প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান (সেট- রাইন) – ২০১৩
Pre-Primary Assistant Teacher recruitment Exam Question and answers-2013 Set-Ryne
[ad id=’5490′]
বাংলা অংশ
১. “নীলদর্পণ” নাটকটি কার লেখা?
ইব্রাহীম খাঁ
ডি. এল. রায়
মীর মোশাররফ হোসেন
দীনবন্ধু মিত্র
২. মধুসূদন দত্তের “মেঘনাদবধ” কাব্যের উৎস কি?
রামায়ণ
মহাভারত
ভগবৎ
কুমারসম্ভব
৩. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিতি লেখা কোনটি?
মুক্তি
বাউন্ডেলের আত্মকাহিনী
হেনা
বিদ্রোহী
৪. ”বাঙ্গালীর ইতিহাস” বইটির লেখক কে?
আর সি মজুমদার
আবদুল করিম
নীহার রঞ্জন রায়
অধ্যাপক সুনীত
৫. পিত্রালয় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে—
পিতা + আলয়
পিত্রা + লয়
পিত্রি + লয়
পিতৃ + আলয়
৬. ”বিদিত” শব্দের বিপরীত শব্দ কোনটি?
অজ্ঞাত
গৃহীত
বিদীর্ণ
বিসর্জন
৭. নিচের কোন শব্দটিতে কর্তায় শূন্য বিভক্তি রয়েছে?
বাবাকে
বাঁশি
ফলে
পাপে
৮. ”বুলবুলিতে ধান খেয়েছে” বাক্যের “বুলবুলিতে” কোন কারক ও বিভক্তি রয়েছে?
করণ কারকে সপ্তমী
অধিকরণে সপ্তমী
কর্তৃকারকে সপ্তমী
অপাদানে পঞ্চমী
৯. ”নন্দিত” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
খারাপ
মন্দ
ভালো
নিন্দিত
১০. ”কুল কাঠের আগুন” এর প্রকৃত অর্থ কি?
কাঠের পুতুল
কৃপমন্ডুক
তীব্র জ্বালা
কেতাদুরস্ত
১১. নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
অমাবষ্যার চাঁদ, আকাশ কুসুম
আকাশে তোলা, আষাঢ়ে গল্প
অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়
অগ্নি পরীক্ষা, অদৃষ্টের পরিহাস
১২. ”ঘোটক” শব্দের অর্থ কি?
ঘটক
ঘোড়া
উপদেশ
গতি
১৩. পূর্ব পদে উপসর্গ বসে যে সমাস হয়, তাকে বলে–
অলুক সমাস
রূপক সমাস
নিত্য সমাস
প্রাদি সমাস
১৪. ”অর্ধম” শব্দের সমস্যমান পদ কোনটি?
নয় ধর্ম
ধর্ম নেই যার
ধর্মহীন যে
ধর্মের অভাব
১৫. ”চাঁদ মুখ” কোন সমাস?
অব্যয়ীভাব
রূপক
উপমিত
উপমান
১৬. কোন বানানটি শুদ্ধ?
অহংকার
অহঙ্কার
অহঞ্ঝার
ক ও খ দুটিই
১৭. বিশুদ্ধ বানান কোনটি?
দূষণীয়
দোষণীয়
দূষণিয়া
দোষণিয়
১৮. কোন ভাষার সাহিত্যে গম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
কথ্য ভাষায়
আঞ্চলিক ভাষায়
সাধু ভাষায়
চলিত ভাষায়
১৯. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
সারদা দেবী
চন্দ্রাবতী
স্বর্ণকুমারী দেবী
সুফিয়া কামাল
২০. ”তাসের ঘর” এর অর্থ কি?
বিশৃঙ্খলা
এলোমেলো
তাস খেলা ঘর
ক্ষণস্থায়ী
[ad id=’5488′]
ইংরেজী অংশ
1. ”By all means” means–
Meaningless
Meaningful
Certainly
Uncertainly
2. Antonym of the word “futile” is
Useful
Useless
Idle
Comical
3. Choose the correct sentence :
He gave the examination
He appeared at the examination
He went of examination
He passed at the examination
4. কোন বানানটি শুদ্ধ?
Commission
Commision
Comission
Comision
5. Who wrote “Beauty is truth, truth is beauty”?
Shakespeare
Wordsworth
Keats
Eliot
6. The adjective took place long ago. here the word ‘ago’ is a/an—
Adjective
Adverb
Noun
Pronoun
7. “At least one of the students — full marks every time” বাক্যে শূন্যস্থানে সঠিক শব্দ হবে—
get
gets
are getting
have got
8. Choose the correct sentence.
Go to featch some water for me.
Go and fetch some water for me.
Fetch and bring some water for me.
Fetch some water for me.
9. Which one is the correct sentence?
I insist on your going there.
I insist you to go there.
I insist upon your to go there.
I insist yourself to go there.
10. Noun of the word “rely” is—
reliment
reliance
rely
None
11. The synonym of “Tedious” is—
Amusing
Quick
Dull
Exciting
12. “To keep the wolf away from the door” means—
To keep away from extreme poverty.
To keep off an unwanted and undesirable person.
To keep alive.
To keep the difficulties and dangers in check.
13. “Throw cold water on” means—
Damp the spirits
Throwing of cold water
Lee water
None
14. What is the noun form of “Accept”
Acceptable
Acceptably
Acceptance
Acceptablying
15. A rolling stone gathers no moss. What “rolling” is?
Gerund
Verbal noun
Participle
Adjective
16. Report the following in indirect speech : Nafisa said, “I must write a letter.”
Nafisa said that she had to write a letter.
Nafisa said that she had been to write a letter.
Nafisa said that she has to write a letter.
None of these
17. “What is wanted by him”? বাক্যের পরিবর্তিত voice হবে—-
What do he want?
What did he want?
What does he want?
What is he wants?
18. Identify the correct passive form of “He is going to open a shop”.
He is being gone to open a shop.
A shop is being gone opened by him.
A shop will be opened by him.
A shop is going to be opened by him.
19. “The man died —- over eating” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
by
from
of
for
20. “He hankered —- fame.” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—-
after
upon
in
with
[ad id=’5493′]
গণিত অংশ
১. বৃত্তস্থ সামান্তরিক একটি —
আয়তক্ষেত্র
বর্গক্ষেত্র
রম্বস
ট্রাপিজিয়াম
২. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০%, প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
২৮% হ্রাস
১০৮% হ্রাস
৮% হ্রাস
৮% বৃদ্ধি
৩. ৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে?
১৮ দিনে
৩০ দিনে
৩৬ দিনে
৬০ দিনে
৪. শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে ৪ গুণ হবে?
১৫%
২০%
২৫%
৩০%
৫. ১০টি সংখ্যার যোগফল ৪৬২। তাদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
৬৪
৬০
৫০
৬২
৬. কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?
৩২ বছর
৪২ বছর
৫২ বছর
৬২ বছর
৭. এক দোকানদার ১৫ টাকা ও ২০ টাকা কেজি দরে দু’ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম প্রতি কেজি ১৬ টাকা ৫০ পয়সা হবে?
৫ : ৭
৭ : ৩
৩ : ৭
৪ : ৫
৮. A : B = 3: 4, B : C = 5 : 6 ও C : D = 2 : 3 হলে, A : D = কত?
2 : 3
5 : 9
5 : 12
7 : 12
৯. একটি পেনসিল ১.২৫ টাকায় কিনে ১.৩০ টাকায় বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
১০%
৮%
৫%
৪%
১০. ৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময় একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা হয়। গাছটির উচ্চতা কত?
৯৬ ফুট
৭২ ফুট
১৯২ ফুট
৪৪ ফুট
১১. একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।
৬০ জন
৮০ জন
১০০ জন
১২০ জন
১২. একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
০
১৪৪
২৫৬
৪০০
১৩. <A এবং <B পরস্পর সম্পূরক কোণ। <A= ১১৫ ডিগ্রী হলে, <B = কত?
৬৫ ডিগ্রী
৭৫ ডিগ্রী
৮৫ ডিগ্রী
৯০ ডিগ্রী
১৪. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
৮ গুণ
৪ গুণ
১২ গুণ
১৬ গুণ
[ad id=’5486′]
সাধারণ জ্ঞান অংশ
১. কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?
কার্পাস
লোহা
কাগজ
রসায়ন
২. মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
নাইজেরিয়া
লেবানন
নাইজার
উগান্ডা
৩. যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন ষ্টেট সর্বশেষ যোগ দেয়?
হাওয়াই
আরিজোনা
টেক্সাস
ফ্লোরিডা
৪. বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
চীন
মালয়েশিয়া
ইন্দোনেশিয়া
যগোশ্লাভিয়া
৫. বঙ্গবন্ধু (যমুনা) বহুমুখী সেতুর পিলার কয়টি?
৭৫টি
৫৯টি
৫০টি
৪৫টি
৬. সতীদাহ প্রথা কবে রহিত হয়?
১৮২৯
১৮১৯
১৮৩৯
১৮৪৯
৭. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন “জান্নাতাবাদ”?
বাবর
হুমায়ূন
আকবর
জাহাঙ্গীর
৮. কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?
লাল আলো
হুলদ আলো
বেগুনী আলো
নীল আলো
৯. গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয়, কারণ–
সাদা কাপড়ের তাপ বিকিরণ বেশি
সাদা কাপড় তাপ শোষণ করে না
সাদা কাপড়ের তাপ প্রতিফলন ক্ষমতা বেশি
সাদা কাপড়ের প্রতিসরণ ক্ষমতা বেশি
১০. শব্দ তরঙ্গ চলতে পারে না–
শূন্য মাধ্যমে
কঠিন মাধ্যমে
তরল মাধ্যমে
বায়বীয় মাধ্যমে
১১. বৈদ্যুতিক ক্ষমতার একক–
এম্পেয়ার
ওহম
ভোল্ট
ওয়াট
১২. টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?
সোডিয়াম বাই-কার্বনেট
পটাশিয়াম বাই-কার্বনেট
মনো সোডিয়াম গ্লুটামেট
সোডিয়াম গ্লুামেট
১৩. বিলুরুবিন তৈরি হয়–
পিত্ত থলিতে
কিডনীতে
প্লীহায়
যকৃতে
১৪. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানী এটি তৈরি করে?
আইবিএম, ১৯৮৩
এপসন, ১৯৮১
অ্যাপল, ১৯৭৭
কম্প্যাক, ১৯৮৫
১৫. জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?
৬ ঘন্টা ১৩ মিনিট
৮ ঘন্টা
১২ ঘন্টা ২০ মিনিট
১৩ ঘন্টা ১৫ মিনিট
১৬. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
অপবর্তনে
আলোর বিচ্ছুরণে
বায়ুমন্ডলের প্রতিসরণে
দৃষ্টিভ্রমে
১৭. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল —
জিপসাম
বালি
সাজিমাটি
চুনাপাথর
নিউট্রন ও প্রোটেনের সংখ্যা সমান
প্রোটন ও নিউট্রনের ওজন সমান
নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
ইলেকট্রন ও প্রোটনের সংখ্য সমান
১৯. টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং-এর ছবি ব্যবহার করা হয়?
৩টি
২টি
৫টি
৪টি
২০. কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিস্কে থাকে?
১ সেকেন্ড
০.১ সেকেন্ড
০.০১ সেকেন্ড
০.০০১ সেকেন্ড