Bangabandhu Sheikh Mujibur Rahman Science & Technology University F-Unit Admission Test Question and Solutions 2017
1. ব্যবস্থানার কোন কাজ দুটিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলা হয়?
পরিকল্পনা ও সংগঠন
পরিকল্পনা ও নেতৃত্ব দান
নির্দেশনা ও নেতৃত্ব
পরিকল্পনা ও নিয়ন্ত্রণ
2. In —- nothing much happened in the meeting.
briefly
a short
short
shortly
3. একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট সদস্য সংখ্যা ৬০ জন। তাদের মাসিক চাঁদা ৪০ টাকা। ২০১৪ সালে ১২ জন সদস্য তাদের চাঁদা পরিশোধ করেনি, ২ জন সদস্য ৪ মাসের চাঁদা অগ্রিম প্রদান করেছে এবং ৫ জন সদস্য গত বছরের চাঁদা এ বছর প্রদান করেছে। ২০১৪ সালে আয়-ব্যয় হিসাবে কত টাকা চাঁদা খাতে আয় দেখানো হবে?
25750
25440
21600
28800
4. Mother of Central Bank’ বলা হয় কাকে?
বাংলাদেশ ব্যাংক
Reserve bank of India
Bank of France
Bank of England
5. কোম্পানির নিট আয় ৯৬,০০০ টাকা; নিট বিক্রয় ৮,০০,০০০ টাকা; বছরের শুরুতে মোট সম্পত্তি ছিল ১৫,০০,০০০ টাকা এবং বছর শেষে মোট সম্পত্তি ৯,০০,০০০ টাকা হলে, সম্পত্তির উপর উপার্জন হার কত?
6
7
8
9
6. A person whose ‘head’ is in the ‘clouds’ means —
proud
a day dreamer
an aviator
useless
7. ব্যবসায়ীদের ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন থেকে বিরত থাকা কীসের উদাহরণ?
ব্যবসায়িক নৈতিকতা
সামাজিক পণ্য
সুনাম অর্জন
ব্যবসায়িক মূল্যবোধ
8. ক ও খ দুজন অংশীদার। তাদের লাভ-ক্ষতি বন্টনের অনুপাত ৭ : ৫। গ কে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করায় তাদের নতুন অনুপাত দাঁড়ায় ২ : ১ : ১। ক ও খ এর ত্যাগ অনুপাত কত?
১ : ১
২ : ১
১ : ২
২ : ৩
9. কোন ধরনের শেয়ার মালিকদের ভোটাধিকার থাকে না?
অগ্রাধিকার
সাধারণ
বিলম্বিত
বোনাস
10. জীবনানন্দ দাশ ‘বাংলার প্রভাত’ এর সৌন্দর্য ও রহস্যময়তাকে বর্ণনা করতে গিয়ে কোন ফুলের রং-এর সাথে তা তুলনা করেছেন?
জারুল
অশ্বথ
করমচা
হিজল
11. The flight arrived late. The underlined word is a/an —
noun
adjective
adverb
verb
12. ৭,৭০০ টাকার পণ্য শর্তে সেপ্টেম্বরের ১২ তারিখে বিক্রি হয়। ১৮ সেপ্টেম্বর ৭০০ টাকার পণ্য ফেরত আসে। সেপ্টেম্বরের ২২ তারিখ সম্পূর্ণ টাকা প্রাপ্তি সাপেক্ষে কত টাকা প্রাপ্ত হয়েছিল?
৬,৮৬০ টাকা
৬,৮২০ টাকা
৭,০০০ টাকা
৬,৩০০ টাকা
13. প্রতিষ্ঠানে কর্মীদের জ্যেষ্ঠতার ভিক্তিতে পদোন্নতি প্রদান নিচের কোনটির সাথে সংশ্লিষ্ট?
কৌশল
পদ্ধতি
নীতি
প্রক্রিয়া
14. কোম্পানির পরিচালকমন্ডলীর ক্ষমতা কোন দলিল দ্বারা নির্ধারিত?
স্মারকলিপি দ্বারা
পরিমেল নিয়মবলি দ্বারা
বিবরণপত্র দ্বারা
কোনোটিই নয়
15. ১ ডিসেম্বর, ২০১১ জহির ১৫,০০০ টাকা ব্যাংকে জমা দিলেন। ৬ ডিসেম্বর পাওনা ৫,০০০ টাকার িএকটি চেক ব্যাংকে জমা দেওয়া হলো। ২০ ডিসেম্বর চেকে মজুরি প্রদান করলেন ২,০০০ টাকা। ২৮ ডিসেম্বর পাওয়া চেকটি প্রত্যাখ্যাত হলো। ৩০ ডিসেম্বর তার ব্যাংক উদ্বৃত্ত কত?
7000
8000
13000
15000
16. The synonym of ‘Impediment’ is —
aid
support
hindrance
succor
17. সমবায় সংগঠনের মুনাফা বন্টনে কত ভাগ অর্থ উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়?
10
7
5
3
18. বাংলাদেশে প্যাটেন্ট সম্পদের আইনি সুরক্ষার সময়কাল কত?
10
12
16
20
19. ‘ক ও খ’ ২ জন অংশীদারের মুনাফা বন্টনের অনুপাত ৪ : ১। ‘গ’ কে অংশ মুনাফা প্রদানের চুক্তিতে তারা নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলো। তাদের নতুন অনুপাত কত?
২ : ৫
৮ : ৪ : ৫
৮ : ২ : ৫
৮ : ২ : ১০
20. কোন ধরনের সংগঠন কাঠামো অতিমাত্রায় ব্যাক্তিকেন্দ্রিক?
পদস্থ কর্মী
কার্যভিক্তিক
কমিটি
সরলরৈখিক
21. Motivation’ শব্দটি নিচের কোন শব্দ হতে এসেছে?
Movare
Moveree
Movere
moveer
22. নিচের কোনটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন বহির্ভূত?
BRTC
BGMEA
BTTB
BCIC
23. সব থেকে প্রাচীন বিমা ব্যবসায় হলো-
জীবন বিমা
নৌ-বিমা
অগ্নি-বিমা
চৌর্য বিমা
24. বিবিধ দেনাদার হিসাবের সমাপনী জের ৪২,০০০ টাকা। সারা বছরে মোট ডেবিট হযয়ছে ৬৮,০০০ টাকা এবং ক্রেডিট হয়েছে ৫৬,০০০ টকা। উক্ত হিসাবে প্রারম্ভিক জের কত টাকা ছিল?
98000
30000
12000
26000
25. নিচের কোনটির সাথে শেয়ার সিকিউরিটি ক্রয়-বিক্রয়ের সম্পর্ক রয়েছে?
হাড় পদ্ধতি
হ্রাস পদ্ধতি
কলওভার পদ্ধতি
বাস্কেট পদ্ধতি
26. একটি সম্পত্তির ক্রয়মূল্য ৩১,২৫০ টাকা এবং আয়ূষ্কাল ৫ বছর। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধরলে ভগ্নাবশেষ মূল্য হবে ১০,২৪০ টাকা । অবচয়ের হার কত?
20
30
40
25
27. কমিশন পরবর্তী নিট লাভের উপর অংশীদার Y –এর জন্য নির্ধারিত ৫% কমিশন বাবদ সে ১,০০০ টাকা পেল। সে X ও Z –এর সাথে সম-অংশীদার। অংশীদারি কারবারের লাভের অংশ বাবদ Y কত টাকা পাবে?
6667
7000
7333
7667
28. ‘জোড়া মই শিকল’ নীতি নিম্মোক্ত কোন বিষয়ের সাথে সম্পৃক্ত?
নিয়মানুবর্তিতা
ভারসাম্য রক্ষা
কর্তৃত্ব প্রবাহ
কর্তৃত্ব অর্পণ
29. পদ্মা কোম্পানির বিক্রয় ১,৫০,০০০ টাকা এবং বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ১,৩৫,০০০ টাকা। মোট মুনাফার হার ৩০% হলে, সমাপনী মজুতের পরিমাণ কত টাকা হবে?
30000
105000
15000
135000
30. পণ্যের জীবনচক্রের কোন স্তরে ব্যবসায় মুনাফা বেশি হয়?
সূচনা
প্রবৃদ্ধি
পূর্ণতা
পতন
31. গড় মজুত ২৫,০০০ টাকা, মজুত আবর্তন ১৮ বার এবং বিক্রয়ের উপর মুনাফার হার ২০% হলে, বিক্রয়মূল্য কত টাকা?
652000
562500
560000
650000
32. বাংলাদেশে ব্যাপকভাবে গার্মেন্টস লিল্প গড়ে উঠতে নিচের কোন উপাদান অধিক ভূমিকা রেখেছে?
প্রাকৃতিক ও রাজনৈতিক
অর্থনৈতিক ও আইনগত
আইনগত ও সামাজিক
সামাজিক ও অর্থনৈতিক
33. বাংলাদেশের নারী উদ্যোক্তাদের বেসরকারি সুবিধা প্রদানকারী সংস্থা-
BIMSTEC
MIDAS
BGMEA
FBCCI
34. নিচের কোনটিকে পিরামিডের সাথে তুলনা করপ হয়েছে?
পরিকল্পনার স্তরকে
সাংগঠনিক কাঠামোকে
প্রেষনার স্তরকে
নিয়ন্ত্রণের স্তরকে
35. Which one is the noun of the word ‘brief’?
brevity
breaf
briefly
briefing
36. মিসেস রেক্সনা ১ এপ্রিল ২০১৬ সালে ২,২০,০০০ টাকায় একটি সম্পত্তি ক্রয় করেন যার আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ৬,০০০ টাকা এবং আয়ূষ্কাল ১৫ বছর। এটি ব্যবহার উপযোগীর জন্য ১০ এপ্রিল ৩৭,২৫০ টাকা ব্যয় হয়। ৩১ ডিসেম্বর সম্পত্তিটির অবচয় কত টাকা হবে?
16750
12144
13540
12563
37. What does ‘status quo’ mean?
Situation in the past
Existing situation without any change
Changed situation or state
Rigid condition
38. হার্জবার্গের মতে কর্মীদের তুষ্টিকারক উপাদান কোনটি?
তত্ত্বাবধান
দায়িত্ব
কার্যপরিবেশ
পদমর্যাদা
39. ‘মূক’ এর সমার্থক শব্ধ কোনটি?
বোবা
নিষ্ক্রিয়
বোকা
নির্বোধ
40. I don’t like going out ——- midnight.
at
in
on
to
41. বিক্রয় ৩০,০০০ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য ৭,০০০ টাকা, সমাপনী মজুত পণ্য ৪,৫০০, ক্রয় ১৫,০০০ টাকা এবং ক্রয় পরিবহন ২,০০০ টাকা হলে, বিক্রীত পণ্যের ব্যয় কত টাকা হবে?
7000
19500
2400
36500
42. He ‘pored over’ the questions until the couldn’t keep his eyes open anymore.
asked
examined
memorized
ignored
43. ৮,০০০ টাকার পণ্য ক্রয় করে ৪,০০০ টাকা প্রদান করা হলে, কোন প্রকার দাখিলা হবে?
সরল
মিশ্র
সমাপনী
সমন্বয়
44. ২০১৭ সালের ৩১ জুলাই প্রত্তুতকৃক ও স্বীকৃত ২ মাস মেয়াদি একটি বিলের দেয় তারিখ হলো-
৩০ সেপ্টেম্বর
২৯ সেপ্টেম্বর
১ জুলাই
৩ অক্টোবর
45. We traveled by a train from Dhaka to Rajshahi. The underlined word is a/an —
adverb
noun
adjective
preposition
46. নিট আয় ২৪,০০০ টাকা, নিট বিক্রয় ৪,০০,০০০ টাকা ও গড় সম্পত্তি ৬,০০,০০০ টাকা হলে, মুনাফার হার কত?
10
6
12
7
47. কোনটি নেতার পেশাভিক্তিক গুণাবলি?
ব্যাক্তিত্ব
ধৈর্য
দূরদর্শিতা
সিদ্ধান্ত গ্রহণ
48. Select the pair which has the same relationship. GRAVITY : PULL
iron : metal
north pole : directions
magnetism : attraction
dust : desert
49. মেরিল কোম্পানির বিক্রয় হতে প্রাপ্তির পরিমাণ ৩৬,০০০ টাকা। যদি প্রাপ্তির মধ্যে মূল্য সংযোজন করের পরিমাণ ১৫% হয়ে থাকে, তবে বিক্রয় হিসাবে কত টাকা ক্রেডিট করতে হবে?
36800
5520
42320
32000
50. A — is someone who sees a crime being committed?
criminal
lawyer
judge
witness
51. নিচের কোনটি শিশু-সাহিত্য বিষয়ক পত্রিকা?
আঙ্গুর
শনিবারের চিঠি
কল্লোল
প্রবাসি
52. আগুনে বিনষ্ট পণ্য ১০,০০০ টাকা, যা সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত ছিল না। বিমা কোম্পানি ৬০% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে আয় বিবরনীতে কত টাকা খরচ দেখাতে হবে?
4000
14000
10000
6000
53. নিচের কোনটি পূর্ণ শব্দ হতে পারে?
বিভক্তি
অনুসর্গ
উপসর্গ
প্রত্যয়
54. To know about the wounded tiger I stared to some —— people who had been there when the accident occurred.
brave
genius
experienced
political
55. ধ্বনির ঘোষত্ব-অঘোষত্ব নির্ভর করে-
বাতাসের পরিমাপের উপর
স্বরতন্ত্রীর-কম্পনের উপর
কন্ঠনালির উঠানামার উপর
জিভের উচ্চতার উপর
56. বিনামূল্যে পণ্য বিতরণের ৫,০০০ টাকা যা হিসাবভুক্ত করা হয়নি। রেওয়ামিলে বিজ্ঞাপনের অর্ধেক বিলম্বিত । আয় বিবরণীতে বিজ্ঞাপন বাবদ কত টাকা দেখানো হবে?
35000
40000
140000
130000
57. By whom are you taught English? (Make it active).
Who teaches you English?
English is taught by whom?
Who taught you English?
Who teach you English?
58. কোনটি প্রান্তিক বিরামচিহ্ন?
দাঁড়ি
কমা
কোলন
ড্যাস
59. কাঁচামাল ক্রয় ৬০,০০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৫০,০০০ টাকা, অন্যান্য প্রত্যক্ষ খরচ ১০,০০০ টাকা, বিক্রয় পরিবহন ১০,০০০ টাকা ও বিক্রয় ম্যানেজারের বেতন ২০,০০০ টাকা। উপরের তথ্যের আলোকে মুখ্য ব্যয় কতটাকা হবে?
150000
120000
140000
130000
60. বৃটেনের রচডেলে কতজন তাঁতি কত পুঁজি সহযোগে সমবায় ব্যবসায় গড়ে তোলে?
১০ জন ১০ পাউন্ড
১৮ জন ১৮ পাউন্ড
২৮ জন ২৮ পাউন্ড
৩০ জন ৩০ পাউন্ড
61. বাজারজাতকরণের প্রধান লক্ষ্য কী?
অধিক বিক্রয়
গ্রাহক সন্তুষ্টি বিধান সৃষ্টি করা
গ্রাহক সৃষ্টি করা
অধিক মুনাফা
62. Unfortunately, information concerning the latest crisis in the state government is arriving ”piecemeal”.
incorrectly
delayed
bit by bit
hurriedly
63. ক্যাশ মেমোর মূল কপি দেওয়া হয়?
ক্রেতাকে
বিক্রেতাকে
মালিককে
সরবরাহকারীকে
64. The antonym of TACITURN is —-
judge
silent
talkative
immense
65. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
সাধিত শব্দ
নাম শব্দ
পদ
প্রাতিপদিক
66. Monkeys have sometimes been compared to Chimpanzees —- they both share some social behavior.
despite
because
in regard to
as a result of
67. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন কী ধরনের বিপ্লব ছিল?
মানসিক
সামাজিক
অর্থনৈতিক
রাজনৈতিক
68. The candidates turned —— at the interview.
in
off
up
for
69. পৃথিবীর প্রথম সমবায় সমিতি কোনটি?
রচডেল
স্যানডল
বেসল্যান
ইচডেল
70. নিচের কোনটি সর্বনাম পদের উদাহরণ?
মম
একেলা
মরম
হেরা
71. একটি প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের উদ্বৃত্তসমূহ যথাক্রমে দালানকোঠা ২০,০০০ টাকা, বিবিধ দেনাদার ৫,০০০ টাকা, নগদ ৯,০০০ টাকা, প্রদেয় বিল ১০,০০০০ টাকা, পাওনাদার ৬,০০০ টাকা, বন্ধকী ঋণ ৮,০০০০ টাকা। উক্ত প্রতিষ্ঠানের মালিকানা স্বত্ব কত টাকা?
10000
17000
18000
28000
72. যুক্তবর্ণ হিসেবে ব্যবহারের ক্ষেত্রে ‘ঞ’ বর্ণটি বর্ণমালার কোন বর্গের বর্ণগুলোর সাথে ব্যবহৃত হতে পারে?
ক-বর্গের
চ-বর্গের
ট-বর্গের
প-বর্গের
73. করিম একটি ব্যবসায়ের অংশীদার। তিনি প্রতি মাসের ১৫ তারিখে ব্যবসায় হতে ২,৫০০ টাকা উত্তোলন করেন। তার উত্তোলনের উপর ১,১২৫ টাকা সুদ হলে, সুদের হার কত?
5.5
6.5
7.5
8.5
74. If you help me, I —– grateful.
am remaining
would remains
shall remain
would remain
75. অর্থ স্বল্পতার জন্য প্রত্যাখ্যাত চেকের হিসাব সমন্বয় কীভাবে হয়?
ব্যাংক জেরের সাথে যোগ করা হয়।
ব্যাংক জের থেকে বাদ দেওয়া হয়।
নগদান হিসাবের জেরের সাথে যোগ করা হয়।
নগদান হিসাবের জের থেকে বাদ দেওয়া হয়।
76. Charlie Chaplin was born —- 6 April —- 1889.
at, in
on, in
in, in
in, on
77. নিচের কোনটি জাহাজি দলিল হিসেবে গণ্য?
ফরমায়েশ পত্র
চারানি রশিদ
নৌ-বাটক পত্র
প্রত্যয়ন পত্র
78. The student’s regular habit of saving —— in difficult times.
Stood him in good
Stood him in good stead
Stood him in good shape
Stood him
79. ‘বন্কিম’ এর বিপরীত শব্দ কোনটি?
রক্তিম
ক্লেদাক্ত
ঋজু
বাঁকা
80. মি. দিপু তার প্রতিষ্ঠানের ৭৫,০০০ টাকার পণ্য ক্রয় করে সম্পত্তি হিসেবে ডেবিট করেছেন। এই জন্য কোন ধরনের ভূল হয়েছে?
পরিপূরক
লেখার
নীতির
ভূল হয়নি