শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০৫
Assistant Director at the Ministry of Labour and Employment recruitment examination question and Answer – 2005
পরীক্ষার তারিখঃ ০৪/০২/২০০৫
Exam Held On: 04/02/2005
[ad id=’5486′]
বাংলা অংশ
১. বিজ্ঞান চর্চায় মাতৃভাষাকে সবচেয়ে উপযোগী বলে বিবেচনা করতেন –
জগদীশচন্দ্র বসু
রবীন্দ্রনাথ ঠাকুর
মুহম্মদ কুদরাত-এ খুদা
মুহম্মদ শহীদুল্লাহ
২. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
কি চাহ শঙ্খচিল
জন্ম যদি তব বঙ্গ
রাইফেল রোটি আওরাত
একদা এক রাজ্যে
৩. কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
রণভেরী
বিদ্রোহী
ধূমকেতু
প্রলয়োল্লাস
৪. ‘অভয়া’ শরৎচন্দ্র চট্রোপাধ্যায় এর কোন উপন্যাসের চরিত্র ?
পল্লীসমাজ
শ্রীকান্ত
গৃহদাহ
দেবদাস
৫. বিনয় কুমার মুখোপাধ্যায় -এর ছদ্মনাম-
বনফুল
যাযাবর
অবধূত
বীরবল
৬. ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ এ গানের কত লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে?
৬ লাইন
৮ লাইন
১০ লাইন
১২ লাইন
৭. রোকেয়া সাখাওয়াত হোসেন -এর জন্ম সন –
১৮৭০
১৮৭৫
১৮৮০
১৮৮৫
৮. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি?
দিগদর্শন
সমাচার দর্পণ
সংবাদ প্রভাকর
তত্ত্ববোধিনী
৯. Patience has its reward -এ বাক্যের যথার্থ অনুবাদ-
রোগীর জন্য পুরস্কার আছে
রোগী পুরস্কার পেয়েছে
ধৈর্য্যের মূল্যায়ন হয়েছে
সবুরে মেওয়া ফলে
১০. Aboriginal -এর পরিভাষা –
আদিমানব
আদিবাসী
কৃত্রিম
অমৌলিক
১১. ‘দুধের মাছি’ বাগধারাটির অর্থ-
দুধ খাওয়া মাছি
দুধে বসা মাছি
সুসময়ের বন্ধু
অসময়ের বন্ধু
১২. ‘হাভাতে’ কোন সমাস?
প্রাদি
অব্যয়ীভাব
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
১৩. ‘মশারি ‘ -এর বিপরীত শব্দ হচ্ছে-
মশা + রি
মশা +অরি
মশা +আরি
মশা + আরী
১৪. ‘বন্ধন’ -এর বিপরীত শব্দ হচ্ছে-
মুক্ত
উন্মুক্ত
মুক্তি
খোলা
১৫. ‘প্রচুর’ এর বিশেষ্য রুপ –
প্রাচুর্য
প্রাচুর্য্য
প্রাচুর্যতা
প্রাচুর্য্যতা
১৬. ভাষার মূল উপাদান হচ্ছে-
বর্ণ
শব্দ
ধ্বনি
বাক্য
১৭. রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি-
দৌলত উজির বাহরাম খান
দৌলত কাজী
মুহম্মদ কবীর
শাহ্ মুহম্মদ সগীর
১৮. ‘কবিকঙ্কণ’ কার উপাধি?
বিজয় গুপ্ত
দ্বিজ মাধব
মুকুন্দরাম চক্রবর্তী
ভরতচন্দ্র রায়
১৯. মধ্যযুগের প্রথম কবি হচ্ছে-
কাহ্নপা
বিদ্যাপতি
বডু চন্ডীদাস
মালাধর বসু
[ad id=’5490′]
ইংরেজী অংশ
1. Choose the correct spelling .
Colleague
Chollegue
Culleague
Calleague
2. He ascended the throne as —
heir
hear
hare
here
3. Select the best form of narration. He told, ‘Do the work’.
He said that do the work
He asked to do the work
He requested doing the work
He told doing the work
4. What is the adjective of the word ‘Tax’?
Taxable
Taxation
Taxability
Taxign
5. Correct the sentence.
He is working hardly to stand first
He is working hard to stand first
He was working hard to stod first
He was worked hardly to stand first
6. Complete the sentence with the appropriate idiom. I want to settle this issue-
once again
once for all
once or twice
just now
7. Choose the correct passive sentence . All of his friends laughed at him.
He laughed at all of his friends
All of his friends laughed at him
He was laughed at by all of his friends
All of his friends were laughing at him
8. Complete the sentence with appropriate word. Helal’s luck couldn’t have been — than Ahnaf.
worst
worser
worse
worsted
9. Choose the correct sentence.
My pen is more costly than yours
My pen is costly from yours
My pen is costly from yours
My pen is costly with yours
10. Fill in the blank with a suitable word. The flood did not — as much.
affected
effect
affect
effecting
11. complete the sentence . I opened the door as soon as I — the bell
have heard
was hearing
am heard
heard
12. Complete the sentence . He gave up — football when he got married.
to play
playing
play
of playing
13. Select the correct word. I have read the book — you lent me .
that
whom
whose
what
14. choose the correct preposition Divide the money —- the two boys .
among
between
in between
over
15. choose the correct preposition – The police is looking —- the case.
after
an
up
into
16. Choose the right sentence.
He is senior than me for five years
He is senior to me for five years
He is senior from me five years
He is senior at me for five years
17. Use the right tense. Hakim- for a new room -mate before he is finally succeeded.
has been looking
will be looking
had been looking
has looked
18. Choose the correct sentence.
He is angry upon me
He is angry with me
He is angry at me
He is angry of me
19. choose the correct preposition . I am entitled — a share in the profit .
for
from
into
to
[ad id=’5493′]
গণিত অংশ
১. 3x -y =7 & 2x+y =3 সমীকরণে ( x, y)= কত?
(১,১)
(৩,২)
(২,-১)
(-১,২)
২. x -এর মান কত হলে a(x-a) =b(x-b) হবে?
1
a -b
b -a
a +b
৩. কোন সংখ্যার একক , দশক , শতক শতকরা ৪০। কোনো ছাত্র ৩৭৫ নম্বর পেয়ে ২৫ নম্বরের জন্য ফেল করল পরীক্ষার মোট নম্বর কত ছিল?
১০০০
৮০০
১৫০০
১২০০
৪. জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারকে শতকরায় প্রকাশ করতে হলে-
১০ দিয়ে গুণ করতে হবে
১০ দিয়ে ভাগ করতে হবে
১০০ দিয়ে গুণ করতে হবে
১০০ দিয়ে ভাগ করতে হবে
৫. টাকায় ৪ টি ও টাকায় ৬ টি করে ক্রয় করে টাকায় ৫ টি করে বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে?
৩% লাভ
৪% ক্ষতি
৫% ক্ষতি
১০% ক্ষতি
৬. ক এবং খ -এর ভিতর ১৮০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ , ক-এর টাকার দ্বিগুণ বেশি পায়।
১৩৫ টাকা
৯০ টাকা
৬০ টাকা
৪৫ টাকা
৭. ৯ দিয়ে বিভাজ্য ৩ অংকবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অংক ৩, তৃতীয় অংক ৮ হলে মধ্যম অংকটি কত?
৬
৭
৮
৯
৮. ০.০০১ /০.১ *০.১ =কত ?
০.০১
০.১
১.১
০.০০১
৯. ৪ টাকায় ৫/৮ অংশ এবং ২ টাকার ৪/৫ অংশের মধ্যে পার্থক্য কত?
০.০৯ টাকা
১.৬০ টাকা
২.২৫ টাকা
০.৯০ টাকা
১০. ৫, ৭ , ১১, ১৯, ৩৬……………….. ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে?
৩৯
৪৩
৬৭
৫১
[ad id=’5494′]
সাধারণ জ্ঞান অংশ
১. ইয়াসির আরাফাত কোন সনে PLO -র চেয়ারম্যান হন?
১৯৬৪
১৯৬৫
১৯৬৭
১৯৬৯
২. ইসরাইল রাষ্ট্রের declaration হয় ১৯৪৮ সনের মে মাসের কত তারিখ?
১০
১২
১৪
১৫
৩. যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় কোন সনে?
১৭৮০
১৭৮৯
১৮৭০
১৮৮৯
৪. ঝাড়খন্ড ভারতের কততম প্রদেশ?
২৫ তম
২৬ তম
২৭ তম
২৮ তম
৫. মাহাথির মোহাম্মদ কত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন?
২০
২১
২২
২৪
৬. পাকিস্তান কোন সনে পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়?
১৯৯৭
১৯৯৮
১৯৯৯
২০০০
৭. Oslo শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে?
১৯৯০
১৯৯১
১৯৯৩
১৯৯৪
৮. ঢাকা সর্বপ্রথম কবে রাজধানীর মর্যাদা লাভ করে?
১৬১০ সালে
১৭৯৭ সালে
১৮০০ সালে
১৯০১ সালে
৯. বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও -এর পত্তন করেছিলেন কে?
শাহজাদা আজম
সুবেদার ইসলাম খান
সম্রাট আকবর
ঈশা খান
১০. ‘পূর্বাশা’ দ্বীপের অপর নাম কি?
নিঝুম দ্বীপ
সেন্টমার্টিন দ্বীপ
দক্ষিণ তালপট্রি দ্বীপ
কুতুবদিয়া দ্বীপ
১১. Outer space Treaty কবে স্বাক্ষরিত হয়?
১৯৬০ সালে
১৯৬২ সালে
১৯৬৭ সালে
১৯৭০ সালে
১২. বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ?
১৯৫৫
১৯৫৭
১৯৬৭
১৯৭০
১৩. বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
রাঙামাটি
রংপুর
কুমিল্লা
সিলেট
১৪. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
নীলফামারী
কুড়িগ্রাম
লালমনিরহাট
দিনাজপুর
১৫. কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল?
জেনেভা চুক্তি
মাদ্রিদ চুক্তি
ডেটন চুক্তি
প্যারিস চুক্তি
১৬. বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে?
এপ্রিল, ১৯৫৫
ফেব্রুয়ারি , ১৯৫৬
জুন, ১৯৪৫
ডিসেম্বর , ১৯৫৫
১৭. সুন্দরবনের আয়তন কত?
২৪০০ বর্গমাইল
১৯৫০ বর্গমাইল
১৮৬০ বর্গমাইল
১২১৫ বর্গমাইল
১৮. Anti Ballistic Missile Treaty স্বাক্ষরিত হয়েছিল কবে?
১৯৭০ সালে
১৯৭২ সালে
১৯৭৩ সালে
১৯৭৯ সালে
১৯. The Asian Drama গ্রন্থের রচয়িতা কে?
অমর্ত্য সেন
গুনার মিরডাল
মাইকেল লিফটন
স্যামুয়েল হানটিংটন
২০. ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয় কত সালে?
১৯০৫
১৯১০
১৮৬৪
১৮৭২
২১. হাইড্রোজেনর পরমাণুতে কোনটি নেই?
ইলেক্ট্রন
প্রোটন
নিউট্রন
কোনোটিই নয়
২২. ওজোন স্তরের সবচেয়ে ক্ষতিসাধনকারী পদার্থ-
কার্বন ডাই অক্সাইড
নাইট্রিক অক্সাইড
ক্লোরোফ্লোরো কার্বন
সালফার ডাই অক্সাইড
২৩. প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
সোনা
তামা
হীরক
রুপা
২৪. অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে-
তরল অ্যামোনিয়া
অক্সিজেন তরল আকারে
তরল কার্বন ডাইঅক্সাইড
তরল নাইট্রেোজেন
২৫. কোনটি তরল ধাতু?
লৌহ
পারদ
লিথিয়াম
আর্সেনিক
২৬. প্রাকৃতিক গ্যাস –
পেট্রেোলিয়াম
মিথেন
ইথেন
বেনজিন
২৭. কোন আলোর তরঙ্গদৈঘ্য বেশি?
বেগুনি
লাল
সবুজ
কমলা
২৮. কোন রঙেন আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
বেগুনি
লাল
সবুজ
কমলা
২৯. ক্ষমতার একক –
ক্যালরি
আর্গ
ওয়াট
জুল
৩০. কাজের একক কি?
জুল
ওয়াট
ওহম
হর্স পাওয়ার
৩১. সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুঁড়ে দিলে বলটি পড়বে-
ছেলেটির পেছনে
ছেলেটির সামনে
ছেলেটির হাতে
রেলের ওপরে
৩২. শীতকালে গায়ের চামড়া ও ঠোঁট –
উচ্চ আপেক্ষিক আর্দ্রতার জন্য
নিম্ন আপেক্ষিক আর্দ্রতার জন্য
শীতের প্রকোপ সহ্য করার ক্ষমতা কমার জন্য
ওপরের কোনোটিই নয়
৩৩. কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রুপান্তিত করে?
গ্যালভানোমিটার
ডায়নামো
হাইড্রোমিটার
ডাইরোসকোপ
৩৪. একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান ।এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে?
ভারীটির
হালকাটির
গতিবেগ সমান
ভারীটি হালকা বস্তুর দ্বিগুণ গতিশক্তি পাবে
৩৫. এক্স-রে কে আবিষ্কার করেন?
মার্কনি
রন্টজেন
নিউটন
ফ্যারাডে
৩৬. হাইড্রোমিটার কি?
দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র
পেট্রোলিয়ামের ভর পরিমাপের যন্ত্র
তরল পদার্থ ঘনত্ব পরিমাপের একক
চাপ পরিমাপের একক
৩৭. হর্স পাওয়ার কি?
কাজ পরিমাপের একক
শক্তি পরিমাপের একক
ক্ষমতা পরিমাপের একক
চাপ পরিমাপের একক
৩৮. সূক্ষ্ন সময় মাপার যন্ত্র-
ব্যারোমিটার
ক্রোনোমিটার
গ্যালভানোমিটার
ম্যানোমিটার
৩৯. পানির ঘনত্ব সবচেয়ে বেশি-
০ ডিগ্রি সে.
৪ ডিগ্রি সে.
১০০ ডিগ্রি সে.
-২৭৩ ডিগ্রি সে.
[ad id=’5494′]