এইচ.এস.সি. পরীক্ষা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র MCQ প্রশ্ন ও সমাধান ২০১৮।
H.S.C History and Culture of Islam 1st Paper MCQ Questions and Solutions.
[ad id=’5486′]
১. আরব শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: (গ) মরুভূমি
২. ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর: (গ) তিন
৩. উদ্দীপকে যে প্রাণীটির প্রতি ইঙ্গিত করা হয়েছে তা হলো____
উত্তর: (ক) উট
৪. মানুষের জীবনে উক্ত প্রানীর যে প্রভাব ছিলো—-
উত্তর: (খ) iiও iii
৫. প্রাক-ইসলামী সমাজকে কলুষিত করেছিলো আরবদের____
উত্তর: (ক) iও ii
৬. মুসলমানরা প্রথম হিজরত করেন কোথায়?
উত্তর: (ক) আবিসিনিয়ায়
৭. মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর মদীনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো____
উত্তর: (ঘ) i,iiও iii
৮. রহিমের প্রদেয় ভূমি করের নাম কি??
উত্তর: (গ) খারাজ
৯. রাম ও জন যুদ্ধে যাওয়া থেকে নিষ্কৃতি পায় যে কর পরিশোধের কারণে, তা হলো____
উত্তর: (খ) জিজিয়া
১০. ইয়ামামার যুদ্ধে সেনাপতি কে ছিলেন?
উত্তর: (গ) খালিদ বিন ওয়ালিদ
[ad id=’5488′]
১১. রিদ্দা যুদ্ধের কারণ হলো____
উত্তর: (ক) স্বধর্ম ত্যাগীদের বিদ্রোহ
১২. উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ?
উত্তর: (ঘ) হুদায়বিয়ার সন্ধি
১৩. উক্ত ঘটনার সুদূরপ্রসারী ফলাফল হলো____
উত্তর: (খ) iও iii
১৪. খিলাফত কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর: (ক) ধর্মীয় ও রাজনৈতিক
১৫. উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সম্পর্কিত?
উত্তর: (ঘ) খ্রিষ্টান ও মুসলমানদের সন্ধি চুক্তি
১৬. উক্ত ঘটনাটিতে হযরত ওমর(রাঃ) এর চরিত্রের যে বিষয়গুলো প্রকাশিত হয়েছে___
উত্তর: (ঘ) i,iiও iii
১৭. হযরত ওসমান(রাঃ) কে হত্যার পিছনে যে কারণগুলো চিহ্নিত করা হয়েছে তা হলো____
উত্তর: (ক) iও ii
১৮. হযরত আলী(রাঃ) কত বছর ইসলাম ধর্ম গ্রহণ করেন?
উত্তর: (গ) ১০ বছর
১৯. উমাইয়া আমলে কাদের প্রাধান্য স্থাপিত হয়?
উত্তর: (গ) আরবদের
২০. করিম সাহেবের সাথে কোন উমাইয়া খলিফার মিল পাওয়া যায়?
উত্তর: (ক) আব্দুল মালিক
২১. নিম্নের কারা খলিফা আল ওয়ালিদের সেনাপতি ছিলেন?
উত্তর: (ঘ) i,iiও iii
[ad id=’5490′]
২২. কোন উমাইয়া খলিফাকে ‘সাধুপুরুষ’ বলা হয়?
উত্তর: (ঘ) ওমর বিন আব্দুল আজিজ
২৩. আবুল আব্বাসের ‘আস-সাফফাহ’ উপাধি গ্রহণ করার কারণ হলো_____
উত্তর: (ক) iও ii
২৪. খলিফা আল মনসুর একজন ন্যায়পরায়ণ শাসক হওয়া সত্ত্বেও অকৃত্রিম বন্ধু আবু মুসলিম এর প্রতি নিষ্ঠুর আচরণের কারণ____
উত্তর: (ক) নিজের ও বংশের নিরাপত্তা শঙ্কা
২৫. মুসা বিন নুসাইর নিম্নের কোন অঞ্চলের গভর্নর ছিলেন?
উত্তর: (ক) উত্তর আফ্রিকা
২৬. যে সংকীর্ণ জলরাশি দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্ত করে এবং দুটি ভূমিকে বিচ্ছিন্ন করে, তাকে বলে____
উত্তর: (খ) প্রণালি
২৭. উদ্দীপক উল্লিখিত মির্জা গালিবের সাথে ফাতেমি খিলাফতের কোন খলিফার কর্মকাণ্ডের সামঞ্জস্য পাওয়া যায়?
উত্তর: (গ) আল আজিজ
২৮. উক্ত খলিফার শাসনকাল ছিল____
উত্তর: (ঘ) i,iiও iii
২৯. স্পেনে ফকির আন্দোলনের উদ্দেশ্য ছিল___
উত্তর: (গ) উমাইয়াদের বিতাড়ন
৩০. দারুল হিকমা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: (ঘ) আল হাকিম
[ad id=’5492′]