Ministry of Finance Typist Cum Computer Operator Written Exam Question and Solution 2019 Typist Cum Computer Operator at Finance Division under the Ministry of Finance (MoF) Written Exam Question and Solution 2019 Exam Date: 02.08.2019
Bengali Section Answer – বাংলা অংশ সমাধান
১.সন্ধি বিচ্ছেদ:-
উচ্চারণ–উৎ+ চারণ
অন্তর্ভুক্ত–অন্তঃ+ভুক্ত
অন্বেষণ– অনু+ এষণ
যাবজ্জীবন–যাবৎ+ জীবন
সপ্তর্ষি —সপ্ত+ঋষি
৪. বাগধারা অর্থসহ ব্যাসবাক্য:
ব্যাঙের আধুলি–সামান্য সম্পদে অহংকার
আট কপালে–হতভাগ্য
অরণ্যে রোদন– নিষ্ফল আবেদন
পায়াভারি–অহংকারী
বালিরবাঁধ– ক্ষণস্থায়ী বস্তু
English Solution – ইংরেজী অংশ সমাধান
৭. Write a paragraph on ‘The Victory Day’
৮. ইংরেজিতে অনুবাদ করুনঃ
a) সাত দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছেঃ It has been raining since Seven Days.
b) তুমি কি জানো সে কোথায় বাস করে? Do you know where does he live?
c) পুলিশ আসার আগেই চোরটি পালিয়ে গেলঃ The thief had run away before the police came.
d) এই ব্যাপারে আমার কোন হাত নেইঃ I have no influence in this matter.
e) তিনি একজন প্রকৌশলী, তাই না? He is an Engineer, isn’t he?
৯. বাংলা অর্থসহ নিচের idioms গুলো দ্বারা Sentence তৈরি করুনঃ
Bolt from the blue: বিনা মেঘে বজ্রপাত ( I have got DV of America, it is like bolt from blue for me)
By and Large: বৃহৎ পরিসরে/ সামগ্রিক ( Bangladesh is by and large an overpopulated country in the world)
End in smoke: ব্যর্থতায় পরিণত হওয়া ( His all endeavor ends in smoke)
Out of order: অকেজো ( The machine is out of order)
Heart and soul: প্রাণপণে ( Try heart and soul and you will succeed)
১০. Fill in the blanks with an appropriate preposition:
ক. He comes —-a Nobel Family. Ans: from
খ. He was admitted —-the room. Ans: into
গ. The man is capable …………..doing this alone. Ans: of
ঘ. His action is contrary …………his words. Ans: to
ঙ. I am looking …………….the matter. Ans: into
১১. Transform the sentences according to the instruction:
ক) Everybody loves his motherland. (Interrogative): Who does not love his motherland?
খ) How beautiful the night is! (Assertive): The night is beautiful
গ) I know her name. (Complex): I know what her name is
ঘ) Though he is poor, he is honest. (Compound): He is poor but honest.
ঙ) I shall always remember you. (Negative): I shall never forget you.
১২. Change the voice:
a) The boy did not break the glass. Ans: the glass was not broken by the boy.
b) I was given a book by Mr. Rahman. Ans: Mr. Rahman gave me a book.
c) They elected him president. Ans: He was elected a president by them.
d) Honey tastes sweet. Ans: Honey is sweet when it is tasted.
e) He has done a great mistake. Ans: A great mistake has been done by him.
Mathematics Solution (গণিত অংশ সমাধান)
১৩। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুন। প্রতি বর্গ মিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
সমাধানঃ
ধরি,
প্রস্থঃ ক
তাহলে দৈর্ঘ্যঃ ৩ক
মেঝের ক্ষেত্রফলঃ ১১০২.৫০/ ৭.৫০ = ১৪৭
প্রশ্নমতে,
৩ক * ক = ১৪৭
ক২ = ১৪৭/৩
ক২ = ৪৯
ক = ৭
এতএবঃ
প্রস্থঃ ৭
দৈর্ঘ্য = ৭ * ৩ = ২১
১৪। ৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ৪৮ কি.মি. । রেললাইনের পাশে গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
সমাধানঃ
গতিবেগঃ ৪৮ কিমি/ ঘণ্টা = ৪৮ * ৫/১৮ = ২৪০/১৮
সময়ঃ ৬০/ (২৪০/১৮) = ৪.৫ সেকেন্ড
১৫। x2 – √5 x + 1 = 0 হলে , প্রমাণ করুন যে, x3 – 1/x3 = 4
সমাধানঃ
x2 – √5 x + 1 = 0
x2 + 1 = √5 x
x + 1/x = √5
অতএব, x -1/x = 1 ( from the formula of (a –b)^2 = (a +b)^2 -4ab)
x3 – 1/x3 = ( x -1/x)^3 + 3.x.1/x (x – 1/x) = 4 (Proved)
১৬। উৎপাদকে বিশ্লেষণ করুনঃ
১) ax2 + (a +1) x + a
= a (x + 1)^2
২) 4×2 – 4xy + y2 – z2
= ( 2x –y + z) (2x –y –z)
General Knowledge Solution (সাধারণ জ্ঞান অংশ সমাধান)
১৭। অর্থ মন্ত্রণালয়ের অধীনে কতটি বিভাগ রয়েছে এবং বিভাগগুলো কি কি।
উত্তরঃ অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪ টি বিভাগ রয়েছে।
বিভাগগুলো হচ্ছেঃ
১. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
২. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
৩. অর্থ বিভাগ
৪. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
১৮। পূর্ণরূপ লিখুনঃ
ECNEC = Executive Committee of the National Economic Council
MICR = Magnetic ink character recognition
MTBF = Medium-Term Budgetary Framework
AIIB = Asian Infrastructure Investment Bank
ASEAN = Association of Southeast Asian Nations
১৯। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুনঃ
১) অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?
উত্তরঃ ১৯০৯ মার্কিন ডলার
২) একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভা কবে শপথ গ্রহণ করে?
উত্তরঃ ৭ জানুয়ারি ২০১৯
৩) বঙ্গবন্ধু কবে বাংলাদেশের সংবিধানে প্রথম স্বাক্ষর করেন?
উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯৭২
৪) জতীয় জরুরি সেবা ৯৯৯ কবে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়?
উত্তরঃ ১২ ডিসেম্বর ২০১৭
৫) জাতীয় পাবলিক সর্ভিস দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ২৩ জুলাই
৬) বাংলাদেশের ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের আকার কত টাকা?
উত্তরঃ ৫২৩১৯০ কোটি টাকা
৭) বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন?
উত্তরঃ মেজর জেমস রেনেল
৮) OIC এর বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ৫৭
৯) মুক্তিযুদ্ধকালীন ভারত, বাংলাদেশ যৌথবাহিনী কবে গঠন হয়?
উত্তরঃ ২১ নভেম্বর, ১৯৭১
১০) ডিজিটাল নিরাপত্তা আইন কবে পাশ হয়?
উত্তরঃ ১৯ সেপ্টেম্বর ২০১৮
১১) জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশনে বঙ্গবন্ধু প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন?
উত্তরঃ ২৯ তম অধিবেশনে
১২) জাতীয় সংসদের প্রথম স্পীকার কে ছিলেন ?
উত্তরঃ শাহ আব্দুল হামিদ
১৩) রেডক্রস ও রেডক্রিসেন্টের সদস্য সংখ্যা কতটি?
উত্তরঃ ১৯০ টি