গণপূর্ত অধিদপ্তর এর হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৬
Account Assistant at Public works Department recruitment test question and solution 2016
পরীক্ষার তারিখঃ ১৮.১১.২০১৬
Exam Date : 18.11.2016
[ad id=’5486′]
বাংলা অংশ
১. ‘চোখ থাকতে কানা’ প্রবাদটির অর্থ –
ধনী হয়েও নির্ধন
বিত্তশালী কৃপণ ব্যক্তি
দেখেও না দেখা
জন্মান্ধ
২. ‘কবর’ কবিতাটি লিখেন-
মুনীর চৌধুরী
জসীমউদ্দীন
আব্বাসউদ্দীন
কাজী নজরুল ইসলাম
৩. আধুনিক বানানবিধি অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?
জাপানি
বিহারি
বাংলাদেশী
বর্মি
৪. ‘বিষাদ-সিন্ধু’ লিখেছেন—-
নজিবর রহমান সাহিত্যরত্ন
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
মীর মশাররফ হোসেন
শওকত ওসমান
৫. নিচের কোনটি দেশি শব্দ?
ওজন
আরাম
কুলো
আসবাব
৬. ‘আগুনের পরশমনি’ চলচিত্রটি কার লেখা কাহিনী অবলম্বনে নির্মিত?
শওকত ওসমান
আবু ইসহাক
আখতারুজ্জামান
হুমায়ুন আহমেদ
৭. নিচের কোন বানানটি শুদ্ধ?
শ্বাশত
শাশ্বত
শ্বাসত
শাস্বত
৮. ‘কিন্নুর’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হলো-
কিম + নর
কিম + ণর
কিৎ+ নর
কিদ + নর
৯. বাংলা বর্নমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি?
১৬ টি
১২টি
১০ টি
৮ টি
১০. এক কথায় প্রকাশ করুনঃ ‘যা জলে চরে’
জলচর
নৌকা
স্থলচর
জলজ
১১. ‘মজলুম’ শব্দের অর্থ কী?
বিপদাপন্ন
অসহায়
জনপ্রিয়
অত্যাচারিত
১২. সন্ধি-বিচ্ছেদ করুনঃ’নরাধম’
নর+ আধম
নর+ অধম
নর+ ধম
নরধ + ম
১৩. শুদ্ধ বানান কোনটি?
শ্রদ্ধাঞ্জলি
শ্রদ্ধাঞ্জলী
শ্রদ্বাঞ্জলী
শ্রদ্বাঞ্জলি
১৪. ‘ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’- উক্তিটি কার?
বিদ্যাপতি
রবীন্দ্রনাথ
চণ্ডীদাস
বিবেকানন্দ
১৫. ‘ডোবা’ শব্দের বিপরীত অর্থ-
নালা
খোলামেলা
ভাসা
গভীর
[ad id=’5488′]
ইংরেজী অংশ
1. fill in the gap: _____people can travel abroad.
Very less
Little
Pew
Least
2. He has ____ read and white horse.
an
not
a
the
3. He is swimming ____ the current.
above
against
for
on
4. He has a taste______ reading.
for
of
with
at
5. There is _____ milk in the bottole
very few
a little
very little
small
6. Slow and steady______the race.
win
wins
won
has won
7. This is the house ___ I went to buy.
this
whome
which
those
8. The feminine from of the word ‘Author; is:
Authors
Authorss
Authoress
Authores
9. Which one is the correct word?
Spelling
Speling
Sleping
SLepping
10. The most correct Translation of the sentence’ তার জন্য জায়গা করে দাও’ is
Make place for him
Manage place for him
Make room for him
Make accommodation for him
11. ‘He is rich but honest’- Which is the complex from of this compound sentence?
Although he is rich, he is honest
Despite being rich he is honest.
In spite of honesty rich he is honest
His accumulation of riches did not affect his honesty.
12. ‘SOS’ stand for___
Sound of Sea
Save Our Soul
Son of Samson
Sunrays of Sunset
13. I used to travel frequently. Which one is the closest in meaning to “frequently”
seldom
regularly
often
lighty
14. he blew out the match. Which one is the closest in meaning to “blew out”
cought up
passed
kicked
extinguised
15. I can not put up with such nonsense. Which one is the closest in meaning to “put up with”
tolerate
ignore
see
demand
[ad id=’5490′]
গণিত অংশ
১. ১০৫০ টাকা ৮% =?
৮০ টাকা
৮২ টাকা
৮৪ টাকা
৮৬ টাকা
২. ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো :
৭
২
৩
৫
৩. কোনো ব্যবসায় ’ক’, ‘খ’ ও ‘গ’ এর মূলধন যথাক্রমে ৩২০ টাকা, ৪০০ টাকা এবং ৪৮০ টাকা। ব্যবসায় ৩০০ টাকা লাভ হলে ‘ক’ অপেক্ষা ‘গ’ কত টাক বেশি পাবে?
৪০ টাকা
৮০ টাকা
১০০ টাকা
১২০ টাকা
৪. একজন ব্যবসায়ী একটি পণ্য ৮০ টাকায় ক্রয় করে ১০০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্যের ওপর তার লাভের হার কত?
১৫%
২০%
২৫%
৩০%
৫. একটি শ্রেণিতে ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত ৯ : ৫। মোট শিক্ষার্থীর সংখ্যা ১০৫০ হলে ছাত্রের সংখ্যা কত?
৮৯০
৭৮৫
৬৭৫
৭৩০
৬. ৮ জন শ্রমিকের একটি জমি চাষ করতে ৭ দিন লাগল। ১৪ জন শ্রমিকের ঐ জমি চাষ করতে কতদিন লাগবে?
৫ দিন
৬ দিন
৩ দিন
৪ দিন
৭. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
৯
১৫
১২
২৫
৮. ৪০ টাকায় ১০টি কলা কিনে ২৫% লাভে বিক্রি করলে ১টি কলার বিক্রয়মূল্য কত?
৮ টাকা
৭ টাকা
৬ টাকা
৫ টাকা
৯. দুটি সংখ্যার গুণফল ৪২ এবং বিয়োগফল ১ হলে সংখ্যা দুটি কত?
৪, ৩
৭, ৬
৮, ৬
১০, ৮
১০. দুটি সংখ্যার গ.সা.গু ৬ এবং ল.সা.গু ৩৬। একটি সংখ্যা ১২ হলে অপরটি কত?
৯
১২
১৫
১৮
১১. দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়?
১টি
২টি
৩টি
৪টি
১২. ব্যাংকে ৮৫০০ টাকা রেখে ৪ বছর পরে সুদাসলে ১১২২০ টাকা পেলে বার্ষিক সরল সুদের হার কত ছিল?
১০%
৯%
৮%
৭%
১৩. একটি গহনার বর ২৫ গ্রাম। এতে সোনা ও তামার ভরের অনুপাত ৪ : ১ হলে গহনাটিতে তামার পরিমাণ কত?
৪
৫
৬
৭
১৪. একটি সংখ্যার বর্গের সাথে ৪ যোগ করলে যোগফল ৪০ হয়। সংখ্যাটি কত?
৪
৫
৬
৮
১৫. ১০০০০ টাকা ১ : ৩ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে-
৭৫০০ টাকা
২৫০০ টাকা
৩০০০ টাকা
৫০০০ টাকা
[ad id=’5492′]
সাধারণ জ্ঞান অংশ
১. ‘ব্লাকবক্স’ কোথায় ব্যবহৃত হয়?
জাহাজে
গাড়ীতে
উড়োজাহাজে
রকেটে
২. শহীদ বুদ্ধিজীবী দিবস-
১ ডিসেম্বর
১৪ ডিসেম্বর
১৬ ডিসেম্বর
২৬ মার্চ
৩. নিচের কোনটি বাংলাদেশের প্রাচীন নগর?
পুন্ড্র
সোনারগাঁও
ময়নামতি
পাহাড়পুর
৪. ‘বঙ্গবন্ধু স্মৃতিভবন’ কোথায় অবস্থিত?
টুঙ্গিপাড়া
মেহেড়পুর
কলকাতা
সাভার
৫. ১৯৭১ সনে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সৈয়দ নুজরুল ইসলাম
তাজউদদীম আহমদে
আতাউল গণি ওসমানি
৬. আলেপ্পা শহরটি কোথায় ব অবস্থিত?
মিশর
ইরান
ইরাক
সিরিয়া
৭. উয়ারি – বটেস্বর কোন জেলায় অবস্তিত?
দিনাজপুর
ঢাকা
নরসিংদি
কুমিল্লা
৮. স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয় কত তারিখে?
১ এপ্রিল ১৯৭১
১০ এপ্রিল ১৯৭১
১৭ এপ্রিল ১৯৭১
২০ এপ্রিল ১৯৭১
৯. ‘BRICS’ এর সদস্য নয় কোন দেশ?
রাশিয়া
দক্ষিণ কোরিয়া
চীন
ভারত
১০. হিথ্রো বিমানবন্দর কোথায়?
লন্ডন
দুবাই
নিউইয়র্ক
মুম্বাই
১১. ‘স্বাধীনতা তুমি কবিতাটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
শামসুল রাহমান
জীবনানন্দ দাশ
নির্মলেন্দু গুণ
১২. ‘রূপসী বাংলার কবি’ কাকে বলা হয়?
জসীমউদ্দীন
জীবনানন্দ দাশ
সত্যেন্দ্রনাথ দত্ত
ফররুখ আহমদ
১৩. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কবে?
১৯৯৭
১৯৯৯
২০০০
২০০৩
১৪. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
ভোলা
মহেশখালী
সেন্টমার্টিন
ছেঁড়া দ্বীপ
১৫. বিশ্বশান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদে ভূষিত করেন?
নোবেল পদক
জুলিও কুরি পদক
ম্যাগাসাস পদক
মাদাম কুরি পদক