দুর্নীতি দমন ব্যুরো এর পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৪
Inspector at Anti-Corruption Bureau recruitment examination question and answer – 2004 ২৩ ফেব্রুয়ারী ২০০৪ সালে, দুর্নীতি দমন কমিশন (দুদক -> Anti Corruption Commission) দুর্নীতি দমনে অধুনালুপ্ত দুর্নীতিদমন ব্যুরোর ব্যর্থতার ফলে সৃষ্ট।
Exam held on: 30/09/2004
বাংলা অংশ
১. ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা’– গানটির রচয়িতা কে?
✕ রবীন্দ্রনাথ ঠাকুর
✔ দিজেন্দ্রলাল রায়
✕ অতুল প্রসাদ
✕ নজরুল ইসলাম
২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ ?
✕ মাচেন্ট অব ভেনিস
✕ এ মিডসামার নাইটস ড্রিম
✔ কমেডি অব এররস
✕ মেকবেথ
৩. কোনটি ঠিক?
✕ ‘গোরা’ একটি নাট্যগ্রন্থ
✕ ‘বিদ্রোহী’ একটি কাব্যগ্রন্থ
✕ ‘একাত্তরের দিনগুলি’ একটি উপন্যাস
✔ ‘পথের দাবী’ একটি উপন্যাস
৪. ‘বাঙ্গালা ভাষার ইতবৃত্ত’ কার রচনা?
✔ মুহাম্মদ শহীদুল্লাহ
✕ মুহাম্মদ আবদুল হাই
✕ মুনীর চৌধুরী
✕ মোফাজ্জল হায়দার চৌধুরী
৫. রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল?
✕ বিসর্জন
✕ ডাকঘর
✔ বসন্ত
✕ অচলায়তন
৬. ‘কবর’ কবিতা কোন কব্যগ্রন্থের অন্তর্গত?
✕ বালুচর
✕ মাটির কান্না
✔ রাখালী
✕ হাসু
৭. ‘দেনাপাওনা’ উপন্যাস ও ‘দেনাপাওনা’ ছোটগল্পের লেখক যথাক্রমে–
✕ রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
✕ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
✕ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় ও রাবীন্দ্রনাথ ঠাকুর
✔ শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
৮. ‘রক্তকরবী’ ও ‘রক্তাক্ত’ প্রান্তর’ লিখেছেন যথাক্রমে–
✕ মুনীর চৌধুরী ও জহির রায়হান
✔ রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী
✕ জহির রায়হান ও শহীদুল্লাহ
✕ মুনীর চৌধুরী ও রবীন্দ্রনাথ ঠাকুর
৯. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ—
✕ বিষের বাশিঁ
✕ বিদ্রোহী
✔ অগ্নিবীণা
✕ রুবাইয়াৎ – ই- হাফিজ
১০. রুপসী বাংলার কবি বলতে কাকে বোঝায়?
✕ কবি রবীন্দ্রনাথ ঠাকুর
✔ কবি জীবনানন্দ দাশ
✕ কবি কাজী নজরুল ইসলাম
✕ কবি জসীমউদ্দীন
১১. ‘যা চিরস্থায়ী নয়’– এর সংকুচিত পদ কোনটি?
✕ অস্থায়ী
✕ ক্ষণিক
✕ ক্ষণস্থায়ী
✔ নশ্বর
১২. নিচের কোনটি শব্দের আগে বসে?
✕ অনুসর্গ
✔ উপসর্গ
✕ বিভক্তি
✕ প্রত্যয়
১৩. ‘পর্যালোচনা’ সঠিক সন্ধি বিচ্ছেদ–
✕ পর্য + আলোচনা
✔ পরি+ আলোচনা
✕ পর্যা + লোচনা
✕ পর্যা + আলোচনা
১৪. চন্দ্রের ন্যায় সুন্দর যার মুখ = চন্দ্রমুখ । এটি কোন সমাসের উদাহরণ?
✕ উপমান কর্মধারয়
✔ রুপক কর্মধারয়
✕ তৎপুরুষ
✕ মধ্যপদলোপী বহুব্রীহি
১৫. ‘পৃথিবীতে কে কাহার?’— এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন?
✕ অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
✕ কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি
✔ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
✕ করণ কারকে তৃতীয়া বিভক্তি
১৬. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ —
✔ শৈত্য
✕ শীতল
✕ উত্তাল
✕ হিম
১৭. ধাতুর শেষে ‘অন্ত প্রত্যয়’ যোগ করলে কোন পদ গঠিত হয়?
✕ বিশেষ্য
✕ অব্যয়
✔ বিশেষণ
✕ ক্রিয়া
১৮. ‘লেফাফা দুরস্ত’ — বাগধারাটির অর্থ কি?
✕ চৌকস ব্যক্তি
✕ সৌখিন ব্যক্তি
✕ পোশাক সর্বস্ব
✔ বাইরের ঠাঁট বজায় রেখে চলা
১৯. ‘এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি’— বাক্যটির কাল নির্ণয় করুন।
✕ সাধারণ বর্তমান
✕ সাধারণ অতীত
✕ নিত্যবৃত্ত বর্তমান
✔ পুরাঘটিত বর্তমান
২০. শব্দ ও ধাতুর মূলকে বলে–
✔ প্রকৃতি
✕ ধাতু
✕ বিভক্তি
✕ কারক
ইংরেজী অংশ
1. ‘Rome was burning while niru was playing on flute’ এর সঠিক অনুবাদ কোনটি?
✕ রোমে আগুন জ্বলছে নিরু তখন বাঁশি বাজাচ্ছে
✕ রোম যখন পুড়ে যাচ্ছে নিরু তখন বাঁশি বাজায়
✔ কারো পৌষ মাস কারো সর্বনাশ
✕ রোম ধ্বংসের পথে নিরু তখন বাঁশি বাজায়
2. Who has written? ‘He prayeth best’ who loveth best all things great and small.’
✕ John Keats
✕ Lord Byron
✕ P B Shelley
✔ Coleridge
3. ‘Paradise Lost’ was written by —
✕ Mathew Arnold
✕ Robert Browning
✔ John Milton
✕ W B Yeats
4. Charles Dickens is a great—-
✕ poet
✕ critic
✕ play-wright
✔ novelist
5. Shakespeare’s ‘Julius Caesar’ is a—
✕ comedy
✕ satire
✔ tragedy
✕ historical play
6. ‘Oh’ lift me as a wave, a leaf, a cloud, I fall upon the thorns of life! I bleed.’ This quotation is from P B shelley’s–
✕ The cloud
✕ To a Skylark
✔ Ode to the West wind
✕ Adonias
7. ‘Melodrama’ is a kind of play of —
✔ violent and sensational themes
✕ historical themes
✕ Philosophical themes
✕ pathetic themes
8. ‘plebiscite’ is a term related to—-
✕ medicine
✕ law
✕ technology
✔ politics
9. When water — it turns into ice.
✔ freezes
✕ will freeze
✕ would freeze
✕ froze
10. ‘Nelson is famous for his victory as Trafalgar’ in the sentence, the word ‘victory’ is
✕ Proper noun
✕ Common noun
✕ Collective noun
✔ Abstract Noun
11. The teacher said to me . ‘May you live long’ Its indirect form is—
✕ The teacher prayed that I could live long
✕ The teacher wished that I may have lived long
✔ The teacher wished that I might live long
✕ The teacher prayed that I might have lived long
12. ‘Few soldiers were evacuating the stranded people.;Its passive form is–
✕ The stranded people were evacuated by few soldiers
✕ The stranded people have been evacuated by few soldiers
✕ The stranded people had been evacuated by few soldiers
✔ The stranded people were being evacuated by few soldiers
13. The train— before we reach the station.
✕ will be left
✕ has left
✕ will have left
✔ had left
14. A synonym for ” illusive’ is–
✕ not deceptive
✕ not certain
✔ not obvious
✕ not coherent
15. Which of the following is a correct sentence?
✕ I, you and he are present
✔ You, he and I are present
✕ You, he and I are present
✕ He, you and I am present
16. The invention of computer has tumed over a new leaf in the history of modern technology. Which of the following is nearest to the meaning of the idiom ‘turned over new leaf’ in the aforesaid sentence?
✕ Created a new history
✕ Began a new civilization
✔ Opened a new chpter
✕ Created a sensation
17. The phrase ‘ An apple of discord’ means —
✕ A sweet apple
✕ An unexpected gift
✕ An important subject
✔ An object of qurrel
18. If a substance is cohesive, it tends to—
✕ retain heat
✕ bend without too much difficulties
✔ stick together
✕ break easily
19. Which one of the following is a complex sentence?
✕ Only the graduates need apply
✕ He is better than any other boy in the class
✔ We eat that we nay live
✕ I saw him writing a letter
20. Which one of the word ‘Object’ —
✕ Objection
✕ Objective
✕ Objectable
✔ Objectively
21. রহিম আসার আগেই করিম এসে থাকবে। এ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ—
✕ Karim will come before Rahim will come
✕ Rahim will have come before Rahim will come
✔ Karim will have come before Rahim comes
✕ Karim will come before Rahim will have come
গণিত অংশ
১. একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
✕ ৭৩০
✔ ৭৩৫
✕ ৭৮০
✕ ৮০০
২. একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১৮৫ টাকা হলে সুদের হার কত?
✕ ৪%
✔ ৫%
✕ ৬%
✕ ৭%
৩. এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে বয়সে ৫ বছরের বড় । তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ । ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?
✕ ৬৫
✕ ২৮
✔ ৩৩
✕ ৫৩
৪. একটি বর্গক্ষেত্রের আয়তন ৪০০ বর্গফুট, এর একটি বাহু থেকে ২ গজ কমিয়ে দিলে যে বর্গক্ষেত্র থাকবে তার আয়তন-
✔ ১৯৬ বর্গফুট
✕ ০০ বর্গফুট
✕ ২০৪ বর্গফুট
✕ ২০৮ বর্গফুট
৫. একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসেবে ১৪৪ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত?
✕ ১০ মিটার
✔ ১২ মিটার
✕ ১৪ মিটার
✕ ১৬ মিটার
৬. দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-
✕ বিপ্রতীপ কোণ
✕ স্থুল কোণ
✔ প্রবৃদ্ধ কোণ
✕ সম্পূরক কোণ
সাধারণ জ্ঞান অংশ
১. ‘ওয়াটার লু’র যু্দ্ধের বিজয়ী সেনাপতির নাম–
✕ লর্ড নেলসন
✔ ডিউক অব ওয়েলিংটন
✕ নেপােলিয়ন
✕ জেনারেল আইসেন হাওয়ার
২. আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয়—
✕ ২ অক্টোবর, ১৯৯০
✔ ৩ অক্টোবর , ১৯৯০
✕ ৪ নভেম্বর , ১৯৯০
✕ ৫ ডিসেম্বর, ১৯৯০
৩. আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে—
✕ ২ জুলাই, ১৫৭৬
✕ ৩ জুলাই, ১৭৭৬
✔ ৪ জুলাই, ১৭৭৬
✕ ৫ জুলাই, ১৮৭৬
৪. হরমুজ প্রণালী সংযুক্ত করেছে—
✕ লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে
✕ জাপান সাগর ও ভূমধ্যসাগরক
✕ জিব্রাল্টার ও লোহিত সাগরকে
✔ ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে
৫. টাইগ্রিস নদী পতিত হয়েছে–
✔ পারস্য উপসাগরে
✕ কাম্পিয়ান সাগরে
✕ ভারত মহাসাগরে
✕ মেক্সিকো উপসাগরে
৬. মারে ডালিং কোন দেশের নদী ?
✔ অস্ট্রেলিয়া
✕ আফ্রিকা
✕ ইরাক
✕ ইরান
৭. সুয়েজ খাল সংযুক্ত করেছে–
✔ ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে
✕ আরব সাগরকে লোহিত সাগরের সঙ্গে
✕ ভুমধ্যসারকে পারস্য সাগরের সঙ্গে
✕ আরব সাগরকে পারস্য সাগরের সঙ্গে
৮. মজলিস কোন দেশের পার্লামেন্টের নাম?
✕ ইরাক
✕ আফগানিস্তান
✔ ইরান
✕ পাকিস্তান
৯. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত?
✕ সুইডেন
✔ তুরঙ্কে
✕ আমেরিকা
✕ ইংল্যান্ড
১০. ‘অক্সফাাম’ যে দেশের প্রতিষ্ঠান–
✕ সুইডেন
✕ নরওয়ে
✕ আমেরিকা
✔ ইংল্যান্ড
১১. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাহিত্যে নোবেল পুরুস্কার পান ?
✕ মার্গারেট থেচার
✔ উইনস্টন চার্চিল
✕ জেমস কালাহার
✕ এডওয়ার্ড
১২. কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়?
✕ সুইডেন
✕ নরওয়ে
✔ ফিনল্যান্ড
✕ সুইজারল্যান্ড
১৩. ফরাসি বিপ্লব যে সালে শুরু হয়েছিল ?
✕ ১৬৪০ সালে
✕ ১৭৬৯ সালে
✔ ১৭৮৯ সালে
✕ ১৮১৫ সালে
১৪. শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল?
✕ মার্কিন যুক্তরাষ্ট্র
✕ ফ্রান্স
✕ জার্মানি
✔ ইংল্যান্ড
১৫. ইউরোপে রেনেসাঁ শুরু হয়–
✕ পঞ্চদশ শতাব্দীতে
✕ ষোড়শ শতাব্দীতে
✔ চতুর্দশ শতাব্দীতে
✕ সপ্তদশ শতাব্দীতে
১৬. আন্তর্জাতিক বিচারালয় ( International Court of Justice) কোথায় অবস্থিত?
✕ জেনেভা
✔ হেগ
✕ শিকাগো
✕ ব্রাসেলস
১৭. ম্যাকমোহন লাইন বর্তমানে কোন দুটি দেশের সীমানা নিধারণ করে?
✕ চীন ও রাশিয়া
✕ ভারত ও পাকিস্তান
✕ চীন ও মিয়ানমার
✔ চীন ও ভারত
১৮. ‘ম্যাগনাকার্টা’ হচ্ছে–
✕ ফরাসি শাসনতন্ত্রের বাইবেল
✔ ব্রিশিট শাসনতন্ত্রের বাইবেল
✕ স্পেনীয় শাসনতন্ত্রের বাইবেল
✕ জার্মান শাসনতন্ত্রের বাইবেল
১৯. ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্র তলদেশে দিয়ে নির্মিত টানেলটির দৈর্ঘ্য–
✕ ২০ কিলোমিটার
✕ ২৫ কিলোমিটার
✕ ৪০ কিলোমিটার
✔ ৪৫ কিলোমিটার
২০. সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্র গঠন করা হয়েছে?
✕ ১০টি
✔ ১৫টি
✕ ১২টি
✕ ১৬টি
২১. লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে–
✕ ইউরোপ ও আফ্রিকা
✕ এশিয়া ও ইউরোপ
✕ এশিয়া ও অস্ট্রেলিয়া
✔ আফ্রিকা ও এশিয়া
২২. ইউরোপিয়ান ইউনিয়ন (ই ইউ) এর একক মুদ্রা চালু হয়েছে?
✔ ১ জানুয়ারি ১৯৯৯
✕ ১ জুলাই ১৯৯৯
✕ ১ মার্চ ২০০০
✕ ১ জুলাাই ২০০০
২৩. এশিয়া মহাদেশে উৎপন্ন হয় পৃথিবীর প্রায় সমুদয়—
✕ রাবার
✕ আখ
✕ তুলা
✔ চা
২৪. দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো সাপটা চুক্তি সই করেছে–
✕ ১৯৭৬ সালে
✕ ১৯৮৫ সালে
✔ ১৯৯৩ সালে
✕ ১৯৯৪ সালে
২৫. কমনওয়েলথ -এর মোট সদস্য সংখ্যা—
✕ ৪৩
✕ ৪৬
✔ ৫২
✕ ৫৪
২৬. ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন—
✔ মুহম্মদ বিন কাসিম
✕ সুলতান মাহমুদ
✕ মুহম্মদ ঘুরি
✕ গিয়াস উদ্দিন আযম শাহ
২৭. পানি পথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়—
✔ ১৫২৬ সালে
✕ ১৫৫৬ সালে
✕ ১৭৬১ সালে
✕ ১৭২৬ সালে
২৮. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল—
✕ লর্ড মিন্টো
✕ লর্ড কার্জন
✔ লর্ড মাউন্টব্যাটেন
✕ লর্ড ওয়াভেল
২৯. মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়–
✕ ১৯০৫ সালে
✔ ১৯০৬ সালে
✕ ১৯১০ সালে
✕ ১৯১১ সালে
৩০. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য —
✕ ২০৬ কিলোমিটার
✔ ২৮৩ কিমি
✕ ২৬০ কিমি
✕ ২৮০ কিমি
৩১. মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্যে —
✕ আমদানি বৃদ্ধি করা
✕ বৈদেশিক লেনদেন সমস্যার সমাধান করা
✔ রপ্তানি বৃদ্ধি করা
✕ মুদ্রার ক্রয়ক্ষমতা বৃদ্ধি করা
৩২. বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ—
✕ ২০৯ সেমি
✕ ১৮০ সেমি
✕ ১২০ সেমি
✔ ২০৩ সেমি
৩৩. বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা—
✕ ৭টি
✔ ৩৩ টি
✕ ১৫টি
✕ ১৯টি
৩৪. মানুষের ব্যক্তিস্বাধীনতা নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয়?
✕ রাজনৈতিক অধিকার
✔ সামাজিক অধিকার
✕ মানবাধিকার
✕ মৌলিক অধিকার
৩৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়—
✕ ১৭ এপ্রিল ১৯৭২
✔ ১৬ ডিসেম্বর ১৯৭২
✕ ৭ মার্চ ১৯৭৩
✕ ২৬ মার্চ ১৯৭৩
৩৬. ‘বাঙালি’ জাতীয়তাবাদের পরিবর্তে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদ প্রবর্তিত হয়—
✕ ৪র্থ সংশোধনীর মাধ্যমে
✔ ৫ম সংশোধনীর মাধ্যমে
✕ ৬ষ্ঠ সংশোধনীর মাধ্যমে
✕ ৭ম সংশোধনীর মাধ্যমে
৩৭. পার্বত্য চট্রগ্রাম এলাকা মোটামুটি বাংলাদেশের — ভাগের এক ভাগ
✕ ১২
✕ ৮
✕ ১৫
✔ ১০
৩৮. প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে —
✕ আবগারী শুঙ্ক
✕ বিক্রয় কর
✔ আয়কর
✕ আমোদ কর
৩৯. সমাজে নৈতিকতাবোধ প্রতিষ্ঠার জন্য সর্বাধিক প্রয়োজন কোনটি?
✕ আইনের সফল প্রয়োগ
✕ জবাবদিহিতা
✔ শিক্ষা
✕ স্বচ্ছতা
৪০. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?
✕ ৭১২ কিমি
✔ ৭১১ কিমি
✕ ৭৮০ কিমি
✕ ৮৬৫ কিমি
৪১. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে–
✕ অফসেট মুদ্রণ পদ্ধতিতে
✔ পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
✕ ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
✕ স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
৪২. ১ নটিক্যাল মাইলে কত মিটার?
✔ ১৮৫৩.১৮ মিটার
✕ ১৬৫০.২০ মিটার
✕ ১৯৫৩.১৮ মিটার
✕ ১৭৬০.৫০ মিটার
৪৩. হৃৎপিন্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হয়–
✔ সিস্টোল
✕ ডায়াস্টোল
✕ উভয়টিই সত্য
✕ কোনোটিই নয়
৪৪. মস্তিঙ্কের ধমনী ছিড়ে রক্তপাত হওয়াকে বলে–
✕ কার্ডিয়াক অ্যারেস্ট
✕ কার্ডিয়াক ফেইলিউর
✕ হার্টঅ্যাটাক
✔ স্টোক
৪৫. কোনটি হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে?
✕ আমিষ
✕ স্নেহ
✕ শর্করা
✔ খনিজ লবণ
৪৬. ‘থিওরি অব রিলেটিভিটি’ -এর প্রণেতা —
✕ আইজ্যাক নিউটন
✔ আলবার্ট আইনস্টাইন
✕ চার্লস ডারউইন
✕ আঁদ্রে শাখারাত
৪৭. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়—
✕ অণু
✔ পরমাণু
✕ ইলেকট্রন
✕ প্রোটন
৪৮. পর্বতের চুড়ায় আরোহণ করলে নাক দিয়ে রক্ত পড়তে পারে, কারণ ওখানে–
✕ অক্সিজেন কম থাকে
✔ বায়ুর চাপ কম থাকে
✕ বায়ুর চাপ বেশি থাকে
✕ বায়ু ঠা্ন্ডা থাকে
৪৯. দৃশ্যমান আলোর মধ্যে কোন রঙ- এর আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
✔ বেগুনী
✕ কমলা
✕ লাল
✕ হলুদ