তথ্য মন্ত্রনালয় এর সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৪
Assistant Director at Ministry of Information recruitment examination question and answer – 2004
Exam held : 27.12.2004
বাংলা অংশ
১. প্রথম সার্থক বাংলা নাটক —
✔ শর্মিষ্ঠা
✕ কৃষ্ণকুমারী
✕ শাজাহান
✕ বসন্ত
২. নিচের কোনটি ব্যঙ্গ রচনা?
✔ সায়না
✕ তেইশ নম্বর তৈলচিত্র
✕ শবনম
✕ মৃত্যুক্ষুধা
৩. বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রযাত্রীর ভূমিকা পালন করেছেন?
✕ মুহম্মদ শহীদুল্লাহ
✕ হরপ্রসাদ শাস্ত্রী
✔ দীনেশচন্দ্র সেন
✕ সুনীতি কুমার চট্রোপাধ্যায়
৪. কোন বানানটি শুদ্ধ?
✔ প্রতিযোগিতা
✕ সহযোগীতা
✕ বৈশিষ্ট্যতা
✕ শ্রদ্ধাঞ্জলী
৫. ‘ভালো নিজেকে জাহির করে না , অনেক সময়ই তাকে খুঁজে বের করতে হয়্।’ এই বাক্যে ‘ভালো’ শব্দটি কোন পদ?
✔ বিশেষ্য
✕ বিশেষণ
✕ সর্বনাম
✕ অব্যয়
৬. সাধু ও চলিত ভাষায় পার্থক্য মূলত–
✕ বিশেষ্য ও সর্বনাম
✔ ক্রিয়া ও সর্বনামে
✕ অব্যয় ও বিশেষণে
✕ বিশেষণ ও ক্রিয়ায়
৭. রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিন্দন বাণী দিয়েছিলেন ?
✕ সবুজপত্র
✕ শনিবারের চিঠি
✔ ধূমকেতু
✕ কল্লোল
৮. ‘সংস্কৃতির কথা ‘ গ্রন্থটির লেখক কে ?
✔ কাজী মোতাহার হোসেন
✕ গোপাল হালদার
✕ আবদুল হক
✕ কল্লোল
৯. ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররুপে প্রকাশিত পত্রিকাটির নাম কি?
✔ শিখা
✕ সমকাল
✕ অভিযান
✕ জয়শ্রী
১০. ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির লেখক কে?
✕ মোতাহের হোসেন চৌধুরী
✕ মোহাম্মদ ওয়াজে আলী
✔ কাজী আবদুল ওদুদ
✕ আবুল হুসেন
১১. নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য?
✕ শেষের কবিতা
✕ দিবারাত্রির কাব্য
✔ দোলনচাঁপা
✕ বাংলার কাব্য
১২. চলিত ভাষাকে জনপ্রিয় করেন–
✕ টেকচাঁদ ঠাকুর
✕ রবীন্দ্রনাথ ঠাকুর
✔ প্রমথ চৌধুরী
✕ বনফুল
১৩. কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল?
✕ দিলরুবা
✕ উত্তরণ
✕ পরিক্রম
✔ সমকাল
১৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে কোন কথাটি লেখা থাকে ?
✕ সত্যের জয় অবশ্যম্ভাবী
✕ Light, more light
✕ জ্ঞানেই শক্তি
✔ শিক্ষাই আলো
১৫. কোন গ্রস্থটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
✔ পথের দাবী
✕ প্রলয়োল্লাস
✕ অবরোধবাসিনী
✕ জমীদার দর্পণ
১৬. ‘ভবিষ্যতের বাঙালি’ গ্রন্থটির রচয়িতা কে?
✕ নীহাররঞ্জন রায়
✕ মুহাম্মদ এনামুল হক
✕ মোতাহার হোসেন চৌধুরী
✔ এস. ওয়াজেদ আলী
১৭. ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ কার লেখা?
✔ মুহম্মদ শহীদুল্লাহ
✕ মুহম্মদ আবদুল হাই
✕ সুনীতিকুমার চট্রোপাধ্যায়
✕ সুকুমার সেন
১৮. বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে?
✔ প্যারীচাঁদ মিত্র
✕ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
✕ প্রভাত কুমার মুখোপাধ্যায়
✕ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
১৯. ‘খরলা’ উপন্যাসটি কার লেখা?
✕ বুদ্ধদেব বসু
✔ প্রেমেন্দ্র মিত্র
✕ জীবনানন্দ দাশ
✕ বিষ্ণু দে
ইংরেজী অংশ
1. ‘Mayhem’ means—
✕ a bizarre situation
✕ a May Day event
✔ Confusion and fear caused by violent behaviour
✕ a sudden collapse
2. What is the verb of word ‘Dark’?
✕ Darkest
✔ Darken
✕ Darkly
✕ Darky
3. Synonym for ‘Temerity’ is–
✕ Sobriety
✔ Insolence
✕ Propriety
✕ Lousy
4. Which of the following is not a modal auxiliary?
✕ should
✕ can
✕ might
✔ are
5. Which is the correct article? Metre is —- unit of length .
✕ the
✔ a
✕ an
✕ No article
6. A sentence that expresses command, forbids, request and advice is called—
✔ an imperative
✕ an affirmative
✕ an interrogative
✕ None
7. Choose the correct sentence.
✕ The matter was informed to the police
✕ The matter has been informed to the police
✕ The information was given to the police
✔ The police was informed of the mater
8. The best word stands for Abstract noun is—
✔ Beauty
✕ Boat
✕ Sail
✕ Bird
9. ‘May Allah help you’ What kind of sentence is this?
✔ Optative
✕ Assertive
✕ Imperative
✕ Exclamatory
10. Which of the following words is singular?
✕ Buses
✕ Boxes
✕ Agendas
✔ Billiards
11. What kind of noun the word ‘Boy’ is—-
✔ Common
✕ Proper
✕ Material
✕ Abstract
12. Man can not live alone The word ‘ alone’ used here is–
✕ Adjective
✔ Adverb
✕ Pronoun
✕ Preposition
13. Govt. has been entrusted —- elected politicians.
✔ to
✕ with
✕ for
✕ at
14. Identify the correct passive form—
✕ The door should be opened
✔ Let the door be open
✕ Let the door be opened by you
✕ The door must be opened
15. Choose the appropriate meaning of the idiom ‘Swan Song’
✕ First work
✕ Early work
✔ Last work
✕ Middle work
16. A compound sentence must have— principal clause.
✕ Four
✕ three
✔ More than one
✕ None
17. which is right?
✕ He and myself went out
✕ Myself and he went out
✕ I and he went out
✔ He and I went out
18. He has a cow. The best passive form is–
✔ A cow is had by him
✕ A cow is have by him
✕ A cow has been by him
✕ A cow have been by him
19. Choose the correct sentence.
✕ Everybody hates the lair
✔ Everybody hates a liar
✕ Everybody does hate a liar
✕ Everybody does not hate a liar
20. Choose the best Answer.
✕ He discourages me to borrow
✔ He discourages me from borrowing
✕ He discourages from me borrowing
✕ He discourages me to borrow
গণিত অংশ
১. ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশের দৈর্ঘ্য তৃতীয় বাহুর কোন অংশের সমান?
✕ ১/৩
✕ ১/৪
✕ ২/৩
✔ ১/২
২. 3x -y =2 এবং 2x +3y =5 সরলরেখা দুইটি যে বিন্দু দিয়ে অতিক্রম করবে-
✕ (২,৪)
✕ (৪,-১)
✔ (১,১)
✕ (০,-২)
৩. (-১)*(-১)*(-১)+(-১)*(-১)=?
✔ ০
✕ ২
✕ -২
✕ ১
৪. একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার । পেছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ২০০ বার বেশি ঘুরবে ?
✕ ৬ কিমি.
✕ ৫ কিমি.
✔ ৪কিমি.
✕ ২ কিমি .
৫. এক ব্যক্তি খাড়া পূর্বদিকে ৫ মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া পশ্চিম দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিবেবে। ঐ ব্যক্তির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল?
✕ ৪৮ মাইল
✕ ৭৫ মাইল
✔ ২৪ মাইল
✕ ৪৫ মাইল
৬. একজন ছাত্র ১৬ টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে?
✕ ২৫টি
✕ ৩০টি
✔ ২৪টি
✕ ২০টি
৭. ৩০ বর্গ ফুট একটি ঘরের মেঝে ঢাকতে ৫ ফুট চওড়া কার্পেটে ৩০ টি লাগে। কার্পেটটি কত লম্বা?
✕ ৪ ফুট
✕ ১০ ফুট
✕ ৩ ফুট
✔ ৬ ফুট
৮. একটি সংখ্যা ৭৫৭ থেকে যত ছোট ৫৫৫ তেকে তত বড়। সংখ্যাটি কত?
✔ ৬৫৬
✕ ১০১
✕ ৫৬৫
✕ ৬৫৮
সাধারণ জ্ঞান অংশ
১. বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনী দ্বারা মহিলা আসন ৪৫ জনে উন্নীত করা হয়?
✕ ১১ তম
✕ ১২ তম
✕ ১৩ তম
✔ ১৪ তম
২. ‘মাধবকুন্ড’ জলপ্রপাত কোথায় অবস্থিত ?
✔ মৌলভীবাজার
✕ ভৈরববাজার
✕ কক্সবাজার
✕ রাঙ্গামাটি
৩. বি.কে. এস. পি কি ধরনের সংস্থার নাম?
✕ সংবাদ সংস্থা
✕ চলচ্চিত্র সংস্থা
✕ পরিবহন সংস্থা
✔ ক্রীড়া শিক্ষা সংস্থা
৪. বাংলাদেশ টেস্ট ক্রিকেট মর্যাদা লাভ করে কখন?
✕ ২০ এপ্রিল ১৯৯৯
✕ ২১ ফেব্রুয়ারি ২০০০
✔ ২৬ জুন ২০০০
✕ ১৫ ফেব্রুয়ারি
৫. বাংলাদেশ এশিয়ান গেমসে প্রথম কবে অংশগ্রহণ করেছিল?
✕ ১৯৭২
✕ ১৯৭৫
✕ ১৯৭৬
✔ ১৯৭৮
৬. আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্মাণ কাজের উদ্ধোধন হয় কখন?
✕ ১৫ মার্চ , ১৯৯৯
✕ ১৫ মার্চ , ২০০০
✔ ১৫ মার্চ, ২০০১
✕ ২১ ফেব্রুয়ারি
৭. বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় কখন?
✕ ১৯ ডিসেম্বর , ১৯৭০
✔ ৩ ডিসেম্বর , ১৯৫৫
✕ ২১ ফেব্রুয়ারি, ১৯৭১
✕ ১৬ ডিসেম্বর, ১৯৭২
৮. বাংলাদেশে সবচেয়ে উঁচু পাহাড়ের উচ্চতা কত?
✕ ১০০০ মিটার
✔ ১২৩১ মিটার
✕ ১৩৫০ মিটার
✕ ১৫০০ মিটার
৯. জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতিষ্ঠিত হয় কখন?
✕ ১৯৭৫ সালে
✕ ১৯৭৬ সালে
✔ ১৯৭৭ সালে
✕ ১৯৯০ সালে
১০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন ?
✕ জি. এইচ. ল্যাংলি
✕ আর.সি. মজুমদার
✕ এ.এফ. রহমান
✔ স্যার পি. জে হার্টস
১১. বাংলাদেশ বিমান সংস্থার বাণিজ্যিক নাম কি?
✕ বিমান বাংলাদেশ
✕ বাংলাদেশ বিমান
✕ এয়ার বাংলাদেশ
✔ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
১২. বাংলায় রেলপথ চালূ হয়েছিল কোথা হতে কোথা পর্যন্ত?
✕ কলকাতা-দর্শনা
✔ হাওড়া -চুচুড়া
✕ দার্জিিলং-শিলিগুড়ি
✕ কুষ্টিয়া-গোয়ালন্দ
১৩. বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যু কোথায় অবস্থিত?
✕ কাপ্তাই
✕ খুলনায়
✔ ভেড়ামারায়
✕ মংলায়
১৪. বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রবর্তন হয় কখন?
✕ ১৯৯০ সালে
✔ ১৯৯২ সালে
✕ ১৯৯৩ সালে
✕ ১৯৯৭ সালে
১৫. ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান–
✔ চতুর্থ
✕ পঞ্চম
✕ ষষ্ঠ
✕ সপ্তম
১৬. কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা থেকে?
✕ লালমাই পাহাড় থেকে
✔ লুসাই পাহাড় থেকে
✕ খাসিয়া পাহাড় থেকে
✕ জৈন্তিয়া পাহাড় থেকে
১৭. বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি ?
✕ ঈশ্বরদী
✕ তেতুলিয়া
✔ লালপুর
✕ মেহেরপুর
১৮. বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়?
✕ পতেঙ্গায়
✔ লালাখালে
✕ টেকনাফে
✕ খেপুপাড়ায়
১৯. ১৯৯৩ সালে প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে প্যালেস্টাইন ও ইসরাইলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম–
✕ ক্যাম্প ডেভিড চুক্তি
✔ অসলো চুক্তি
✕ প্যারেজ চুক্তি
✕ টিম্পল মাউন্ট চুক্তি
২০. আরব লীগ কখন প্রতিষ্ঠত হয়?
✕ ১৯৪০ সালের ২০ ফেব্রুয়ারি
✕ ১৯৪২ সালের ২০ জানুয়ারি
✕ ১৯৪৪ সালের ২২ মার্চ
✔ ১৯৪৫ সালের ২২ মার্চ
২১. হেবরন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
✕ ১৫ জানুয়ারি, ১৯৯৫
✕ ১০ জানুয়ারি , ১৯৯৬
✕ ১২ জানুয়ারি , ১৯৯৭
✔ ১৫ জানুয়ারি, ১৯৯৭
২২. প্রথম জাতিসংঘ উন্নয়ন দশকের মেয়াদকাল ছিল–
✕ ১৯৫১-১৯৬০
✕ ১৯৬১-১৯৭০
✔ ১৯৭১-১৯৮০
✕ ১৯৮১-১৯৯০
২৩. জোট নিরপেক্ষ আন্দোলনের ন্যাম প্রথম শীর্য সম্মেলন অনুষ্ঠিত হয়–
✔ বেলগ্রেডে
✕ ভারতে
✕ কায়রোতে
✕ কলম্বোতে
২৪. কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কোন সালে সংঘটিত হয়?
✕ ১৯৫৯
✕ ১৯৬০
✔ ১৯৬২
✕ ১৯৬৫
২৫. ১৯৪৯ সালে যখন ন্যাটো গঠিত হয় তখন এর সদস্য রাষ্ট্রের সংখ্যাা ছিল—
✕ ১১
✔ ১২
✕ ৯
✕ ১৩
২৬. লৌহ পর্দ্যা শব্দগুচ্ছ কোন রাষ্ট্রনায়ক ব্যবহার করেন?
✕ চার্চিল
✕ রুজভেল্ট
✕ জর্জ ওয়াশিংটন
✔ ট্রুম্যান
২৭. পার্ল হারবার কোথায় অবস্থিত?
✔ হাওয়াই দ্বীপে
✕ ভূমধ্যসাগরের তীরে
✕ আরব সাগরে
✕ আটলান্টিক মহাসাগরে
২৮. হো-চি -মিন শহরের পূর্বনাম কি ছিল?
✔ সায়গন
✕ ম্যাকাও
✕ দানাং
✕ হ্যানয়
২৯. মাওরি কোন দেশের অধিবাসী?
✕ অস্ট্রেলিয়া
✕ পাপুয়া নিউগিনি
✔ নিউজিল্যান্ড
✕ মরিশাস
৩০. কোন সংস্থাটির পরিবর্তে ডব্লিউটি ও গঠিত হয়?
✔ GATT
✕ NATO
✕ UNCTAD
✕ WORLD BANK
৩১. OIC কখন এবং কোথায় গঠিত হয় ?
✕ ১৯৬০ সালে রিয়াদে
✕ ১৯৬৫ সালে আঙ্কারায়
✔ ১৯৬৯ সালে রাবাতে
✕ ১৯৭২ সালে আঙ্কারায়
৩২. নাফটা চুক্তি কখন অনুমোদিত হয়?
✕ ১৯৯০ সালে
✕ ১৯৯২ সালে
✔ ১৯৯৩ সালে
✕ ১৯৯৫ সালে
৩৩. ওএএস সনদ কোথায় এবং কখন গৃহীত হয়?
✔ ১৯৪৮ সালে কলাম্বিয়ায়
✕ ১৯৫৩ সালে ইস্তাম্বুলে
✕ ১৯৬২সালে কিউবাতে
✕ ১৯৬৪ সালে শিকাগোতে
৩৪. জাতিসংঘ ৪র্থ বিশ্ব নারী সম্মেলন কখন এবং কোথায় স্বাক্ষরিত হয়?
✔ বেইজিং ,১৯৯৫
✕ মালয়েশিয়া , ১৯৯৬
✕ টোকিও , ১৯৯৭
✕ সানফ্রান্সিসকো, ১৯৯৮
৩৫. কুইন্সল্যান্ড কোন দেশের অংশ?
✕ ইংল্যান্ড
✕ কানাডা
✕ যুক্তরাষ্ট্র
✔ অস্ট্রেলিয়া
৩৬. সম্প্রতি কোন দেশের কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের খামার ভূমি দখল করে নিয়েছে?
✕ দক্ষিণ আফ্রিকা
✕ ইসরাইল
✔ জিম্বাবুয়ে
✕ আইভরিকোষ্ট
৩৭. লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম কি ?
✔ সেন্ট পিটার্সবার্গ
✕ ভলগাগ্রাড
✕ রস্টভ-অন-ডন
✕ কিয়েভ
৩৮. ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
✕ রোম
✔ ব্রাসেলসে
✕ জেনেভা
✕ হামবুর্গ
৩৯. এনজিও প্লাস্টি কি?
✕ হৃৎপিন্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
✕ হৃৎপিন্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন করা
✕ হৃৎপিন্ডের নতুন শিরা সংযোজন করা
✔ হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
৪০. হৃৎপিন্ডের প্রকোষ্ঠের প্রসারণকে কি বলা হয়?
✕ সিস্টোল
✔ ডায়াস্টোল
✕ উভয়ই সত্য
✕ কোনোটিই নয়
৪১. কোনটি ডি. এন.এ অণুতে অনুপস্থিত?
✔ ইউরাসিল
✕ সাইটোসিন
✕ এডিনন
✕ গোয়ানিন
৪২. কোন এনজাইমের সাহায্যে প্লাজমিড ডি. এন. এ কে ছেদন করা হয়?
✕ Amylase enzyme
✕ Protease enzyme
✕ Cellulose enzyme
✔ Restriction enzyme
৪৩. প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি?
✕ Riccia
✔ Agaricus
✕ Cycas
✕ Spirogyra
৪৪. ওয়াটার গ্যাসের রাসায়নিক নাম কি?
✔ সিলিকন ডাইঅক্সাইড
✕ সিলিকা
✕ ক্যালসিয়াম সিলিকেট
✕ সোডিয়াম সিলিকেট
৪৫. ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন , কারণ–
✕ লোহাকে টেম্পারিং করা হয়েছে
✕ বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
✔ সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন আছে
✕ সবধরনের বিজাতীয় দ্রব্য বের করে দেয়া আছে
৪৬. কোয়াশিয়রকর রোগ কেন হয়?
✕ শর্করার স্বল্পতার জন্য
✕ ভিটামিন ই এর অভাবে
✔ আমিষের স্বল্পতার অভাবে
✕ খনিজ পুষ্টির অভাবে