short hairs : অস্বস্থিতে বা লজ্জায় পড়া
✕ One for the road : চলে যাওয়ার পর কোন মতামত বিবেচনা করা
✕ Tongue in check : শিক্ষানবিশ হিসেবে গ্রহণ করা
34. নিম্নের কোনটি জারল-বিজারণ বিক্রিয়া?
✔ Ca + 2F→ CaF2
✕ Ca3 + H+→ NH4+
✕ Ca2+ + 2F→ CaF2
✕ Cu2− + 4NH3→ Cu(NH3)42+
35. নিম্নের কোনটি সঠিক নয়?
✕ আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ সৃষ্ট হয়
✔ ডিম্বাশয় থেকে কোরিওনিক গোনাডোট্রপিন নিঃসৃত হয়
✕ অ্যামাইনো এসিড আমিষের গঠনমূলক একক
✕ চোখের অগ্র প্রকোষ্ঠ অ্যাকুয়াস হিউমার দিয়ে পূর্ণ থাকে
36. বাংলাদেশের বৃষ্টিপাতের কতভাগ বর্ষাকালে হয়?
✕ 40%
✕ 60%
✔ 80%
✕ 20%
37. Which of the following is a superlative sentence?
✕ Hira is not so tall as Panna
✕ Saida is not beauiful as Sumaya
✕ Very few subjects are so easy as this
✔ Nurul is the best boy in the class
38. নিম্নের কোনটি মায়োসিসের বৈশিষ্ট্য নয়?
✕ কখনও হ্যাপ্লয়েড কোষে হয় না
✕ নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোসোম একবার বিভক্ত হয়
✕ এই বিভাজনে চারটি অপত্যকোষের সৃষ্টি হয়
✔ অপত্যকোষের ক্রোমোসোমের গুণাগুণ মাতৃকোষের ক্রোমোসোমের সমগুণ সম্পন্ন হয়
39. আইনস্টাইনের ভর-শক্তি সংক্রান্ত সমীকরণের সঠিক বর্ণনা কোনটি?
✕ e = mc2
✕ E = Mc2
✔ E = mc2
✕ e = Mc2
40. Which of the following is not a positive sentence?
✔ Boby is taller than any other girl in the class
✕ Very few young men were so industrious as Murad
✕ Sabina is as wise as Sagupia
✕ Sadheen was as active as Asad
41. নিচের কোনটি একই সাথে জারক ও রিজারক রূপে কাজ করে?
✔ SO2
✕ FeSO4
✕ H2
✕ CuSO4
42. চাপ, তাপ ও আয়তন সংক্রান্ত কোন সূত্রটি সঠিক নয়?
✕ v = v0(1 +∅273)
✕ p = p0(1 +∅273)
✔ PV = MmRT
✕ pv = nRT
43. নিম্নের কোনটি ঋণাত্মক অনুঘটক?
✕ Cu
✔ অ্যালকোহল
✕ MnO2
✕ Fe
44. স্থিতিস্থাপকতা গুণাঙ্ক সংক্রান্ত নিচের কোন তথ্য সঠিক নয়?
✕ Y = F1A1
✕ Y = MgLπr2l
✕ Y এর মাত্রা [Y] =ML−1T−2
✔ [E] =ML−2T−2
45. নিম্নের কোনটি সঠিক নয়?
✕ একটি ভাইরাসে DNA এবং RNA সাধারণত এক সাথে অবস্থান করে না
✔ পোলিও একটি DNA ভাইরাস
✕ HIV মানবদেহে T-cell লিস্ফোসাইট এবং ম্যাক্রোফেজকে আক্রমণ ও ধ্বংস করে
✕ ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে ব্যাকটেরিওফায় বলে
46. নিম্নের কোনটি সত্য নয়?
✕ গ্লুকোজ একটি মনোস্যাকারাইড
✕ সাইটোক্রোম একটি এনজাইম
✕ অধিকাংশ পানি নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়
✔ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলি কোষের মাইটোকন্ড্রিয়ায় হ
47. প্রতি 10o সে, তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার বৃদ্ধির হার কত গুণ?
✔ 2-3
✕ 3-4
✕ 4-5
✕ 5-6
48. নাইট্রোজেন পেন্টা অক্সাইড এর বিয়োজনের অর্ধায়ূ 3400 মি.। বিক্রিয়াটির আপেক্ষিক বিক্রিয়া হার K এর মান নিম্নের কোনটি?
✕ 1.7325 ×10−4s−1
✔ 2.038 ×10−4min−1
✕ 2.038 ×10−3s−1
✕ 2.038 ×10−3s−2
49. নিম্নের কোনটি সত্য নয়?
✔ সমাঙ্গবর্গ উদ্ভিদের জীবনচক্রে ভ্রুণ উৎপন্ন হয়
✕ যে সব সমাঙ্গবর্গীয় উদ্ভিদের দেহে সালোক-সংশ্লেষণের বর্ণকণিকা আছে, তারাই শৈবাল
✕ মসবর্গীয় উদ্ভিদের দেহে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে
✕ ছত্রাকের জন্য আলোক অপরিহার্য নয়
50. নাইট্রোজের নিম্নের প্রদত্ত পর্যায় সারণীয় কোন গ্রুপে অবস্থিত?
✕ Gr 111A
✕ Gr 1VA
✔ Gr VA
✕ Gr V1A
[ad id=’5486′]
51. নিম্নের কোন জোড়াটি সঠিক কৃষিজ পণ্যের নাম?
✔ শুকতারা : উন্নতজাতের বেগুন
✕ সুমাত্রা : উন্নতজাতের তুলা শস্য
✕ ডেলফোজ : উন্নতজাতের তামাক
✕ অগ্রণী : উন্নতজাতের চীনাবাদাম
52. Which of the following idiom contain correct English meaning?
✕ A rear bird : See a solution
✕ In the twinkling of an eye : Eventually
✔ Keep the flag flying : Keep Surviving
✕ A piece of cake : An integral part
53. Which of the following sentence use the word ‘down’ as adverb?
✔ Down went the Royal George
✕ Try to down him
✕ The down train has left the station
✕ She came down the hil
54. নিম্নে উল্লেখিত মস্তিষ্কের কোন অংশ ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করে?
✕ সেরেব্রাম
✔ সেরিবেলাম
✕ গনস
✕ মেডুলা
55. নিম্নের কোন সূত্রটি ভুল?
✕ নাইট্রাস অক্সাইড-N2O
✔ নাইট্রিক অক্সাইড-NO3
✕ নাইট্রোজেন ডাই অক্সাইড-NO2
✕ ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড-N2O3
56. সরল দোলকের দৈর্ঘ্য ও দোলনকাল সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয়?
✕ T = 2π√Lg
✔ T1 = 2π√L1L2×T2
✕ T2=T1 × √L2L1
✕ L=gT24π2
57. Which of the following sentence use the word round adjective?
✔ A square peg in a round hole
✕ The boy played well in the first round
✕ They rounded the temple silently
✕ Last he came round to their belief
58. নিম্নের কোন তথ্যটি সত্য নয়?
✕ প্যারোটিভ গ্রন্থি একটি লালাগ্রন্থি
✕ গলনালি প্রায় 25 সেমি লম্বা
✔ জিহ্বার পিছনের অংশের স্বাদকোরক মিষ্টতা অনুভবে সাহায্য করে
✕ পূর্ণাঙ্গ মানুষের এপেনডিক্স একটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে শরীরে থাকে
59. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি সংক্রান্ত নিম্নের কোন তথ্য ভুল?
✕ নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস-এ সরাসরি সংযোজন
✔ তাপ; 450oC−500oC
✕ চাপ : 200 atm
✕ ক্যাটালিস্ট : আয়রণ ডাস্ট
60. 0.2 kg ভরের একটি বস্তুকে 0.5 m লম্বা রশিতে বেঁধে সমান্তরাল বৃত্তাকার 4 rad s−1 বেগে ঘুরালে রশির ঘূর্ণায়মান শক্তি কত N হবে?
✕ 0.4
✕ 0.6
✕ 0.8
✔ 1.6
[ad id=’5488′]
61. Which of the following is the correct interrogative form without changing the meaning of this sentence? ‘The Dillingham Young’s took mighty pride in their possession’-
✕ Didn’t the Dillingham Youungs take a mighty proud in their possession?
✕ Didn’t the Dillingham Youngs take a might pride in their possession?
✕ Didn’t the Dillingham Youngs took a mighty pride in their possession?
✔ Didn’t the Dillingham Youngs take a mighty pride in their possession
62. নিম্নের কোনটি পাকস্থলীর প্যারাইটাস কোষ থেকে নিঃসৃত হয়?
✕ পেপসিনোজেন
✔ হাইড্রোক্লোরিক এসিড
✕ মিউসিন
✕ গ্যাসট্রিন
63. N2(g)+3H2(g) ↔ 2NH3(g) সমীকরণ সংক্রান্ত কোন তথ্য সঠিক নয়?
✕ একটি উভয়মূখী বিক্রিয়া
✔ △H = +92.38 kg/mo1
✕ গ্যাসের বিক্রিয়ার ফলে আয়তন হ্রাস পায়
✕ নাইট্রোজেন-হাইড্রোজেন আয়তন অনুপাত- 1 : 3
64. নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
✕ উপজিহ্বা খাদ্যদ্রব্য শ্বাসনালিতে প্রবেশে বাধা দান করে
✕ প্রশ্বাসের সময় ফুসফুস প্রসারিত হয়
✕ ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন বায়ুথলি থেকে কৈশিক নালির রক্তে প্রবেশ করে
✔ ফুসফুসের কৈশিক নালিতে অক্সিজেন রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে স্থায়ী যৌগ অক্সিহিমোগ্রোবিন তৈরি করে
65. নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
✔ শুক্রাশয়ের সারটলি কোষ টেস্টোস্টেরন নামক গুরুত্বপূর্ণ যৌন হরমোন নিঃসরণ করে
✕ এপিডিডাইমিস শুক্রাণুর চলন শক্তি বৃদ্ধি করে
✕ প্রস্টেট গ্রন্থি থেকে অ্যালেক্যালাইন ফলফেটের নামক একরকম ক্ষারকীয় রস নিঃসরণ হয়
✕ সেমিনালরস প্রধানত শুক্রাণুর পৃষ্টি জোগায়
66. জৈব যৌগ সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়?
✕ ক্যাটেনেশন
✔ চতুর্যোজ্যতা
✕ সমানুতা
✕ মন্থর আয়োনিত বিক্রিয়া
67. সিলিয়াক ধমনি নিম্নের কোন অঙ্গে রক্ত সরবরাহ করে না?
✕ পাকস্থলী
✔ বৃক্ক
✕ প্লীহা
✕ যকৃত
68. নিম্নের উল্লেখিত কোন অ্যালকিন এর সূত্রটি ভুল?
✕ ইথিন : CH2 = CH2
✕ প্রপিন : CH3 − CH =CH2
✕ 1- বিউটিন : CH3 − CH2 −CH =CH2
✔ 2- বিউটিন : CH3 − CH=CH2 −CH −CH3
69. ইথার সম্পর্কে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
✔ R − O − R+PC15→RC1+POCl3+HC1∥
✕ চেতনা নাশক
✕ তেলের জন্য শিল্প দ্রাবক
✕ রেফ্রিজারেন্ট
70. নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
✔ হৃৎপিণ্ড বাম অলিন্দ থেকে পালমোনারি ধমনি উৎপন্ন হয়
✕ পালমোনারি ঘমনির প্রবেশ মুখে একটা অর্ধচন্ত্রাকৃতি কপাটিকা থাকে
✕ পালমোনারি শিরা ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে
✕ মানুষের রক্তসংবহতন্ত্রে দ্বিচক্রীয় সংবহন দেখা যায়
71. দুটি সার্বিকভাবে একইরূপ মহাশূন্যস্থান A ও B মুক্তভাবে পৃথিবীর দিকে নামছে। B এর চেয়ে A পৃথিবীর কাছে হলে কোন তথ্যটি সঠিক নয়?
✕ A এর ওজন > B এর ওজন
✕ A এর ভর = B এর ভর
✔ A এর ত্বরণ = B এর ত্বরণ
✕ উভয় মহাশূন্যযানের নভোচারীগণ ওজন হীনতা অনুভব করে
72. নিম্নের কোন তথ্যটি লসিকাতন্ত্র সম্পর্কে সত্য নয়?
✕ প্রকৃতপক্ষে লসিকা এক ধরনের পরিবর্তিতা কলারস
✕ কলা থেকে কলারসের প্রায় 10 শতাংশ লসিকা দ্বারা অপসৃত হয়
✔ লসিকায় অনেক অণুচক্রিকা থাকে
✕ লসিকাগ্রন্থি অ্যান্টিবডি তৈরি করে
73. নিম্নের কোনটি ডাই মিথাইল অ্যামিন এর সংকেত?
✕ CH3NH2
✕ C2H5NH2
✕ C2H5OH
✔ (CH3)2NH
74. একটি রাইফেলের গুলি একটি তক্তাকে কেবল ভেদ করতে পারে। গুলির বেগ তিনগুণ করা হলে এরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে।
✕ 6
✔ 9
✕ 90
✕ কোনটিই নয়
75. নিম্নের কোনটি আয়ন নয়?
✔ ব্রোমিন
✕ ক্লোরিন
✕ থায়োসায়ানেট
✕ সায়ানাইড
76. Which of the following is the correct compound form of this sentence? ‘ As he felt a great love for them, he blessed them from heart’.
✕ He felt a great love and blesses
✕ He fell great love for them and blessed them from heart
✔ He felt a great love for them and blessed them from heart
✕ he felt a great love for them and blesses from heart
77. নিম্নের তোস তথ্যটি সঠিক নয়?
✕ ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন গুরুত্বপূর্ণ নারী যৌন হরমোন
✕ ইস্ট্রোজেনের প্রভাবে মেয়েদের নারীসূলভ লক্ষণ বিকশিত হয়
✔ করপাস ল্যুটিয়াম থেকে লুটিনাইজিং হরমোন নিঃসৃত হয়
✕ ডিম্বাশয়ের সবচেয়ে পরিপক্ক ফলিককলটিকে গ্রাফিয়ান ফলিকল বলে
78. নিম্নের কোন বিক্রিয়াটি সঠিক নয়?
✕ Zn+HNO3 (অতি লঘু) →Zn(NO3)2+H2O+NH4NO3
✕ Zn+HNO3(লঘু) →Zn(NO3)2+H2O+N2O
✕ Zn+HNO3(মধ্যম গাঢ়) →Zn(NO3)2+H2O+NO
✔ Zn+HNO3(গাঢ়) →Zn(NO3)2+H2+NO2
79. গতি সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয়?
✕ v =vο+at
✔ v2 =vο+2as
✕ s=v0+v2t
✕ s = v0t + 12at2
80. Which of the following is the correct direct form of this sentence? He said with joy that was a very nice thing
✕ He said, ‘A nice thing it is!’
✔ He said, ‘What a nice thing it is!’
✕ He said, ‘What a nice it is!’
✕ He said, ‘What a nice thing it is!’
81. নিম্নের কোনটি বৃক্কের কাজ নয়?
✕ দেহ থেকে নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ অপসারণ করা
✔ শ্বেত রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখা
✕ রক্তে অম্ল ক্ষারের সমতা রক্ষা করা
✕ দেহে পানির সমতা রক্ষা করা
82. CFC গ্যাস সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়?
✕ অদাহ্য গ্যাস
✕ সামান্য চাপে তরল হয়
✔ স্ফুটনাংক 100oC
✕ রেফ্রিজারেশন ও শীতাতপ নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়
83. নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
✕ রৈখিক বেগের মাত্রা −LT−1
✕ রৈখিক বেগের একক −ms−1
✕ কৈণিক বেগের মাত্রা −T−1
✔ কৈণিক বেগের একক −S−1
84. পৃথিবীর মোট বরফের কত ভাগ এন্টার্কটিকাতে আছে?
✕ 50
✕ 70
✔ 90
✕ 75
85. Which of the following is the correct form of this sentence? She said, Oh! How charming the scenery is!’
✔ She exclaimed with wonder that the scenery was very charming
✕ She with wonder that the scenery was very charming
✕ She exclaimed woner that the scenery was very charming
✕ She exclaimed with woder that the scenery very charming
86. নিম্নের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
✕ হাম
✕ ডেঙ্গু
✔ টাইফয়েড
✕ হার্পিস
87. Which of the following sentence is the correct example of “past perfect continuous tense”?
✕ The train had started before I reached the station
✕ We have been living here for five years
✕ What was she doing In the last evening
✔ At that time Shama had been writting a novel for two months
88. নিম্নের কোনটি সঠিক নয়?
✔ এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রম হল : F
✕ হ্যালোজেন বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিন-এ চারটি মৌলকে বোঝায়
✕ হ্যালোজেন মানে sea-salt producer
✕ হ্যালোজেনসমূহ দ্বিপরমাণুকে অণূ (x2) বিশিষ্ট অধাতব মৌল
89. নিম্নে উল্লেখিত কোন বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ করে পরমাণু তৈরি করে?
✕ দুর্বর নিউক্লীয় বল
✕ মহাকর্ষ বল
✔ তাড়িত চৌম্বক বল
✕ সবল নিউক্লীয় বল
90. নিম্নের কাকে “লেডি উইথ দি ল্যাম্প” বলা হয়?
✕ রানি এলিজাবেথ প্রথম
✔ ফ্লোরেন্স নাইটিঙ্গেল
✕ মাদার তেরেসা
✕ রানি ক্লিওপেট্টা
91. Na, C এবং O এর পারমাণবিক ভর যথাক্রমে 23, 12 ও 16 হলে, Na2CO3সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়?
✕ কার্বনের শতকরা পরিমাণ = 11.3%
✕ এর আণবিক ভর = 106
✕ সোডিয়ামের শতকরা পরিমাণ = 43.4%
✔ অক্সিজেনের শতকরা পরিমাণ = 54.3%
92. নিম্নের কোনটি সঠিক নয়?
✕ A
✕ B
✔ C
✕ D
93. নিম্নের কোন যৌগটির স্থল ও আণবিক সংকেত সঠিক নয়?
✕ C
✔ D
✕ A
✕ B
94. নিম্নলিখিত কোন যৌগের জারণ সংখ্যা সঠিক?
✕ C
✕ D
✔ A
✕ B
95. নিম্নের কোন ডাল থেকে বিষাক্ত অ্যামাইনো এসিড BOAA (B-A-Oxalyl amino I-alainine) তৈরি হয়?
✔ অড়হড়
✕ মুগ
✕ খেসারী
✕ মাসকালাই
96. বাতাসে সীসার পরিমাণ কমপক্ষে কত μgm হলে বাতাসে সীসা দ্বারা দূষিত বলা হবে?
✕ 1
✔ 2
✕ 3
✕ 4
97. মেনুদন্ডের এটলাস ও এক্সিসের মধ্যবর্তী অস্থিসন্ধি নিম্নের কোনটি?
✕ গমফোসিস বহির্ভূতা
✕ কব্জা
✔ কীলক
✕ স্যাডেল